Chatmohor Barta সাপ্তাহিক চাটমোহর বার্তা

Chatmohor Barta সাপ্তাহিক চাটমোহর বার্তা সম্পাদক ও প্রকাশকঃ এস,এম,হাবিবুর রহমান সম্পাদক ও প্রকাশকঃ এস,এম,হাবিবুর রহমান
সম্পাদকঃ ০১৭১৬৭২০৫৫৩

শীতকালে খেজুর  রস, গুড়,শীতের রসপিঠা এ সবই অতিথি  সেবার প্রধান  উপকরণ**********----*---*********---*----**********শীতকালে...
24/12/2024

শীতকালে খেজুর রস, গুড়,শীতের রসপিঠা এ সবই অতিথি সেবার প্রধান উপকরণ
**********----*---*********---*----**********
শীতকালে খেজুর রস, গুড়,শীতের রসপিঠা এ সবই অতিথি সেবার প্রধান উপকরণ। যা
একটার সাথে অন্যটার নিবিড় সম্পর্ক।গ্রামের কৃষকেরা এ সময় ধান কাটেন।নতুন ধানের পিঠা
তৈরি করেন,খেজুরের রস ও গুড় সংগ্রহ করেন। এ সবই চিরাচরিত শীতের দৃশ্য।।আত্মীয় বা আত্মীয় ভজন যেন প্রতিটি পরিবারেই।চাটমোহর উপজেলার গুনাইগাছা ইউনিনের যাবরকৈল- পৈলানপুর সড়কে এভাবেই রাজশাহীর গাছি খেজুরের রস হাড়ি পেতে সংগ্রহ করছে।

চাটমোহর উপজেলার  সার ডিলার  এবং ব্যবসায়ীদের প্রতি চাটমোহর উপজেলা নির্বাহী অফিসারের  নির্দেশনা -***************---*---***...
23/12/2024

চাটমোহর উপজেলার সার ডিলার এবং ব্যবসায়ীদের প্রতি চাটমোহর উপজেলা
নির্বাহী অফিসারের নির্দেশনা -
***************---*---***************
চাটমোহর উপজেলার সার ডিলার এবং ব্যবসায়ীদের প্রতি চাটমোহর উপজেলা
নির্বাহী অফিসারের নির্দেশনা জারি। এছাড়া
ক্রেতাসাধারণ ও কৃষকেরা বণিত নিদেশনা অমান্যকারী ডিলার এবং সার ব্যবসায়ীদের বিরুদ্ধে উপজেলা নির্বাহী অফিসারসহ সংশ্লিষ্ট কৃষি অফিসে অভিযোগ করার পরামর্শ দিয়েছেন। চাটমোহর উপজেলা নির্বাহী অফিসারের নির্দেশলা এবং মূল্য তালিকা নিম্নে
দেওয়া হলো:
" চাটমোহর উপজেলার সার ডিলার/ ব্যবসায়ীগণকে সরকার নির্ধারিত মূল্যে সার বিক্রি, মূল্য তালিকা প্রদর্শন ও বিক্রি রশিদ প্রদান নিশ্চিত করতে বিশেষ ভাবে তাগিদ প্রদান করা হলো। সরকার নির্ধারিত মূল্যের অধিক মূল্যে সার বিক্রির অভিযোগ থাকলে উপজেলা নির্বাহী অফিসার, উপজেলা কৃষি অফিসার বা সংশ্লিষ্ট উপ-সহকারী কৃষি কর্মকর্তাকে জানানোর জন্য সকলকে অনুরোধ করা হলো। অভিযোগের সত্যতা পাওয়া গেলে জড়িতদের বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।
সারের খুচরা মূল্যের তালিকা-

চাটমোহরে সব্জির দাম কমছে-মুলা দুই কেজি ৫ টাকা-***********---*---**********চাটমোহরে সব্জির দাম ক্রমেই কমছে। সবনিম্ন সাদা ...
23/12/2024

