Azizul Islamic Page

Azizul  Islamic Page ইসলামী

04/01/2023
20/10/2022

ঋণ পরিশোধের আমল।

20/10/2022

এই দোয়া ১০০ বার পাঠ করলে যে লাভ হবে।

15/10/2022
15/10/2022
15/10/2022
15/10/2022
15/10/2022
15/10/2022
15/10/2022
15/10/2022
15/10/2022
15/10/2022
15/10/2022
15/10/2022
15/10/2022
15/10/2022
15/10/2022
14/10/2022

কারা জাহান্নাম থেকে কোন দিন বের হবে না।

14/10/2022

খুতবা হবে কোন ভাষায়।

06/10/2022

✅ আজ দোয়া কবুল হয় না ? মন খারাপ করছেন, হতাশ হচ্ছেন। নিজেকে দোষারোপ করছেন অথবা বলছেন আল্লাহ কেন আমার ডাকে সাড়া দেয় না। আল্লাহ বোধ হয় আমাকে পছন্দ করেন না। আপনি জানেন কি..?! যদি তাই হতো তাহলে আপনি আল্লাহর কাছে দোয়া করারই তৌফিক পাইতেন না। আর শয়তান তো চায়-ই যে আপনি দোয়া থেকে বিরত থাকতে ও নিরাশ হতে।
✅ আপনার দোয়া কবুল হবেই ইনশাআল্লাহ। সময় মতে তা পেয়ে যাবেন। কখন সেটা আপনার ভাল হবে তখন সেটা আল্লাহ দিবেন।

✅ আমার ভাই ও বোন, শুনে রাখুন... এই যে আপনি আল্লাহকে ডাকার সুযোগ পাচ্ছেন। এটা যে কত বড় নেয়ামত, কত বড় নেয়ামত! যদি বুঝতেন। এটা সে-ই বুঝে যে আল্লাহর কাছে চাওয়ার সুযোগ পায় না। যার অন্তর শূন্য পড়ে থাকে। যে চাইলেও আল্লাহর কাছে চাইতে পারে না। আমিও দেখেছি, অনেক সময় আমি ভাবি আল্লাহর কাছে প্রয়োজন গুলো চাইবো। কিন্তু পারি না চাইতে। তখন একটা দোয়া করেছিলাম, "হ্যে আল্লাহ, আমাকে ওই অভাবের জীবন দাও যেখানে আমি তোমাকে ডাকার সুযোগ পাবো, তোমার উপর ভরসা করার মত নেয়ামত পাবো।"

✅ আল্লাহর কসম এই সময় যখন কেটে যাবে তখন আপনি উপলব্ধি করবেন এটাই ছিল আপনার জীবনের শ্রেষ্ঠতম সময়। এই সময়টাতেই আল্লাহ এবং আপনার মাঝখানে আর কেউ ছিল না। কখনো কখনো এমনটাও ভাববেন যে যদি আল্লাহ আর কটাদিন পর দোয়া কবুল করতো!। আরো কিছুদিন যদি আন্তরিকতার সাথে আল্লাহকে ডাকার সুযোগ পেতাম।

06/10/2022

✅ মুসলমানের ঘরে জন্ম নিয়ে মুমিন/মুসলিম হয়ে বেঁচে থাকাটাও আল্লাহর বিশেষ রহমত। এত জাতি, গোত্রের মধ্যে থেকে মহান আল্লাহ তায়ালা আমাকে, আপনাকে মুসলমান হিসেবে পরিচয় করিয়েছেন, আলহামদুলিল্লাহ। কিয়ামতের ময়দানে এই পরিচয় নাজাতের কারন হতে পারে ইনশাআল্লাহ - যদি ঈমান থাকে এবং শিরকের গুনাহ না থাকে।

