মুদ্রণশিল্প

মুদ্রণশিল্প 'মুদ্রণে শিল্পের সৌরভ' স্লোগানকে সামনে রেখে পাঠকদের হৃদয়ে জায়গা করে নেওয়ার প্রয়াসে "মুদ্রণশিল্প"।

“মুদ্রণশিল্প” সাহিত্য পত্রিকার প্রথম সংখ্যা পাঠকদের কাছ থেকে অভূতপূর্ব সাড়া পেয়েছিল। ভিন্ন স্বাদের লেখাগুলো পাঠকের মন জয়...
14/01/2025

“মুদ্রণশিল্প” সাহিত্য পত্রিকার প্রথম সংখ্যা পাঠকদের কাছ থেকে অভূতপূর্ব সাড়া পেয়েছিল। ভিন্ন স্বাদের লেখাগুলো পাঠকের মন জয় করতে সক্ষম হয়েছে, যা আমাদের জন্য দারুণ প্রেরণার উৎস। সেই সাফল্যের ধারাবাহিকতায় এবার আসছে “মুদ্রণশিল্প”-এর দ্বিতীয় সংখ্যা।

এই সংখ্যায় পাঠকরা খুঁজে পাবেন দেশবরেণ্য লেখকদের পাশাপাশি নবীন প্রতিভাবান লেখকদের সেরা সৃষ্টিগুলো। সাহিত্যপ্রেমীদের মননশীলতার খোরাক যোগানোর জন্য আমরা বরাবরই প্রতিশ্রুতিবদ্ধ। আশা করি, নতুন এই সংখ্যা পাঠকদের পাঠ অভিজ্ঞতায় নতুন মাত্রা যোগ করবে।

▪️ মুদ্রণশিল্প - সাহিত্যের ছোট কাগজ (২য় সংখ্যা)
▪️ সম্পাদনা: জামসেদুর রহমান সজীব
▪️ প্রচ্ছদ: আরাফাত করিম
▪️ প্রকাশকাল: ফেব্রুয়ারি ২০২৫

সাহিত্যকে ভালোবাসুন, “মুদ্রণশিল্প”-এর সঙ্গে থাকুন!

নোবেলজয়ী কবি রবীন্দ্রনাথের সমসাময়িক একজন ছিলেন আইরিশ কবি জেমস জয়েস। তিনি ১৯৪১ সালের ১৩ জানুয়ারি সুইজারল্যান্ডের জুরিখে ম...
13/01/2025

নোবেলজয়ী কবি রবীন্দ্রনাথের সমসাময়িক একজন ছিলেন আইরিশ কবি জেমস জয়েস। তিনি ১৯৪১ সালের ১৩ জানুয়ারি সুইজারল্যান্ডের জুরিখে মৃত্যবরণ করেন। জেমস জয়েসের দারুণ এক উক্তি ছিল এটি।

আর অল্প কিছুদিন পরই শুরু হতে যাচ্ছে বইপড়ুয়াদের প্রাণের বইমেলা। বিভিন্ন প্রকাশনী এরই মধ্যে মেলা উপলক্ষে নতুন সব বই প্রকাশ...
13/01/2025

আর অল্প কিছুদিন পরই শুরু হতে যাচ্ছে বইপড়ুয়াদের প্রাণের বইমেলা। বিভিন্ন প্রকাশনী এরই মধ্যে মেলা উপলক্ষে নতুন সব বই প্রকাশ করেছেন ও সামনেও করবেন।

আপনি কোন বইগুলো সংগ্রহের জন্য অধীর আগ্রহে অপেক্ষা করছেন? শেয়ার করুন আমাদের সঙ্গে।

11/01/2025

পেইজে সরাসরি লেখকদের সঙ্গে আলাপচারিতা বা কুইজ ইভেন্ট আয়োজন করা হলে আপনাদের আগ্রহ থাকবে কি? এবং আপনারা লাইভে কোন লেখককে দেখতে চান অবশ্যই কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না।

িক

“মুদ্রণশিল্প” পত্রিকার প্রথম সংখ্যায় আমাদের চেষ্টা ছিল পাঠককে একটু ভিন্ন স্বাদের পাঠ অভিজ্ঞতা দেওয়ার। যারাই আমাদের এই পত...
09/01/2025

