One Motion

One Motion ওয়ান মুশন-এই পেইজ আপনাদের
ভালোবাসা নিয়ে আরো বহুদূর এগিয়ে যেতে চাই ,
মু. আজিজ মোবাইল01828520337
(4)

18/02/2025
18/02/2025

মজলুম জননেতা এটিএম আজহারুল ইসলামের মুক্তির দাবিতে বিক্ষোভ মিছিলে অচল চট্টগ্রাম

17/02/2025

ফটিকছড়ি উপজেলার পশ্চিম সুন্দরপুর গলা সিকদার বাড়ি সংলগ্নে,হালদার ভাঙ্গা বেড়িবাঁধ সংস্কারের দেখা নেই।

প্রবাস জীবনে সংযুক্ত আরব আমিরাতের রাস আল খাইমাহতে যে আমার কাছের মানুষ ছিল, মু. আবছার ভাই, সে আজ আমাকে ছেড়ে চলে গেল।  প্র...
17/02/2025

প্রবাস জীবনে সংযুক্ত আরব আমিরাতের
রাস আল খাইমাহতে যে আমার কাছের মানুষ ছিল,
মু. আবছার ভাই, সে আজ আমাকে ছেড়ে চলে গেল।
প্রবাসী আবছার ভাইয়ার জন্মস্থান,চট্টগ্রাম ফটিকছড়ি -
উপজেলার পশ্চিম সুন্দরপুর রুহুল আমিন মেম্বের বাড়ির মরহুম আলহাজ্ব মাওলানা ফজল করিমের ১ম পুত্র। দিবাগত রাত ১:৩০ মিনিটের সময় ইন্তেকাল করেছেন।
ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন

#আজ দুপুর ২:৩০ মিনিটে সময় নিজ বাড়িতে
বাড়িতে জানাযার নামাজ অনুষ্ঠিত হবে।

ভূজপুরের গুণী জ্ঞানী ও রাজনীতিবিদদের সাথে    শুভ পরিণয়ে অংশ নিতে চট্টগ্রাম  শহর মুখি রওনা হলাম।  সাথে রয়েছেন বাংলাদেশ জা...
16/02/2025

ভূজপুরের গুণী জ্ঞানী ও রাজনীতিবিদদের সাথে
শুভ পরিণয়ে অংশ নিতে চট্টগ্রাম শহর মুখি
রওনা হলাম।
সাথে রয়েছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর
ভূজপুর থানা কেন্দ্রীয় আমীর, অধ্যাপক মৌলানা
জাহাঙ্গীর আলম, এস এম এইচ শাহাজাহান চৌধুরী
শিপন, চেয়ারম্যান ভূজপুর ইউনিয়ন পরিষদ,
সাবেক চেয়ারম্যান জনাব শফিউল আলম নুরী,
জনাব হাসেম উদ্দীন চৌধুরী, বাংলাদেশ
জামায়াতে ইসলামীর আমীর ভূজপুর ইউনিয়ন,
জনাব মৌলানা মুসা খান, প্রবীণ শিক্ষক মাস্টার
রিজোয়ান সাহেব, মৌলানা মুসলিম উদ্দীন সিকদার
ভূজপুর ৯ নং ওয়ার্ড ইউপি সদস্য,
মাষ্টার আব্দুর রহিম, হাফেজ মৌও আব্দুল হালিম,
বিশিষ্ট ব্যবসায়ী ও বিএনপি নেতা মোহাম্মদ মনসুর,
নগর বাজার বিশিষ্ট ব্যবসায়ী মৌলানা সবুজ সহ
বাংলাদেশ জামায়াতে ইসলামীর
ভূজপুর শাখার অসংখ্য নেতাকর্মী।

মাহফিলে ফ্রেন্ড ফলোয়ার।
16/02/2025

মাহফিলে ফ্রেন্ড ফলোয়ার।

16/02/2025

সকাল সন্ধ্যা বাজার, ফটিকছড়ি উপজেলার হারুয়ালছড়ি কোম্পানি টিলা।

16/02/2025

সকাল হতে আরম্ভ কোম্পানি টিলা সকাল সন্ধ্যা বাজার।

আপনি একজন ভূজপুরের স্বনামধন্য একটি শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক। আপনার কারণে এই শিক্ষা প্রতিষ্ঠানের সুনাম ক্ষুন্ন হলে ভূজপু...
15/02/2025

আপনি একজন ভূজপুরের স্বনামধন্য একটি শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক। আপনার কারণে এই শিক্ষা প্রতিষ্ঠানের
সুনাম ক্ষুন্ন হলে ভূজপুরের জনগণের হাত থেকে রেহাই পাবেননা।
আপনি যে এতো নিকৃষ্ট চরিত্রের মানুষ তার প্রমাণ আমার কাছে আছে।এই পোস্ট করার কারণে
হয়তো আমার শিক্ষা যোগ্যতা নিয়ে প্রশ্ন আসতে পারে।
তাই আগে থেকেই বলছি আমি জেনারেল
শিক্ষিত না হলেও আমি প্রশিক্ষণ কোর্স নিয়েছি এবং বর্তমানেও স্টাডিতে আছি।আমি প্রতিবাদী,
তাই ভুক্তভোগী প্রমানসহ বিষয়টি আমেকে অবগত করে।
এই ভূজপুর আমার রক্তে মিশে আছে, আমাদের ভূজপুরে এসে এধরনের নিকৃষ্ট কাজ করবেন আর ভূজপুরের জনগণ চুপ করে থাকবে এটা ভাবলে ভুল হবে।এখনো সময় আছে নিজেকে সংশোধন করুন, তওবা করে ভালো হয়ে যান।তা না হলে আপনার কুকর্মের ডকুমেন্ট সাংবাদিক ইলিয়াসের মাধ্যমে প্রকাশ করা হবে।
তখন আর বউ-বাচ্চাকে চেহারা দেখাতে পারবেন না।
আর জনগণে গণধোলাই দিয়ে পুলিশের হাতে তুলে দেবে।

15/02/2025

কোম্পানি টিলা সকাল সন্ধ্যা- সবজির বাজার।
কৃষকের সাথে যোগাযোগ করুন
কৃষক মু. শাহদাত - -01829448511 চট্টগ্রাম ফটিকছড়ি কোম্পানি টিলা, হারুয়ালছড়ি, ভূজপুর থানা ফটিকছড়ি উপজেলা চট্টগ্রাম।

15/02/2025

ভূজপুর কাজির হাট বাজারে ফায়ার সার্ভিসের প্রশিক্ষণ / মহড়া।

14/02/2025

পশ্চিম ভূজপুর বেগুনি বাপের টিলা, হযরত ইমাম আজম (রহ) জামে মসজিদে'র উদ্দ্যোগর বার্ষিক ইসলামী সম্মেলন।

14/02/2025

ইসলামি সংগীত পরিবেশন, ইলিয়াস মজুমদার।

14/02/2025

এই তারাতাড়ি টাকা দি যাবি/ চাড় নাই তোদের।
বিস্তারিত দেখতে প্রথাম কমেন্টে ক্লিক করুন।

হযরত ইমাম আযম (রহ) মসজিদ পশ্চিম ভূজপুর বেগুনি বাপের টিলা।

পেইজের ফলোয়ার ,  মু. জুবায়েরে'র সাথে সাক্ষাৎ।
14/02/2025

পেইজের ফলোয়ার , মু. জুবায়েরে'র সাথে সাক্ষাৎ।

Address

Mamura
Ras Al-Khaimah

Alerts

Be the first to know and let us send you an email when One Motion posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Videos

Share