👉আল্লাহ তায়ালা মুসলমানদের জাহান্নামে আগুনে পোড়ানোর জন্য সৃষ্টি করেন নাই। তিনি কেবল তার ইবাদতের জন্যই মানুষ সৃষ্টি করেছেন। আবার তিনি বলেছেন, জাহান্নামও মানুষ দিয়েই ভরবেন। তাই একজন মুসলমানের কাজ হবে এই যে ৫০-৬০ বছরের জীবনের প্রতিটা সময় আল্লাহর রাস্তায় ব্যয় করা। ফরজ ইবাদতের পাশাপাশি দৈনিক নফল/গোপন ইবাদতের অভ্যাস গড়ে তুলতে হবে। ফরজ ইবাদত আল্লাহ তায়ালা কে সন্তুষ্ট করে আর নফল/গোপন ইবাদত আপনাকে আল্লাহর কাছাকাছি আসতে সাহায্য করবে ইনশাআল্লাহ।

যেমন, " তাহাজ্জুদ এর সালাত "

"যদি আপনি নিয়মিতভাবে তাহাজ্জুদ আদায় করতে পারেন,তবে নিশ্চিত থাকুন আপনি আল্লাহর কাছে মর্যাদাবানদের অন্তর্ভুক্ত। ব্যপারটি খুবই গুরুত্বপূর্ণ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআ'লা কার ওপর কতটুকু সন্তুষ্ট,তা বোঝার সর্বোত্তম উপায় হলো সে ব্যক্তি নিয়মিত রাতের সালাত আদায় কর‍তে পারছে কি-না।কেবল বিশেষ কিছু বান্দাকেই আল্লাহ সুবহানাহু ওয়া তাআ'লা অন্ধকার রাতের সেই মহামূল্যবান সময়ে তাঁর সান্নিধ্যে পাওয়ার জন্য কবুল করেন।

👉কুরআন পড়তে না পাড়লে তাড়াতাড়ি শিখে ফেলুন। আপনি যখন এই সমস্ত এবাদতের মধ্যে নিবিষ্ট থাকবেন, তখন দেখবেন চারিদিক থেকে রহমত আপনাকে ঘিরে আছে। ফলতঃ দুনিয়ার ভোগ বিলাসিতা আপনার আর থাকবে না,দুনিয়ায় কোন টেনশন আপনাকে ফেলতে পারবে না। যেমনটা একজন ইমানদার মুসলমানের হয়ে থাকে। ইসলাম আপনার জীবনকে সত্য, সুন্দর হতে বাধ্য করবে ইনশাআল্লাহ।

06/10/2022

👉 হে বোন ও ভাই আপনাকে বলছি ?
ছাড়েন মুখে মেকআপ লাগানো, চোখে শশা লাগানো, ঠোটে লিপস্টিক লাগানো কপালে টিপ লাগানো আরো কতো কি!

👉 "যদি নিজেকে সত্যি সুন্দর বানাতে চান তাহলে আমি কিছু টিপস বলি.....!

✅(১) হাতের সৌন্দর্য বৃদ্ধির জন্য বেশি বেশি সাদকা দিন।

✅(২)কণ্ঠের সৌন্দর্য বৃদ্ধির জন্য বেশি বেশি কোরআন তিলাওয়াত করুন।

✅(৩) চোখের সৌন্দর্য বৃদ্ধির জন্য আল্লাহর ভয়ে চোখের পানি ঝরান।

✅(৪) চেহারায় নূর নিয়ে আসতে বেশি বেশি অজু করার অভ্যাস গড়ে তুলন।

✅(৫) মনের সৌন্দর্যের জন্য বেশি বেশি আল্লাহর যিকির এ মগ্ন থাকুন।

✅(৬) মস্তিষ্কের কর্যক্ষমতা বৃদ্ধির জন্য আল্লাহর দরবারে বেশি করে সিজদা করুন।

👉 "তবেই আপনি দুনিয়া ও আখেরাতে সবচেয়ে সুন্দরতম একজন মানুষ হবেন ইন'শা'আল্লাহ।"

🕋 "আল্লাহ আমাদের সবাইকে আমল করার তৌফিক দান করুন আমীন!"