চাটমোহরে সব্জির দাম কমছে-
মুলা দুই কেজি ৫ টাকা-
***********---*---**********
চাটমোহরে সব্জির দাম ক্রমেই কমছে। সবনিম্ন সাদা মূলা ২ কেজি ৫ টা দরে বিক্রি হচ্ছে।
আজ ২৩ ডিসেম্বর চাটমোহর নতুন বাজোরে
প্রতি কেজি সব্জির দাম নিম্নে দেওয়া হলো:
বেগুন প্রতিকেজি-৩০ টাকা।।
ফুলকপি প্রতিকেজি-২০ টাকা।
বাধা কপি প্রতিটা-৩০ টাকা।
সিম প্রতিকেজি-৩০/ ৩৫ টাকা।
করলা প্রতিকেজি-৮০ টাকা।
টমেটো প্রতিকেজি-১০০ টাকা।
আলু প্রতিকেজি-৫৫ টাকা।
লালমূলা প্রতিকেজি-১০/১২ টাকা।
গাজর প্রতিকেজি-৫০ টাকা।
আদা প্রতিকেজি-১০০ টাকা।
কাঁচামরিচ প্রতিকেজি-৬০ টাকা।
শুকনামরিচ প্রতিকেজি-৪০০ টাকা।
পিয়াজ প্রতিকেজি-৬০ টাকা।
শশা প্রতিকেজি-৪০ টাকা।
পেঁপে প্রতিকেজি-২৫ টাকা।
ওলকপি প্রতিকেজি-২০ টাকা।
লাউ প্রতিটি ৩৯ টাকা।
কাচকলা প্রতি হালি ২০ টাকা।
অন্যান্য সব্জির দামও কমের দিকে।

23/12/2024

ব্রিজটি এক যুগেও ব্যবহার উপযোগী হয় নাই-
দেখারও কেউ নাই-জরুরী পদক্ষেপের দাবী
************-----*----*******---*---**********
চাটমোহর - ভাঙ্গুড়া উপজেলার সংযোগ রক্ষাকারী সমাজ- বলজপুর - গদাই রূপসী - রাস্তার ব্রিজটি প্রায় এক যুগ পরও ব্যবহার উপযোগী করা হয় নাই। গদাই রূপসীর মাঝের এ ব্রিজটির দুই পাশের ঢালসহ রাস্তার মাটির কাজ করা হয় নাই।ব্রিজটির রেলিং ভেঙ্গে গেছে।দুই পাশের মাটি ধ্বসে দুই পাখা বা সাপোটিং ভেঙ্গে যাচ্ছে। ফলে ব্রিজের উপর দিয়ে কোন প্রকার যানবাহন চলাচল করতে পারে না। এলাকাবসীর দূার্ভোগের শেষ নাই।দ্রুত প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণের দাবী এলাকাবসীর।

22/12/2024

আজ ২২ ডিসেম্বর সন্ধ্যায় চাটমোহর সদর সংলগ্ন বোঁথর খেয়াঘাট স্কুল মাঠে গীতিনাট্য
দেখানো হয়েছে-
******-******-****-******-*******-*****
আজ ২২ডিসেম্বর সন্ধ্যায় চাটমোহর সদর সংলগ্ন বোঁথর খেয়াঘাট। স্কুল মাঠে বড়াল রক্ষা
আন্দোলনেন গীতিনাট্য" বিক্ষত বড়ালের বয়ান " প্রদর্শিত হয়েছে।স্থানীয় অনেক দর্শক আগ্রহ নিয়ে বিক্ষত বড়ালের বয়ান গীতিনাট্যটি উপভোগ করেন।প্রর্দশন অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বড়াল রক্ষা আন্দোলনের আহবায়ক চাটমোহর বার্তা সম্পাদক এস,এম,হাবিবুর রহমান। অনুষ্ঠানটি পরিচানা করেন বাংলাদেশ পরিবেশ আন্দোলনের ( বাপা) যুগ্ন সম্পাদা এবং বড়াল রক্ষা আন্দোলনের সদস্য- সচিব এস,এম, মিজানুর রহমান। শুরুতেই সভাপতি বড়াল নদীর অতীত বর্তমান তুলে ধরে সূচনা বক্তব্য দেন। সময় অসময় পত্রিকার সম্পাদক উপস্থিত ছিলেন। কন্ঠ বসে যাওয়ায় বক্তব্য দেন নাই।অন্যান্যর মধ্যে সুজাউদ্দিন বিশ্বাস বক্তব্য দেন।
সদস্য- সচিব বড়াল নদী রক্ষার নানা দিক কর্মসূচী ঘোষণা করেন এবং আগামীতে বড়াল রক্ষার সকল আন্দোলনে যোগ দেওয়ার আহবান জানান। এলাকার সর্বস্তরের মানুষ অনুষ্ঠানে যোগ দেন।
আগামী ২৫ ডিসেম্বর বুধবার সন্ধ্যায় রামনগর ঘাটে এবং ২৭ ডিসেম্বর শুক্রবার সন্ধ্যায় ধুলাউড়ি বটতলায়' বিক্ষত বড়ালের বয়ান' গীতিনাট্য প্রদর্শিত হবে।বড়াল রক্ষা আন্দোলনের পক্ষ থেকে সকলকে গীতিনাট্যটি দেখার জন্য আহবান জানানো হয়েছে।

নির্মম হত্যা কান্ডের শিকার কল্পনার  মাকেনির্বাহী অফিসার কর্তৃক আর্থিক অনুদান প্রদান***************-----*-----***********...
22/12/2024

