26/12/2024
সময়ের দাবী -
অন্তর্বতী সরকারের উচিত অনতিবিলম্বে সকল স্তরের সরকারী কর্মকর্তা ও কর্মচারীদের স্থলাভিষিক্ত করা।
কারণ - নির্বাচনের দায়িত্বেই ত থাকবে এসকল সরকারী কর্মকর্তা কর্মচারীরাই ( রিটার্নিং, প্রিজাইডিং, পোলিং) অফিসার হিসেবে। প্রশাসনের কোনায় কোনায় লুকিয়ে আছে ফ্যাসিস্টদের ডালপালা ।
- তাই সারাদেশের সকল কর্মকর্তা ও কর্মচারীদের শতভাগ রদবদল/স্থলাভিষিক্ত নিশ্চিত না করে নির্বাচনে গেলে নির্বাচন সুষ্ঠু হতে পারে বলে আমি মনে করছি না।
- আমি মনে করি সারাদেশের সকল (২৪ লাখ) সরকারী কর্মকর্তা ও কর্মচারীদের স্থলাভিষিক্ত/রদবদল করতে অন্তবর্তী কালীন সরকার কে আরো অন্তত ১ বছর লাগবে এবং আমাদের উচিত তাদেরকে সময় দেয়া ।