Star Vibes

Star Vibes Good cinema can make your day better but some masterpieces can change your life.

কি সুন্দর মানিয়েছে দুজন কে 🌿🌼প্রীতম হাসান-তাসনিয়া ফারিণ 🌼💛🎬কাছের মানুষ দূরে থুইয়া 🎥শিহাব শাহীন
29/02/2024

কি সুন্দর মানিয়েছে দুজন কে 🌿🌼

প্রীতম হাসান-তাসনিয়া ফারিণ 🌼💛

🎬কাছের মানুষ দূরে থুইয়া
🎥শিহাব শাহীন

☆☆𝐓𝐨𝐝𝐚𝐲 𝐁𝐮𝐳𝐳✩✩হিমেল আশরাফ পরিচালিত শাকিব খানের রাজকুমারে অতিথি চরিত্রে মাহিয়া মাহিকে দেখা যেতে পারে এমনটাই মিডিয়াতে পাড়া...
29/02/2024

☆☆𝐓𝐨𝐝𝐚𝐲 𝐁𝐮𝐳𝐳✩✩

হিমেল আশরাফ পরিচালিত শাকিব খানের রাজকুমারে অতিথি চরিত্রে মাহিয়া মাহিকে দেখা যেতে পারে এমনটাই মিডিয়াতে পাড়াতে গুঞ্জন শোনা যাচ্ছে। সরাসরি আমেরিকা থেকে সাজেকে শ্যুটিং সেটে শাকিব খান , ধারণা করা হচ্ছে মাহিও সেখানে উপস্থিত।

উল্লেখ্য এর আগে মাহি-বাপ্পি জুটির এক সিনেমায় শাকিব খানকে অতিথি চরিত্রে দেখা গিয়েছিলো।

"Partho Sheikh-New sensation in town"বিজ্ঞাপন থেকে নাটক কিংবা সিরিজ যেখানেই পার্থ শেখ কে দেখা গিয়েছে সেখানেই মুগ্ধ করেছে...
29/02/2024

"Partho Sheikh-New sensation in town"

বিজ্ঞাপন থেকে নাটক কিংবা সিরিজ যেখানেই পার্থ শেখ কে দেখা গিয়েছে সেখানেই মুগ্ধ করেছে। ভরাট কন্ঠ, পরিমিত অভিনয় সাথে হ্যান্ডসাম লুক সব মিলিয়েই দারুন এক প্যাকেজ তিনি। আবার ডিরেকশনও দিয়ে থাকেন। সেখানেও তিনি সমান দক্ষ।

তবে আফসোস একটাই তাকে কম কাজে দেখা যায়। তবে সম্প্রতি রুবেল আনুশের কাজে তাকে প্রায় দেখা যাচ্ছে। আশাকরি তাকে ভাল কাজে ভাল ডিরেক্টরের সাথে আরো বেশি দেখা যাবে।

শুভকামনা পার্থ শেখ 🌼🌿।

ছবিতে প্রেম কাব্য নাটক থেকে পার্থ শেখ।

জাহিদ হাসান পরিচালিত "সোনার চর" সিনেমার ট্রেইলার থেকে জায়েদ খান , মৌসুমী , স্নিগ্ধা , ওমর সানী , শহিদুজ্জামান সেলিম। জাহ...
29/02/2024

জাহিদ হাসান পরিচালিত "সোনার চর" সিনেমার ট্রেইলার থেকে জায়েদ খান , মৌসুমী , স্নিগ্ধা , ওমর সানী , শহিদুজ্জামান সেলিম।

জাহিদ হাসানের সুনির্মিত সিনেমা "মাতৃত্ব" , অথচ তিনি এখন নির্মাণ করেন এইসব অখাদ্য।

বিশ্বাস করতে কষ্ট হলেও এটাই সত্য এটা বাংলাদেশী সিনেমার পোস্টার। মাসুদ রানা প্রতিযোগিতা থেকে উঠে আসা সাজ্জাদের প্রথম সিনে...
28/02/2024

বিশ্বাস করতে কষ্ট হলেও এটাই সত্য এটা বাংলাদেশী সিনেমার পোস্টার। মাসুদ রানা প্রতিযোগিতা থেকে উঠে আসা সাজ্জাদের প্রথম সিনেমা "হাফ মুন" সিনেমার পোস্টার।

সময়ের স্রোতে শামিল হলো Star Vibes.... © Chorki
28/02/2024

সময়ের স্রোতে শামিল হলো Star Vibes....