নির্মম হত্যা কান্ডের শিকার কল্পনার মাকে
নির্বাহী অফিসার কর্তৃক আর্থিক অনুদান প্রদান
***************-----*-----***************
চাটমোহর উপজেলার নির্বাহী অফিসার তার ভেরিফাইড আইডির এক পোস্টের মাধ্যমে আর্থিক অনুদানের বিষয়টি জানান। তার বক্তব্য নিম্নরূপ -
"বিগত ১৩ ডিসেম্বর গুনাইগাছা ইউনিয়নে নির্মমভাবে হত্যাকাণ্ডের শিকার শিশু কল্পনা খাতুনের পরিবারকে উপজেলা প্রশাসন, চাটমোহরের পক্ষ থেকে আর্থিক সহযোগিতা প্রদান। পরিবারটির ক্ষতি পূরণ করা সম্ভব নয় কিন্তু সান্ত্বনা দেওয়ার জন্য এই ক্ষুদ্র প্রয়াস।
উল্লেখ্য, হত্যাকাণ্ডের সাথে জড়িত প্রধান আসামীকে আটক করে ইতোমধ্যে আইনের আওতায় আনা হয়েছে।" এখানে উল্লেখ্য যে, ঘাতক নুর জামালকে গ্র্রেফতার করা হয়েছে। ঘটনাটির পুলিশের অধিকতর তদন্ত অব্যাহত রয়েছে।এখানে উল্লেখ্য যে,কল্পনার মায়ের ঘর মেরামতের জন্য তার চাহিদা অনুসারে নগদ ১০ হাজার টাকা এবং শীত বস্ত্র তাকে প্রদান করেন।

আজ ২২ ডিসেম্বর  সন্ধ্যায়  চাটমোহর  সদর সংলগ্ন বোঁথর খেয়াঘাট স্কুল মাঠে গীতিনাট্যদেখানো হবে-******-******-****-******-**...
22/12/2024

আজ ২২ ডিসেম্বর সন্ধ্যায় চাটমোহর সদর সংলগ্ন বোঁথর খেয়াঘাট স্কুল মাঠে গীতিনাট্য
দেখানো হবে-
******-******-****-******-*******-*****
আজ ২২ ডিসেম্বর সন্ধ্যায় চাটমোহর সদর সংলগ্ন বোঁথর খেয়াঘাট। স্কুল মাঠে বড়াল রক্ষা
আন্দোলনেন গীতিনাট্য" বিক্ষত বড়ালের বয়ান " প্রদর্শিত হবে। সবাই আমন্ত্রিত।

বিষয়হীন কবিতার *****----*----*****----- এস,এম,হাবিবুর  রহমানআমি খবরের উৎস দেখেছি,আমি ঐ খবর  পড়েছি,আমি সব- কিছুই শুনেছি,আ...
22/12/2024

বিষয়হীন কবিতার
*****----*----*****
----- এস,এম,হাবিবুর রহমান

আমি খবরের উৎস দেখেছি,
আমি ঐ খবর পড়েছি,
আমি সব- কিছুই শুনেছি,
আমি সবাইকে চিনেছি।

তারা খবরের পিছু নিয়েছে,
তারা উৎস বিকৃত করেছে,
তারা নানা কৌশল করছে,
তারা বস্তুনিষ্ঠুরতা হারিয়েছে।

দেশ ও জাতির কাজে আসুন,
মানব কল্যাণে কাজ করুণ,
সার্বিক উন্নয়নে এগিয়ে আসুন,
সত্যের অনুসন্ধান করুণ।

অতীত থেকে শিক্ষা নিন,
বাস্তবতা সহজে মেনে নিন,
মিথ্যার আশ্রয় বাদ দিন,
সর্বদাই সৎকর্মে যোগ দিন

আহমরি আর অহংকার ছারুন,
সততার মাঝে জীবন গড়ুন,
সন্মান নিয়ে বেঁচে থাকুন,
মানুষের মাঝে আদর্শ হউন।

ধর্মের বিধান মেনে চলুন,
রাষ্ট্রের আইন স্মরণ করুন,
সমাজের রীতি দেখে চলুন
পরিবারে দায়িত্ব পালন করুন।

মহৎ কর্মে ব্যস্ত থাকুন,
সৎসঙ্গ গ্রহণ করুন,
মৃত্যুর কথা স্মরণ করুণ,
পরকালের শান্তি খুঁজন।

চাটমোহরসহ চলনবিল  অঞ্চলে কুয়াশা অব্যাহত রয়েছে।  হিমল বাতাস আর শীতের তীব্রতা বৃদ্ধি*******************-----*-----********...
22/12/2024

