12/05/2022
জেনেভা কনভেশন অনুযায়ী যেকোন সংঘাতের স্থানেই সাংবাদিকরা সুরক্ষিত থাকার অধিকার প্রাপ্ত যেমন সিভিলিয়ানরাও ।
ইসরায়েল জেনেভা কনভেশনে স্বাক্ষর করেছে সেই ১৯৫১ সালে । তারপরও শক্তির দম্ভে তারা মেরে ফেললো এক তুখোড় বিরোধী প্যানটলেস্টাইন সাংবাদিককে বলেই প্রতীয়মান হচ্ছে ॥
ঘৃনিত কর্ম নিঃসন্দেহে।