© Chorki

ওয়েবের সিনেমাতে একের পর এক কাজ করে চলেছেন তাসনিয়া ফারিণ।  কোনোটা ভাল হচ্ছে আবার কোনোটা খারাপ হচ্ছে। এটাই ক্যারিয়ার। তবে ...
28/02/2024

ওয়েবের সিনেমাতে একের পর এক কাজ করে চলেছেন তাসনিয়া ফারিণ। কোনোটা ভাল হচ্ছে আবার কোনোটা খারাপ হচ্ছে। এটাই ক্যারিয়ার। তবে ছোট পর্দার সময়ের সবচেয়ে ব্যস্ত অভিনেত্রী তাসনিয়া ফারিণ এটা আপনাকে মানতেই হবে।

এবারের ভ্যালেন্টাইন্স ডে'তে শিহাব শাহীনের পরিচালনায় চরকির "কাছের মানুষ দূরে থুইয়া" তে ফারিণ ব্যপক প্রশংসিত হচ্ছে।

উল্লেখ্য ফারিণ বড় পর্দার জন্য মাত্র একটা সিনেমাতে অভিনয় করেন। তাও সেটা কলকাতার সিনেমা।

ছবি কোলাজ কৃতজ্ঞতা: সুনয় সমর্পিত

Half Moon মুভির পোস্টারে কে হতে চায় মাসুদ রানার প্রথম রানার্সআপ সাজ্জাদ হোসাইন। যাকে ইতিমধ্যেই দেখা গিয়েছে জাজের ৮৩ কোটি...
28/02/2024

Half Moon মুভির পোস্টারে কে হতে চায় মাসুদ রানার প্রথম রানার্সআপ সাজ্জাদ হোসাইন। যাকে ইতিমধ্যেই দেখা গিয়েছে জাজের ৮৩ কোটি বাজেটের সিনেমা MR-9 Do or Die মুভিতে।

এবিএম সুমন-পরিমনি 💛🎬বুকিং 🎥মিজানুর রহমান আরিয়ান
28/02/2024

এবিএম সুমন-পরিমনি 💛

🎬বুকিং
🎥মিজানুর রহমান আরিয়ান

শিবপ্রসাদ-নন্দিতা জুটির ছবি মানেই একই সাথে ব্যবসাসফল এবং দর্শকপ্রিয়। অভিনেতা আবির চ্যাটার্জি কে নিয়ে ২০২৪ এর পূজোয় আসছে ...
28/02/2024

শিবপ্রসাদ-নন্দিতা জুটির ছবি মানেই একই সাথে ব্যবসাসফল এবং দর্শকপ্রিয়।

অভিনেতা আবির চ্যাটার্জি কে নিয়ে ২০২৪ এর পূজোয় আসছে এই পরিচালক জুটির নতুন সিনেমা বহুরূপী।
কাস্টিং এ আরো আছে ঋতাভরী চক্রবর্তী, কৌশানী মুখার্জি এবং পরিচালক শিবপ্রসাদ মুখার্জি।

পোস্টারটা বেশ চমকপ্রদ। আশাকরি দুর্দান্ত কিছু হবে।

ঢালিউডে সবচেয়ে জনপ্রিয় তারকাদের লিস্ট করলে একদম উপরের দিকে থাকবে সুপারস্টার শাবনূর। সম্প্রতি এই ঢালিউড সুপারস্টার আবারো ...
28/02/2024

ঢালিউডে সবচেয়ে জনপ্রিয় তারকাদের লিস্ট করলে একদম উপরের দিকে থাকবে সুপারস্টার শাবনূর। সম্প্রতি এই ঢালিউড সুপারস্টার আবারো সিনেমায় সরব হয়েছেন। দেখা যাচ্ছে বিভিন্ন অনুষ্ঠানে।
একটি অনুষ্ঠানে ইমন-নিরবের সাথেই এভাবেই ক্যামেরা বন্দি হলেই ঢালিউডের দাপুটে এই নায়িকা...।

সত্য ঘটনা অবলম্বনে নিজের প্রথম ছবি 'ওয়ানস আপন অ্যা টাইম ইন ঢাকা - আমি কালা' ঘোষণা দিলেন নির্মাতা আবু হায়াত মাহমুদ।শরাফ আ...
28/02/2024

সত্য ঘটনা অবলম্বনে নিজের প্রথম ছবি 'ওয়ানস আপন অ্যা টাইম ইন ঢাকা - আমি কালা' ঘোষণা দিলেন নির্মাতা আবু হায়াত মাহমুদ।

শরাফ আহমেদ জীবনের "চক্কর-৩০২" এরপর আবু হায়াত মাহমুদের "ওয়ানস আপন অ্যা টাইম ইন ঢাকা - আমি কালা" তে মোশাররফ করিম। একের পর এক সিনেমাতে যুক্ত হয়ে চলেছেন সময়ের সবচেয়ে সেরা অভিনেতা।