চাটমোহরসহ চলনবিল অঞ্চলে কুয়াশা অব্যাহত রয়েছে। হিমল বাতাস আর শীতের তীব্রতা বৃদ্ধি
*******************-----*-----***************
চাটমোহরসহ চলনবিল অঞ্চলে কুয়াশা অব্যাহত রয়েছে। হিমল বাতাস আর শীতের তীব্রতা বৃদ্ধি পেয়েছে। অসহনীয় শীতে বস্ত্রহীনরা সিমাহীন কষ্টে রয়েছে। এ দিকে চাটমোহর উপজেলা নির্বাহী অফিসারের দপ্তর কর্তৃক ৮০০ কম্বল বিভিন্ন সামাজিক, রাজনৈতিক এবং অফিসের বিভিন্ন দপ্তরের মাধ্যমে বিতরণের ব্যবস্থা গ্রহণ করেছেন।

চাটমোহর পৌরসভার নতুন বাজার জাদ্রিস মোড়ে বিক্ষত বড়ালের বয়ান,গীতিনাট্য প্রদর্শীত***************--------**-------**********...
21/12/2024

চাটমোহর পৌরসভার নতুন বাজার জাদ্রিস মোড়ে বিক্ষত বড়ালের বয়ান,গীতিনাট্য প্রদর্শীত
***************--------**-------*************
আজ ২১ ডিসেস্বর সন্ধ্যায় চাটমোহর পৌরসভার নতুন বাজার জাদ্রিস মোড়ে
বিক্ষত বড়ালের বয়ান, গীতিনাট্য প্রদর্শীত
হয়।বড়াল রক্ষা আন্দোলনের আহবায়ক
চাটমোহর বার্তা সম্পাদক এস,এম, হাবিবুর
রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়।অনুষ্ঠানটি
পরিচালনা করেন বড়াল রক্ষা আন্দোলনের সদস্য- সচিব এবং বাংলাদেশ পরিবেশ আন্দোলন ( বাপা) এর যুগ্ন সম্পাদক এস,এম মিজানুর রহমান। অনুষ্ঠানে আলোচনায় অংশ নেন বড়াল রক্ষা আন্দোলনের অন্যতম সদস্য মো: জয়েন উদ্দিন তারা এবং এনজিও ব্যক্তিত্ব নুর এ আলম মঞ্জু। জাদ্রিস মোড়ে বড়াল পাড়ের মানুষ, ব্যবসায়ী এবং ভাসমান পথযাত্রীরা গীতিনাট্যটি উপভোগ করেন। সচেতনামূলক ঐ
প্রদর্শন চলমান থাকবে।" বিক্ষত বড়ালের বয়ান
গীতিনাট্যটি রচনা করেন ইশারত আলী। আগামীকাল ২২ ডিসেম্বর সন্ধ্যায় পৌরসভা সদর সংলগ্ন বোঁথর খেয়াঘাটে ঐ গীতিনাট্য প্রদর্শন করা হবে। রড়াল রক্ষা আন্দোলনের পক্ষ থেকে গীতিনাট্যটি দেখার জন্য সবাইকে আহবান জানানো হয়েছে।

21/12/2024

কল্পনা হত্যাকান্ড
-
চাটমোহর উপজেলার শিশুকণ্যা কল্পনাকে শ্বাসরোধে হত্যা করে তারই প্রতিবেশী চাচা মো: নূরুজ্জামান।তাকে গ্রেফতার।

চাটমোহর  উপজেলার চলনবিল  অঞ্চলের নদ- নদী রক্ষায়  প্রশাসনিক পদক্ষেপ  জরুরী**********★********★*******★*********এটাই  চলনব...
21/12/2024

চাটমোহর উপজেলার চলনবিল অঞ্চলের নদ- নদী রক্ষায় প্রশাসনিক পদক্ষেপ জরুরী
**********★********★*******★*********
এটাই চলনবিল অঞ্চলের চাটমোহর উপজেলার গুমানী নদীর তলদেশ।এভাবেই নদীর তলদেশ সমতল করে বোরোধানের চাষ।তৈরি করা হচ্ছে
বীজতলা।এ ছাড়া অনেকেই রবি ফসলের চাষ করছেন।চাটমোহরসহ চলনবিল অঞ্চলেন গুমানী, বড়ালনদীসহ অন্যান্য নদী,নালা,জোলা, খাল অবৈধ দখল ও ভরাট করছে।সকল নদী রক্ষায় প্রশাসনের যথাযথ পদক্ষেপ গ্রহণ জরুরী।ছাবিগুলো গত ১৫ ডিসেম্বর তোলা।

চাটমোহর সদর সংলগ্ন  বড়ালনদীর অবৈধভাবে  মাটি কেটে বড়ালনদীর পাড় দখল এবং ভরাট করার কাজ নির্বাহী অফিসারের  হস্তক্ষেপে বন্ধ**...
20/12/2024

