Amir shahed

Amir shahed Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from Amir shahed, Radio Station, .

03/06/2018
03/06/2017

ক্বারী আহমদ বিন ইউসুফ।

21/05/2017

ক্বরী নাজমুস সাকিব।

13/05/2017

মা'শাহ্'আল্লাহ্♥

11/05/2017

শেখ আহমেদ বিন ইউসুফ।

27/12/2016
قابل يا عم

قابل يا عم

ابه ده ... ما شاء الله ما شاء الله

مزمار من مزامير آل داود

24/12/2016
Shaheed Junaid Jamshed

Shaheed Junaid Jamshed

Memories of Maira with Late Junaid Jamsheed, Approx 1.5 years ago we were on ARY digital for collecting funds to take her here in Houston for her transplant.
She requested JJ for "Dil Badal De" Naat and he also did dua for Maira. May ALLAH give Junaid Jamshed's soul rest in piece & Highest place in Jannah....!!!
Page Admin : Noman Habib

21/12/2016
Junaid Jamshed

Junaid Jamshed

Junaid Jamshed Bhai Shaheed (R.A) on Beeper with Fareeha Idrees BTS Video Clip.

21/12/2016
Quranic Reminders

Quranic Reminders

Common Mistakes Made in Salah | Yasir Ibn Yousaf

21/12/2016
Alhamdulillah

Alhamdulillah

দয়া করে ভিডিও'টা দেখার পর অবশ্যই শেয়ার করে সকলকে দেখাবেন।

14/12/2016
Junaid Jamshed

Junaid Jamshed

Live 'Maula Ya Salli Wa Sallim' November 2016

11/12/2016
Junaid Jamshed

Junaid Jamshed

BEAUTIFUL DEATH!
Junaid Jamshed Bhai talking about the last moments of his mother
خوبصورت موت۔۔۔۔
بھائی جنید جمشید اپنی والدہ کے انتقال سے قبل کے لمحات ذکر کر رہے ہیں

11/12/2016
Junaid Jamshed

Junaid Jamshed

Short Clip of Junaid Jamshed Bhai's Bayan in (UOL) University of Lahore 2016.

11/12/2016
Jashim uddin-Feni Bangladesh❶

Jashim uddin-Feni Bangladesh❶

এক নজরে দেখে নিন বিদেশ থেকে কি, কি
আনতে পারবেন,

11/12/2016
Junaid Jamshed

Junaid Jamshed

Live, Ummati by Junaid Jamshed Bhai.

08/12/2016
Junaid Jamshed

Junaid Jamshed

"Aye Rasool S.A.W" Live By Junaid Jamshed Bhai In Bengali Language USA Oct 2016

27/11/2016
Nouman Ali Khan Collection In Bangla

Nouman Ali Khan Collection In Bangla

●|● জোরপূর্বক বিয়ে ●|●

উস্তাদঃ আসসালামু আলাইকুম।

আব্দুল্লাহঃ ওয়া আলাইকুম আসসালাম।

উস্তাদঃ কেমন আছো আব্দুল্লাহ?

আব্দুল্লাহঃ আলহামদুলিল্লাহ্‌, আপনি কেমন আছেন?

উস্তাদঃ আমি ভালো আছি। আমি তোমার সাথে কিছু সমস্যা নিয়ে কথা বলতে চাই।

আব্দুল্লাহঃ এটা কি বোনদের বিষয়ে?

উস্তাদঃ হ্যাঁ, বলা চলে তাদের বাবা-মায়ের বিষয়ে;

আমার কাছে অনেক খবর আসছে যেখানে মেয়েদেরকে মানসিকভাবে চাপ দেয়া হচ্ছে বিয়ে করার জন্য। তাদেরকে বলা হচ্ছে, “তুমি যদি অমুককে বিয়ে না করো তাহলে তোমাকে আর কেউ বিয়েই করবে না... তোমার নিজের অবস্থার দিকে তাকাও... ইত্যাদি।”

