Gaanbrikkho Publication

Gaanbrikkho Publication জ্ঞান ও শুদ্ধতার শেকড়ে

আমাদের প্রকাশিত আপনি আমার শুদ্ধতম প্রেম বইটি  প্রিন্ট আউট। এখন থেকে এই বইটি আর পাওয়া যাবে না। ভালোবেসে গ্রহণ করায় বইটির ...
11/06/2023

আমাদের প্রকাশিত আপনি আমার শুদ্ধতম প্রেম বইটি প্রিন্ট আউট। এখন থেকে এই বইটি আর পাওয়া যাবে না। ভালোবেসে গ্রহণ করায় বইটির সেসব পাঠকদের প্রতি কৃতজ্ঞতা।

পাঠকের ক্লিক
15/12/2022

পাঠকের ক্লিক

পাঠকের ক্লিক..
14/12/2022

পাঠকের ক্লিক..

গোধূলির ম্রিয়মাণ আলোয়..
06/12/2022

গোধূলির ম্রিয়মাণ আলোয়..

সকালের স্নিগ্ধ রোদে পাঠকের ক্লিকে আপনি আমার শুদ্ধতম প্রেম..
05/12/2022

সকালের স্নিগ্ধ রোদে পাঠকের ক্লিকে আপনি আমার শুদ্ধতম প্রেম..

পাঠকের ক্লিকে শেষ বিকেলের স্থিরচিত্র।
03/12/2022

পাঠকের ক্লিকে শেষ বিকেলের স্থিরচিত্র।

পাঠকের ক্লিক 💚💚
29/11/2022

পাঠকের ক্লিক 💚💚

পাঠকের ক্লিক বইঃ আপনি আমার শুদ্ধতম প্রেম
28/11/2022

পাঠকের ক্লিক
বইঃ আপনি আমার শুদ্ধতম প্রেম

26/11/2022

আমাদের প্রকাশিত বই একটাই। এতদিনে অনেকেই পড়েছেন বইটি। অনেকের অনেক ভালো-মন্দ উভয় অনুভূতিই আছে বইটি নিয়ে। একটি রিভিউ প্রতিযোগিতার আয়োজন করলে কেমন হয়?

আপনি আমার শুদ্ধতম প্রেম - রিভিউ নবীজির প্রতি আমার অন্তরের প্রেম জাগিয়ে তোলার জন্য বইটি এন্টিবায়োটিকের মতো কাজ করেছে। বইট...
15/05/2022

আপনি আমার শুদ্ধতম প্রেম - রিভিউ

নবীজির প্রতি আমার অন্তরের প্রেম জাগিয়ে তোলার জন্য বইটি এন্টিবায়োটিকের মতো কাজ করেছে। বইটি কেনার পর থেকে প্রায় ২০ বার বইটি আগামাথা ভালো করে করে পড়্রছি। এত উপকার আর কোনো বইতেই আমার হয়নি। এই বইয়ের লেখক, প্রকাশক সহ সংশ্লিষ্ট সবাইকে আল্লাহ পাক কবুল করুন।

রিভিউটি পাঠিয়েছেন- আশফিকা জাহিন

ভালোবাসা অন্তহীন একটি শব্দ। চার বর্ণের সমন্বয়ে গঠিত এই শব্দটির ব্যপ্তি বিশাল। পুরো জীবনজুড়ে বিস্তৃত। মানুষের জীবনের পরতে...
22/04/2022

ভালোবাসা অন্তহীন একটি শব্দ। চার বর্ণের সমন্বয়ে গঠিত এই শব্দটির ব্যপ্তি বিশাল। পুরো জীবনজুড়ে বিস্তৃত। মানুষের জীবনের পরতে পরতে লুকিয়ে আছে ভালোবাসার আকাঙ্ক্ষা। ঠিক এই সূত্র ধরেই যেন মুমিনদের হৃদে অনুরণিত হয় কেবল একটাই নাম, "মুহাম্মাদ, মুহাম্মাদ"। ভালোবাসার অনুভবে আবেশিত হয়ে উচ্চারিত হয়, "তোমাকে ভালোবাসি হে নবী, তোমাকে ভালোবাসি হে রাসূল!" সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম।

ভালোবাসার সংজ্ঞা অনেক। একেকজনের অভিধানে ভালোবাসার সূত্র একেকরকম। কেউ একটা প্রাণকে সীমাহীন ভালোবেসেও পিপাসার্ত থেকে যায়! কেউ কেউ ভালোবেসে জীবনের প্রতিটি মুহূর্ত উৎসর্গ করে দেয় প্রেমাষ্পদের নামে। কেউ কেউ ভালোবাসাকেই জীবনের সবচেয়ে বড় সুখ মনে করেন। তাই ভালোবাসার বিরাট অভিধানের পরতে লুকানো এমন সহস্র অব্যক্ত অনুভূতি বুঝতে না পেরে এর সংজ্ঞা দিতে এসেও আমি ভুগছি শব্দ শূন্যতায়!

