M.S creation

M.S creation New page

11/03/2025

সাথে একটা ওড়না দিলে আরো বেশি সুন্দর লাগতো...🙂😁

cricket unlucky Man Kane Williamson 😭Kane Williamson 💔2011 WC Semifinal: Lose2015 WC Final: Lose2016 T20 WC Semifinal: L...
09/03/2025

cricket unlucky Man Kane Williamson 😭

Kane Williamson 💔
2011 WC Semifinal: Lose
2015 WC Final: Lose
2016 T20 WC Semifinal: Lose
2019 WC Final: Lose
2021 T-20 WC Final: Lose
2022 T20 WC Semifinal: Lose
2023 WC semifinal : Lose
2025 Champion Trophy final : Lose

09/03/2025

একদল পোস্ট করতেছে , গণভবনে যেদিন শেখ হাসিনার অন্তর্বাস নিয়ে নগ্ন উল্লাস করেছিলো, সেইদিন থেকেই এদেশের নারীদের নিরাপত্তা ও স্বাধীনতা চুরি হয়ে গেছে ।

সুশীল একদল আবার , "আপারে ব্যাক চাইতেছে! "

অতীতের পাপের কথা বাদ দি , আপা জুলাইতে যে হত্যাকান্ড চালাইছে , শুধু সেটাই আপারে ফাঁসিতে ঝুলানোর জন্য যথেষ্ট ।

অথচ উনার চ্যালারা উনারে ব্যাক চায় ।

কেন?

আপার সময় ধর্ষণ কম হইতো?

মোটেই না। বরং একই হইতো । কিন্তু প্রচার হইতো কম।

তখন খুন, চাঁদাবাজি , দ্রব্যমূল্যের উর্ধ্বগতি, টাকা পাচার, ঋণখেলাপী, সড়ক দুর্ঘটনা এত বেশি ঘটতো, এত বেশি মার্কেটে প্রভাব বিস্তার করতো , ধর্ষণকেও এরকম একটা ক্রাইম হিসেবেই মানুষ ধরে নিয়েছিলো ।

তারউপর ধর্ষণের একাংশ করতো স্বয়ং আওয়ামীলীগের দোসরগুলাই ।

ক্ষমতার প্রভাব , ধর্ষিতাকে মৃত্যু ভয় দেখানো , মিডিয়ার গলা চিপে ধরেই এগুলা প্রচারই হইতো কম ।

তবু আলোচিত ঘটনাগুলো প্রচার হয়েছিলো ।

কুমিল্লার ক্যান্টনমেন্টের তনুর ছিন্নভিন্ন দেহের পেছনের অপরাধী কে আমরা তা এখনো জানি না ।

ফেনীর নুসরাত হত্যার আসামীর ফাঁসি হয়েছে শেষমেষ?

সিলেটের এমসি কলেজে স্বামীকে বেঁধে তার সামনে স্ত্রীকে ধর্ষণের হোতাদের ফাঁসি হয়েছে? গ্রেফতার করা হয়েছে তাদের?

বগুড়ার শ্রমিক লীগের আহ্বায়ক তুফান সরকার কি করেছিলো? কলেজ ছাত্রীকে ধর্ষণের পর তাকে ও তার মাকে ন্যাড়া করে দিয়েছিলো ।

নোয়াখালীর সুবর্ণচরে মেয়ে ও স্বামীকে বেঁধে দশ জনেরও বেশি মিলে একজন গৃহবধূকে ধর্ষণ করে ২০১৮ সালের নির্বাচনের রাতে ।

এই ধর্ষণে যে লিড দিয়েছিলো সে আওয়ামীলীগের প্রচার সম্পাদক ছিলো ।

আওয়ামীলীগ আর সব ধর্ষণের ঘটনা ধামাচাপা দেওয়ার চেষ্টা করলেও একজনের ধর্ষণের কথা তারা গর্বসহকারে প্রচার করেছিলো ।

১৯৯৮-৯৯ সালের জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ছাত্রলীগ নেতা জসিমউদদীন নাকি ' ধর্ষণের সেঞ্চুরি করে' তা উৎযাপন করেছিলো কেক কেটে।

এবার সরাসরি পরিসংখ্যানে চলে যাই ।

পুলিশের আইজিপির হেডকোয়ার্টারের তথ্যমতে , ২০১৫-২০২১ এই পাঁচ বছরেই ধর্ষণ নিয়ে মামলা হয়েছিলো মাত্র ২৬,৬৯৫!

