উত্তর মহেশখালী জনপদের সব খবর

উত্তর মহেশখালী জনপদের সব খবর উত্তর মহেশখালীর প্রতি মুহুর্তের সব খবর maheshkhali news, মহেশখালীর জনপদের খবর

24/12/2024

মহেশখালীতে একজন কথিত সমন্বয়ক দাবিদার বিএনপি-জামাতের কর্মীদের বিরুদ্ধে আওয়ামী লীগের দুষরদের এজেন্ডা বাস্তবায়নে লিপ্ত ্্

23/12/2024

রাত আনুমানিক ১২:৩০কিছু আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগ, সবাই মিলে মাতারবাড়ি পুলিশ ক্যাম্পে হামলার জন্য প্রস্তুতি নিয়ে এগিয়ে যাচ্ছে বলে খবর পাওয়া যাচ্ছে।

23/12/2024

মাতারবাড়ি ইউনিয়ন যুবলীগের সাধারণ সম্পাদক কুদ্দুস মেম্বারকে আটক।

চালিয়াতলীতে জমি ভরাট কাজে বাঁধা দিতে বহিরাগত সন্ত্রাসী দিয়ে হুমকি ও চাঁদাবাজির অভিযোগনিজস্ব প্রতিবেদক মহেশখালী উপজেলার ক...
18/12/2024

চালিয়াতলীতে জমি ভরাট কাজে বাঁধা দিতে বহিরাগত সন্ত্রাসী দিয়ে হুমকি ও চাঁদাবাজির অভিযোগ

নিজস্ব প্রতিবেদক

মহেশখালী উপজেলার কালারমার ছড়ার উত্তর নলবিলার চালিয়াতলীতে সেলিম-তারেকুল ইসলাম গংয়ের জমি ভরাট কাজে বাঁধা এবং বহিরাগত সন্ত্রাসী ও টোকাইয়ের মাধ্যমে হুমকি ও চাঁদা দাবির অভিযোগ উঠেছে ইনুসখালী এলাকার ইসমাইল গং বিরুদ্ধে।

১৬ ডিসেম্বর বিকালে মহেশখালীর কালারমার ছড়ার উত্তর নলবিলার চালিয়াতলীতে এঘটনা ঘটে।

ভুক্তভোগী সেলিম-তারেক বলেন- আমরা আমাদের জায়গায় ভরাট কাজ করতে আসলে কিছু বহিরাগত সন্ত্রাসী আমাদেরকে হুমকি দিয়ে চাঁদা দাবি করে। পরে জানতে পারি তাদেরকে আমাদের প্রতিপক্ষ ভাড়া করেছে। আমরা আমাদের জায়গায় কাজ করতে ও নিজেদের নিরাপত্তার জন্য প্রশাসনের হস্তক্ষেপ কামনা করছি।

সূত্রে জানা যায়-মহেশখালী উপজেলার উত্তর নলবিলা মৌজার বিএস ৩৭ও সৃজিত ৪৯৫,৫৫৬ থতিয়ানের বিএস দাগ ২১৫৯ এর মালিক ফজর আলী ,আলমগীর ,মাবিয়া খাতু ,মোহাম্মদ তৈয়ব,আমির হোসেন হতে সর্ব মোট ১:০৯ (একর) জমি সেলিম ,ও তারেকুল ইসলাম গং খরিদা সুত্রে মালিক হয়৷ এনিয়ে ১১৬২ নং নামজারি খতিয়ান হয় এবং খাজনা আদায় করা হয় বলে জানা যায়। এনিয়ে জমির মালিক পক্ষ থেকে জাগয়ার দখল বুঝিয়ে নিয়ে গত ২বছর থেকে ঘেরাবেড়া ও ঘর তৈরি করেন লবণ চাষ করে আসছেন মালিকেরা।

এনিয়ে প্রতিপক্ষ আতিকুল ইসলাম গং বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট আদালত একটি এমআর মামলা ৩১৮/২৪ মামলা করলে দীর্ঘ এক বছর পর চুড়ান্ত প্রতিবেদনে তার করা মামলাটি শুনানি শেষে মামলাটি ১২/৯/২৪ ইং খারিজ করা হয়।

খারিজ হওয়ার পর থেকে তিনি আদলতের আদেশ গোপনে রেখে নৌবাহিনী বরাবর একটি অভিযোগ দিয়ে হয়রানির করার অভিযোগ উঠে। বিষয়টি মিমাংসা করার জন্য নৌবাহিনীর পক্ষ থেকে কালারমার ছড়া ইউনিয়ন পরিষদকে দায়িত্ব দেওয়া হয়। পরবর্তী শুনানি ক্রমে কাগজ পত্র পর্যালোচনা করে আদালতের দেওয়া আদেশ মেনে চলার জন্য উভয় পক্ষকে আদেশ দেওয়া হয়েছে বলে ইউনিয়ন পরিষদ সূত্রে জানা যায়।

