Asif Iqbal Mahmud

Asif Iqbal Mahmud Necessity needs no Law Everything is under Politics, So concious about Politics

26/12/2024

সময়ের দাবী -
অন্তর্বতী সরকারের উচিত অনতিবিলম্বে সকল স্তরের সরকারী কর্মকর্তা ও কর্মচারীদের স্থলাভিষিক্ত করা।

কারণ - নির্বাচনের দায়িত্বেই ত থাকবে এসকল সরকারী কর্মকর্তা কর্মচারীরাই ( রিটার্নিং, প্রিজাইডিং, পোলিং) অফিসার হিসেবে। প্রশাসনের কোনায় কোনায় লুকিয়ে আছে ফ্যাসিস্টদের ডালপালা ।
- তাই সারাদেশের সকল কর্মকর্তা ও কর্মচারীদের শতভাগ রদবদল/স্থলাভিষিক্ত নিশ্চিত না করে নির্বাচনে গেলে নির্বাচন সুষ্ঠু হতে পারে বলে আমি মনে করছি না।

- আমি মনে করি সারাদেশের সকল (২৪ লাখ) সরকারী কর্মকর্তা ও কর্মচারীদের স্থলাভিষিক্ত/রদবদল করতে অন্তবর্তী কালীন সরকার কে আরো অন্তত ১ বছর লাগবে এবং আমাদের উচিত তাদেরকে সময় দেয়া ।

26/12/2024

সময়ের দাবী :
অন্তর্বতী সরকারের উচিত অনতিবিলম্বে সকল স্তরের সরকারী কর্মকর্তা ও কর্মচারীদের স্থলাভিষিক্ত করা।

---- প্রশাসনের কোনায় কোনায় লুকিয়ে আছে বিগত সরকারের গাছপালা । সারাদেশের সকল কর্মকর্তা ও কর্মচারীদের শতভাগ রদবদল নিশ্চিত না করে নির্বাচনে গেলে নির্বাচন সুষ্ঠু হয় কেমন করে?

06/05/2024

📣 ওয়ারিশন সম্পতি এখন আর সহজে নামজারী করা যাচ্ছে না, কারণ, এসি ল্যান্ড অফিস বন্টননামা দলিল ব্যতিত ওয়ারিশ সম্পত্তি নামজারী দিতে চাচ্ছে না। তাই, সাধারন জনগন ওয়ারিশন সম্পত্তি নামজারী করতে গিয়ে নিম্নোক্ত সমস্যার সম্মুখীন হচ্ছেন.......
--------------------------------
#সমস্যা নং-১ঃ
---------------------
ওয়ারিশদের মধ্যে রেজিষ্ট্রি বন্টননামা দলিল নাই। নামজারী হবে না।

#সমস্যা নং-২ঃ
---------------------
এক বা একাধিক ওয়ারিশ দেশের বাহিরে থাকেন সেকারণে বন্টননামা দলিল করা যাচ্ছে না। অতএব, অন্যদেরও নামজারী হবে না।

#সমস্যা নং-৩
-------------------
একাধিক ওয়ারিশদের মধ্যে একজন দাগে দাগে হিস্যানুসারে নামজারী চাইলে নামজারী হচ্ছে না। কারণ নির্দিষ্ট কোন দাগে দখল সেটা এসি ল্যান্ড অফিস নির্ধারণ করতে পারছেন না।

#সমস্যা নং-৪
------------------
কোন একজন ওয়ারিশ কয়েকটি খতিয়ানের প্রাপ্য জমি কিন্তু সে একটি নির্দিষ্ট খতিয়ান থেকে তার প্রাপ্য অংশ বিক্রি করে ফেলেছেন। এখন তার বন্টননামা দলিল করার সুযোগ নাই। অতএব অন্য ওয়ারিশরা নামজারী করতে পারছেন না।