( The Daily star , 3 March, Wednesday, 2021)

গড়ে দৈনিক ১৪ টারও বেশি । অনেকে তো ভয়ে পুলিশ পর্যন্তই যেতো না ।

একটা গণঅভ্যুত্থানের পর একটা দেশের পরিস্থিতি সব এলোমেলো থাকে । আইন শৃঙ্খলার হ য র ল ব পরিস্থিতে সুযোগ সন্ধানীরা ক্রাইম করে ।

২০১১ সালে গণঅভ্যুত্থানে মুয়াম্মার গাদ্দাফিকে হত্যার পর লিবিয়া আজও উঠে দাঁড়াতে পারে নি । একই অবস্থা ইয়েমেন ও আরব বসন্ত খ্যাত সিরিয়ারও ।

এখন ধর্ষণ হচ্ছে ৷ ক্রাইম ঘটছে সেটা অস্বীকার করার উপায় নেই।

কিন্তু সেই সাথে অপরাধীকে গ্রেফতারও করা হচ্ছে দ্রুত। আওয়ামীলীগে সময়ের মতো ধর্ষকরা মুক্ত বাতাসে ঘুরে বেড়াচ্ছে না । ধর্ষণ করে কারো মাথার চুল ন্যাড়া করে দেওয়ার সাহস দেখাচ্ছে না ।

অপরাধী গ্রেফতার হচ্ছে তবু আমরা চিৎকার করছি , কারণ আমরা আরও দ্রুত শাস্তি চাই। সর্বোচ্চ শাস্তি মৃত্যুদন্ড চাই ।

আমরা চিৎকার করছি , কারণ আমরা আগের মতো বিচারহীনতার সংস্কৃতি থেকে বেরিয়ে আসতে চাই ।


ভূমিকা নেই তবু উপসংহারঃ

১. হ্যা, আমরা এই সরকারের সমালোচনা করছি ।

জি, আমরা পরীমনির সমালোচনা করছি এর মানে এই না যে আমরা মিয়া খলিফাকে ব্যাক চাই....

শেষাংশ: আপার অন্তর্বাস আপার শরীর থেকে খোলা হয় নি । যেটা নারীর জন্য অপমানসূচক ৷ আপার অন্তর্বাস আপা পালিয়ে যাওয়ার পর কুড়িয়ে পাওয়া গেছে ।

বরং আপার অনেক দোসররা অনেক মা-বোনদের অন্তর্বাস শরীর থেকে খুলে নিয়েছে তাদেরই বাপ , ভাই, মেয়ে, ছেলে ও স্বামীর সামনে...

আর নারীদের নিরাপত্তা ও স্বাধীনতা তখন থেকেই চুরি হয়েছে ।

' আলোকশূন্য নক্ষত্র '
-কপি পোস্ট

08/03/2025

Thalapathy vijay wins million peoples heart ❤️

10 Men enough 💪❤️
05/03/2025

10 Men enough 💪❤️

One man army ❤️
05/03/2025

One man army ❤️

04/03/2025

ইয়া আল্লাহ।
রমজানের ভোরের দিকে আমার অতীতের পাপগুলি ক্ষমা করুন এবং আমার ভবিষ্যতকে সুন্দর করুন! আমিন! 🤲

03/03/2025

নতুন নতুন রোজাদার ব্যক্তির অবস্থা,,,, 😀🫣

ঈদ মোবারক😂
02/03/2025

ঈদ মোবারক😂

28/02/2025

আপনার সাথে আমরা একমত ✊❤️

এক খন্ড জুলাই এর চিত্র! 🖤বাংলাদেশের একমাত্র ভারতের বিরোধিতা করা একটা দলের আত্মপ্রকাশ হলো✌️✊জাতীয় নাগরিক পাটি
28/02/2025

এক খন্ড জুলাই এর চিত্র! 🖤
বাংলাদেশের একমাত্র ভারতের বিরোধিতা করা একটা দলের আত্মপ্রকাশ হলো✌️
✊জাতীয় নাগরিক পাটি

28/02/2025

রমজান উপলক্ষে আজ আমি ভন্ড পরিষদ এর সভাপতি পদ থেকে পদত্যাগ করছি!

🫥
26/02/2025

🫥

২৫ সে ফেব্রুয়ারী!! আজ সেই ভয়াবহ পিলখানা হত্যাকান্ড দিবস। দীর্ঘ ১৩বছর পেরেই গেলেও জবাব মেলেনি অনেক প্রশ্নের। ২০০৯ সালের ২...
25/02/2025

২৫ সে ফেব্রুয়ারী!!
আজ সেই ভয়াবহ পিলখানা হত্যাকান্ড দিবস। দীর্ঘ ১৩বছর পেরেই গেলেও জবাব মেলেনি অনেক প্রশ্নের। ২০০৯ সালের ২৫-২৬ ফেব্রুয়ারিতে তখনকার বিডিআর (বর্তমানে বিজিবি) সদরদপ্তরে সংঘটিত হয় বর্বরোচিত এক হত্যাকান্ড। সেদিন শহীদ হয় বাংলাদেশের ৫৭ জন চৌকস সেনা অফিসার।