প্রিয় বন্ধু! অভিধান জ্ঞানহীন এই আমি তবুও তোমাকে বলে যাই ভালোবাসার সংজ্ঞা। এসো চিনিয়ে দিই প্রকৃত ভালোবাসার পরিচয়। যে ভালোবাসা কেবল ভালোবাসতেই শেখাই! যে ভালোবাসার নেই মৃত্যু; মরণের পরেও যা অক্ষয়!

প্রিয় বন্ধু!
ভালোবাসা কাকে বলে জানো?
যে মানুষটি আমাকে না দেখেই আমার জন্য দুআ করেছেন-
সে মানুষটির প্রার্থনার বিশাল আন্তরিকতাকে ভালোবাসা বলে।

ঈমানহীন আমি জাহান্নামে দগ্ধ হব সে আশংকায়,
দাওয়াতের বাণী নিয়ে দ্বারে দ্বারে ঘুরেছেন যিনি;
অজস্র আঘাতের ব্যথা, রক্তঝরা শরীর-
আপনজনদের টিটকারি, বেদনার্ত দিল-
তবুও আমার কী হবে ভেবে বদদুআ না দেওয়ার মতো মহানুভব তিনি!
সেই মানুষটির নিঃস্বার্থ এমন চাওয়াগুলোকে ভালোবাসা বলে।

রাত গভীরে ঘুমকে রেখে ফেলে,
জায়নামাজে তপ্ত অশ্রু ঢেলে,
আমার উম্মতের কী হবে সে ভাবনায় যিনি কেঁদেছেন,
অনবরত দুআ করেছেন-
সেই মানুষটির প্রার্থনার অশেষ নির্মলতাকে ভালোবাসা বলে।

বন্ধু শোনো, আমাদের ব্যাপারেই আমাদের রব আল্লাহ সুবহানাহু ওয়াতাআ'লা বলছেন,

وَٱلَّذِينَ جَآءُو مِنۢ بَعۡدِهِمۡ يَقُولُونَ رَبَّنَا ٱغۡفِرۡ لَنَا وَلِإِخۡوَٰنِنَا ٱلَّذِينَ سَبَقُونَا بِٱلۡإِيمَٰنِ وَلَا تَجۡعَلۡ فِي قُلُوبِنَا غِلّٗا لِّلَّذِينَ ءَامَنُواْ رَبَّنَآ إِنَّكَ رَءُوفٞ رَّحِيمٌ

“যারা তাদের পরে এসেছে তারা বলে, ‘হে আমাদের রব, আমাদেরকে ও আমাদের ভাই যারা ঈমান নিয়ে আমাদের পূর্বে অতিক্রান্ত হয়েছে তাদেরকে ক্ষমা করুন এবং যারা ঈমান এনেছিল তাদের জন্য আমাদের অন্তরে কোনো বিদ্বেষ রাখবেন না; হে আমাদের রব, নিশ্চয় আপনি দয়াবান, পরম দয়ালু।”★

★ সূরা আল-হাশর, আয়াত: ১০

হ্যাঁ বন্ধু। ঠিক যেন এই আয়াতের সাথেই একাত্ম হয়ে আমার নবী আমাদের জন্মের পূর্ব থেকেই আমাদের জন্য দুআ' করে গেছেন। উম্মতের কথা ভেবে কেঁদেছেন। তিনি যেভাবে আমাদের ভালোবেসে আমাদের জন্য আল্লাহ পাকের কাছে কেঁদেছেন; তাঁর সেই অনুভব-অনুভূতিকে যদি আমি ভালোবাসার সংঙ্গায় সঙ্গায়িত না করি, তবে ভালোবাসা আর কাকে বলে?

