আলোচনাটা এভাবে শুরু হতে পারতো, কাউন্টার পলিটিক্স বলতে আদতে কিছু আছে নাকি? প্রশ্নটা খুবই প্রাসঙ্গিক। এটা ঠিক যে, এ বিষয়ে তাত্বীক সংজ্ঞা এখনো দাঁড়ায় নি। প্রায়োগীক ভাবেও এটার চল আদৌ আছে কি না জানা যায় নি। পাল্টা সংস্কৃতির চল আছে, এমনকি সন্ত্রাস মোকাবেলার লক্ষ্যে পাল্টা কৌশল হিসেবে কাউন্টার টেররিসম পাঠের প্রয়োজন প্রশ্নে পশ্চিমারা বিস্তর এগিয়েছে, এবং এটারও ব্যপক চল বিশ্ব সমরাস্ত্র রাজনীতিতে লক্ষ্য করা
যাচ্ছে। যদিও পশ্চিমাদের এই কাউন্টার টেররিসম পাঠ বিশ্ব রাজনীতিকে রাজনৈতিক বোদ্ধাদের কাছে যথেষ্ট বিতর্কিত প্রশ্ন তৈরি করেছে। যাই হোক এটা আপাতত এখানে অপ্রাসঙ্গিক তবে এটা আমাদের ‘স্ট্যাডি অফ কাউণ্টার পলিটিক্স’ এর বিষদ পাঠে খুবই প্রাসঙ্গিক।
পাল্টা রাজনীতি পাঠ না রাজনীতির পাল্টা পাঠ, এসব সরলীকরণ সংজ্ঞায় স্ট্যাডি অফ কাউণ্টার পলিটিক্সকে ব্যাখ্যা করা যায় না। এখানেই স্ট্যাডি অফ কাউণ্টার পলিটিক্স প্রাক্টিসের আসল ফারাক। এটি এমন এক চিন্তার প্লাটফর্ম যেখানে মূলত রাজনীতিকেই পাঠ করার লক্ষ্যে তৈরি করা হয়েছে। এবং স্বাভাবিক ভাবেই প্রশ্ন আসেব যে তবে রাজনীতি পাঠের আগে পাল্টা শব্দটি কেন? এই প্রশ্নকে আমরা স্বাগত জানাই। Gavin Smith.[1] এর প্রকাশিতব্য একটি বই “In Intellectuals and (Counter-) Politics” এ দেখান যে কি ভাবে Intellectuals and (Counter-) Politics will constitute a major event within anthropological circles. তিনি আরও ব্যাখ্যা করেন যে, কি ভাবে Contemporary forms of capitalism and the state require close analytic attention to reveal the conditions of possibility for effective counter-politics. এবং অন্যদিকে The practice of collective politics needs to be studied through historical ethnography if we are to understand what might make people’s actions effective.
একটি রাষ্ট্র এবং তাঁর জনগণ, তাঁর ঐতিহাসিক এবং তাঁর ভৌগলিক জায়গা থেকে সঠিক ব্যাখ্যা করার জন্যে রাজনৈতিক বোদ্ধাদের একটা জোরালো ভূমিকা রয়েছে এবং এটা রাষ্ট্রের দরকারি একটি বিষয়। আমরা এই ভূমিকাটি’ই রাখতে এই প্লাল্টফর্ম’র কাঠামোগত রূপ দিতে প্রচেষ্টা চালাচ্ছি এবং নিরন্তর চিন্তা করতে সে সব বোদ্ধাদের উদ্ভুদ্ধ করার জন্যে একটি গবেষণামূলক চেষ্টা চালানো। এমনকি নতুনদেরকেও এই ভূমিকা প্রচেষ্টায় সুযোগ দেয়াও এই প্লাল্টফর্ম’র একটি উদ্দেশ্য। স্ট্যাডি অফ
কাউণ্টার পলিটিক্স মূলত Anthropological counter politics এর একটি কাঠামোগত রূপ, যার উদ্দেশ্যই হল রাজনীতির শব্দহীন ভাষাকে মূলত সাধারণ জনমানুষের কাছে গবেষণার মধ্য দিয়ে বোধগম্য করা এবং পাশাপাশি রাষ্ট্রের নাগরিক, মানবিক অধিকার গুলোকে জনমানুষের রাজনৈতিক ন্যয্য হিসসা হিসেবে চিহ্নিত করা। একটি কথা এখানে সংযুক্ত না করলেই নয়, তা হল, জনমানুষের নাগরিক এবং মানবিক অধিকার বাস্তবায়নের জন্য যখন কোন রাজনৈতিক দল অঙ্গীকার করে এবং ক্ষমতায় গিয়ে তা যদি ভুলে যায়, এবং এটাই যদি রাজনীতি হয় তাহলে আমরা অবশ্যই তাঁর পাল্টা একটা কিছু চিন্তা করতে চাই, সেটা যদি পাল্টা রাজনীতির পাঠ হয় অথবা রাজনীতির পাল্টা পাঠ হয় তাতে আমরা মোটেও অবাক হবো না। আমরা পাঠ করতে চাই মূলত রাজনীতি।