এছাড়া কলকাতার প্রথম সারির একজন থাকবেন। থাকবেন তারিক আনাম খানসহ অনেকেই। মে' থেকে শ্যুটিং শুরু।

📽️দ্বারুচিনি দ্বীপ ❣️বল্টু এবং তার বন্ধুরা মিলে 'দারুচিনি দ্বীপ' যাবে। সব আয়োজন শেষ। সবাই হাজির ট্রেন ধরতে। কিন্তু, বল্ট...
28/02/2024

📽️দ্বারুচিনি দ্বীপ ❣️

বল্টু এবং তার বন্ধুরা মিলে 'দারুচিনি দ্বীপ' যাবে। সব আয়োজন শেষ। সবাই হাজির ট্রেন ধরতে। কিন্তু, বল্টু হঠাৎ করেই যেতে পারছে না। বল্টু ভেবে রেখেছিল টিউশনির টাকাটা ফেলে সেই টাকা দিয়ে বন্ধুদের সাথে যাবে কিন্তু প্রত্যাশিত টাকাটা সে আর পায়নি।

তখন দরিদ্র স্কুল শিক্ষক সোবহান সাহেব পকেট থেকে টাকা বের করে দিলেন। সংসারের অভাব হয়তো তখন 'ছোট' হয়ে গিয়েছিলো, তার বড় মনের কাছে। বল্টুর হাতে টাকাটা দিয়ে বললেন, 'দৌড় দাও! দৌড় দাও!' বল্টু টাকাটা নিয়ে দৌড়ালো। সে ট্রেন ধরতে পারবে কী না, এটা দেখার উৎকণ্ঠা মনে। ট্রেনটা ধরলো। সবার সাথে সেও ছুটলো দারুচিনি দ্বীপ! সিনেমাটাও শেষ হলো।

অসম্ভব খুশিতেও যে চোখ ভিজে যায়, সেটার অন্যতম উদাহরণ এই দৃশ্য। অন্যতম প্রিয় সিনেমা। এখনো মাঝে মাঝে ইউটিউবে দেখা হয়।

হুমায়ূন আহমেদের গল্প এবং তৌকির আহমেদের নির্মাণে দ্বারুচিনি দ্বীপ এদেশের চলচ্চিত্রে অনন্য এক সংযোজন।

স্নিগ্ধ সুন্দর এবং বিরহ গাথা প্রেমের গল্প...🌿🌼🎬 প্রেমকাব্য🎥 রুবেল আনুশ
27/02/2024

স্নিগ্ধ সুন্দর এবং বিরহ গাথা প্রেমের গল্প...🌿🌼

🎬 প্রেমকাব্য
🎥 রুবেল আনুশ

চাঞ্চল্যকর সাগর - রুনীর হত্যাকাণ্ড নিয়ে নির্মিত অমীমাংসিত আপাতত মুক্তি পাচ্ছে না। এখানেও কি কোনো অপশক্তি মুক্তিতে বাধা দ...
27/02/2024

চাঞ্চল্যকর সাগর - রুনীর হত্যাকাণ্ড নিয়ে নির্মিত অমীমাংসিত আপাতত মুক্তি পাচ্ছে না। এখানেও কি কোনো অপশক্তি মুক্তিতে বাধা দিচ্ছে?

স্বল্প সময়ের উপস্থিতিতেই বাজিমাৎ করেছেন মডেল-অভিনেতা ফররুখ আহমেদ রেহান। ভিকি জাহেদের আরারাত সিরিজে এন্ডিং এ তিনি ছিলেন অ...
27/02/2024

স্বল্প সময়ের উপস্থিতিতেই বাজিমাৎ করেছেন মডেল-অভিনেতা ফররুখ আহমেদ রেহান। ভিকি জাহেদের আরারাত সিরিজে এন্ডিং এ তিনি ছিলেন অল্প সময়ের জন্য। তাতেই যেনো বাজিমাৎ করলেন মডেল থেকে অভিনেতা হওয়া এই ফররুখ আহমেদ রেহান।

আরারাত সিরিজের আরেকটা সিজন আসবে মনে হয় এবং কাহিনী কিংবা দর্শক ডিমান্ডে তিনি থাকবেন এমনটাই মনে হয়।

শুভ কামনা এই অভিনেতার জন্য।

❝থাক না, ভালো কাজ করতে সময় নেওয়াটা ভালো। আমি মনে করি, সিনেমায় নতুনদের জন্য পরপর তিনটি ছবি বিরতি রেখে করা ভালো। আমি সেভাব...
27/02/2024