“মুদ্রণশিল্প” পত্রিকার প্রথম সংখ্যায় আমাদের চেষ্টা ছিল পাঠককে একটু ভিন্ন স্বাদের পাঠ অভিজ্ঞতা দেওয়ার। যারাই আমাদের এই পত্রিকাটি পড়েছেন এবং অভিজ্ঞতা জানিয়েছেন, তাদের সকলকেই পরিতৃপ্ত হতে দেখেছি। এরই ধারাবাহিকতা বজায় রাখতে সাহিত্য পত্রিকাটির দ্বিতীয় সংখ্যা নিয়ে শীঘ্রই আমরা পাঠকের দোরগোড়ায় পৌঁছাতে যাচ্ছি। আশা করি এবারও তৃপ্ত হবেন সকলে। দেশের অনেক নামকরা লেখকদের পাশাপাশি নতুন অনেক লেখকের সেরা লেখা নিয়ে আমাদের এবারকার আয়োজন অচিরেই পাঠকদের হাতে পৌঁছে যাবে।

▪️মুদ্রণশিল্প পত্রিকা - সাহিত্যের ছোট কাগজ (২য় সংখ্যা)
▪️সম্পাদনা - জামসেদুর রহমান সজীব
▪️প্রচ্ছদ - আরাফাত করিম
▪️সম্ভাব্য প্রকাশকাল - ফেব্রুয়ারি ২০২৫

08/01/2025

"কোনো লেখকের বই প্রকাশিত হলে আপনি প্রথমে কী দেখেন—বইয়ের বিষয়বস্তু নাকি প্রচ্ছদ?"

িক

বইয়ের নাম : উদগ্রীবলেখক : হাসান মিশুক ( Hasan Mishuk )প্রচ্ছদ : সব্যসাচী মিস্ত্রীজনরা : থ্রিলারপ্রকাশনী : মুদ্রণশিল্পধরন...
06/01/2025

বইয়ের নাম : উদগ্রীব
লেখক : হাসান মিশুক ( Hasan Mishuk )
প্রচ্ছদ : সব্যসাচী মিস্ত্রী
জনরা : থ্রিলার
প্রকাশনী : মুদ্রণশিল্প
ধরন : হার্ডকভার
পৃষ্ঠা সংখ্যা : ২২৪
মুদ্রিত মূল্য : ৪৫০ টাকা

📌 THEY WILL SPREAD A TALE TO START THE RUMOURS. 📌

🔸কাহিনী সংক্ষেপ

দিনদুপুরে গ্রামের বাজারে কয়েকজন এসে জনসমক্ষে গুলি করে সাবেক চেয়ারম্যান ইমারত খাঁ কে গু*লি করে মেরে ফেলে। দু*র্বৃত্তের কেউ চিনে না এমনকি হ*ত্যা বিষয়ে কেউ কিছু বলছেও না। পু*লিশ অনেক খুঁজেও কোনো লিড পাচ্ছে না।
এমন সময় শানেশ্বর নদীর তীরে বিজয় আর সম্রাট আবিষ্কার করে একটি তরুণীর লা*শ। এই লাশ কী কাহিনীতে নতুন মোড় আনবে?
স্থানীয় থানার ওসি মিজানুর বেছে নিচ্ছেন ভিন্ন পন্থা। সে কী পারবে হ*ত্যাকারীকে খুঁজে বের করতে?
নাকি ঘটনা ভিন্ন কোনো দিকে মোড় নিবে?