বাবা-মায়েরা তাদের মেয়েকে হয়রান করছেন, তাদের বলছেন “তোমাকে শীঘ্রই বিয়ে করতে হবে... তোমার জন্য যেন আমাদের ছোট হতে না হয়... তোমার কারণে আমাদের পরিবারের দুর্নাম যেন না হয়... এর পরেরবার প্রস্তাব আসলে অবশ্যই রাজি হয়ে যাবে...।” আর এই মেয়েগুলো প্রতিনিয়তই চাপের মুখোমুখি হতে থাকে। তো এটা হলো একটা দিক।

আরেকটা দিক হলো মেয়েরা কাউকে পছন্দ করলে তা প্রকাশ করতে পারে না। আমি তাদের কথা বলছি না যারা ডেটিং করে বেড়াচ্ছে। কিন্তু কোন মেয়ে যদি কারো ব্যাপারে আগ্রহ প্রকাশ করে তাহলে জঘন্য কাজ হিসেবে দেখা হয়, যেন সে চরম কোন অপরাধ করে ফেলেছে।

ইসলামে জোরজবরদস্তি করে বিয়ে দিয়ে দেবার কোনোই স্থান নেই। বিয়েতে অবশ্যই মেয়ের সম্মতি থাকতে হবে। তাও আবার ‘অনিচ্ছাকৃত’ সম্মতি না, রাজি হওয়ার ব্যাপারে তাকে খোলামেলা, খুশি থাকতে হবে। অর্থাৎ তারা প্রকৃতপক্ষেই বিয়েতে সম্মত আছে।

এমন না যে “আমার বাবা-মা যেহেতু বলছে তাই আমার আর কিছুই বলার নেই...।” না না না।

এক মহিলা রাসূলুল্লাহ (সাঃ) এর কাছে এসে বলল, “আমার পিতা জোর করে আমার বিয়ে দিয়ে দিয়েছেন, তাই আমি চাপে পড়ে বিয়ে করেছি। কিন্তু আমি তাকে পছন্দ করি না।” তিনি (সাঃ) বললেন, “তোমাদের বিয়ে বৈধ নয়।”

তুমি চিন্তা করতে পারো? আর জানো লোকেরা কেন এমন করে? চাপ দিয়ে বিয়ে দেওয়া যে একদম নিষিদ্ধ তা কেবল জানাই যথেষ্ট না। কারণ মানুষ হারাম জানার পরেও অনেক কাজ করে থাকে। এর একটা মনস্তাত্ত্বিক দিকও আছে। এই মানুষগুলো তাদের সন্তানের সুখের চেয়ে নিজের সুখের ব্যাপারে বেশি সচেতন। তাদের নাম, বংশ, সমাজের সামনে তাদের কেমন লাগবে এসব ভুয়া চিন্তা যেগুলো বাস্তবে পুরো অর্থহীন সেগুলোই তাদের কাছে সন্তানদের জীবনভর সুখ-শান্তির চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।

এটা কেবল একটা অনুষ্ঠানসর্বস্ব বিষয় হয়ে গেছে। “কতজন মানুষ বিয়েতে আসবে...”, “আমরা এই হলটায় অনুষ্ঠান করবো”, “আমরা এটা করবো, সেটা করবো...”, “ওই পরিবারের সাথে আমাদের বেশ ভালো সম্পর্ক হবে”, “আমরা অনেক ভালো পাত্র পেয়েছি”

তারা আসলে ভালো পাত্র পায়নি, তারা কেবল একটা ভালো সিভি পেয়েছে। তারা খোঁজে পাত্র অমুক এলাকার কিনা, তাঁর এই এই যোগ্যতা আছে কিনা... সব অবাস্তব বিষয়।

আর পাত্র বাস্তব জীবনে সম্পূর্ণ খারাপ চরিত্রের হতে পারে। আমি অনেক ঘটনা জানি যে, চুলচেরা সন্ধান চালিয়ে একি মহল্লার পাত্র খুঁজে তাঁর সাথে মেয়ের বিয়ে দেখা হয়েছে। আর দু’সপ্তাহ পর দেখা যায় যে সে মেয়েকে পিটিয়ে প্রায় মেরে ফেলার অবস্থা করে ফেলেছে।

এমন পরিস্থিতিতে পরিবারের উচিত ছিল তাদের ভুল স্বীকার করা। কিন্তু তারা উল্টো মেয়েকে বলবে, “না না, তোমাকে ধৈর্য্য ধরতে হবে”, “বাইরে যেন এ ব্যাপারে জানাজানি না হয়, তাহলে আমাদের সম্মান থাকবে না।”

