ওমানে সমস্যায় পড়া প্রবাসীদের পাশে আমরা

ওমানে সমস্যায় পড়া প্রবাসীদের পাশে আমরা Admin Manik Chowdhury

ঘন্টাখানেক আগে আরেকজন কট খাইছে। সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল গেন্ডারিয়ার একটি বাসায় পলাইছিলেন। কিন্তু ...
13/08/2024

ঘন্টাখানেক আগে আরেকজন কট খাইছে। সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল গেন্ডারিয়ার একটি বাসায় পলাইছিলেন। কিন্তু শেষ রক্ষা হয় নাই। 🤣🤣🤣

এখন প্রবাসী ভাই-বোনদের জন্য আমাদের কাজ করার পালা!এখন থেকে প্রতিটি প্রবাসী বিমানবন্দরে ভিআইপি সুবিধা পাবে ইনশাআল্লাহ 🤲
10/08/2024

এখন প্রবাসী ভাই-বোনদের জন্য আমাদের কাজ করার পালা!
এখন থেকে প্রতিটি প্রবাসী
বিমানবন্দরে ভিআইপি সুবিধা পাবে ইনশাআল্লাহ 🤲

কোটা নিয়ে হাই কোর্টের রায় আপিল বিভাগে বাতিল।কোটার নতুন বিন্যাস হবে - মেধা ৯৩%; মুক্তিযোদ্ধা, শহীদ মুক্তিযোদ্ধা ও বীরাঙ...
21/07/2024

কোটা নিয়ে হাই কোর্টের রায় আপিল বিভাগে বাতিল।

কোটার নতুন বিন্যাস হবে - মেধা ৯৩%; মুক্তিযোদ্ধা, শহীদ মুক্তিযোদ্ধা ও বীরাঙ্গনার সন্তান ও নাতিপুতি ৫%, প্রতিবন্ধী ১%, অনগ্রসর জাতিগোষ্ঠী ১%।

সরকারকে ৩ মাসের মধ্যে নতুন কোটা ব্যবস্থার গেজেট জারির নির্দেশ আপিল বিভাগের।

রায় পর্যবেক্ষণে প্রধান বিচারপতি বলেছেন, কোটা সরকারি নীতিগত সিদ্ধান্তের বিষয়, তথাপি এক্ষেত্রে হস্তক্ষেপ করতে হচ্ছে। আশাকরি শিক্ষার্থীরা মেনে নেবে, আন্দোলন বন্ধ করে ক্লাসে ফিরে যাবে।

20/07/2024

রবি ও সোমবার বাংলাদেশ ব্যাংকসহ সব ব্যাংক বন্ধ থাকবে। পাশাপাশি আর্থিক প্রতিষ্ঠান ও পুঁজিবাজারেও লেনদেন বন্ধ থাকবে।

সবজায়গায় মানবাধিকার লঙ্ঘনের চিত্র...!আরে ভাই কেমন টা লাগে বলেন তো কাঁদানি গ্যাসেরও ডেট এক্সপায়ার হয়ে গেছে ১১ মাস আগে... ...
20/07/2024

সবজায়গায় মানবাধিকার লঙ্ঘনের চিত্র...!
আরে ভাই কেমন টা লাগে বলেন তো কাঁদানি গ্যাসেরও ডেট এক্সপায়ার হয়ে গেছে ১১ মাস আগে... ❓

ওমান সরকার বাংলাদেশি নাগরিকদের জন্য প্রথম পর্যায়ে ১২ ক্যাটারির ভিসা খুলে দিয়েছে। এর মধ্যে ফ্যামিলি ভিসা, জিসিসি রেসিডেন্...
29/05/2024

ওমান সরকার বাংলাদেশি নাগরিকদের জন্য প্রথম পর্যায়ে ১২ ক্যাটারির ভিসা খুলে দিয়েছে। এর মধ্যে ফ্যামিলি ভিসা, জিসিসি রেসিডেন্সদের জন্য ভিজিট ভিসা, সিটিজেন স্পাউস ভিসা, ডাক্তার, ইঞ্জিনিয়ার, নার্স, শিক্ষক, একাউন্টেন্ট, ইনভেস্টর ভিসা, অফিশিয়াল ভিসা, বিশেষায়িত কর্মী ভিসা রয়েছে। আজ সরকারি সফরে আসা প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের দায়িত্ব নিয়োজিত মাননীয় প্রতিমন্ত্রী জনাব শফিকুর রহমান চৌধুরী এমপি মহোদয়ের সঙ্গে আজ সকালে ওমান সরকারের উচ্চপদস্থ কর্তৃপক্ষের সঙ্গে বৈঠকের পর এ ঘোষণা দেওয়া হয়েছে। ইতোমধ্যেই ভিসা প্রসেস শুরুও হয়ে গেছে।
সকল বাংলাদেশিদের পক্ষে কৃতজ্ঞতা জানাচ্ছি ওমান সরকারের উচ্চপদস্থ কর্মকর্তাদের প্রতি, কৃতজ্ঞতা গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের মহামান্য রাষ্ট্রপতি মোহাম্মদ সাহাবুদ্দিন মহাদয়ের প্রতি। কৃতজ্ঞতা ওমান সরকারের প্রতি। ধন্যবাদ প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মস্থান মন্ত্রণালয়ের দায়িত্ব নিয়োজিত মাননীয় প্রতিমন্ত্রী জনাব শফিকুর রহমান চৌধুরী এমপি মহোদয়ের প্রতি। ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানাচ্ছি, এনআরবি সিআইপি অ্যাসোসিয়েশসের সভাপতি মাহতাবুর রহমান সিআইপি সাহেবের প্রতি, ধন্যবাদ বাংলাদেশে নিযুক্ত ওমানের চার্জ দ্য অ্যাফেয়ার্স (সিডিএ) আব্দুল গাফফার বিন আব্দুল করিম আল-বুলুশি ও ওমানে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত জানাব মোঃ নাজমুল ইসলাম সাহেব সহ দূতাবাসের কর্মকর্তাদের প্রতি।

25/05/2024

বিউটিফুল ওমান ভিডিও সংগ্রহ ফেইসবুক

10/08/2022
31/01/2022

কাছে থাকাটাও এক ধরনের বিচ্ছেদ। কাছে থেকে মানুষ মানুষকে ততটা বোঝে না যতটা দূরে গিয়ে তাকে অনুভব করে।

___ রুদ্র গোস্বামী

09/01/2022
09/01/2022

বাঁচার জন্য সরলতায় দরকার।🖤
অতিরিক্ত বুদ্ধি, চালাকি, জটিলতা বাড়িয়ে দেয়😎

Address

Al Mintrib
Ras Al-Khaimah

Telephone

+96878337930

Website

Alerts

Be the first to know and let us send you an email when ওমানে সমস্যায় পড়া প্রবাসীদের পাশে আমরা posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Videos

Share

Category