চাটমোহর সদর সংলগ্ন বড়ালনদীর অবৈধভাবে মাটি কেটে বড়ালনদীর পাড় দখল এবং ভরাট করার কাজ নির্বাহী অফিসারের হস্তক্ষেপে বন্ধ
*******-********-********-********-*******
চাটমোহর উপজেলা সদর সংলগ্ন বড়ালনদীর মাটি কেটে বড়ালনদীর পাড় দখল এবং ভরাট করার বিষয়টিসরেজমিনে পরিদর্শন শেষে চাটমোহর উপজেলা নির্বাহী অফিসারজনাব আবু নাসের চৌধুরী মহোদয়কে জানানো হয়।
বড়াল রক্ষা আন্দোলনের আহবায়ক ও চাটমোহর বার্তা সম্পাদক এস,এম হাবিবুর রহমান এবং বাংলাদেশ পরিবেশ আন্দোলনের যুগ্ন সম্পাদক ও বড়াল রক্ষা আন্দোলনের সদস্য-সচিব এস,এম,মিজানুর রহমান নির্বাহী অফিসারকে জানানোর পর পরই তিনি পদক্ষেপ গ্রহণ করেন এবং মাটি কাটা বন্ধ করে দেন।তিনি বড়ালনদী রক্ষায় অন্যান্য করণীয় পদক্ষেপ গ্রহণের আশ্বাস দেন। এ বিষয়টি এক শ্রেণির সুবিধাভোগী সংবাদকর্মী ভিন্নভাবে উপস্থাপনের চেষ্টা করছে। বড়াল রক্ষা আন্দোলন প্রশাসনের উচ্চ পর্যায় থেকে শুরু করে তৃণমূল বড়াল পাড়ের মানুষের সহযোগিতায় দুই যুগ ধরে আন্দোলন করে আসছে। রহস্যজনক নিরব থাকার প্রশ্নই উঠে না।আগামী ২১ ডিসেম্বর সপ্তাহব্যাপী গণ- সচেতনতা সৃষ্টির লক্ষ্যে পূর্বঘোষিত কর্মসূচী
অব্যাহত রয়েছে।

চাটমোহর পুরান বাজার  বড়ালনদীর তলদেশেমাটি কেটে নদীর জায়গা ভরাট- তড়িৎ  ব্যবস্থা গ্রহণের নির্দেশ-***************------*----...
19/12/2024

চাটমোহর পুরান বাজার বড়ালনদীর তলদেশে
মাটি কেটে নদীর জায়গা ভরাট- তড়িৎ ব্যবস্থা গ্রহণের নির্দেশ-
***************------*----*****************
চাটমোহর উপজেলা সদর সংলগ্ন পুরান
বাজার নীমতলার বিপরিত পার্শ্বে জনৈক মনি বড়ালনদীর মাটি কেটে নদীর অংশ বা পাড় দখল করছেন।আজ ১৯ ডিসেস্বর দুপুরে গিয়ে দেখা যায়,১০/১২ জন লেবার লাগিয়ে নদীর তলদেশ থেকে মাটি কাটা হচ্ছে। বিষয়টি বড়াল রক্ষা আন্দোলনের পক্ষ থেকে চাটমোহর উপজেলা নির্বাহী অফিসারকে অবহিত করা হয়।নির্বাহী অফিসার তৎক্ষণাৎ সহকারী কমিশনার ( ভূমি) কে তড়িৎ ব্যবস্থা গ্রহণের নির্দেশ দেন এবং তাঁকে (নির্বাহী অফিসার) অবহিত করতে বলেন। আজ ১৯ ডিসেম্বর দুপুরে তোলা কয়েকটি ছবি।

চাটমোহর  উপজেলার  নিমাইচড়া  ইউনিনের  খন্দবাড়িয়া রাস্তার চরাট সাঁকো- ব্রিজ  নির্মাণএবং রাস্তা পাকা করার দাবী*************...
18/12/2024