মহান আল্লাহ যেন সকল নিহতদের শহীদের মর্যাদা দান করে। আমিন ইয়া রাব্বি।

খুব শীঘ্রই লঞ্চ'কে ব্যাবহার করে যে'কোনো অপ্রীতিকর ঘটনা ঘটানো হতে পারে ⚠️ঢাকা থেকে চাঁদপুর বা বরিশালের উদ্দেশ্যে যারা রাত...
24/02/2025

খুব শীঘ্রই লঞ্চ'কে ব্যাবহার করে যে'কোনো অপ্রীতিকর ঘটনা ঘটানো হতে পারে ⚠️

ঢাকা থেকে চাঁদপুর বা বরিশালের উদ্দেশ্যে যারা রাতে লঞ্চে যাতায়াত করছেন তারা প্লিজ নিজ নিজ অবস্থান থেকে ইতিমধ্যে সতর্ক থাকবেন।

মূলত; কিছুক্ষণ আগেই আনুমানিক রাত ১০:৩৫+ মিনিট, তখন আমি চাঁদপুরের যেকোনো এক উপজেলা বাসস্ট্যান্ড এরিয়ায় দাঁড়িয়ে আছি রিকশার জন্য।

আমার খুব কাছাকাছি দুইজন লোকের অবস্থান ছিলো। একজনের হাতে সিগারেট আর হেলমেট, আরেকজন মোবাইলে সম্ভবত Whatsapp এ ভয়েস মেসেজ আদান-প্রদান করছে। একটা সময় আমার কানে তাদের এমন ভয়েস আসে যে; 🟥(রোডে কিছু করা যাবেনা এখন সময় লঞ্চ টার্গেট করে কাজে লাগা🔸 আপডেট জানাইস দ্রুত 🔸 বাজেট ২ লাখ টাকা কিছু বাড়িয়ে নেয়া যাইবো শুধু সাবধানে কাজ করবি 🔸সব জ্বা!লাইয়া দে এখনি সুযোগ ল)।🟥

কথাগুলো শুনতেই আমি তাদের দিকে তাকালাম। আমি আমার পকেট থেকে মোবাইল বের করাতে তারা কি মনে করে বাইক স্টার্ট দিয়ে একটু (প্রায় ২০০ গজ) সামনে গিয়ে বাইক না বন্ধ করে দাঁড়ালো। আমি কিছুটা আতঙ্কিত চিন্তা মাথায় নিয়ে সেখান থেকে দ্রুত মুভ করি।

আমি বুঝতে বাকী নেই যে দেশের বর্তমান পরিস্থিতিতে দেশকে আরও অস্থিতিশীল করে তোলার জন্য নতুন এজেন্ডা বাস্তবায়ন করতে যাচ্ছে হয়তো কোন শুয়ো&রের দল 😥 রাত ১২:১০ পর্যন্ত সর্বশেষ লঞ্চ যাতায়াত শিডিউল অনুযায়ী চলাচল করে।
একটাবার ভাবুন রাতে লঞ্চ কে টার্গেট করে যদি এমন পৈশাচিক কোনো কিছু ঘটনো তাহলে হয় তাহলে এতগুলা যাত্রী লঞ্চে যাতায়াতরত অবস্থায় কোথায় যাবে) ⁉️ আল্লাহ...

___ আমি এখন বাসায় এসে বার-বার বিবেকের কাছে প্রশ্নের সম্মুখীন হচ্ছি, তাই কোনো ওয়ে না পেয়ে সর্বপ্রথম এখানেই সতর্কতা বার্তা দিয়ে দিলাম।
⚠️ আপনারা যারা ঢাকা থেকে চাঁদপুর বা বরিশালের উদ্দেশ্যে রাতে লঞ্চে যাতায়াত করছেন তারা প্লিজ নিজ নিজ অবস্থান থেকে সতর্ক থাকবেন।

* নৌ নিরাপত্তা ট্রাফিক/পুলিশ কে অবহিত করুন।
* যার-যার অবস্থান থেকে সতর্ক থেকে রাতে লঞ্চে যাতায়াত করার অনুরোধ রইলো।

- Chandpur Entertainment

23/02/2025

কিছুক্ষণ আগে বনশ্রীতে একজন স্বর্ন ব্যাবসায়ীকে গু*লি করে তার থেকে সব চিন্তাই করে নিয়ে গেলো 😢

23/02/2025

Another day another win 💪❤️
Visca Barca 🔵🔴
FC Barcelona

20/02/2025

অমর ২১শে ফেব্রুয়ারি
আন্তর্জাতিক মাতৃভাষা দিবস শুভেচ্ছা
১৯৫২ এর ভাষা আন্দোলনের সকল শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা ও ভালোবাসা রইল।

Address

Umm Al Qaiwain

Website

Alerts

Be the first to know and let us send you an email when M.S creation posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to M.S creation:

Videos

Share