❝থাক না, ভালো কাজ করতে সময় নেওয়াটা ভালো। আমি মনে করি, সিনেমায় নতুনদের জন্য পরপর তিনটি ছবি বিরতি রেখে করা ভালো। আমি সেভাবেই করতে চাই।
আশা করছি, এক মাসের মধ্যেই হয়তো সিনেমার ঘোষণা আসতে পারে।তবে আগের সেই দুইটি প্রযোজনা প্রতিষ্ঠানের(Live Technologies,TM Films) নয়,অন্য প্রতিষ্ঠানের।আর আগের দুই প্রযোজনা প্রতিষ্ঠানের সিনেমা দুইটি আগামী বছরের ঈদের জন্য তৈরী করা হবে।

🗣️আফরান নিশো।

জীবন বোধের গল্প বলবে জাহিদ প্রীতমের 'বুক পকেটের গল্প'। গল্প বলায় জাহিদ প্রীতম নিজেই নিজেকে ছাড়িয়ে যাচ্ছেন প্রতিনিয়ত। সেই...
27/02/2024

জীবন বোধের গল্প বলবে জাহিদ প্রীতমের 'বুক পকেটের গল্প'।

গল্প বলায় জাহিদ প্রীতম নিজেই নিজেকে ছাড়িয়ে যাচ্ছেন প্রতিনিয়ত। সেই ধারাবাহিকতায় ভালবাসা দিবসে তার নির্মিত 'বুক পকেটে গল্প' যেনো ক্রাইম-থ্রিলার জামানার ভীরে এক স্বস্তির নিঃশ্বাস।
তিনটি ভিন্ন গল্পকে একটা জায়গায় আটকে দিলেন।
মাঝের গল্পটা যেনো পুরো নাটককে প্রান দিলো।

অভিনয়শিল্পীদের কেউ ই সুপারস্টার নয়, তবুও তারা নিজ জায়গা থেকে সুন্দর অভিনয় করলেন। সবচেয়ে বেশি স্ক্রিনটাইম পাওয়া মীর রাব্বী একদম টপ লেভেলের অভিনয় টা যেনো করলেন। বাকিরাও ভাল ছিল নিজ নিজ চরিত্রে।

কতিপয় সুখের খুজে এত দারুন এক জীবন বোধের এক গল্প বলবে। ক্যা-ন্সার আ-ক্রা-ন্ত প্রিয়ন্তী উর্বিকে সুন্দর একটি দিন উপহার দেওয়ার মিশন নেয় মীর রাব্বী। এক সময়ে প্রিয়ন্তী উর্বি যখন বৃষ্টিতে ভিজছে মীর রাব্বী চায়ের স্টলে চা খাচ্ছে, হঠাৎ বৃষ্টি থেমে যায়। ক্যান্সার আক্রান্ত প্রিয়ন্তীর ফোনে মেসেজ এসেছে অন্য কারো রিপোর্ট তার সাথে মিচম্যাচ হয়েছিল, তার আসলে ক্যা-ন্সার হয়নি। পরক্ষণেই মীর রাব্বীর ফোনে মেসেজ আসে অন্য কারো রিপোর্ট তার সাথে মিচম্যাচ হয়ে গেছিল। সে আসলে ক্যা-ন্সার আ-ক্রা-ন্ত।
এই মূহুর্তে এতটা অর্থবহ। এছাড়াও বাকি দুইটি গল্পও সুন্দর এবং এন্ডিং তিনটি গল্পের মেলবন্ধনও দারুন।

ছবি কোলাজ-তৃষিত হিয়া

সাউথ হিরো বিজয় দেবারকোন্ডার লাস্ট কয়েকটা ছবি বাজে পারফরম্যান্স করেছে। তবে আশাকরি গীতা গোবিন্দামের মত মুভি আবারো তার থেকে...
26/02/2024

সাউথ হিরো বিজয় দেবারকোন্ডার লাস্ট কয়েকটা ছবি বাজে পারফরম্যান্স করেছে। তবে আশাকরি গীতা গোবিন্দামের মত মুভি আবারো তার থেকে পাওয়া যাবে।

ছবিতে রিসেন্ট টাইমে বিজয় দেবারকোন্ডা...💥

এই অপূর্বকে দেখে মুগ্ধ হলাম। পুরোই সিনেমাটিক অপূর্ব। কি দারুণ অ্যাকশন। মনে হলো থালাপাতি বিজয়ের অ্যাকশন দেখলাম। সেই সঙ্গে...
26/02/2024

