শহীদ আল্লামা সাঈদীর প্রতিটি কথা অক্ষরে অক্ষরে বাস্তব হচ্ছে।
যারা কোরানের পাখি বন্ধি রেখে কারআনের কথা শোনা থেকে কোটি মানুষকে বঞ্চিত করেছে তাদের বিচার চাই।
যেই মানুষটির প্রতিটি কথা তীরের মত যায়গায় এসে গেথে থাকছে।
হাসিনার ফাঁসির দাবীতে মাসুদ সাঈদীর জ্বালাময়ী বক্তব্য।
আজমী ভাইয়ের আয়নাঘরের ভয়ংকর ঘটনা শুনুন বিস্তারিত আজমি ভাইয়ের মুখে ।
আজমী ভাইয়ের আয়নাঘরের ভয়ংকর ঘটনা শুনুন বিস্তারিত আজমি ভাইয়ের মুখে
আল্লামা সাঈদীর বিরুদ্ধে মিথ্যা স্বাক্ষী দেবার ফল
আওয়ামী লীগের পিরোজপুর জেলা সভাপতি সাবেক এমপি আল্লামা সাঈদীর মামলার স্বাক্ষী ও মামলায় সকল স্বাক্ষীর যোগানদাতা একেএম আউয়ালের বাড়ি পুড়িয়ে দিয়েছে বিক্ষুব্ধ জনতা
শেখ সোহেলের বাডি জ্বলতেছে। ক্ষমতার অপব্যবহার
খুলনার শেখদের জারজ সন্তান সুজন নামের ১টি উইকেট আলহামদুলিল্লাহ
কবরে পরিচয় দিতে ভুলবেন না ভাই। খুলনা মহানগর সভাপতি ছিলেন। কুত্তা লীগের সুজন আলহামদুলিল্লাহ
এ কেমন জীবন তুমি গঠন করলিা। মরিলেও লোক্ বলে আলহামদুলিল্লাহ।
এ কেমন জীবন তুমি গঠনও করিলা।
মরিলেও লোকে বলে আলহামদুলিল্লাহ।
যেখানে বলা হচ্ছে, কারও মৃত্যুকে কেউ আলহামদুলিল্লাহ বললে মৃত ব্যক্তির জন্য জাহান্নাম ওয়াজিব হয়ে যায়।
কেন ? জেনে নেই।
হজরত আনাস বিন মালিক (রা.) থেকে বর্ণিত। তিনি বলেন, ‘কিছু সংখ্যক সাহাবি একটি জানাজার পাশ দিয়ে যাচ্ছিলেন তখন তারা তার প্রশংসা করলেন। তখন নবীজি সল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ‘ওয়াজিব হয়ে গেল’। একটু পরে পাশ দিয়ে আরেকটি জানাজা গেল। তখন তারা তার নিন্দাসূচক মন্তব্য করলেন। (এবারও) নবীজি সল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ‘ওয়াজিব হয়ে গেল’।
তখন ওমর ইবনে খাত্তাব (রা.) বললেন, হে আল্লাহর রসুল! কী ওয়াজিব হয়ে গেল? তিনি বললেন, প্রথম ব্যক্তি সম্পর্কে তোমরা উত্তম মন্তব্য করলে, তাই তার জন্য জান্নাত ওয়াজিব হয়ে গেল। আর দ্বিতীয় ব্যক্তি সম্পর্কে তোমরা নিন্দাসূচক মন্তব্য করায় তার জন্য জা
আন্দোলনে সহমত সকলে বিষয়টি লক্ষ্য করুন
হারুন আওয়ামিলিগের সাথে ভাগ করে খায়। হারুনের মত সকল পুলিশের পরনতি বেনজিরের মত হবে তারই প্রমান।
আজকে আওয়ামিলিগ খায়, পাশে বসে হারুনও খায়। হারুন কি দেখেনি বেনজিরও এমন করেছে। তার পরিনতি কি? আপনারা যারা পুলিশ আর্মিতে চাকরি করেন তাদের বলছি, স্পস্ট বলে দিন কোন অন্যায় আদেশ মেনে চাকরি করবেন না। তাতে চাকরি চলে গেলে রিজিকের ব্যবস্থা আল্লাহ করবেন। রিজিকের মালিক যদি হাসিনাকে মনে করেন তাহলে ইমানই থাকেনা