18/12/2024
ভালোবাসা! সে কি ?
নিজের রং না হারিয়ে অন্যের রং এ রঙিন
হবার নাম ভালবাসা
ভেতরের রোদ্দুরটাকে না লুকিয়ে অন্যের ছায়ার শান্তির নীর খোজা ভালবাসা।
ঝোকের বশে ধরে ফেলা হাতটাকে নিজের করে ভেবে নেয়া ভালোবাসা।
আসলে এ বড্ড গোলমেলে. বেখাপ্পা
বোকামি এর নামই তো ভালোবাসা
লাভখতির হিসেব না জানা অদ্ভুতরকম এক
মুখতাই ভালোবাসা।
আমি কত যোগ্য তুমি কত পিছিয়ে. তোমার
সাথে কি করেই বা যায় আমার!
হয়ত যায় না এই সহয অংকটার কথা না শোন অনুভবগুলোই ভালোবাসা।
অন্ধ আবেগ তবু ঝরের মাঝে শক্ত মাটিতে
মুখ বুঝে থাকাটা নেহায়েত গোয়াতুমি
নিকষ আমার হৃদয়ে আলোর একটু কিরন
বোকা বোকা স্বপ্নের জাল বোনাই ভালোবাসা!
সত্যি বর তিকর. বর যন্ত্রণার. বড্ড
ঝামেলাদায়ক অদ্ভুত এক রোগ বটে এই
ভালোবাসা। তবুও কিছু মানুষ আজীবন এই
মরনব্যধির রোগী যারা নিজেকে বিলীন করে হয়
মৃত্তিকায় গরা প্রতিমা আহামরি কিছু
হয়ত নয় শুধু চায় হতে অকের প্রিয় চন্দ্রিমা।
এই ভালবাসার জগতে ভ্রমণ করতে চাইলে
অবশ্যই পরতে হবে প্রিয় চন্দ্রিমা বইটি
মুদ্রিত মূল্য ৫০০
কমিশন বাদে ৩৫০/=
অডার করতে চাইলে মেসেজ করুন
অথবা ফোন WhatsApp 01675-776441