এই অপূর্বকে দেখে মুগ্ধ হলাম। পুরোই সিনেমাটিক অপূর্ব। কি দারুণ অ্যাকশন। মনে হলো থালাপাতি বিজয়ের অ্যাকশন দেখলাম। সেই সঙ্গে কি দারুণ ব্যক্তিত্ব! সিনেমায় এমন অপূর্বকে খুব দরকার ছিল। অথচ নাটকের এইসব তারকাদের সিনেমা আনলে সবাই তাদের চঞ্চল আর মোশাররফ করিম বানাতে চান। নিশোকেও এমনভাবে সিনেমায় অভিষেক ঘটানো যেত। তাতে দারুণ কিছু নায়ক পেতাম আমরা। খাটি বাংলা সিনেমার নায়ক।
`ডার্ক-জাস্টিস' দেখার পর মনে হলো পরিচালক তপু খান সিনেমা বানিয়ে অজ্ঞাত এক অভিমানে ইউটিউবেই সেটি মুক্তি দিয়ে দিয়েছেন। টাইটেলে লিখেছেন ইউটিউব সিনেমা। হয়তো এটি নতুন ট্রেন্ড। কিন্তু এটি সিনেমা বলে হলে মুক্তি দিলেও খারাপ হতো না।

ছবি কোলাজ ও লিখা সাংবাদিক Anindo Mamun

🔰ভালবাসা দিবসের সেরা পাঁচ ফিকশন🔰বিশেষ দিবস উপলক্ষে নাটক,টেলিফিল্ম কিংবা ওটিটি জামানায় ওয়েবফিল্ম বা ওয়েবসিরিজ নির্মিত হয়ে...
26/02/2024

🔰ভালবাসা দিবসের সেরা পাঁচ ফিকশন🔰

বিশেষ দিবস উপলক্ষে নাটক,টেলিফিল্ম কিংবা ওটিটি জামানায় ওয়েবফিল্ম বা ওয়েবসিরিজ নির্মিত হয়ে থাকে। ব্যতিক্রম হয়নি এবারো। অনেক নাটকের ভীড়ে Star Vibes এর চোখে সেরা পাঁচ ফিকশনঃ

১. কাছের মানুষ দূরে থুইয়াঃ এবারের ভালবাসা দিবস তো বটেই বরং সাম্প্রতিক সময়ের সের ওয়েবফিল্ম শিহাব শাহীনের 'কাছের মানুষ দূরে থুইয়া'। লং ডিসট্যান্স রিলেশনশিপ নিয়ে নির্মিত এই ফিল্মের শুধু এন্ডিং টাও পয়সা উসুল মনে হবে। বহুদিন পর এরকম কোনো মুভি দেখতে পেলো দর্শক। চারিদিকে প্রচুর প্রশংসা পাচ্ছে এই ফিল্মটি। মূল চরিত্রে ফারিণ তো বটেই প্রীতম হাসানও দারুন অভিনয় করেছেন।
দেখা যাচ্ছে চরকি তে।

২. বুক পকেটের গল্পঃ কাছের মানুষ দূরে থুইয়া না থাকলে 'বুক পকেটের গল্প' এবারে ভালবাসা দিবসের সেরা কাজ হয়েই থাকতো। তিনটি ভিন্ন গল্পকে একই সূতোয় বেধেছেন পরিচালক জাহিদ প্রীতম। তিনটি গল্পই সুন্দর। তবে কতিপয় সুখের খোজে গল্পটি বুক পকেটের গল্পের প্রাণ। মীর রাব্বীর এত প্রানবন্ত অভিনয়। বাকিরাও করেছেন সুন্দর অভিনয়। দেখা যাচ্ছে KS Entertainment ইউটিউব চ্যানেলে।

৩. বুকিংঃ মিজানুর রহমান আরিয়ান এখন আর আগের মত নাটক বানান না। তবে লাভ স্টোরিজ সিরিজে তার নির্মিত 'বুকিং' সবচেয়ে সুন্দর কাজ। পরিমনি যেকোনো ভাবেই সুন্দরী আর ভাল পরিচালক পেলে অভিনয় টাও সুন্দর করেন আরেকবার প্রমান হলো। রক-সলিড এবিএম সুমন এখানে পুরোদস্তুর হ্যাবলা রোমান্টিক চরিত্রে। দারুন অভিনয় করেছেন তিনিও। দেখা যাচ্ছে বঙ্গতে।

৪. আরারাতঃ ভিকি জাহেদ কোনো নাটক বা সিরিজ বানাবেন আর আলোচনা হবে না এমনটা হয়ে থাকেনা। আরারাত তার সাম্প্রতিক সময়ের সেরা নির্মাণ। মূল চরিত্রে মেহজাবীন আর শ্যামল মাওলার দারুন অভিনয়। বাকিরাও স্পেস পেয়েছেন অনেক, ভাল করেছেন প্রত্যেকেই। দেখা যাচ্ছে বিঞ্জেতে।

