সেরা সন্দেশ বুকমার্ক — আপনার বই পড়ার সঙ্গী!
সেরা সন্দেশ বুকমার্ক — আপনার বই পড়ার সঙ্গী,
সম্প্রতি মুদ্রণশিল্প থেকে প্রকাশিত হয়েছে ‘সেরা সন্দেশ’ বুকমার্ক। নান্দনিক ডিজাইনের এই বুকমার্কগুলো বই পড়ার প্রতিটি মুহূর্তকে আরও আনন্দময় এবং স্মৃতিময় করে তুলবে।
কোথায় পাওয়া যাবে?
রকমারি, বাতিঘর সহ সকল অনলাইন বুকশপে উপলব্ধ। এছাড়াও, সরাসরি আমাদের ইনবক্সে মেসেজ করে অর্ডার করতে পারবেন।
এই অসাধারণ বুকমার্ক সংগ্রহ করতে আর দেরি করবেন না! দ্রুত অর্ডার করুন এবং আপনার পড়ার অভিজ্ঞতাকে আরও সমৃদ্ধ করুন। 😃
ধরুন আপনি পড়ছেন শার্লক হোমস, কিংবা পড়ছেন কাকাবাবু, সত্যজিৎ। টানটান থ্রিল পাচ্ছেন বইয়ের কাহিনি থেকে। এর মধ্যেই জরুরী তলব পড়ে গেল আপনার, যেতে হবে কোনো কাজে; অথবা বাজতে লাগলো ফোনের রিংটোন। ফোনটি না উঠালেই নয়। আপনিও বই রেখে উঠে গেলেন। বাগড়া এসে গেল পড়াশোনায়। জলে ভেসে গেল থ্রিল বা টানটান উত্তেজনা। সেই মুহুর্তে আপনি করলেন কী? বইয়ের মধ্যে একখানা চমৎকার বুকমার্ক রেখে গেলেন। ফিরে এসে যখন সেই মার্ক করা জায়গায় ফিরে যাবেন, চোখে পড়বে বুকমার্কের সেই থ্রিলিং ভিশন। মুহুর্তেই থ্রিলিং মুডে ফিরে যাবে মন।
শুধু কি থ্রিলার? ব্যাপারখানা ঘটতে পারে তো হুমায়ূন, জহির রায়হান বা অন্য লেখকদের বেলাতেও। সল্যুশনস আছে সেক্ষেত্রেও। পোস্টের সাথে সংযুক্ত ভিডিওতে দেওয়া বুকমার্কগুলো দেখুন। ব্যাক টু ব্যাক প্রিন্টেড চমৎকার এসব বুকমার্ক প্রোডাকশন করছে ফিবোনাক্কি : Book & Such। এ যেন একের ভেতর
মুদ্রণশিল্প থেকে প্রকাশিত থ্রিলার উপন্যাস #উদগ্রীব নিয়ে চলছে দারুণ প্রচারণা। এই রোমাঞ্চকর উপন্যাসটি পাঠককে শুরু থেকে শেষ পর্যন্ত উত্তেজনায় ভরিয়ে রাখবে।
আপনি কি রহস্য আর রোমাঞ্চের জগতে ডুবে যেতে চান? তাহলে #উদগ্রীব হতে পারে আপনার পরবর্তী প্রিয় বই। এখনই ঘরে বসে অর্ডার করুন এবং শীঘ্রই উপভোগ করুন #উদগ্রীব এর অনবদ্য কাহিনী!
অর্ডার করতে যোগাযোগ করুন :
https://www.rokomari.com/book/405299/udgrib
মুদ্রণশিল্প ভিডিও রিভিউ কনটেস্ট।
পোস্ট নং - ১
অংশগ্রহণকারী - মাহরীন হক মোহো।