🔸 সহজ ভাষায় লেখা খুব সুন্দর একটা গল্প। সাবলীল ভাবে গল্পে ঢুকে যেতে একদম‌ই সমস্যা হয়নি। মেদহীন গল্প তার উপর লেখকের লিখনশৈলী চমৎকার। বাক্য গঠন আর গল্পের বুনন খুব‌ই সাবলীল। গল্পের চরিত্রায়ন ভালো ছিল। তবে কয়েকটা চরিত্র আরেকটু আলোচনার দাবি রাখে। যেমন সুমাইয়া।
লেখক শেষের টুইস্টা খুব ভালোভাবেই রেখেছে। তবে শেষ টা মনে হয়েছে হুট করে শুরু হয়ে হুট করে শেষ হয়ে গিয়েছে। শেষের দিকে আরেকটু গুছিয়ে নিলে পুরো গল্পটা আর‌ও বেশি উপভোগ্য হতো।

🔸 মুদ্রণশিল্পের প্রোডাকশন খুব‌ই চমৎকার। ব‌ইয়ের ছাপা, ফন্ট, কাগজের মানের জন্য পড়তে খুব আরাম হয়েছে। প্রচ্ছদটা দেখতে সুন্দর হলেও গল্পের সাথে কেমন যেন একটু মিল করা যেত। থ্রিল টাইপ ভাইবটা কম ছিল। অথবা আমার চোখ হয়তো অতটা যোগ্য নয় তাই নতুনত্বকে ঠিক ভাবে বুঝতে পারিনি।
বানান ভুল চোখে পড়েছে কিনা মনে পড়ছে না। তবে তাদের গল্প নির্বাচন দেখে অভিভূত। তাদের জন্য এবং লেখকের ভবিষ্যত বইয়ের জন্য শুভকামনা ❤️

🔸 ব্যক্তিগত রেটিং: ৪/৫

রিভিউয়ার - আফরোজা চৈতী আপু

কবি ঐন্দ্রিলা দত্ত এর একক কাব্যগ্রন্থ ❝স্বার্থের বোঝাপড়া❞ বইটি মুদ্রণশিল্প প্রকাশনী থেকে বইমেলা ২০২৫ এ প্রকাশিত হতে যাচ্...
05/01/2025

কবি ঐন্দ্রিলা দত্ত এর একক কাব্যগ্রন্থ ❝স্বার্থের বোঝাপড়া❞
বইটি মুদ্রণশিল্প প্রকাশনী থেকে বইমেলা ২০২৫ এ প্রকাশিত হতে যাচ্ছে।

দারুণ এই প্রচ্ছদটি করেছেন জনপ্রিয় প্রচ্ছদ শিল্পী সাদিত উজ জামান। নতুন বইটি এবং তার লেখকের জন্য অনেক অনেক শুভকামনা রইলো।

04/01/2025

Big shout out to my newest top fans! ক ল্যা নী

পাঠকপ্রিয় লেখক ফারাহ্ নূর এর নতুন সাইন্স ফিকশন বই ❝ওয়ান টাইম সিভিলাইজেশ্যন❞ বইটি বইমেলা ২০২৫ এ প্রকাশিত হতে যাচ্ছে।দারুণ...
03/01/2025

পাঠকপ্রিয় লেখক ফারাহ্ নূর এর নতুন সাইন্স ফিকশন বই ❝ওয়ান টাইম সিভিলাইজেশ্যন❞
বইটি বইমেলা ২০২৫ এ প্রকাশিত হতে যাচ্ছে।

দারুণ এই প্রচ্ছদটি করেছেন জনপ্রিয় প্রচ্ছদ শিল্পী পরাগ ওয়াহিদ। লেখকের জন্য অনেক শুভকামনা রইলো।

01/01/2025

"নতুন বছরের প্রথম দিন মানেই নতুন সম্ভাবনার সূচনা!
আজকের দিনটি কীভাবে কাটালেন?
নতুন বছরের প্রথম দিনটি স্মরণীয় করার মতো কিছু করেছেন? বিশেষ কোনো কাজ? কিংবা নতুন বছরের জন্য কোনো প্রতিজ্ঞা করেছেন?
আপনার মুহূর্তগুলো আমাদের সঙ্গে ভাগ করুন!