৫. লাভ বাজঃ কাজল আরেফিন অমির নাটক নিয়ে অনেক সমালোচনা হলেও তিনি নিয়মিত দর্শকপ্রিয় কাজ উপহার দিয়ে যাচ্ছেন। গুড বাজ, ব্যাড বাজ এর ধারাবাহিকতায় এবার এলো লাভ বাজ। আগের দুইটির তুলনায় এটি কম ভাল লাগলেও হ্যাপি এন্ডিং গল্পটাকে সুন্দর করেছে। অমির অভিনয়শিল্পী সিলেক্টেড। তারা আগের দুটিতেও যেমন করেছেন এখানেও তেমন। তবে পলাশ আর ইভানার গল্প আরেকটু ব্যাপ্তি পেলে ভাল লাগতো। এই বাজ সিরিজ মূলত এই জুটির জন্যই সুন্দর। দেখা যাচ্ছে Club 11 Entertainment ইউটিউব চ্যানেলে।

সম্পূর্ণ অপরিচিত এক মানুষের ব্যথায় ব্যথিত এক নারী। যার চোখে মুখে স্পষ্ট বেদনার ছাপ! ওয়েব ফিল্ম : কাছের মানুষ দূরে থুইয়াপ...
26/02/2024

সম্পূর্ণ অপরিচিত এক মানুষের ব্যথায় ব্যথিত এক নারী। যার চোখে মুখে স্পষ্ট বেদনার ছাপ!

ওয়েব ফিল্ম : কাছের মানুষ দূরে থুইয়া
পরিচালক: Shihab Shaheen
প্ল্যাটফর্ম: চরকি

"মাঝে মাঝে শুধু একটি আলিঙ্গন প্রয়োজন"'কাছের মানুষ দূরে থুইয়া' দিয়ে শিহাব শাহীন যে ম্যাজিক ক্রিয়েট করলেন, সেই ইমোশন থেকে ...
25/02/2024

"মাঝে মাঝে শুধু একটি আলিঙ্গন প্রয়োজন"

'কাছের মানুষ দূরে থুইয়া' দিয়ে শিহাব শাহীন যে ম্যাজিক ক্রিয়েট করলেন, সেই ইমোশন থেকে যাবে বহুবছর।

অতি সম্প্রতি সবেচেয়ে সুন্দরতম কাজের লিস্টে এটা থাকবে একদম উপরের দিকে কিংবা সবচেয়ে উপরে।

ঢাকা, পাবনা, কুষ্টিয়া, মানিকগঞ্জ, টাঙ্গাইল, গাজীপুর, বান্দরবন, ভারত ও আমেরিকায় শুটিং শেষ করে, রাজকুমার শুটিং এর পাশাপাশি...
24/02/2024

ঢাকা, পাবনা, কুষ্টিয়া, মানিকগঞ্জ, টাঙ্গাইল, গাজীপুর, বান্দরবন, ভারত ও আমেরিকায় শুটিং শেষ করে, রাজকুমার শুটিং এর পাশাপাশি এখন কাটাকাটির টেবিলে আছে।

এমন এমন লোকেশনে, এমন এমন আয়োজনে রাজকুমারের শুটিং হয়েছে যা কিছু দিন আগেও বাংলা সিনেমার জন্য স্বপ্ন ছিল। শুধু মাত্র নিউইয়র্কেই টানা ১৮ দিন শুটিং হয়েছে, যেখানে প্রতিদিন অনেক আমেরিকান প্রফেশনাল ক্রু কাজ করেছেন, সাথে বাংলাদেশের টিমতো ছিলই।বাংলাদেশের স্বনামধন্য চিত্রগ্রাহক শেখ রাজিবুল ইসলামের ক্যামেরায় হোম এলোন, জন উইক ২, স্পাইডার ম্যানের মতো সিনেমার লোকেশন দেখতে পাবেন রাজকুমার সিনেমায়।

একটা গানের সুন্দর চিত্রায়নের জন্য মুম্বাইর আদিল শেখের মতো বিখ্যাত কোরিওগ্রাফারকে আমরা নিউইয়র্ক নিয়ে আসি, আবার তামিলের অশোক রাজার মতো বিখ্যাত কোরিওগ্রাফারকে ঢাকায় নিয়ে আসা হয়েছিল। এ্যাকশনের জন্য আমরা চলে গিয়েছিলাম চেন্নাই, তখন আমেরিকা থেকে ভারতে আনা হয়েছিল কোর্টনি কফি, খল নায়ক ও ফাইটারদের।

প্রিন্স মাহমুদ, আকাশ, আর্জিন, সাজিদের সাথে এবারে গান আছে এই সময়ের ইমন চৌধুরীর। ও প্রিয়তমা গানের টিমের এইবারো একটি প্রেমের গান আছে যা নিশ্চিত ভাবে প্রিয়তমা গানকে ছাড়িয়ে যাবে। ইমন চৌধুরীর গান পাগল করবে সাধারন তরুণদের। আর প্রিন্স মাহমুদের গান আবেগে ভাসাবে, ডোবাবে, ভাবাবে…