তিনি যে আমাদের কত ভালোবাসতেন এর প্রমাণ মেলে হযরত আনাস রাযিআল্লাহু আনহু থেকে বর্ণিত একটি হাদীস দ্বারা।

একদিন সাহাবাদের উদ্দেশ্যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, "আমার ভাইদের সঙ্গে সাক্ষাৎ করতে ইচ্ছা করছে।"

সাহাবিরা বলল, "ইয়া রাসূলুল্লাহ, আমরা কি আপনার ভাই নই?"

আমার নবী উত্তরে বললেন, "তোমরা তো আমার সঙ্গী। আমার ভাই হলো তারা, যারা আমার ওপর ঈমান আনবে; কিন্তু আমাকে দেখবে না।"★

★ মুসনাদে আহমাদ, হাদিস : ১২৭১৮

যেই মানুষটি না দেখেই আমাদেরকে নিজের ভাই বলে সম্বোধন করেছেন, যে মানুষটি অচেনা আমাদের জন্য দুআ করে গেছেন, সেই মানুষটির অন্তরের এই বিশাল আন্তরিকতাকেই তো ভালোবাসা বলে!

তাই আসুন! প্রিয় নবীজির জীবনজুড়ে ছড়িয়ে থাকা হিরে-মুক্তোর ছোঁয়ায় নির্মল হোক আমাদের পঙ্কিল আত্মা। খুলে যাক হৃদয়ের বদ্ধ দুয়ার। জাগ্রত হোক সত্তাজুড়ে শুদ্ধতার অনুভব। কারণ একটি পরিশীলিত সমাজ ও পরিশুদ্ধ রাষ্ট্র গড়ে তুলতে নববী কর্মপন্থা সম্পর্কে জ্ঞান লাভের বিকল্প নেই। দাওয়াত ও দৃঢ়তায় রাসূলের দিকনির্দেশনাই আমাদের একমাত্র পাথেয়।

বই: আপনি আমার শুদ্ধতম প্রেম
লেখক : রুকাইয়া মাবরুরা
প্রকাশনায় : জ্ঞানবৃক্ষ পাবলিকেশন
বিষয় : সিরাতুন্নবী, ইমান ও আমল
বাইন্ডিং : হার্ডকাভার
পৃষ্ঠা সংখ্যা : ২০৮
প্রচ্ছদ মূল্য : ৩০০৳

পরীক্ষার জন্য অল্প কিছু পড়েছি, বইটি হাতে নিয়ে শুধু তাকিয়েই ছিলাম। এত চক্ষুশীতল! যতটুকু পড়েছি অসাধারণ ছিল। কী দরদ আর মায়া...
29/03/2022

পরীক্ষার জন্য অল্প কিছু পড়েছি, বইটি হাতে নিয়ে শুধু তাকিয়েই ছিলাম। এত চক্ষুশীতল! যতটুকু পড়েছি অসাধারণ ছিল। কী দরদ আর মায়া নিয়ে লিখেছেন লেখিকা। মাশাআল্লাহ।

- ইনবক্স থেকে

25/03/2022

নেগেটিভিটি এমন একটা জিনিস, কোনো জিনিসকেই আপনার মাইন্ডে যখন প্রথমে নেগেটিভলি পরিচিত করানো হবে, তখন শতবার সেই জিনিস পজেটিজলি প্রকাশিত হলেও আপনার মন তাকে আর সহজ ভাবে গ্রহণ করতে পারবে না। বরংচো পজেটিভের ভেতরও নেগেটিভ খুঁজতে থাকবে আপনার মন।

শ্রদ্ধেয় জনৈক লেখিকা মুহতারামার সাথে আমাদের কোনো বিদ্বেষ ছিল না। কিন্তু আমাদের প্রথম বই "আপনি আমার শুদ্ধতম প্রেম" বইটি নিয়ে তার নেগেটিভ মেসেজের দরুণ সেই গরম পরিবেশে দেড়শ কপি বইয়ের একটি অর্ডার ক্যান্সেল করেছিলেন একজন মুহতারামা। তার শিক্ষার্থীদের জন্য তিনি প্রি-অর্ডার করেছিলেন। পরে কারণ স্পষ্ট করে বলেছিলেন, অমুকের অমুক যুক্তির জন্য আপনাদের বই থেকে আমার মন উঠে গেছে। আমাদের চিন্তাধারাকে জঘন্য বলে তিনি আমাদেরকে কিছু গালিও দিয়েছিলেন।