বিয়ে দ্বীনের অর্ধেক আর তারা মানুষের বিয়ে ধ্বংস করে বেড়াচ্ছে, এই লোকগুলো বাস্তবে ছেলেমেয়েদের দ্বীন থেকেই দূরে ঠেলে দিচ্ছে। তাঁদের সাবধান হওয়া উচিত। তারা শুধু তাঁদের সন্তানদেরই ঝামেলায় ফেলছেন না, তারা নিজেরাই আল্লাহর সাথে ঝামেলায় জড়িয়ে পড়ছেন।

এটা খুবই জরুরী একটা বিষয়। সন্তানদের সুখ ও সম্মতির জন্য চেষ্টা করা। আর আল্লাহ যেন আমাদেরকেও বিজ্ঞ, ন্যায়পরায়ণ অভিভাবক বানিয়ে দেন, যখন আমরা সন্তানদের ব্যাপারে এ ধরনের সিদ্ধান্ত নিতে যাবো। আল্লাহ যেন আমাদের ছেলেমেয়েদেরকেও বড় হওয়ার সাথে সাথে সঠিক, সুবিবেচিত সিদ্ধান্ত নেয়ার তৌফিক দান করেন। আমীন। আমরা অন্য কোন বিষয় নিয়ে পরে আবার কথা বলবো। বারাকাল্লাহু লি ওয়ালাকুম, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ্‌।

27/11/2016
Know Your Deen

Know Your Deen

তিনটি জিনিষ আপনার সাথে কবর পর্যন্ত যাবে।
আপনার পরিবার, আপনার সম্পদ, আপনার 'আমল।
দুটি আপনাকে রেখে ফেরত চলে আসবে।..আস্তে আস্তে যখন বুকের উপর মাটির ওজন বাড়তে থাকবে, আস্তে আস্তে যখন আলো কমতে থাকবে, যখন মাটির উপরের জগতটা থেকে আপনি সম্পূর্ণ ভাবে বিচ্ছিন্ন হয়ে যাবেন, যখন সত্যিকার ভাবে আপনি জেগে উঠবেন, যখন সত্যিকার ভাবে বাস্তবতাকে আপনি উপলব্ধি করবেন, যখন প্রচণ্ড ভয়, অসহায়ত্ব, উৎকণ্ঠা আপনাকে গ্রাস করবে তখন আপনার পরিবার-পরিজন আপনার কাজে আসবে না। আপনার সম্পদ আপনার উপকার করতে পারবে না।
মাটির ঘরে না আপনার পরিবার আপনার সাথে থাকবে, আর না-ই বা আপনার সম্পদ। আপনার দিনের অধিকাংশ সময়, আপনার শ্রম, আপনার মনোযোগ যে দুটো জিনিসের জন্য আপনি দিচ্ছেন তার কোনটাই সাড়ে তিন হাত মাটির নিচে আপনার কাজে আসবে না। আপনাকে সঙ্গ দেবে না।
তখন শুধুমাত্র আপনার সাথে থাকবে আপনার 'আমল...
কবরের এ অনিবার্য জীবনের জন্য আমরা কি প্রস্তুত করছি?

22/11/2016

I know not nice my voice.but I m muslim alhamdulillah.

21/11/2016

"বিনয়" সুস্থ বিবেক এর
অন্যতম বহিঃপ্রকাশ !!

20/11/2016

অহংকার
বশে তুমি মানুষকে অবজ্ঞা করো না এবং অবহেলা করো না| নিশ্চয় আল্লাহ্ কোন দাম্ভিক অহংকারীকে পছন্দ করেন না|

----- (সূরা লোকমান: আয়াত-18)

20/11/2016

Amir shahed

11/11/2016
Shaykh Qari Ahmad Bin Yusuf Al-Azhari

Shaykh Qari Ahmad Bin Yusuf Al-Azhari

Short clip from live program on IQRA TV London 2014.
লন্ডনেৱ ইক্বৱা টিভিৱ সৱাসৱি অনুষ্ঠানেৱ একটি ছোট ক্লিপ ২০১৪
مقطع من القناة إقرأ مباشر بمدينة لندن
---admin