চাটমোহর উপজেলার নিমাইচড়া ইউনিনের খন্দবাড়িয়া রাস্তার চরাট সাঁকো- ব্রিজ নির্মাণ
এবং রাস্তা পাকা করার দাবী
********************-*-****************
চাটমোহর উপজেলার নিমাইচড়া ইউনিয়নের খন্দবাড়িয়া রাস্তার চরাট সাঁকো- এখানে পাকা ব্রিজ এবং সংযোগ রাস্তা পাকা করার দাবী গ্রামবাসীর। এটাই খন্দবাড়িয়া রাস্তার চরাট সাঁকো। এ এলাকাবসী খন্দবাড়িয়া-সমাজ বাজার অভিমুখে কাটাজোলার শুরুতে একটি পাকা ব্রিজ নির্মাণের দাবী করে আসছেন দীর্ঘ্যদিন ধরে।কিন্তু কাজের কাজ কিছুই হয় নাই।ব্রিজ না থাকায় চাটমোহর উপজেলার নিমাইচড়া ইউনিনের খন্দবাড়িয়া গ্রামের মানুষ আজও আদিম যুগের অবস্থায় যাতায়াত করছেন। মরা করতোয়া নদীর পাড় ধরেই চলাচল তাদের। এ রাস্তাটির কিছুটা মাটির কাজ করা হয়েছে। এ এলাকার মানুষ রাস্তাটিও পাকা করার দাবী জানিয়েছেন।চাটমোহর উপজেলার সিমানার গ্রামের নাম খন্দবাড়িয়া। এ গ্রামের মানুষের যাতায়াতের চির-দূর্ভোগ দূরীকরণে
অবিলম্বে রাস্তাটি পাকাকরণ এবং জোলার মুখে একটি পাকা ব্রিজ নির্মাণ করার যথাযথ পদক্ষেপ গ্রহণ প্রয়োজন ।

পাবনায় বেলার আয়োজনে অস্তিত্ব সংকটে  চলনবিল : পুনরুদ্ধার ও সংরক্ষণে করণীয় শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত*************-------*...
18/12/2024

পাবনায় বেলার আয়োজনে অস্তিত্ব সংকটে চলনবিল : পুনরুদ্ধার ও সংরক্ষণে করণীয় শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত
*************-------***------*************
বাংলাদেশ পরিবেশ আইনবিদ সমিতি (বেলা)'র আয়োজনে ১৮ ডিসেম্বর বুধবার বেলা ১১টায় পাবনা অন্নদা গোবিন্দ পাবলিক লাইব্রেরী, স্যামসন এইচ চৌধুরী মিলনায়তনে "অস্তিত্ব সংকটে চলনবিল : পুনরুদ্ধার ও সংরক্ষণে করণীয়" শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। বড়াল রক্ষা আন্দোলনের আহ্বায়ক ও চাটমোহর বার্তা সম্পাদক এস, এম, হাবিবুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় মূল প্রবন্ধ উপস্থাপন করেন পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে ভুগোল ও পরিবেশ বিভাগের চেয়ারম্যান ড. মোহাম্মদ নজমুল ইসলাম। প্রধান অতিথির বক্তব্য দেন পাবনার এডিসি (শিক্ষা ও আইসিটি) মাহফুজা সুলতানা। সম্মানিত অতিথির বক্তব্য দেন পানি উন্নয়ন বোর্ড পাবনা জেলার সহকারী পরিচালক মো. মোশাররফ হোসেন, পাবনা জেলা পরিবেশ অধিদপ্তরের সহকারী পরিচালক মো. আব্দুল গফুর। নির্ধারিত আলোচকের বক্তব্য দেন চলনবিল ও বড়াল রক্ষা আন্দোলন কমিটির সদস্য সচিব এস, এম, মিজানুর রহমান এবং বেলা'র প্রতিনিধি সমন্বয়ক এ, এস, এম, মামুন।
মুক্ত আলোচনায় অংশ নেন নাটোরের বেসরকারি সংস্থা সাথী'র নির্বাহী পরিচালক শিবলী সাদিক, দৈনিক সিনসা'র সম্পাদক এস, এম, মাহবুব আলম, শহীদ আহম্মেদ রফিক উদ্দিন উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক হেলেনা খাতুন, শহীদ এম, মনসুর আলী কলেজের সহকারী অধ্যাপক ড. মো. আল আমিন, সাপ্তাহিক সময় অসময় পত্রিকা সম্পাদক কে, এম, বেলাল হোসেন স্বপন, বনিকবার্তা'র পাবনা জেলা প্রতিনিধি খন্দকার শফিকুল ইসলাম দুলাল, ইমাম গাজ্জালী স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ সুরাইয়া সুলতানা, পাবনা পৌরসভার হেল্থ ভিজিটর রোকসানা পারভীন প্রমূখ।
আলোচনা সভা সঞ্চালনায় ছিলেন বাংলাদেশ পরিবেশ আইনবিদ সমিতি (বেলা)'র রাজশাহী ও রংপুর বিভাগীয় সমন্বয়কারী তন্ময় স্যানাল। আলোচনায় সভায় স্থানীয় পর্যায়ের প্রায় পঞ্চাশ জন পরিবেশবাদি সংগঠনের প্রতিনিধি অংশ নেন।আলোচনায় চননবিলের অস্তিত্ব ধ্বংস রোধ এবং রক্ষার নানা বিষয় স্থান পায়।গবেষণাটিতে আরো তথ্য ও উপাত্ত সংযোজন এবং ইতিহাস ঐতিহ্যসহ সময় ও যুগ- উপযোগী করার প্রস্তাব দেন।