সেদিন আমাদের কিছুই করার ছিল না। হঠাৎ করে আজ সেই বোন আমাদের কাছে ক্ষমা চাইলেন। যাইহোক, আমরা এতসব মনে রাখিনি। পথ চলতে গেলে অনেক কিছুই পথে আসবে, আমরা রবের উপর ভরসা করে সবর করব ইনশাআল্লাহ। আল্লাহ পাক আমাদের হেদায়েত দিন।

আমাদেরকে সুন্দরভাবে যদি নাজায়েজ বা হারামের যুক্তি দেখানো হত তাহলে আমরা কি শোধরাতাম না? একটা জায়েজ জিনিসকে ব্যক্তিগত রুচিসম্মত নয় বলে জঘন্য বলার আগে ভাবা প্রয়োজন সূরা তাহরীমের প্রথম নাম্বার আয়াতটি।

আল্লাহ পাক আমাদেরকে ক্ষমা করুন। আমাদেরকে উপকারী ইলম দিন। যাবতীয় ভুল-ভ্রান্তির জন্য আমরা তার কাছে ক্ষমা চাই। নিঃসন্দেহে রিজিকের মালিক কেবলমাত্র আল্লাহ পাক।

পুনশ্চঃ যে-সব পাঠক আমাদের বই পড়েছেন, বিনীত অনুরোধ থাকবে আপনারা বইয়ের ভালোমন্দ রিভিউ আমাদের জানাবেন। আমাদের টিম সাদরে গ্রহণ করবে সেসব গঠনমূলক আলোচনা সমালোচনা।

পাঠকের পাঠানো ছবি
23/03/2022

পাঠকের পাঠানো ছবি

অনেক দিন অপেক্ষা করালাম আপনাদের। আসুন এবার দেখে নিই ঝটপট, কে কে পাচ্ছেন পুরুস্কার..তবে একটা বিষয় খুবই খারাপ লেগেছে, লেখি...
19/03/2022

অনেক দিন অপেক্ষা করালাম আপনাদের। আসুন এবার দেখে নিই ঝটপট, কে কে পাচ্ছেন পুরুস্কার..

তবে একটা বিষয় খুবই খারাপ লেগেছে, লেখিকা মুহতারামা আনিকা তুবার ব্যক্তিগত অপছন্দের সেই পোস্টের কারণে অনেক প্রতিযোগি নিজেদের ডিজাইন + প্রিভিউ ডিলিট করে দিয়েছেন। অথচ বইটির নাম নিয়ে কোনো আলেমই নাজায়েজ বা হারামের ফতোয়া দেননি। যাইহোক, যার সাথে যার মুহাব্বত, তার সাথেই তার কিয়ামত।

তো দেখে নিই কে হচ্ছেন সেরা প্রিভিউ লেখক ছয়জন-

১) কামরুননাহার মীম
২) ইসরাত জাহান ঐশী (Israt Jahan Oishi)
৩) খালেদা মুবাশশিরা ( Khaleda Mubasshira)
৪) তাসনীম জুবায়দা
৫) জান্নাতুল নাইমা (Jannatul Naima)

সেরা ডিজাইনার চারজন-

১) সুমাইয়া বেগম (Sumaiya Begum)
২) সুলতানা মায়া (Sultana Maya)
৩) তাজমিন বিনতে মুহাম্মাদ সেলিম (Tazmin Binte Muhammad Selim)
৪) ইফফাত আরা তৃষা (Iffat Ara Trisha)

সবার প্রিভিউ ও ডিজাইন ছিল অসাধারণ। কিন্তু আমরা পুরুস্কার ঘোষণা করেছিলাম মাত্র দশজনের। তাই সেরা দশজনকে বেছে নিয়েছে আমাদের টিম। তবু্ও যদি কোনো ভুলভ্রান্তি হয়ে থাকে তাহলে আমরা তার জন্য আল্লাহর কাছে মাফ চাই।

সবার জন্য শুভকামনা। আগামীতে আরও নতুন নতুন প্রতিযোগিতার আয়োজন হবে। আমাদের সাথেই থাকুন। বিজয়ীনিরা নিজেদের কুরিয়ার ঠিকানা আমাদের পেইজে জানাবেন। পুরুস্কার পৌছে যাবে ইনশাআল্লাহ।

#জ্ঞানবৃক্ষ_প্রতিযোগিতা
#জ্ঞানবৃক্ষ
জ্ঞান ও শুদ্ধতার শেকড়ে

19/03/2022

প্রিভিউ ও ডিজাইন প্রতিযোগিতার ফলাফল দেওয়া হবে আজ রাত নয়টায়। সেরা দশে থাকছে কারা জানার জন্য চোখ রাখুন আমাদের পেইজে।

#জ্ঞানবৃক্ষ
শেকড়ে জ্ঞান, শেকড়ে শুদ্ধতা..

