22/04/2022
ভালোবাসা অন্তহীন একটি শব্দ। চার বর্ণের সমন্বয়ে গঠিত এই শব্দটির ব্যপ্তি বিশাল। পুরো জীবনজুড়ে বিস্তৃত। মানুষের জীবনের পরতে পরতে লুকিয়ে আছে ভালোবাসার আকাঙ্ক্ষা। ঠিক এই সূত্র ধরেই যেন মুমিনদের হৃদে অনুরণিত হয় কেবল একটাই নাম, "মুহাম্মাদ, মুহাম্মাদ"। ভালোবাসার অনুভবে আবেশিত হয়ে উচ্চারিত হয়, "তোমাকে ভালোবাসি হে নবী, তোমাকে ভালোবাসি হে রাসূল!" সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম।
ভালোবাসার সংজ্ঞা অনেক। একেকজনের অভিধানে ভালোবাসার সূত্র একেকরকম। কেউ একটা প্রাণকে সীমাহীন ভালোবেসেও পিপাসার্ত থেকে যায়! কেউ কেউ ভালোবেসে জীবনের প্রতিটি মুহূর্ত উৎসর্গ করে দেয় প্রেমাষ্পদের নামে। কেউ কেউ ভালোবাসাকেই জীবনের সবচেয়ে বড় সুখ মনে করেন। তাই ভালোবাসার বিরাট অভিধানের পরতে লুকানো এমন সহস্র অব্যক্ত অনুভূতি বুঝতে না পেরে এর সংজ্ঞা দিতে এসেও আমি ভুগছি শব্দ শূন্যতায়!
প্রিয় বন্ধু! অভিধান জ্ঞানহীন এই আমি তবুও তোমাকে বলে যাই ভালোবাসার সংজ্ঞা। এসো চিনিয়ে দিই প্রকৃত ভালোবাসার পরিচয়। যে ভালোবাসা কেবল ভালোবাসতেই শেখাই! যে ভালোবাসার নেই মৃত্যু; মরণের পরেও যা অক্ষয়!
প্রিয় বন্ধু!
ভালোবাসা কাকে বলে জানো?
যে মানুষটি আমাকে না দেখেই আমার জন্য দুআ করেছেন-
সে মানুষটির প্রার্থনার বিশাল আন্তরিকতাকে ভালোবাসা বলে।
ঈমানহীন আমি জাহান্নামে দগ্ধ হব সে আশংকায়,
দাওয়াতের বাণী নিয়ে দ্বারে দ্বারে ঘুরেছেন যিনি;
অজস্র আঘাতের ব্যথা, রক্তঝরা শরীর-
আপনজনদের টিটকারি, বেদনার্ত দিল-
তবুও আমার কী হবে ভেবে বদদুআ না দেওয়ার মতো মহানুভব তিনি!
সেই মানুষটির নিঃস্বার্থ এমন চাওয়াগুলোকে ভালোবাসা বলে।
রাত গভীরে ঘুমকে রেখে ফেলে,
জায়নামাজে তপ্ত অশ্রু ঢেলে,
আমার উম্মতের কী হবে সে ভাবনায় যিনি কেঁদেছেন,
অনবরত দুআ করেছেন-
সেই মানুষটির প্রার্থনার অশেষ নির্মলতাকে ভালোবাসা বলে।
বন্ধু শোনো, আমাদের ব্যাপারেই আমাদের রব আল্লাহ সুবহানাহু ওয়াতাআ'লা বলছেন,
وَٱلَّذِينَ جَآءُو مِنۢ بَعۡدِهِمۡ يَقُولُونَ رَبَّنَا ٱغۡفِرۡ لَنَا وَلِإِخۡوَٰنِنَا ٱلَّذِينَ سَبَقُونَا بِٱلۡإِيمَٰنِ وَلَا تَجۡعَلۡ فِي قُلُوبِنَا غِلّٗا لِّلَّذِينَ ءَامَنُواْ رَبَّنَآ إِنَّكَ رَءُوفٞ رَّحِيمٌ
“যারা তাদের পরে এসেছে তারা বলে, ‘হে আমাদের রব, আমাদেরকে ও আমাদের ভাই যারা ঈমান নিয়ে আমাদের পূর্বে অতিক্রান্ত হয়েছে তাদেরকে ক্ষমা করুন এবং যারা ঈমান এনেছিল তাদের জন্য আমাদের অন্তরে কোনো বিদ্বেষ রাখবেন না; হে আমাদের রব, নিশ্চয় আপনি দয়াবান, পরম দয়ালু।”★
★ সূরা আল-হাশর, আয়াত: ১০
হ্যাঁ বন্ধু। ঠিক যেন এই আয়াতের সাথেই একাত্ম হয়ে আমার নবী আমাদের জন্মের পূর্ব থেকেই আমাদের জন্য দুআ' করে গেছেন। উম্মতের কথা ভেবে কেঁদেছেন। তিনি যেভাবে আমাদের ভালোবেসে আমাদের জন্য আল্লাহ পাকের কাছে কেঁদেছেন; তাঁর সেই অনুভব-অনুভূতিকে যদি আমি ভালোবাসার সংঙ্গায় সঙ্গায়িত না করি, তবে ভালোবাসা আর কাকে বলে?
তিনি যে আমাদের কত ভালোবাসতেন এর প্রমাণ মেলে হযরত আনাস রাযিআল্লাহু আনহু থেকে বর্ণিত একটি হাদীস দ্বারা।
একদিন সাহাবাদের উদ্দেশ্যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, "আমার ভাইদের সঙ্গে সাক্ষাৎ করতে ইচ্ছা করছে।"
সাহাবিরা বলল, "ইয়া রাসূলুল্লাহ, আমরা কি আপনার ভাই নই?"
আমার নবী উত্তরে বললেন, "তোমরা তো আমার সঙ্গী। আমার ভাই হলো তারা, যারা আমার ওপর ঈমান আনবে; কিন্তু আমাকে দেখবে না।"★
★ মুসনাদে আহমাদ, হাদিস : ১২৭১৮
যেই মানুষটি না দেখেই আমাদেরকে নিজের ভাই বলে সম্বোধন করেছেন, যে মানুষটি অচেনা আমাদের জন্য দুআ করে গেছেন, সেই মানুষটির অন্তরের এই বিশাল আন্তরিকতাকেই তো ভালোবাসা বলে!
তাই আসুন! প্রিয় নবীজির জীবনজুড়ে ছড়িয়ে থাকা হিরে-মুক্তোর ছোঁয়ায় নির্মল হোক আমাদের পঙ্কিল আত্মা। খুলে যাক হৃদয়ের বদ্ধ দুয়ার। জাগ্রত হোক সত্তাজুড়ে শুদ্ধতার অনুভব। কারণ একটি পরিশীলিত সমাজ ও পরিশুদ্ধ রাষ্ট্র গড়ে তুলতে নববী কর্মপন্থা সম্পর্কে জ্ঞান লাভের বিকল্প নেই। দাওয়াত ও দৃঢ়তায় রাসূলের দিকনির্দেশনাই আমাদের একমাত্র পাথেয়।
বই: আপনি আমার শুদ্ধতম প্রেম
লেখক : রুকাইয়া মাবরুরা
প্রকাশনায় : জ্ঞানবৃক্ষ পাবলিকেশন
বিষয় : সিরাতুন্নবী, ইমান ও আমল
বাইন্ডিং : হার্ডকাভার
পৃষ্ঠা সংখ্যা : ২০৮
প্রচ্ছদ মূল্য : ৩০০৳