এবিষয়ে উক্ত জমির মালিক আমির হোসেন জানান- আমি জায়গা বিক্রি করে যার যার দখল তাদেরকে বুঝিয়ে দিয়েছি। সেলিম- তারেকুল ইসলাম গং দের যে পাশে জায়গা দিয়েছি সেটা তারা ঘেরা দিয়ে একটি ঘর তৈরি করেছে এবং আতিককে যে পাশে জায়গা দিয়েছি সেটা অন্য পাশে আছে। সেটা যদি আতিকের পছন্দ না হয় তাহলে তার টাকা ফেরত দিবেন বলে জানান।

লবণ চাষী লোকমান জানান- আমরা সেলিম ও তারেকুল ইসলাম গং থেকে জমি নিয়ে গত ২ বছর ধরে লবণ চাষ করে আসতেছি। এছাড়াও জমির প্রকৃত মালিক এসেও এই জায়গা বোরহান গংদের বিক্রি করে দিয়েছেন। এ ছাড়া প্রকৃত মালিকরা এসেও বোরহান গংদেরকে দখল বুঝিয়ে দিয়েছেন বলে জানান।

চালিয়াতলীতে জমি ভরাট কাজে বাঁধা দিতে বহিরাগত সন্ত্রাসী দিয়ে হুমকি ও চাঁদাবাজির অভিযোগ।মহেশখালী উপজেলার কালারমার ছড়ার উত্...
17/12/2024

চালিয়াতলীতে জমি ভরাট কাজে বাঁধা দিতে বহিরাগত সন্ত্রাসী দিয়ে হুমকি ও চাঁদাবাজির অভিযোগ।

মহেশখালী উপজেলার কালারমার ছড়ার উত্তর নলবিলার চালিয়াতলীতে সেলিম-তারেকুল ইসলাম গংয়ের জমি ভরাট কাজে বাঁধা এবং বহিরাগত সন্ত্রাসী ও টোকাইয়ের মাধ্যমে হুমকি ও চাঁদা দাবির অভিযোগ উঠেছে ইনুসখালী এলাকার ইসমাইল ও আতিক পিতা (মাস্টার মো হোছাইন) গং বিরুদ্ধে।

১৬ ডিসেম্বর বিকালে মহেশখালীর কালারমার ছড়ার উত্তর নলবিলার চালিয়াতলীতে এঘটনা ঘটে।

ভুক্তভোগী সেলিম-তারেক বলেন- আমরা আমাদের জায়গায় ভরাট কাজ করতে আসলে কিছু বহিরাগত সন্ত্রাসী আমাদেরকে হুমকি দিয়ে চাঁদা দাবি করে। পরে জানতে পারি তাদেরকে আমাদের প্রতিপক্ষ ভাড়া করেছে। আমরা আমাদের জায়গায় কাজ করতে ও নিজেদের নিরাপত্তার জন্য প্রশাসনের হস্তক্ষেপ কামনা করছি।

সূত্রে জানা যায়-মহেশখালী উপজেলার উত্তর নলবিলা মৌজার বিএস ৩৭ও সৃজিত ৪৯৫,৫৫৬ থতিয়ানের বিএস দাগ ২১৫৯ এর মালিক ফজর আলী ,আলমগীর ,মাবিয়া খাতু ,মোহাম্মদ তৈয়ব,আমির হোসেন হতে সর্ব মোট ১:০৯ (একর) জমি সেলিম ,ও তারেকুল ইসলাম গং খরিদা সুত্রে মালিক হয়৷ এনিয়ে ১১৬২ নং নামজারি খতিয়ান হয় এবং খাজনা আদায় করা হয় বলে জানা যায়। এনিয়ে জমির মালিক পক্ষ থেকে জাগয়ার দখল বুঝিয়ে নিয়ে গত ২বছর থেকে ঘেরাবেড়া ও ঘর তৈরি করেন লবণ চাষ করে আসছেন মালিকেরা।

এনিয়ে প্রতিপক্ষ আতিকুল ইসলাম গং বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট আদালত একটি এমআর মামলা ৩১৮/২৪ মামলা করলে দীর্ঘ এক বছর পর চুড়ান্ত প্রতিবেদনে তার করা মামলাটি শুনানি শেষে মামলাটি ১২/৯/২৪ ইং খারিজ করা হয়।