11/11/2016
Know Your Deen

Know Your Deen

শেষবার যখন ভূমিকম্প হল...যখন রাতের শেষভাগে প্রচণ্ড কম্পনে, প্রচণ্ড শব্দে, আদিম আতঙ্ক নিয়ে জেগে উঠে আমরা দেখলাম পায়ের নিচে মাটি প্রবল ভাবে প্রকম্পিত হচ্ছে তখন বাংলাদেশের একজন বিখ্যাত শিশু সাহিত্যিক এবং কলাম লেখক আমাদের শেখাতে চাইলেন ভূমিকম্প হলে ভয় পাবার কিছু নেই। সবই টেকটোনিক প্লেটের নড়াচড়া মাত্র। বিখ্যাত লেখকের লেখার কারনেই কি না কে জানে, ভূমিকম্পের দিন দেখা গেল ফেইসবুকে ভূমিকম্প সেলফি আর ভূমিকম্পের “চেক-ইন” ভাইরাল।
আচ্ছা কল্পনা করুন তো...ঠিক আগের বারের মত একদিন ভোর রাতে ভূমিকম্প শুরু হল। গত কয়েক বছরে বার কয়েক ভূমিকম্পের অভিজ্ঞতার অভ্যাস হয়ে যাওয়ায় এবার আর হুড়োহুড়ি করে আপনি নামলেন না। গত কয়েক বারে দেখেছেন মিনিট দুয়েকের মধ্যে ভূমিকম্প থেকে যায়।
আপনি শান্ত হয়ে বসে অপেক্ষা করছেন। হাতে ঘড়ি। ভূমিকম্পের সময় সবাই যখন হুড়োহুড়ি করছিল তখন আপনি হাতে ঘড়ি নিয়ে বসেছিলেন –গল্পটা সকালে কিভাবে রসিয়ে রসিয়ে করবেন চিন্তা করে মুখের কোণে এক চিলতে হাসি।
কিন্তু আপনি একটু অবাক হয়ে দেখলেন ভূমিকম্প থামছে না। কমে আসার বদলে কম্পন বেড়েই যাচ্ছে। সিলিং ফ্যান বিপদজনক ভাবে দুলছে। খাট এতোক্ষণ কাঁপছিল, এখন মনে হচ্ছে লাফাচ্ছে। টলতে টলতে আপনি উঠে দাড়ালেন। সম্ভবত নিচে নামাই উচিত ছিল...আপনি হাটার চেষ্টা করছেন কিন্তু ভারসাম্য রাখতে পারছেন না। প্রচণ্ড শব্দে বুকশেলফটা পড়ে গেল, আপনি তীব্র আতঙ্কে দৌড় শুরু করতেই ইলেক্ট্রিসিটি চলে গেল...
মাটির কাপুনি থামছে না। অন্ধকারে কিছু দেখতে পারছেন না। প্রচণ্ড শব্দ, মানুষের চিৎকার। প্রচণ্ড শব্দের মধ্যেও আলাদা করে মেঝেতে ফাটল ধরার শব্দ আপনি বুঝতে পারলেন।। আপনি অন্ধকারে হাতড়ে হাতড়ে হামাগুড়ি দিয়ে সামনে এগুনোর চেষ্টা করছেন...কিন্তু কিছু বুঝে ওঠার আগেই আপনার নিচে মেঝে সম্পুর্ণ ভাবে ধসের পড়লো...আপনি বুঝতে পারলেন আপনাকে নিয়ে মেঝে ধ্বসে পড়েছে...প্রচণ্ড আতঙ্কে আপনি চিৎকার করা শুরু করলেন –
ভূমিকম্পকে ভয় পাবার কিছু নেই। সব টেকটোনিক প্লেটের নড়াচড়া…
ভূমিকম্পকে ভয় পাবার কিছু নেই। সব টেকটোনিক প্লেটের নড়াচড়া…
রাসূলুল্লাহ ﷺ চেয়েছেন আমরা যেন এই সব বিপদ গুলোকে ভয় পাই। আল্লাহ আমাদের এই সংকেত গুলো দেন আমরা যেন সতর্ক হতে পারি আর যেন ভয় পাই কিয়ামতের সেই কঠিন সময়কে। যেন সময় থাকতে আমরা নিজের শুধরাতে পারি। যেন তাওবাহ করি, আল্লাহর দিকে, ইসলামের দিকে ফিরে আসি।
আমরা কি ঠিক মত আল্লাহকে স্মরণ করছি? নাকি আমরা ওই খেলাঘর নিয়ে মেতে আছি যা চোখের পলকে ধূলিসাৎ হয়ে যেতে পারে?