16/03/2022

#নবিজির_শানে_প্রেম_শব্দের_ব্যবহার_অশোভন_নয়_যে_কারণে

আল্লাহ বা নবিজির শানে 'প্রেম' শব্দটা শোভন কি না, সেটা নিয়ে এক পোস্ট দিয়েছেন আনিকা তুবা। 'আপনি আমার শুদ্ধতম প্রেম' নামের এক বই বের হয়েছে। আনিকা তুবার দাবি, 'প্রেম' শব্দটি কেবল একটি বিশেষ অনুভূতি বা আবেগের জন্য। সকাম আকর্ষণের জন্যই কেবল শব্দটি ব্যবহার করা যায়। তার দাবি মাফিক নিষ্কাম আকর্ষণে এই শব্দের ব্যবহার হতে পারে না। তিনি বই-সংশ্লিষ্টদের দৃষ্টি আকর্ষণ করেছেন শব্দটি বদলাতে। যথাযথ মর্যাদা ও সম্মান দিতে বলেছেন নবিজিকে। সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম।

'প্রেম' শব্দটি বাংলা সাহিত্যে-গানে-নাটকে-সিনেমায় একটা বিশেষ অর্থে অধিক পরিমাণে ব্যবহৃত হয়েছে। অনেক মানুষের মধ্যে শব্দটির একটি বিশেষ অর্থ তাই পাকা আসন গেড়েছে। কিন্তু তাই বলে শব্দটির অন্যান্য অর্থ বাংলা ভাষা থেকে হারিয়ে যায়নি। বরং, উপযুক্ত হাতের বহুল ব্যবহারে শব্দটির অন্যান্য ব্যবহারও জায়গা পেতে পারে সামনে। যার একটি নজির হতে পারে 'আপনি আমার শুদ্ধতম প্রেম' বইটি।

'প্রেম' শব্দটির একটি অর্থ 'প্রণয়'। সাধারণত এই অর্থেই আমরা শব্দটির ব্যবহার বেশি দেখি। তবে শব্দটির আরও কিছু অর্থ আছে। সেই অর্থগুলির মধ্যে অন্যতম 'ভালোবাসা' আর 'ভক্তি'। নবিজিকে আমরা ভালোবাসি, ভক্তি করি। নবিজির সাথে 'প্রেম' শব্দটা ওপরের ওই দুটি অর্থেই ব্যবহার করি আমরা; 'প্রণয়' অর্থে নয়।

বাংলা একাডেমির ব্যবহারিক অভিধানে 'প্রেম' শব্দের প্রথম অর্থে আছে 'প্রণয়', এরপর 'ভালোবাসা'। অভিধানের আরেকটু নিচে আছে 'প্রেমিক' শব্দটি। 'প্রেমিক' শব্দের ৩ নং অর্থ দেয়া আছে 'অনুরক্ত; ভক্ত'।

সংসদ বাংলা অভিধানে 'প্রেম' শব্দের প্রথম অর্থেই দেয়া আছে 'ভালোবাসা'। এরপর 'প্রণয়', আর সাথেই 'অনুরাগ'। 'প্রেম' শব্দটির ৩ নং অর্থ দেয়া আছে 'ভক্তি'। সেখানে উদাহরণ শব্দ হিসেবে আছে 'ভগবৎপ্রেম', 'দেশপ্রেম' শব্দ দুটো।

আমরা 'দেশপ্রেম', 'ভাষাপ্রেম', 'বইপ্রেমী' শব্দগুলোতে 'প্রেম' কথাটা কোন অর্থে বলি? এখানে কথাগুলোতে কি কোনো যৌন আকর্ষণ থাকে? থাকে না। পোস্টার আনিকা তুবা শব্দটা নিয়ে এত কিছু বলার আগে যদি আরেকটু সময় নিতেন, আমার মনে হয় তিনি এই ভুলটি করতেন না; এবং তার এত এত ফলোয়ারদের বিভ্রান্ত করতেন না।

নবিপ্রেম জাহির করতে গিয়ে নবিপ্রেমী আনিকা আরও কিছু বিভ্রান্তিকর তথ্য দিয়েছেন। যেমন: সাহাবিরা নবিজির দিকে চোখ তুলে তাকাতেন না। তার পবিত্র চেহারার বর্ণনা নাকি ঠিকঠাক দিতে পারতেন না।