খারিজ হওয়ার পর থেকে তিনি আদলতের আদেশ গোপনে রেখে নৌবাহিনী বরাবর একটি অভিযোগ দিয়ে হয়রানির করার অভিযোগ উঠে। বিষয়টি মিমাংসা করার জন্য নৌবাহিনীর পক্ষ থেকে কালারমার ছড়া ইউনিয়ন পরিষদকে দায়িত্ব দেওয়া হয়। পরবর্তী শুনানি ক্রমে কাগজ পত্র পর্যালোচনা করে আদালতের দেওয়া আদেশ মেনে চলার জন্য উভয় পক্ষকে আদেশ দেওয়া হয়েছে বলে ইউনিয়ন পরিষদ সূত্রে জানা যায়।

এবিষয়ে উক্ত জমির মালিক আমির হোসেন জানান- আমি জায়গা বিক্রি করে যার যার দখল তাদেরকে বুঝিয়ে দিয়েছি। সেলিম- তারেকুল ইসলাম গং দের যে পাশে জায়গা দিয়েছি সেটা তারা ঘেরা দিয়ে একটি ঘর তৈরি করেছে এবং আতিককে যে পাশে জায়গা দিয়েছি সেটা অন্য পাশে আছে। সেটা যদি আতিকের পছন্দ না হয় তাহলে তার টাকা ফেরত দিবেন বলে জানান।

লবণ চাষী লোকমান জানান- আমরা সেলিম ও তারেকুল ইসলাম গং থেকে জমি নিয়ে গত ২ বছর ধরে লবণ চাষ করে আসতেছি। এছাড়াও জমির প্রকৃত মালিক এসেও এই জায়গা বোরহান গংদের বিক্রি করে দিয়েছেন। এ ছাড়া প্রকৃত মালিকরা এসেও বোরহান গংদেরকে দখল বুঝিয়ে দিয়েছেন বলে জানান।

https://lm.facebook.com/l.php?u=https%3A%2F%2Fwww.moheshkhalirsobkhabor.com%2F2024%2F12%2FNews4_0586332339.html%3Fm%3D1%...
15/12/2024

https://lm.facebook.com/l.php?u=https%3A%2F%2Fwww.moheshkhalirsobkhabor.com%2F2024%2F12%2FNews4_0586332339.html%3Fm%3D1%26fbclid%3DIwZXh0bgNhZW0CMTEAAR3s6dlu8gr5ylct1JsiQ1hN2R-1oVQTyRyQKVkhbxu2fRm6NKICOa1Geq8_aem_kHzJZ5yeHlTHEosy-I5TJg&h=AT1P9q-WMFD7tQ8bnUjW-wORySgaYwHwNExE9XkWgEO49ZO4mphOX7svLMaPE6QvvUuFr9ArlPY8bk8skTrE0xolvMFhVF2Y4wSVdqN5-Aen0ezEsl82tCgptBYn9-zSqYq7

সূত্রের অভিযোগ -৫ আগস্ট সরকার পতনের পর বিএনপির কয়েকজন নেতা সিন্ডিকেট করে বিভিন্ন স্থানে চিংড়ী ঘের দখল করে নিয়েছে.....

কক্সবাজার সদর উপজেলা বিএনপির আহবায়ক কমিটি গঠিত
12/12/2024

কক্সবাজার সদর উপজেলা বিএনপির আহবায়ক কমিটি গঠিত

------উত্তর মহেশখালীবাসীদের জন্য সুসংবাদ----উচ্চ মাধ্যমিক পর্যায়ে পাঠদান অনুমতি পেলো মহেশখালীর অন্যতম প্রাচীনতম শিক্ষা প...
12/12/2024

------উত্তর মহেশখালীবাসীদের জন্য সুসংবাদ----

উচ্চ মাধ্যমিক পর্যায়ে পাঠদান অনুমতি পেলো মহেশখালীর অন্যতম প্রাচীনতম শিক্ষা প্রতিষ্ঠান ইউনুছখালী নাছিরউদ্দিন উচ্চ বিদ্যালয়! গতকাল এক অফিসিয়াল প্রজ্ঞাপনের মাধ্যমে চট্টগ্রাম মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড বিদ্যালয় কর্তৃপক্ষ ও সংশ্লিষ্ট সবাইকে এ বিষয়ে বিজ্ঞপ্তিত করেছেন। ফলে আগামী ২০২৭ সাল থেকে এইচএসসি পরীক্ষায় অংশগ্রহণ করতে পারবে অত্র প্রতিষ্ঠানের ছাত্র ছাত্রীগণ।

05/12/2024
04/12/2024

আওয়ামী লীগের দোষর
বাচ্চু বাহিনীর ছোট ভাই সাবেক সেনা কর্মকর্তা বর্তমান ধলকাটা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আতহার ইকবাল কে হত্যার হুমকি হুমকি আনসারুললাকে অতি দ্রুত গ্রেফতার করা হোক।

https://www.facebook.com/share/v/1BmJShKjoz/?mibextid=D5vuiz

 #মহেশখালী ঘাটে চাঁদাবাজির অভিযোগ। মহেশখালী টু কক্সবাজার ঘাটে  বিআইডব্লিউটিএ এর পাহারাদার দাবি করে অঘোষিতভাবে বিভিন্ন অজ...
03/12/2024