২০২৪ সাল মুদ্রণশিল্প পরিবারের জন্য অনন্য এক বছর। মূলত সে বছরই আমরা ছাপার অক্ষরে নিজেদের অস্তিত্ব জানান দিয়েছি। মুদ্রণশিল...
01/01/2025

২০২৪ সাল মুদ্রণশিল্প পরিবারের জন্য অনন্য এক বছর। মূলত সে বছরই আমরা ছাপার অক্ষরে নিজেদের অস্তিত্ব জানান দিয়েছি। মুদ্রণশিল্প পত্রিকার দিয়ে আমরা চেষ্টা শুরু করেছি পাঠকে মনে জায়গা করে নেওয়ার। আমরা যেমন কন্টেন্টকে প্রাধান্য দিয়েছি, তেমনি প্রোডাকশন কোয়ালিটিতেও বিন্দুমাত্র ছাড় দেইনি। আমাদের বই যাদের হাতে পৌঁছেছে, তারা হয়তো টপনচ প্রোডাকশনের বিষয়টি একবাক্যে স্বীকার করবে। কন্টেন্ট পাঠকের রুচির ওপর নির্ভরশীল। একেক লেখা ব্যক্তিভেদে পছন্দ-অপছন্দ দুটোই লাগতে পারে। নাম লিখিয়েছি থ্রিলারেও। পাঠকের দোরগোড়ায় পৌঁছাতে চেষ্টা করেছি "উদগ্রীব" নিয়ে, উদগ্রীব হয়ে। এছাড়াও কবিতাসহ ফিকশনাল আরো কাজ এসেছে আমাদের হাত থেকে। মহান স্রষ্টার দরবারে জানাই শুকরিয়া।

২০২৫ আমাদের কেমন যাবে জানিনা। তবে আমাদের টিম ২০২৫ সালের জন্য একটি রোডম্যাপ করেছে। আমরা চেষ্টা করব সেই পরিকল্পনামাফিক এগিয়ে যেতে। এ বছর আমরা অনুবাদ ও মৌলিক বিভিন্ন বই ছাপানোর পরিকল্পনা করেছি। সেখানে থাকবে সাই-ফাই, মোটিভেশনাল, ইসলামিক, রম্য ও থ্রিলার। থাকবে কবিতার বই। সেইসাথে মুদ্রণশিল্প পত্রিকার দ্বিতীয় সংখ্যা এই এলো ব'লে। প্রথম সংখ্যার চেয়েও এটিকে পাঠক আরো বেশি পছন্দ করবে বলে আমাদের বিশ্বাস।

২০২৫ সালে মুদ্রণশিল্প তার জাত চেনাতে পারবে সেই আশা ব্যক্ত করছি। সকলকে নতুন বছরের শুভেচ্ছা।

19/12/2024
কবিতা শুধু শব্দের জাদু নয়, এটি হৃদয়ের গহীন কোণে সঞ্চিত অনুভূতিগুলোর এক মূর্ত প্রকাশ। এই সংকলনের কবিতাগুলো যেন এক একটি অন...
18/12/2024

কবিতা শুধু শব্দের জাদু নয়, এটি হৃদয়ের গহীন কোণে সঞ্চিত অনুভূতিগুলোর এক মূর্ত প্রকাশ। এই সংকলনের কবিতাগুলো যেন এক একটি অনুভূতির খণ্ডচিত্র—যন্ত্রণার গভীরতা, প্রেমের নিস্তব্ধতা, প্রাপ্তি-অপ্রাপ্তির দোলাচল, আর কখনো বা সামাজিক বাস্তবতার নির্মম চিত্র। প্রতিটি কবিতাই বলে এক ভিন্ন গল্প—স্বপ্ন দেখার আর তা ভেঙে পড়ার কাহিনি, সংগ্রামের গান কিংবা হাল ছেড়ে দেওয়ার আর্তনাদ।

এই কবিতাগুলো কখনো আমাদের নিয়ে যায় ব্যক্তিগত স্মৃতির অলিগলিতে, আবার কখনো দাঁড় করিয়ে দেয় সমাজের নৈতিক অবক্ষয়ের সামনে। যুদ্ধ আর রক্তের গন্ধমাখা ইতিহাস থেকে শুরু করে প্রকৃতির নিস্তব্ধ সৌন্দর্য—যেখানে সৌন্দর্য আর কষ্ট হাত ধরাধরি করে। শব্দের শক্তিতে মূর্ত হয়েছে জীবন-মৃত্যুর গভীর প্রশ্ন, ভালোবাসা আর বিরহের অন্তর্দ্বন্দ্ব।