মরনপথের যাত্রী দুই উপজেলার লাখ মানুষ-দুই*******-------------------**---------------------******চাটমোহর,ভাঙ্গুড়া উপজেলার ...
18/12/2024

মরনপথের যাত্রী দুই উপজেলার লাখ মানুষ-দুই
*******-------------------**---------------------******
চাটমোহর,ভাঙ্গুড়া উপজেলার সংযোগ রক্ষাকারী বলজপুর-গদাই রূপসী-ধলাগাড়া রাস্তয়একাধিক ব্রিজ নির্মাণ এবং রাস্তা পাকা করার দাবী
**************************************
পাবনার চাটমোহর উপজেলার সিমানার এইচবিবি রাস্তা পেরিয়ে সেই ভাঙ্গা,গর্ত আর খাল,নালা,নদী পার হয়ে পথ চলা যেন সর্বক্ষণ মৃত্যুর মুখো- মুখী হতে হয়। এ রাস্তায় চলাচল- কারী চাটমোহর, ভাঙ্গুড়া উপজেলার বৃহত: অংশের বিলের মাঝে গড়ে উঠা বানভাসা গ্রামের মানুষ চালাচল করে। মাথায় বোঝা,হাতে পুটলা নিয়ে মাইলের পর মাইল হেঁটে পথ চলা।শুষ্ক মওসুমে কষ্ট, দুর্ভোগের পাশা পাশি মৃত্যুর ঝুকি নিয়েই এদের চলতে হয় যুগের পর যুগ।এ যেন শিরোনামে মৃত্যু পথের যাত্রী চলনবিলের অঞ্চলের লাখ মানুষ। গদাই রূপসী পাবনার ভাঙ্গুড়া উপজেলার অষ্টমনিষা ইউনিনের
একটি গ্রাম। গদাই রূপসী পূর্বপাড়া,গদাই রূপসী বাঁধপাড়া,গদাই রূপসী ধলাগাড়া নামে কয়েকটি
পাড়া বা গ্রাম গড়ে উঠেছে। গ্রামগুলোর চারদিকেই বিল।বর্ষাকালে সাগরতু্ল্য জলরাশিতে ভাসমান দেখা যায়। তখন নৌকাই একমাত্র যাতায়াত বাহন।এখন চারদিকে সরিষা ক্ষেত।হলুদ ফুলে ভরপুর।এ যেন সৃষ্টিকর্তা নিজ হাতে প্রকৃতি সাজিয়েছেন। আর এ সুন্দর প্রকৃতির মাঝে ভাঙ্গা,গর্ত আর ধ্বসে যাওয়া সড়ক। সড়কে ডেঙ্গাপাড়া বন্যার পানির তোড়ে সড়ক ভেঙ্গে খালে পরিনত। হয়েছে। এখানে ব্রিজ না দিয়ে ছোট একটি বক্স কালভার্ট দেওয়া হয়। প্রশাসন বা প্রকৌশলীর অদক্ষতারই প্রমান মেলে এখানে। চলার পথে ডেঙ্গাপাড়া গ্রাম যেন চারদিকে বিল,ডেঙ্গা বা ডোবা।মেটে সমতল রাস্তা। এ রাস্তার এ অংশে মাটির কাজ করা হয় নাই। সামনে মাটি শুণ্য রাস্তার মাঝে দাঁড়িয়ে আছে একটি উঁচু পাকা ব্রিজ।ব্রিজের উভয় পাশে মাটি নাই।নাই ঢাল বা সংযোগ সড়ক।
ব্রিজটি ব্যবহার বা উদ্বোধন করার আগেই রেলিং,সাইড ভেঙ্গে বিপজ্জনক অবস্থার সৃষ্টি করছে।গদাই রুপসী পূর্বপাড়ার ব্রিজ এবং সংযোগ রাস্তা নির্মাণ কবে হবে তা কেউ বলতে পারে না। রাস্তা ধরে আরো কিছু দুর সামনে আর একটি গ্রাম। এ গ্রামের নাম গদাই রূপসী বাঁধপাড়া।এখানে ধলাগাড়া নদীর পানি নিয়ন্ত্রণ করার লক্ষ্যে বন্যা নিয়ন্ত্রণ বাঁধ নির্মাণ করা হয়।আর বাঁধ ও বাঁধ ঘেসে বসতি গড়ে উঠে।তাই এ পাড়া বা গ্রামের নাম গদাই রূপসী বাঁধপাড়া। এখানে ধলাগাড়া নদীর উপর লম্বা বাঁশের চরাট সাঁকো। যুগ যুগ ধরে চরাট সাঁকোই তাদের যাতায়াত বা পারাপাড়ের মাধ্যম। আলাপকালে
অনেকেই বলেন ব্রিজ হবে।ছোট থেকেই শিনে আসছি কিন্তু আজ বুড়ো হয়েও ব্রিজ আর পাকা সড়ক দেখতে পেলাম না।এমন আক্ষেপ প্রকাশ করেন কৃষক ফজলু মিয়া। কষ্টে এবং ভয়ে ভয়ে পার হলাম ধলাগাড়া নদী। আবার কাঁচা রাস্তায় চলতে লাগলাম।সামনে আর একটি ভাঙ্গা।এটাও বন্যার পানির তোড়ে রাস্তা ধ্বসে গেছে।এখানে বর্তমানে শুকনা।তাই হেঁটেই পার হলাম।সামনে গিয়েই চাপা পাকা সড়ক পেলাম।এছিল গত ১৭ ডিসেম্বর সমাজ বাজর থেকে সোঁজা শট- কাট রাস্তায় পথ চলা।দূরত্ব ৪ কিলোমিটার হতে পারে। এর পর নৌবাড়িয়া হয়ে ভাঙ্গুড়া উপজেলা সদরসহ দেশের সবস্থানেই যাতায়াত করা যায়।
বলজপুর -গদাই রূপসী - নৌবাড়ি সড়ক পর্যন্ত রাস্তাটি পাকা করণ এবং প্রয়োজনীয় স্থানে ব্রিজ নিমাণ করা আশু প্রয়োজন।এ রাস্তাটি পাকা করা হলে চাটমোহর এবং ভাঙ্গুড়া উপজেলার লাখ মানুষের চির দূর্ভোগের অবসান হবে।যাতায়াতে দূরত্ব,সময় এবং অর্থের
অপচয় হ্রাস পাবে।কৃষক তাদের উপাদিত পণ্যের ন্যায্য মূল্য পাবে।