#মহেশখালী ঘাটে চাঁদাবাজির অভিযোগ।

মহেশখালী টু কক্সবাজার ঘাটে বিআইডব্লিউটিএ এর পাহারাদার দাবি করে অঘোষিতভাবে বিভিন্ন অজুহাতে মানুষ পরিবহনের গাড়ি হতে মাসে লাখ লাখ টাকা হাতিয়ে নিচ্ছেন বলে অভিযোগ পাওয়া গেছে।

জানা গেছে, মহেশখালী টু কক্সবাজার যাওয়ার সময় ব্রিজের শুরুতে গাছ ফেলে প্রকাশ্যে চাঁদাবাজি করছেন। নাম প্রকাশে অনিচ্ছুক এক রিকশাচালক জানান সিন্ডিকেটের বাইরে কোন রিক্সা বা কোন গাড়ি ভিতরে চলতে দেয়না। তবে ছবিতে উল্লেখিত ব্যক্তিকে নিয়মিত চাঁদা দিলে ভিতরে গাড়ি চলাচলের অনুমতি পাই। প্রকাশ্য চাঁদাবাজি রীতিমত সাধারণ মানুষ ও ব্যবসায়ীদের ভাবিয়ে তুলেছে। সরকারি বিধি-নিষেধ না মেনে নিয়মিত চাঁদাবাজি যেন তাদের নেশাতে পরিণত হয়েছে ।

জানা যায়, প্রতিদিন সন্ধ্যা থেকে মধ্যরাত পর্যন্ত চাঁদা আদায় করতে দেখা গেছে। এতে হয়রানি ও ভোগান্তির শিকার হচ্ছে সাধারণ মানুষও পর্যটক ।
অনুসন্ধানে জানা যায়, ব্রিজের উপর গাড়ি বা রিক্সা চলাচল করতে গেলে তাদের সিন্ডিকেট থেকে মৌখিকভাবে অনুমতি নিতে হবে বিনিময়ে প্রতি গাড়ি থেকে ১ হাজার থেকে ৫শ টাকা ও কখনো কখনো ৮শত টাকা নিতে দেখা যায়। এই চাঁদাবাজিতে স্থানীয় কিছু প্রভাবশালীর নামেও টাকা রাখা হয় বলে জানা গেছে।

 #মহেশখালী থানার পুলিশের অভিযান:বড় মহেশখালী ইউনিয়নের ১নং ওয়ার্ড, বড়ডেইলে মহেশখালী থানার অফিসার ইনচার্জ কাইছার হামিদ এর ন...
01/12/2024

#মহেশখালী থানার পুলিশের অভিযান:

বড় মহেশখালী ইউনিয়নের ১নং ওয়ার্ড, বড়ডেইলে মহেশখালী থানার অফিসার ইনচার্জ কাইছার হামিদ এর নেতৃত্বে
রাত ২টা থেকে ৪টা পর্যন্ত অভিযান চালিয়ে অস্ত্র গুলিসহ মো: সাজেদ ২৫ পিতা: আব্দু শুক্কুর, মাতা: শাহেনা বেগম কে গ্রেফতার করতে সক্ষম হয় সেকেন্ড অফিসার আল আমিন, এস আই মহসিন চৌধুরী
এস আই জীবন চন্দ্র দাস
এএসআই এমদাদ চৌধুরী
এএসআই সিবল কান্তি দেব ও কনস্টেবল আরিফুল ইসলাম

রাজনৈতিক মামলা থেকে অব্যাহতি পেল মহেশ খালী ২১ বিএনপি নেতাকর্মী।
25/11/2024

রাজনৈতিক মামলা থেকে অব্যাহতি পেল মহেশ খালী ২১ বিএনপি নেতাকর্মী।

মাতারবাড়ীর সাবেক চেয়ারম্যান মাস্টার মাহমুদউল্লাহ গ্রেফতারি পরোয়ানা জারি
14/11/2024

মাতারবাড়ীর সাবেক চেয়ারম্যান মাস্টার মাহমুদউল্লাহ গ্রেফতারি পরোয়ানা জারি

14/11/2024

কালারমার ছড়ায় কোস্ট গার্ড কর্তৃক জিয়াউর রহমান জিয়াকে আটককের প্রতিবাদে শতশত নারী পুরুষ রাস্তায় নেমে প্রতিবাদ চলছে

Address

মহেশখালী
কক্সবাজার
ZIPCODE

Website

Alerts

Be the first to know and let us send you an email when উত্তর মহেশখালী জনপদের সব খবর posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Videos

Share