গান, লোকেশন, অভিনেতা অভিনেত্রীসহ এমন কিছু চমক আছে যা সিনেমা হলে আসলেই চমকে দিবে সবাইকে। এমন কেউ এখানে অভিনয় করছেন যা অবাক করবে দর্শকদের।

শাকিব খান তার সেরাটা দিয়েছেন এই সিনেমায়। আরশাদ আদনান সর্বোচ্চ বাজেট দিয়েছেন রাজকুমারের জন্য।

ধন্যবাদ আরশাদ আদনান, শাকিব খান ও রাজকুমার টিমের সকলকে, যাদের ইচ্ছায়, চেষ্টায়, পরিশ্রমে আমরা এমন একটা সিনেমা বানাতে পারছি যেটা বিশ্ব সিনেমার বাজারে আমাদের সিনেমা কে একধাপ এগিয়ে নিয়ে যেতে পারবে।

প্রিয়তমা সিনেমার ঘোষনা দিতে গিয়ে লিখেছিলাম প্রিয়তমা আসছে, ইতিহাস বদলে দিতে। প্রিয়তমা বাংলা সিনেমার অনেক ইতিহাস নতুন করে লিখিয়েছে।

আজ বলে যাই, রাজকুমার প্রিয়তমাকে ছাড়িয়ে যাবে, ছাড়িয়েও অনেক দূর যাবে… বাংলা সিনেমার নতুন ইতিহাস আবার নতুন করে লেখা হবে রাজকুমার দিয়ে।

©হিমেল আশরাফ

বিজ্ঞাপন, মিউজিক ভিডিও, নাটক, টেলিফিল্মের পর সিনেমায়ও সরব পরিচালক তানিম রহমান অংশু। ন ডরাই দিয়ে বাজিমাত করেছেন। টিএম ফিল...
23/02/2024

বিজ্ঞাপন, মিউজিক ভিডিও, নাটক, টেলিফিল্মের পর সিনেমায়ও সরব পরিচালক তানিম রহমান অংশু। ন ডরাই দিয়ে বাজিমাত করেছেন। টিএম ফিল্মসের খেলা হবে সিনেমা দিয়েও বাজিমাত করবেন বলা যায়। তবে এরই মধ্যে এলো নতুন সিনেমার খবর। সিনেমার নাম 'সিকান্দার'।
জুটি হিসেবে দেখা যাবে ঢালিউডের চেনা মুখ সিয়াম আহমেদ এবং প্রিয়তমা খ্যাত ইধিকা পাল কে।

"কাছের মানুষ দূরে থুইয়া"যে গল্পে মুগ্ধ হবে সবাই। Shihab Shaheen এত মনোমুগ্ধকর এক জার্নি দেখালেন যেনো সবাই শুধু অভিভূত হয়...
23/02/2024

"কাছের মানুষ দূরে থুইয়া"
যে গল্পে মুগ্ধ হবে সবাই।

Shihab Shaheen এত মনোমুগ্ধকর এক জার্নি দেখালেন যেনো সবাই শুধু অভিভূত হয়েই থাকে।
দুই ঘন্টা চব্বিশ মিনিটের জার্নিতে এক মিনিট বোর হওয়ার সুযোগ নেই।

কালার গ্রেডিং থেকে ব্যাকগ্রাউন্ড মিউজিক, সংলাপ থেকে চিত্রনাট্য সর্বোপরি অভিনয় এবং সবিশেষ নির্মাণ সবগুলো ডিপার্টমেন্টেই টপনচ কাছের মানুষ দূরে থুইয়া।

কাউকে কোনো কাজ রিকমেন্ড করার জন্য সেই কাজ যতটা ভাল হওয়া জরুরি কাছের মানুষ দূরে থুইয়া ঠিক ততটাই পারফেক্ট।

অভিনয়ে ফারিণ এত দারুন। প্রীতম কে শুরু থেকে ভাল লাগছিল না, তবে আস্তে আস্তে মনে হলো এই চরিত্রে প্রীতম কেই মানিয়েছে। রুপন্তী আকিদ কেও ভাল লাগলো। শেষের কয়েকমিনিটের জন্য হলেও এই ওয়েবফিল্ম সবার দেখা উচিত, তবে সেই ইমোশন বুঝতে পুরোটা দেখাও অত্যাবশকীয়।