মরনপথের যাত্রী দুই উপজেলার লাখ মানুষ-এক------------------------------------------------------------------বলজপুরের এইচবিব...
17/12/2024

মরনপথের যাত্রী দুই উপজেলার লাখ মানুষ-এক
------------------------------------------------------------------
বলজপুরের এইচবিবি রাস্তা ভেঙ্গে যাওয়ায় জন- দূর্ভোগ চরমে-
**********----*---*********--*--**********
চাটমোহর উপজেলার নিমাইচড়া ইউনিনের
সিমানার একটি গ্রামের নাম সমাজ বলজপুর।গ্রামে যেতেই চোখে পড়ে একটি উদ্বোধনী ফলক। ফলকে লিখা আছে" নিমাইচড়া ইউনিয়নের সমাজ বলজপুর মমিনের দোকান হতে কেয়ারের ব্রিজ হয়ে রজব আলীর বাড়ি পর্যন্ত রাস্তা এইচবিবি করণ কাজ।যার দৈর্ঘ্য ১০২৮ মিটার। ব্যয় করা হয় ৬৩ লক্ষ ৯৭ হাজার ৩০০ টাকা।চাটমোহর উপজেলার সিমানা পর্যন্ত এ কাজটি করা হয়। গ্রামীণ মাটির রাস্তাসহ টেকসই করণের লক্ষে হেরিং বোন বন্ড ( এইচবিবি) করণ ( ২য় পর্যায়) প্রকল্প। ২০২২- ২০২৩ অর্থ বছরে এ রাস্তাটিতে ইট বিছানো হলেও বর্তমানে খুবই নাজুক অবস্থা। রাস্তাটি ভেঙ্গে গর্ত হয়ে বিপজ্জনক অবস্থার সৃষ্টি করেছে। কোন প্রকার যানবাহন চলাচল করতে পারে না। এ রাস্তার চাটমোহর উপজেলার সিমানার অংশে একটা ব্রিজ নির্মাণ অতি জরুরী। বলজপুর অবদুল বাজারে গ্রামের লোকজনর মধ্যে অনেকেই সংবাদকর্মীর সংবাদ পেয়ে ছুটে আসেন এবং রাস্তাটি কার্পেটিং অথবা আরসিসি করণসহ পাকা ব্রিজ নির্মাণ কবে হবে জানতে চান। এক পর্যায়ে তারা সবাই জরুরীভিত্তিতে রাস্তাটি কার্পেটিং অথবা আরসিসিকরণসহ ব্রিজ নির্মাণের দাবী জানান। ( পরের পোস্টে ২য় অংশ থাকবে )।

Address

চাটমোহর, জেলা: পাবনা
বাংলাদেশ।
০১৭১৬

Telephone

+17183859203

Website

Alerts

Be the first to know and let us send you an email when Chatmohor Barta সাপ্তাহিক চাটমোহর বার্তা posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share