আমি কোনো আলিমের কথায় বা লেখায় এরকম কোনো কিছু এখন পর্যন্ত পাইনি। হ্যাঁ, তাজিমের কারণে চোখ নামিয়ে কখনো কখনো সাহাবিরা কথা বলতেই পারেন। কিন্তু সেই সাহাবিরাই নবিজির শরীরের মাথা থেকে পা পর্যন্ত সব বর্ণনা দিয়েছেন। একবার এক সাহাবি একবার নবিজির চেহারা দেখছিলেন, আরেকবার চাঁদ দেখছিলেন। তিনি বুঝতে পারছিলেন না কোনটা বেশি সুন্দর। নবিজি রেগে গেলে মনে হতো তাঁর চেহারায় যেন কেউ ডালিম ছুড়ে মেরেছে। এমন লাল টকটক হতো। তো, এসব তথ্য সাহাবিরা কীভাবে দিয়েছেন? যেসব সাহাবি চোখ তুলে তাকাতেন না স্বাভাবিক সময়ে, সেসব সাহাবিই কি আবার নবি ﷺ রেগে গেলে তাঁর চেহারা দেখতেন? এটা কি স্বাভাবিক মনে হয়? সাধারণ সময়ে চোখ তুলে তাকাচ্ছেন না সাহাবিরা। কিন্তু নবিজি রেগে গেলে তাকাচ্ছেন? নবিপ্রেমের জজবায় এই ভুলগুলো নবিপ্রেমী আনিকা করেছেন বলে আমার মনে হয়।

মূল আলাপে আসি।

আমরা দেখলাম, 'প্রেম' শব্দটি তা হলে শুধু বিশেষ এক অর্থে ব্যবহৃত হয় না। এর আরও কিছু অর্থ আছে। উপযুক্ত প্রসঙ্গে নবিজির শানে এর ব্যবহার অত্যন্ত মানানসই এবং সুন্দর। একটি বিশেষ অর্থে কোনো শব্দ বেশিরভাগ সময়ে ব্যবহৃত হতে পারে। কোনো পাঠকের কাছে শব্দটির একটি বিশেষ অর্থই প্রধান হতে পারে। কিন্তু এজন্য শব্দটির অন্যান্য অর্থ ভাষা থেকে গায়েব হয় না।

আমার অনুরোধ থাকবে, পোস্টার নবিপ্রেমী আনিকা তুবা তার প্রাসঙ্গিক পোস্টটি মুছে দেবেন। অন্য একটি পোস্ট দিয়ে 'প্রেম' শব্দ নিয়ে তিনি যেসব বিভ্রান্তিকর কথা বলেছেন, তা স্বীকার করে ফলোয়ারদের ঠিক বক্তব্যটি জানাবেন।

আল্লাহ সহজ করুন।

লিখেছেন— মাসুদ শরিফ ভাই
শাবান ১৩, ১৪৪৩
মার্চ ১৬, ২০২২

আমাদের কাজকর্মে যদি ভালোবাসা প্রকাশ না পায় তাহলে আমরা আমাদের নবীকে ঠিক কেমন ভালোবাসি?বইঃ আপনি আমার শুদ্ধতম প্রেম পাওয়া য...
12/03/2022

আমাদের কাজকর্মে যদি ভালোবাসা প্রকাশ না পায় তাহলে আমরা আমাদের নবীকে ঠিক কেমন ভালোবাসি?

বইঃ আপনি আমার শুদ্ধতম প্রেম
পাওয়া যাচ্ছে বইমেলায় ৩২২/৩২৩ নাম্বার স্টলে।

বই চলে এসেছে আলহামদুলিল্লাহ। আমাদের পরিবেশক (দারুত তিবইয়ান, বাংলাবাজার)  কাউন্টারে বইটি আজ থেকে পাওয়া যাচ্ছে। যারা প্রি-...
10/03/2022

বই চলে এসেছে আলহামদুলিল্লাহ। আমাদের পরিবেশক (দারুত তিবইয়ান, বাংলাবাজার) কাউন্টারে বইটি আজ থেকে পাওয়া যাচ্ছে।

যারা প্রি-অর্ডার করেছিলেন তাদের বইগুলো আজই পাঠানো হবে ইনশাআল্লাহ। আপনারা সবাই শনি/রবিবার নাগাদ হাতে পেয়ে যাবেন আশা করছি।

#জ্ঞানবৃক্ষ
জ্ঞান ও শুদ্ধতার শেকড়ে..