#সমস্যা নং-৫
-------------------
দখল সূত্রে কোন ওয়ারিশ দামী জমিতে দখলে আছেন। অতএব সে এখন বন্টননামা করবেন না। একারণে অন্য ওয়ারিশরাও নামজারী করতে পারছেন না।

এসব সমস্যার কারণে আদালতে বন্টন মামলা বেড়েই চলছে।তাই, নিজেদের মধ্যে সমঝোতা করে, মামলা মোকদ্দমা এড়িয়ে চলুল। পারিবারিক বন্ধন অটুট রাখুন।

30/04/2024

ইয়া আরহামার রাহিমীন -
আমি তোমার পবিত্রতা ঘোষনা করছি, সমস্ত প্রশংসা তোমার, সব কিছুর জন্যই আমি তোমার প্রতি কৃতজ্ঞ, তুমি এক ও অদ্বিতীয়, একমাত্র তুমিই মহান।
আমার সকল গুনাহ ক্ষমা করো।
ইয়া আরহামার রাহিমীন আমাদের সকল কে ঋণমুক্ত, অভাবমুক্ত,রোগমুক্ত, শত্রুমুক্ত, হতাশামুক্ত, ও গোনাহমুক্ত একটি সুন্দর জীবন দান করুন।
আমিন !

21/04/2024

অতিরিক্ত গরম থেকে বাঁচার আমল।

“যখন গরম বেশি পড়বে, তখন বেশি নামাজ আদায় কর। কারণ অতিরিক্ত গরম হলো জাহান্নামের নিশ্বাস”। (মিশকাত-৫৯১)

আল্লাহর ক্রোধ থেকে বাঁচার জন্য রাসুল (সা.) আমাদের বিভিন্ন দোয়া শিখিয়েছেন। নিচে এমনই গুরুত্বপূর্ণ একটি দোয়া দেওয়া হলো।

اللَّهُمَّ إِنِّي أَعُوذُ بِكَ مِنْ زَوَالِ نِعْمَتِكَ وَتَحَوُّلِ عَافِيَتِكَ وَفُجَاءَةِ نِقْمَتِكَ وَجَمِيعِ سَخَطِكَ

উচ্চারণ: আল্লাহুম্মা ইন্নি আউজুবিকা মিন জাওয়ালি নি’মাতিকা ওয়া তাহবিলি আফিয়াতিকা ওয়া ফুজাআতি নিকমাতিকা ওয়া জামি’য়ি সাখাতিকা।
সুবহানাল্লাহ।
সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আজিম

অর্থ: হে আল্লাহ, আমি আপনার কাছে আশ্রয় চাই আপনার নিয়ামতের বিলুপ্তি, আপনার অনুকম্পার পরিবর্তন, আকস্মিক শাস্তি এবং আপনার সমস্ত ক্রোধ থেকে।

19/04/2024

স্ত্রী তালাক দিলেও স্বামী কাবিনে উল্লেখিত দেনমোহরের টাকা দিতে বাধ্য।
'
'
'
'
# #তালাক #খোরপোষ #মোহরানা #স্ত্রীঅধিকার

08/04/2024

আইনগত সমস্যা :
আমার হাজবেন্ড আমার ওপর রাগ করে আমাকে না জানিয়ে দুবাই চলে গেছে! চার মাসের সংসার! নিজেদের মধ্যে বন্ডিং হবার আগেই ডিভোর্স পথে
শুধু বলছিলাম আমিও আরও বেটার ডিজার্ভ করি! ব্যাস এতটুকুই!

গত দুই মাসে আমরা নামে মাত্র সংসার করছি দুই জনেই, তবে কখনোই চিন্তা করি নি ভেতরে ভেতরে আমার সংসারটা ধ্বংসের দ্বারপ্রান্তে! এর পর থেকেই
গায়েব হয়ে যায়, চারদিন পর জানতে পারি তিনি দুবাই। আমি, আমার শশুর শাশুড়ী কেউই জানত না ওনার দুবাই যাত্রা সম্পর্কে!

