04/08/2024
স্টুডেন্টদের জন্য খারাপ লাগছে, এতো গুলো তাজা প্রাণ চলে গেছে, সেটার বিচার সঠিকভাবে করতে হবে বা সাধারণ স্টুডেন্টদেরকে সাক্ষী রেখে পরিস্কার গ্রহণ যোগ্য বিচারের দাবি না করে সরকার পতনের এক দফা দাবি!!!?????
স্টুডেন্টরা মন্ত্রীদের পদত্যাগ চাইতে পারতো, জাতীয় সংঘ্যের অধীনে বিচারের দাবি চাইতে পারত ,বাকাতেরা কথা বলা নেতাদের বিরুদ্ধে বিচার চাইতে পারত, পুলিশদের বিচার চাইতে পারত এমনকি তারা অন্য যেকোনো দাবি করতে পারত কিন্তু এখন দেখছি স্টুডেন্টদেরকে হাতিয়ার বানিয়ে বিরোধী দলের সব ডুকে গেছে, স্টুডেন্টদের মৃত্যুতে এদের কোনো আসে যায় না, তারা এতো বড় সুযোগ পেয়ে গেছে, এখন এরা সামনে এসে লম্বা লম্বা বক্তব্য দিচ্ছে, রাজপথে নেমে এসেছে কিন্তু এদেরকে ক্ষমতায় দেখার জন্য কি স্টুডেন্টরা জীবন দিয়েছে??এদেরকে ক্ষমতায় বসানো তো স্টুডেন্টদের দাবি নয়।
ভাবো জনগণ ভাবো নতুন কিছু ভাবো, ভেবে দেখ স্টুডেন্টদের আত্তদান আন্দোলন তাদের কোনো কাজে না এসে শেষমেশ কারা ফায়দা লুটতে যাচ্ছে, আর তাও বুজলাম এরা সুযোগর ফায়দা লুটতে বসে ছিলো এখন সুযোগে সৎ ব্যবহার করছে কিন্তু সবচেয়ে বড় যেই বিষয় এতোগুলি মানুষ হত্যার বিচারের কি হবে। এই সব সুযোগ সন্ধানীরা কি ক্ষমতা পেলে আরো ভয়ংকর আবস্থা হবে না দেশটাতে????? দেশটা তালেবান হয়ে যাবে না তো বা হাওয়া ভবনের অধীনে চলে যাবে না তো ??? স্টুডেন্টদের আন্দোলনটা পুরো বৃথা হয়ে যাচ্ছে না তো???? 🥲🥲🥲