আপনি আমার শুদ্ধতম প্রেম বইয়ের ভালোবাসা কাকে বলে শিরোনামের এক অংশ।  #জ্ঞানবৃক্ষ
05/03/2022

আপনি আমার শুদ্ধতম প্রেম বইয়ের ভালোবাসা কাকে বলে শিরোনামের এক অংশ।

#জ্ঞানবৃক্ষ

05/03/2022

আমরা আন্তরিকভাবে দুঃখিত। প্রেসে অতিমাত্রায় চাপ থাকায় আমাদের বইটি এখনো আমাদের পরিবেশক কাউন্টারে এসে পৌছায়নি।

বই আসার সাথে সাথে ঘোষণা দেওয়া হবে ইনশাআল্লাহ। আমাদের সাথে থাকার জন্য আন্তরিক কৃতজ্ঞতা।

আমরা রাসূলের সুন্নাত পালন করি তো?সুন্নাতের প্রতি যত্নশীল তো?যখন কেউ আমাদেরকে সুন্নাত পালনে উপদেশ দেয়, তখন আমরা তার উপর র...
04/03/2022

আমরা রাসূলের সুন্নাত পালন করি তো?
সুন্নাতের প্রতি যত্নশীল তো?
যখন কেউ আমাদেরকে সুন্নাত পালনে উপদেশ দেয়, তখন আমরা তার উপর রেগে যাই না তো?

সিরাত অধ্যায়নের গুরুত্ব ও উপকারিতাবইঃ আপনি আমার শুদ্ধতম প্রেম
03/03/2022

সিরাত অধ্যায়নের গুরুত্ব ও উপকারিতা

বইঃ আপনি আমার শুদ্ধতম প্রেম

হযরত আলী ইবনে হুসাইন রাযিআল্লাহু আনহুম বলেন, আমাদেরকে যেভাবে কুরআন শেখানো হয়েছিল ঠিক সেভাবেই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আল...
01/03/2022

হযরত আলী ইবনে হুসাইন রাযিআল্লাহু আনহুম বলেন, আমাদেরকে যেভাবে কুরআন শেখানো হয়েছিল ঠিক সেভাবেই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনিও পড়ানো হয়েছিল।

বইঃ আপনি আমার শুদ্ধতম প্রেম

#জ্ঞানবৃক্ষ

নিয়তের গড়মিলের কারণে শহীদ ও আলেমদেরকে জাহান্নামে পাঠিয়ে দেওয়া হবে। তাই প্রতটি আমলকে খালেসভাবে আল্লাহর সন্তুষ্টির জন্য কর...
01/03/2022

নিয়তের গড়মিলের কারণে শহীদ ও আলেমদেরকে জাহান্নামে পাঠিয়ে দেওয়া হবে। তাই প্রতটি আমলকে খালেসভাবে আল্লাহর সন্তুষ্টির জন্য করতে হবে।

বইঃ আপনি আমার শুদ্ধতম প্রেম

#জ্ঞানবৃক্ষ

বইঃ আপনি আমার শুদ্ধতম প্রেম।পাওয়া যাবে আগামীকাল থেকে ইনশাআল্লাহ  #জ্ঞানবৃক্ষ
01/03/2022

বইঃ আপনি আমার শুদ্ধতম প্রেম।
পাওয়া যাবে আগামীকাল থেকে ইনশাআল্লাহ

#জ্ঞানবৃক্ষ

22/02/2022

তাদাব্বুরের মজলিস
একটি প্রশান্তিকর বই। কাজ চলছে, শীঘ্রই বিস্তারিত জানানো হবে ইনশাআল্লাহ।

#জ্ঞানবৃক্ষ
জ্ঞান ও শুদ্ধতার শেকড়ে..