শিহাব শাহীন আপনি একটা ম্যাজিক 🌼🌿

শরাফ আহমেদ জীবন যাকে প্রথম চিনি "চৌধুরী সাহেবের ফ্রি অফার" থেকে। সেটা বেশ আগের। ২০০৯/১০ সালের দিকে, যেসময় মোবাইলে নাটক ল...
23/02/2024

শরাফ আহমেদ জীবন যাকে প্রথম চিনি "চৌধুরী সাহেবের ফ্রি অফার" থেকে। সেটা বেশ আগের। ২০০৯/১০ সালের দিকে, যেসময় মোবাইলে নাটক লোড করে দেখত মানুষ। জীবনের উঠে আসা ফারুকীর ছবিয়ালের হাত ধরে। মাঝখানে অনেক সময় গড়িয়েছে কখনো নির্মাণে , কখনো অভিনেতা হিসেবে। সব জায়গাতেই ছড়িয়েছিন দ্যুতি।

সেই শরাফ আহমেদ জীবন তাঁর জীবনের প্রথম সিনেমা নির্মাণ করতে চলেছেন। তারই প্রিয় অভিনেতা মোশাররফ করিমকে নিয়ে।
করিমকে কথা দিয়েছিলেন জীবনের প্রথম সিনেমা আপনাকে নিয়েই বানাবো। শরাফ আহমেদ জীবন ইতিমধ্যে ঘোষণা দিয়েছেন তার প্রথম সিনেমার নাম এবং প্রকাশ করেছেন ফার্স্ট লুক।

"চক্কর -৩০২" হবে জীবনের প্রথম সিনেমা। ধারণা করা হচ্ছে হিচককের বিখ্যাত সিনেমা "Virtigo" থেকে ইন্সপায়ার হতে পারে চক্করের গল্প। তবে এটা নিতান্তই ধারণা।

শুভকামনা চক্করের জন্য।

অনেকদিন পর একটা বাংলা নাটক সাধারণ দর্শকদের মন জিতে নিয়েছে। নির্মাতা হিসেবে মন জিতেছেন জাহিদ প্রীতম ।  ক্যান্সার আক্রান্ত...
22/02/2024

অনেকদিন পর একটা বাংলা নাটক সাধারণ দর্শকদের মন জিতে নিয়েছে। নির্মাতা হিসেবে মন জিতেছেন জাহিদ প্রীতম ।

ক্যান্সার আক্রান্ত মাহফুজ ( Mir Rabby ) দ্বায়িত্ব নিয়েছিল নবনীর। নবনীর মন ভাল করার পাশাপাশি জিতে নিয়েছেন সাধারণ দর্শকদের মন। নবনীর কন্ঠ এবং অভিনয় দুইটাই সাবলীল। এছাড়া তানভীর , শাশ্বতও ভাল করেছেন, আইশা খানের চঞ্চলা অভিনয় কিছুটা সিনেম্যাটিক ভাইভ দিয়েছে।
ভাল লেগেছে।

এই নাটক দর্শকের কাছে এত সুন্দরভাবে প্রেজেন্ট করার জন্য জাহিদ প্রীতমকে সবচেয়ে বেশি সহযোগিতা করেছেন চিত্রগ্রাহক
ভাস্কর জনি এবং বিজিএমে কাজ করা সৈয়দ নাফিজ।

তিনটা গল্পকে এক সুতোয় গেঁথে এত সুন্দর পরিসমাপ্তি আপনাকে প্রশান্তি দিবে।

নাটক : বুক পকেটের গল্প
পরিচালক: জাহিদ প্রীতম

সুদর্শন মডেলের পাশাপাশি দারুণ এক্টরও বটে।  উনার সবচেয়ে বড় প্ল্যাস পয়েন্ট উনার কন্ঠ। রেহান- ভিকি জায়েদ পরিচালিত “আরারাত“ ...
22/02/2024

সুদর্শন মডেলের পাশাপাশি দারুণ এক্টরও বটে। উনার সবচেয়ে বড় প্ল্যাস পয়েন্ট উনার কন্ঠ।

রেহান- ভিকি জায়েদ পরিচালিত “আরারাত“ যারা দেখেছেন নেগেটিভ শেডের চরিত্রে রেহান কতটা দূর্দান্ত।

অবশেষে মেহেজাবিন আসছেন বড় পর্দায়। পিওর নারীকেন্দ্রীক সিনেমা নিয়ে। শুভ কামনা মেহেজাবিন 🖤
21/02/2024

অবশেষে মেহেজাবিন আসছেন বড় পর্দায়। পিওর নারীকেন্দ্রীক সিনেমা নিয়ে।

শুভ কামনা মেহেজাবিন 🖤

Address

Newcastle, NSW

Website

Alerts

Be the first to know and let us send you an email when Star Vibes posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Videos

Share


Other News & Media Websites in Newcastle

Show All

You may also like