পরশু পাশের পাড়ার এক এডভোকেট কল করে বলে স্থানীয় চেয়ারম্যানের অফিস থেকে টাকা কালেক্ট করতে। চেয়ারম্যান অফিসে যোগাযোগ করে জানতে
পারি গত সাপ্তাহে তিনটা চেকের মাধ্যমে আমার মোহরানার সাড়ে তিন লক্ষ টাকা দিয়ে রেখেছে!

এখন পর্যন্ত অফিসিয়ালি কেউ কিছু না বললেও আমি বুঝে গেছি কি হতে যাচ্ছে আমার সাথে।
লিগ্যালভাবে তাঁকে ফেরত আনার কোন আইনি প্রসেস আছে?

তাঁর ভিসা বা দুবাইয়ে কোথায় আছে জানি না তবে তাঁর পাসপোর্টের ফটো কপি আছে আমার কাছে। অনলাইনে দুবাই পুলিশের ওয়েবসাইট ও এপ্স আছে,
অথবা দূতাবাসের হেল্পলাইনে কল করে অভিযোগ করলে কি কোন হেল্প পাওয়া যাবে?

আমি ডিভোর্স চাচ্ছি না আইনিভাবে তাকে হ্যারেস করতেও ইচ্ছুক নয়। তাঁর সাথে ফেইস টু ফেইস না বসলে হয়তো বিষয়গুলোর সুষ্ঠু সমাধান সম্ভব নয়!
শুধু তাকে ফেরত আনতে চাই।
সমস্যা সংগৃহীত Find My Advocate Group থেকে

সমাধান ও করনীয়:

আপনাকে তালাক দেয়ার যুক্তিযুক্ত কাজ আপনি করেছেন।
কারণ আপনি আপনার স্বামীর অবাধ্য হয়ে বলেছেন আপনি বেটার ডিসারভ করেন। আর অবাধ্য স্ত্রীকে তালাক দেয়ার এখতিয়ার স্বামীর থাকেই।

আপনি যদি প্রকৃতই সংসার করতে চান তাহলে আপনার স্থানীয় গণ্যমান্য ব্যক্তিদের নিয়ে আপোষের চেষ্টা করুন। মনে রাইখেন স্বামীর অবাধ্য হলে বা ক্ষতি করার চেষ্টা করলে এটা আপনার হিতে বিপরীত হতে পারে।❤️

#আইনিপরামর্শসহায়তা #বিবাহবিচ্ছেদেরকারণ #ডিভোর্স
#নারীদেরমূলসমস্যা

12/02/2022

আইনী টিপস : কোন ঘটনা নিয়ে কারো সাথে বিরোধিতা আছে?
👉সমঝোতা আর সতর্কতার জন্য তাকে লিগ্যাল নোটিশ( উকিল নোটিশ) দিতে পারেন।
যেমন-
১) যৌতুক দাবী করলে।
২) পাওনা টাকা দাবী করলে।
৩) আপনার স্বামী /স্ত্রী সাথে কাউকে পরকীয়ায় জড়িত প্রমাণ পেলে।
৪) ভাড়াটিয়াকে।
৫) চেক ডিসঅনার হলে।
৬) কোন কাজ না করতে -বেআইনি জমি দখলের পায়চারি ঠ্যাকাতে।
৭) চুক্তি অনুযায়ী নিদৃষ্ট তারিখে কাজ সম্পাদন না হয়ে থাকলে।
৮) অবৈধ কাজ বন্ধ করতে।
৯) হাঁটা চলার পথে বাধা দিলে।
১০) কেউ আপনার অনুমতি ব্যতিত আপনার ছবি ব্যবহার করে ফেসবুকে লাইভ,পোষ্ট করে মানহানি করলে।

Address

Moydan Para, Forest Road, Domar, Nilphamari. ডোমার
নীলফামারী।

Alerts

Be the first to know and let us send you an email when Asif Iqbal Mahmud posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Asif Iqbal Mahmud:

Share

Category