নিড় হারা পাখি

নিড় হারা পাখি হ্যালো বন্ধুরা সবাই কেমন আছো গোঁ
সবাই লাইক কমেন্ট শেয়ার করো গো
(28)

একদিন হুট করেই দেখবেন, আপনার জন্য কান্না করা মানুষ টাও আপনাকে ছাড়া দিব্যি ভালো আছে!
11/03/2025

একদিন হুট করেই দেখবেন, আপনার জন্য কান্না করা মানুষ টাও আপনাকে ছাড়া দিব্যি ভালো আছে!

10/03/2025

নারীর বুকের চেয়ে পুরুষের চোখে ওড়না থাকা বেশি জরুরি।
কারণ ৮ বছরের ওই বাচ্চাটার ওড়নার দরকার ছিলনা ।

সবাই কে শুভ সকালের শুভেচ্ছা রইলো বন্ধু ❣️🥰 সকলের দিনটি ভালো কাটুক এই কামনা করি
10/03/2025

সবাই কে শুভ সকালের শুভেচ্ছা রইলো বন্ধু ❣️🥰
সকলের দিনটি ভালো কাটুক এই কামনা করি

সবাই কে শুভ রাত্রি শুভেচ্ছা রইল বন্ধুরা ❣️
09/03/2025

সবাই কে শুভ রাত্রি শুভেচ্ছা রইল বন্ধুরা ❣️

09/03/2025

সবাই কে শুভ দুপুরে শুভেচ্ছা রইলো বন্ধু

সবাই কে শুভ সকালের শুভেচ্ছা রইলো বন্ধুরা ❣️🥰 সকলের দিনটি ভালো কাটুক এই কামনা করি
09/03/2025

সবাই কে শুভ সকালের শুভেচ্ছা রইলো বন্ধুরা ❣️🥰
সকলের দিনটি ভালো কাটুক এই কামনা করি

09/03/2025

আসসালামু আলাইকুম
আজকের সমাজে ধর্ষণ একটি ভয়াবহ সমস্যা হয়ে দাঁড়িয়েছে। এটি শুধু একজন নারী বা শিশুর জীবনই নষ্ট করে না, সমগ্র সমাজকে কলঙ্কিত করে। আমাদের সচেতন হতে হবে, প্রতিবাদ করতে হবে এবং ধর্ষকের বিরুদ্ধে কঠোর শাস্তির দাবি জানাতে হবে।
ধর্ষকের সর্বোচ্চ শাস্তি নিশ্চিতে
সকলের প্রতিবাদ আশা করছি

সবাই কে শুভ সকালের শুভেচ্ছা রইলো সকলের দিনটি ভালো কাটুক এই কামনা করি
08/03/2025

সবাই কে শুভ সকালের শুভেচ্ছা রইলো
সকলের দিনটি ভালো কাটুক এই কামনা করি

প্রেম নয় শুধু বন্ধুত্বের সম্পর্কে সারাজীবন পাশে থাকা যায় প্রেমের সম্পর্ক নষ্ট হয়ে যায় কিন্তু বন্ধুত্ব কখনো নষ্ট হয় না
07/03/2025

প্রেম নয় শুধু বন্ধুত্বের সম্পর্কে
সারাজীবন পাশে থাকা যায়
প্রেমের সম্পর্ক নষ্ট হয়ে যায় কিন্তু
বন্ধুত্ব কখনো নষ্ট হয় না

06/03/2025

এই রমজানে আপনি যে জিনিসটার জন্যে আল্লাহর কাছে প্রার্থনা করছেন, তা যেনো আল্লাহ আপনাকে দান করে!
আমিন❤️‍🩹

যখন কোন বান্দা আল্লাহর দিকে দুটি হাত উঠিয়ে দেয়তখন আল্লাহ ওই ব্যাক্তিকে খালি হাতে ফিরে দেন না সুবাহানাল্লাহ আল্লাহু আকব...
06/03/2025

যখন কোন বান্দা
আল্লাহর দিকে দুটি হাত উঠিয়ে দেয়
তখন আল্লাহ ওই ব্যাক্তিকে খালি হাতে ফিরে
দেন না
সুবাহানাল্লাহ আল্লাহু আকবার

একজন মহিলা একজন বৃদ্ধ বিক্রেতাকে জিজ্ঞাসা করলেন: "আপনি এই ডিমগুলো কত করে বিক্রি করেন?" বৃদ্ধ বিক্রেতা উত্তর দিলেন: "প্রত...
06/03/2025

একজন মহিলা একজন বৃদ্ধ বিক্রেতাকে জিজ্ঞাসা করলেন: "আপনি এই ডিমগুলো কত করে বিক্রি করেন?" বৃদ্ধ বিক্রেতা উত্তর দিলেন: "প্রতিটি ডিমের দাম 5 টাকা ম্যাডাম।"

মহিলা বললেন: “আমি ৬টা ডিম ২৫ টাকায় নেব, নাহলে আমি চলে যাব এবং কিছুই নেব না।”