এই সংকলনের কবিতাগুলো কেবল পড়ার জন্য নয়, অনুভব করার জন্য। প্রতিটি শব্দ যেন পাঠকের হৃদয়ের স্পর্শকাতর কোণগুলোতে আলো ছড়িয়ে দেয়, জাগিয়ে তোলে এক নতুন ভাবনার সুর। শব্দ আর অনুভূতির এ মেলবন্ধন পাঠকের মনে তৈরি করবে এক অনন্য অভিজ্ঞতার দিগন্ত।

বই : স্বার্থের বোঝাপড়া
লেখা : ঐন্দ্রিলা দত্ত
ধরন : কবিতা
প্রচ্ছদ : সাদিত উজ জামান
প্রকাশনী : মুদ্রণশিল্প
প্রকাশকাল : বইমেলা ২০২৫

১৬ই ডিসেম্বর, আমাদের অহংকারের দিন। এই দিনে জাতি শ্রদ্ধার সঙ্গে স্মরণ করে তাদের, যাদের আত্মত্যাগে আমরা পেয়েছি স্বাধীনতার ...
15/12/2024

১৬ই ডিসেম্বর, আমাদের অহংকারের দিন। এই দিনে জাতি শ্রদ্ধার সঙ্গে স্মরণ করে তাদের, যাদের আত্মত্যাগে আমরা পেয়েছি স্বাধীনতার লাল সূর্য। বিজয়ের এই আলোয় জ্বলে উঠুক আমাদের প্রতিটি স্বপ্ন, গড়ে উঠুক সমৃদ্ধ এক বাংলাদেশ।

মৃত্যু তো এক চিরন্তন ঠিকানা,যেখানে থামে জীবনের সব পথ।হেলাল হাফিজ আজ হারালেন দেহের সীমা,তবু তার কবিতার আলো ছড়াবে অনন্তকা...
13/12/2024

মৃত্যু তো এক চিরন্তন ঠিকানা,
যেখানে থামে জীবনের সব পথ।
হেলাল হাফিজ আজ হারালেন দেহের সীমা,
তবু তার কবিতার আলো ছড়াবে অনন্তকাল।

02/12/2024

মুদ্রণশিল্প গিভঅ্যাওয়ে বিজয়ী যারা হলেন ও তারা যে বইগুলো পাচ্ছেন-

লটারির মাধ্যমে প্রাপ্ত বিজয়ী-

ক) বিলীন - Shovon Chowdhury.

আইডি লিঙ্ক - https://www.facebook.com/sinratul.noha

খ) তোমার জন্য খোলা চিঠি - Read With Samia.

আইডি লিঙ্ক - https://www.facebook.com/readwithsamiaa

গ) ভালোবাসার অজুহাত - Izma Farah.

আইডি লিঙ্ক - https://www.facebook.com/izma.farah.2024

ঘ) সেরা সন্দেশ - Md Sabbir.

আইডি লিঙ্ক - https://www.facebook.com/md.sabbir.814027

ঙ) মুদ্রণশিল্প ম্যাগাজিন ১ম সংখ্যা - Afsa Na.

আইডি লিঙ্ক - https://www.facebook.com/zoya.chowdhury.167?mibextid=ZbWKwL

সেরা মন্তব্যকারী - ‍

উদগ্রীব - Shahi DA.

আইডি লিঙ্ক - https://www.facebook.com/profile.php?id=61564947737058

আমরা পেজের ইনবক্সে মেসেজ দিয়ে আপনাদের সুন্দরবন কুরিয়ার এড্রেসটা আমাদেরকে জানান। আমারা অতি দ্রুত আপনাদের উপহার পাঠিয়ে দেব।

ধন্যবাদ সকলকে।

Send a message to learn more

Address

রহমতগঞ্জ, আন্দরকিল্লা
চট্টগ্রাম

Telephone

+8801846280166

Website

Alerts

Be the first to know and let us send you an email when মুদ্রণশিল্প posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to মুদ্রণশিল্প:

Videos

Share

Category