বাংলাদেশের ১১ টি জাতীয় নির্বাচন হয়েছে তার মধ্যে আওয়ামী লীগের অধীনে হয়েছে তিনটি নির্বাচন ১৯৭৩ সালে, ২০১৪ সালে এবং ২০১৮ সালের নিশিরাতে. বিএনপির অধীনে নির্বাচন হয়েছে ১৯৭৯ সালে এবং ১৯৯৬ সালের ফেব্রুয়ারিতে. জাতীয় পার্টির আন্ডারে নির্বাচন হয়েছে দুইটি ৮৬ এবং ৮৮ নির্বাচন. আর বাকি চারটি নির্বাচন হয়েছে তত্ত্বাবধায়ক সরকারের আন্ডারে. আপনাদের নিশ্চয়ই মনে আছে ১৯৯১ সালে সর্বপ্রথম তত্ত্বাবধায়ক সরকারের আন্ডারে নির্বাচন হয় .তত্ত্বাবধায়ক সরকারের এই আইডিয়া নিয়ে আসেন তৎকালীন জামাতের আমির অধ্যাপক গোলাম আযম এবং তা সাপোর্ট করে বিএনপি আওয়ামী লীগ থেকে শুরু করে সকল রাজনৈতিক দল, তারপর ১৯৯৬ সালের জুনের জাতীয় নির্বাচন, ২০০১ সালের জাতীয় নির্বাচন এবং ২০০৮ সালের জাতীয় নির্বাচন এই চারটি নির্বাচন হয়েছিল তত্ত্বাবধায়ক সরকারের আন্ডারে.
যদি মোটা থাকে বলত
আমরা খুব দ্রুতই ভুলে যাই আমাদের পিছনের ইতিহাস
আমরা খুব দ্রুতই ভুলে যাই আমাদের পিছনের ইতিহাস
ভিপি নূরের বাসায় ডিবির অসংলগ্ন অভিযান
ভিপি নূরের তাৎক্ষণিক সাংবাদিকদের কাছে দেয়া প্রতিক্রিয়া
বিচ্ছিন্নতা নয়-
একমাত্র ঐক্যবদ্ধ প্রচেষ্টাই উম্মোচন করে দিবে সফলতার দার.
প্রতিটি রাজনীতিবিদের স্লোগানে স্লোগানে মুখরিত হবে রাজপথ,
মুখরিত রাজপথ কানায় কানায় পরিপূর্ণ করে তুলবে মুক্তি পাগল জনতা,
আর তখনি পূর্ব দিগন্তে উঁকি দিবে মুক্তির সূর্য --
হটাও হাসিনা বাঁচাও দেশ
টেক ব্যাক বাংলাদেশ
যোগ দিন সফল করুন.
আগামী দিনের গণ সমাবেশ
ছাত্রদলের ৪৩ তম প্রতিষ্ঠা বার্ষিকি
ছাত্রদলের ৪৩ তম প্রতিষ্ঠা বার্ষিকিতে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের বক্তব্য
আওয়ামীলীগে সব পাগলের কারখানা
হক- কথা
নিজের ভিতর বিদ্যা ভরা - চুরি চামারী
কথায় কথায় পরকে বলি অল্প বিদ্যা ভয়ঙ্করী.
১৯৭৩ সালে শেখ মুজিবর রহমান ও এ রকম বহর নিয়ে কানাডা গিয়েছিলেন কমওয়েলথ এর মিটিং এ যোগ দিতে!
ভালোবাসুন ভালো থাকুন ভালো রাখুন
লোকডাউনে বুভুক্ষের ঘরে ভাত দিবে কে ?
লোকডাউনে বুভুক্ষের ঘরে ভাত দিবে কে ?
#মামুনুল হক কে হেনস্থা !! স্ত্রী নিয়ে
আমি স্বাধীন দেশের নাগরিক
স্ত্রী নিয়ে কোথায় যাবো, ঘুরবো নাকি থাকব ঘরে
বলে দিবে শুধু ছাত্রলীগ আর যুবলীগ
আমি স্বাধীন দেশের নাগরিক !!!
#mamunul_haque
#Hefajot
সিডনীর পিল পার্কে গত একুশে ফেব্রুয়ারী একটি মনুমেন্ট উদ্বোধন করা হয়. একুশকে কেন্দ্র করে উদ্বোধন করা হলেও একুশের কোন চিহ্নই খুঁজে পাওয়া যায়নি. এ নিয়ে কম্যুনিটিতে তৈরী হয়েছে তীব্র ক্ষোভ, ভাইয়ের রক্তে রাঙানো একুশের অবমূল্যায়ন করা হয়েছে বলে দাবী করেছেন কমিউনিটিবাসী. তাদের দাবী হেরিটেজকে সংরক্ষণের জন্য তামাম দুনিয়া মিলিয়ন মিলিয়ন ডলার খরচ করলেও আমরা ডলার খরচ করছি আমাদের ঐতিহ্য বিনষ্টে !
পিল পার্কে মনুমেন্ট; পাবলিক রিএকশন -১
সিডনীর পিল পার্কে গত একুশে ফেব্রুয়ারী একটি মনুমেন্ট উদ্বোধন করা হয়. একুশকে কেন্দ্র করে উদ্বোধন করা হলেও একুশের কোন চিহ্নই খুঁজে পাওয়া যায়নি. এ নিয়ে কম্যুনিটিতে তৈরী হয়েছে তীব্র ক্ষোভ, ভাইয়ের রক্তে রাঙানো একুশের অবমূল্যায়ন করা হয়েছে বলে দাবী করেছেন কমিউনিটিবাসী. তাদের দাবী হেরিটেজকে সংরক্ষণের জন্য তামাম দুনিয়া মিলিয়ন মিলিয়ন ডলার খরচ করলেও আমরা ডলার খরচ করছি আমাদের ঐতিহ্য বিনষ্টে !