বৃদ্ধ বিক্রেতা উত্তর দিলেন: “আপনি যে দামে চান তাতেই কিনতে পারেন।” এটা আমার জন্য ভালো শুরু, কারণ আজ আমি একটাও ডিম বিক্রি করতে পারিনি এবং আমার পরিবারের খাবার জোগাড় করতে সবকিছু বিক্রি করতে হবে।

মহিলা তার পছন্দের দামে ডিমগুলো কিনলেন এবং মনে করলেন যেন তিনি জিতে গেছেন।

তিনি তার সুন্দর গাড়িতে উঠলেন এবং তার প্রেমিকের সাথে একটি বিলাসবহুল রেস্টুরেন্টে গেলেন।

তিনি এবং তার বন্ধু যা চেয়েছিলেন তাই অর্ডার করলেন। তারা সামান্য খেলেন এবং তাদের অর্ডারের বেশিরভাগই ফেলে দিলেন।

তাদের ১৮০০ টাকার বিল দেওয়া হলো। মহিলা ২০০০ টাকা দিয়ে এলেন এবং মার্জিত রেস্টুরেন্টের মালিককে বললেন বাকিটা টিপস।

এই গল্পটি একটি বিলাসবহুল রেস্টুরেন্টের শেফের জন্য স্বাভাবিক মনে হতে পারে, কিন্তু ডিম বিক্রেতার কাছে খুবই অন্যায়...

প্রশ্ন হল:

আমরা যখন একজন দরিদ্র বিক্রেতার কাছ থেকে তার জিনিস কিনি তখন কেন সবসময় তার উপর ক্ষমতা জাহির করতে হয়?

আর যারা আমাদের উদারতার যোগ্য নয় তাদের প্রতি কেন আমরা উদার হই?

আমি কোথাও পড়েছিলাম:

"আমার বাবা গরীবদের কাছ থেকে বেশি দামে জিনিস কিনতেন যদিও তার এই জিনিসের প্রয়োজন ছিল না।

তিনি কখনও কখনও তাদের বেশি দাম দিতেন। আমি হতবাক হয়ে গেলাম। একদিন আমি তাকে জিজ্ঞাসা করলাম, "বাবা, তুমি এটা কেন করছ?"

আমার বাবা উত্তর দিলেন:

"এটা শুধু দান নয় , সম্মান দিয়ে দান করা ।"

আমি জানি আপনাদের অনেকেই এই বার্তা শেয়ার করবেন না, কিন্তু যদি আপনি তাদের মধ্যে একজন হন যারা এই গল্পটি পড়ার জন্য সময় দিয়েছেন তাহলে দয়া করে এই গল্পটি শেয়ার করুন। সম্ভবত আপনি একটি ভালো বীজ বপন করছেন ...
কপি পোস্ট

খোঁজ না নিলে কারো খোঁজ নেওয়ার সময় হয় না , অথচ খোঁজ নিলে বলে এতদিন পরে মনে পড়লো।
06/03/2025

খোঁজ না নিলে কারো খোঁজ নেওয়ার সময় হয় না , অথচ খোঁজ নিলে বলে এতদিন পরে মনে পড়লো।

05/03/2025

১৭ বছরে এমন একটা রামাদান পাইলাম ইফতারেও কারেন্ট যায় না সেহেরিতেও কারেন্ট যায় না এমনকি তারাবিতেও কারেন্ট যায় না আলহামদুলিল্লাহ!

কিছু হৃদয় রোজই ভাঙে রোজই তবু গুছিয়ে নেয়আঘাত হানা মানুষগুলোর ক্ষতের ব্যথায় মলম দেয়।কিছু হৃদয় ভাঙতে ভাঙতে যায় হারিয...
05/03/2025

কিছু হৃদয় রোজই ভাঙে
রোজই তবু গুছিয়ে নেয়
আঘাত হানা মানুষগুলোর
ক্ষতের ব্যথায় মলম দেয়।

কিছু হৃদয় ভাঙতে ভাঙতে
যায় হারিয়ে অনিশ্চিতে
ভাঙা গড়ার খেলায় জীবন
কান্না ঢেকে ব্যস্ত বাঁচতে।

কিছু হৃদয় শুধুই ভাঙে
জোড়া লাগার রসদ নেই
তবুও যেন নরম আলো
দিনের শুরু ঠিক আনবেই।

কিছু হৃদয় আঘাত পায়
কষ্টে ব্যথায় কঁকিয়ে মরে
তবুও যেন হাসতে হবে
খাদ দেখেও যাবে না সরে।

জন্মগত স্বভাব বুঝি?
তাই কি এমন সহনশীল
কিছু মানুষ রোজের খাতায়
বাড়ায় ভালোবাসার বিল।

Address

Hatta

Telephone

+8801631354063

Website

Alerts

Be the first to know and let us send you an email when নিড় হারা পাখি posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to নিড় হারা পাখি:

Videos

Share