11/11/2016
Know Your Deen

Know Your Deen

‘বিশেষ’ দিনগুলো নিয়ে আমাদের অনেক প্ল্যান থাকে।“স্পেশাল” দিন আসার আগেই শুরু হয়ে যায় নানা আয়োজন। আর আমাদের সমাজে সবচেয়ে বেশি আয়োজন সম্ভবত হয় বিয়েকে ঘিরে।
খুব হিসেব করে শীতের মৌসুমে বিয়ের অনুষ্ঠানের তারিখ ফেলা হয়। ৮/১০ মাস আগে থেকে পছন্দীয় কমিউনিটি সেন্টার বুকিং দেওয়ার জন্য দৌড়ঝাঁপ শুরু হয়ে যায়। শপিং শুরু হয়ে যায় ৬ মাস আগে থেকেই। সামর্থ্য অনুযায়ী শপিং এর জন্য অ্যামেরিকা, সিঙ্গাপুর নিদেনপক্ষে আমাদের জানের বন্ধুদেশ ইন্ডিয়াতে যাওয়া এখন রীতি হয়ে দাড়িয়েছে। আগে মেয়েরা ম্যাচিং শাড়ি পড়তো, আজকাল ছেলেরাও ম্যাচিং পাঞ্জাবী পড়ে স্টেজে দাঁড়িয়ে হাসি হাসি মুখে ছবি (নাকি সেলফি?) তোলে।
ব্যাপক শ্রম ও বিপুল পরিমাণ অর্থ খরচ করে আমরা চেষ্টা করি বিশেষ দিনগুলোর জন্য, বিশেষ মুহুর্তগুলোর জন্য প্রস্তুতি নিতে।
এমন একটি দিন আসছে যেদিন আকাশ বিদীর্ণ হবে, পৃথিবী চূর্ণ বিচূর্ণ হবে, নক্ষত্ররাজি নিভে যাবে, ঝরে পড়বে, চন্দ্র হবে জ্যোতিহীন, সূর্য ও চন্দ্রকে একত্রিত করা হবে। যেদিন সমুদ্র হবে উত্তাল, পর্বতমালা হবে ছিন্নবিচ্ছিন্ন, যেইদিন মানুষ পালাবে তার ভাইয়ের কাছ থেকে, মাতা ও পিতার কাছ থেকে সন্তান ও স্ত্রী কাছ থেকে, যেদিন আকাশের আবরণ অপসারন করা হবে। যেদিন মানবজাতি হবে নতজানু। এইদিন হবে ৫০,০০০ বছরে চেয়েও দীর্ঘ
আর এইদিন আনা হবে আল্লাহ সুবহানহু ওয়া তা’আলার এক ভয়ংকর সৃষ্টিকে। তাকে আনা হবে শেকলে বেঁধে। ক্রোধান্বিত,ক্ষিপ্ত, অতৃপ্ত এক জন্তুর ন্যায় , গর্জনরত অবস্থায় সে আসবে। আর অপেক্ষা করবে আপনার জন্য…অপেক্ষা করবে মালিকুল মুলক আল্লাহ ‘আযযা ওয়া জালের ফায়সালার জন্য।
দুনিয়ার হাসিতামাশার জন্য দিনরাত ছুটে চলা, তুচ্ছাতিতুচ্ছ জীবনের তুচ্ছতর বিশেষ দিনগুলো সহস্র ঘন্টা ব্যয় করা এই আমরা সেই দিনটির জন্য কি প্রস্তুত করেছি?

Address


Telephone

+971552531180

Website

Alerts

Be the first to know and let us send you an email when Amir shahed posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Amir shahed:

Videos

Shortcuts

  • Address
  • Telephone
  • Alerts
  • Contact The Business
  • Videos
  • Claim ownership or report listing
  • Want your business to be the top-listed Media Company?

Share