20/02/2022
প্রকাশিতব্য "আপনি আমার শুদ্ধতম প্রেম" বই থেকে। বইটি পাওয়া যাবে শীঘ্রই ইনশাআল্লাহ
20/02/2022

প্রকাশিতব্য "আপনি আমার শুদ্ধতম প্রেম" বই থেকে। বইটি পাওয়া যাবে শীঘ্রই ইনশাআল্লাহ

19/02/2022

আমাদের বইয়ের স্বাভাবিক খুচরা মূল্য ২৫%। প্রি-অর্ডারে পাচ্ছেন ৩৫% ছাড়। এই সুযোগ হারাবেন তো নির্ঘাত লস করবেন! দ্রুত অর্ডার করুন আপনার পছন্দের শপে।

#জ্ঞানবৃক্ষ

বই সম্পর্কে :আমাদের সম্মুখে দৃশ্যমান বইটি প্রিয় হাবীব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যাপিত জীবন হতে আহরিত কিছু দোদীপ্য...
19/02/2022

বই সম্পর্কে :

আমাদের সম্মুখে দৃশ্যমান বইটি প্রিয় হাবীব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যাপিত জীবন হতে আহরিত কিছু দোদীপ্যমান আলোর সমাহার। যার প্রতিটি তথ্যই সীরাতবিদদের কষ্ঠিপাথরে শুদ্ধতার যাচাইয়ে উৎকর্ষিত। চেষ্টা করা হয়েছে সরল বাক্যে সহজ শব্দের সেই আলোকধারার চিত্রায়ন করতে। যাতে নবিজীর পুরোটা জীবন একনজরে চিত্রিত হয়ে ওঠে পাঠকের অন্তরে। যেন তাঁর মহাত্ম, তাঁর অনুপম চরিত্র আলোড়ন তুলে দেয় হৃদয়-অনুভবে। ফুটে ওঠে তাঁর নেতৃত্বের কর্মধারা, কানে কানে যেন অনুরণন হতে থাকে তাঁর সুসংসবাদ ও সতর্কতার বাণী-বার্তা।

বইটি সংক্ষিপ্ত হওয়া সত্ত্বেও আশা করি তাতে রয়েছে তৃষ্ণার্ত আত্মার কিছু খোরাক। সংশয়বাদী বিবেকে চিন্তার শুদ্ধতার যোগান। অশান্ত হৃদয়ে শীতল প্রশান্তি। চৈতী রোদ্দুরে ক্ষয়ে যাওয়া জীবনে বসন্তের সজীবতা।

তাই আসুন! প্রিয় নবীজির জীবনজুড়ে ছড়িয়ে থাকা হিরে-মুক্তোর ছোঁয়ায় নির্মল হোক আমাদের পঙ্কিল আত্মা। খুলে যাক হৃদয়ের বদ্ধ দুয়ার। জাগ্রত হোক সত্তাজুড়ে শুদ্ধতার অনুভব। কারণ একটি পরিশীলিত সমাজ ও পরিশুদ্ধ রাষ্ট্র গড়ে তুলতে নববী কর্মপন্থা সম্পর্কে জ্ঞান লাভের বিকল্প নেই। দাওয়াত ও দৃঢ়তায় রাসূলের দিকনির্দেশনাই আমাদের একমাত্র পাথেয়।

বই: আপনি আমার শুদ্ধতম প্রেম
লেখক : রুকাইয়া মাবরুরা
প্রকাশনায় : জ্ঞানবৃক্ষ পাবলিকেশন
বিষয় : সিরাতুন্নবী, ইমান ও আমল
বাইন্ডিং : হার্ডকাভার
পৃষ্ঠা সংখ্যা : ২০৮
প্রচ্ছদ মূল্য : ৩০০৳
প্রি-অর্ডারে মূল্য : ১৯৫৳

প্রকাশিতব্য বই থেকে। পাওয়া যাবে খুব শীঘ্রই ইনশাআল্লাহ।
19/02/2022

প্রকাশিতব্য বই থেকে।
পাওয়া যাবে খুব শীঘ্রই ইনশাআল্লাহ।

বইঃ আপনি আমার শুদ্ধতম প্রেমপাওয়া যাবে খুব শীঘ্রই..
18/02/2022

বইঃ আপনি আমার শুদ্ধতম প্রেম
পাওয়া যাবে খুব শীঘ্রই..

16/02/2022

বিশেষ কিছু সমস্যার জন্য আমরা পূর্ব পেইজ বাদ দিয়ে নতুন পেজ খুলেছি। আমাদের ব্যাপারে যাবতীয় তথ্য দেওয়া হবে এখানেই ইনশাআল্লাহ!

Address

১১/১ ইসলামি টাওয়ার, বাংলাবাজার
ঢাকা

Website

Alerts

Be the first to know and let us send you an email when Gaanbrikkho Publication posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Gaanbrikkho Publication:

Share

Category

Nearby media companies


Other Publishers in ঢাকা

Show All