05/10/2022
05/10/2022
05/10/2022
05/10/2022
05/10/2022
05/10/2022
05/10/2022
04/10/2022

🕋 নামাজের বা ছালাতের ওয়াজিব সমূহঃ-

👉 রুকন-এর পরেই ওয়াজিব-এর স্থান, যা আবশ্যিক। যা ইচ্ছাকৃতভাবে তরক করলে ছালাত বাতিল হয়ে যায় এবং ভুলক্রমে তরক করলে ‘সিজদায়ে সহো’ দিতে হয়। যা ৮টি। 👇[1] যেমন-

(১) ‘তাকবীরে তাহরীমা’ ব্যতীত অন্য সকল তাকবীর। 👇[2]

(২) রুকূতে তাসবীহ পড়া। কমপক্ষে ৩ বার ‘সুবহা-না রবিবয়াল ‘আযীম’ বলা। 👇[3]

(৩) ক্বাওমার সময় ‘সামি‘আল্লা-হু লেমান হামেদাহ’ বলা। 👇[4]

(৪) ক্বওমার দো‘আ কমপক্ষে ‘রববানা লাকাল হাম্দ’ অথবা ‘আল্লা-হুম্মা রববানা লাকাল হাম্দ’ বলা। 👇[5]

(৫) সিজদায় গিয়ে তাসবীহ পড়া। কমপক্ষে ৩ বার ‘সুবহা-না রবিবয়াল আ‘লা’ বলা। 👇[6]

(৬) দুই সিজদার মাঝখানে স্থির হয়ে বসা ও দো‘আ পাঠ করা। যেমন কমপক্ষে ‘রবিবগফিরলী’ ৩ বার বলা। 👇[7]

(৭) প্রথম বৈঠকে বসা ও ‘তাশাহহুদ’ পাঠ করা। 👇[8]

(৮) সালামের মাধ্যমে ছালাত শেষ করা। 👇[9]

👉 [1] . মুহাম্মাদ বিন আব্দুল ওয়াহ্হাব, ‘ছালাতের আরকান ও ওয়াজিবাত’ গৃহীত: মাজমূ‘আ রাসা-ইল ফিছ ছালাত (রিয়াদ: দারুল ইফতা, ১৪০৫ হিঃ) পৃঃ ৭৮।

👉[2] . বুখারী, মুসলিম ও অন্যান্য, মিশকাত হা/৭৯৯, ৮০১, ‘ছালাতের বিবরণ’ অনুচ্ছেদ-১০; ফিক্বহুস্ সুন্নাহ ১/১২০।

👉[3] . নাসাঈ, আবুদাঊদ তিরমিযী, মিশকাত হা/৮৮১ ‘রুকূ’ অনুচ্ছেদ-১৩।

👉[4] . বুখারী, মুসলিম, মিশকাত হা/ ৮৭০, ৭৪, ৭৫, ৭৭।

👉[5] . বুখারী হা/৭৩২-৩৫, ৭৩৮, ‘আযান’ অধ্যায়, ৮২, ৮৩ ও ৮৫ অনুচ্ছেদ; মুসলিম হা/৮৬৮, ‘ছালাত’ অধ্যায়; মুসলিম হা/৯০৪, ৯১৩ ‘ছালাত’ অধ্যায়।

👉[6] . নাসাঈ, আবুদাঊদ, তিরমিযী, মিশকাত হা/ ৮৮১।

👉[7] . ইবনু মাজাহ হা/৮৯৭; আবুদাঊদ হা/৮৫০, তিরমিযী হা/২৮৪; নাসাঈ হা/১১৪৫, মিশকাত হা/৯০০, ৯০১ ‘সিজদা ও উহার ফযীলত’ অনুচ্ছেদ-১৪; নায়ল ৩/১২৯ পৃঃ; মজমু‘আ রাসা-ইল ৭৮ পৃঃ।

👉[8] . আহমাদ, নাসাঈ, নায়ল ৩/১৪০; মুত্তাফাক্ব ‘আলাইহ, মিশকাত হা/৯০৯, ‘তাশাহহুদ’ অনুচ্ছেদ-১৫।

👉[9] . আবুদাঊদ, তিরমিযী, মিশকাত হা/৩১২ ‘পবিত্রতা’ অধ্যায়-৩, ‘যা ওযূ ওয়াজিব করে’ অনুচ্ছেদ-১; আবুদাঊদ, নাসাঈ, তিরমিযী, ইবনু মাজাহ, মিশকাত হা/৯৫০-৫১, ‘তাশাহহুদের দো‘আ’ অনুচ্ছেদ-১৭ ; ফিক্বহুস সুন্নাহ ১/১০৬ পৃঃ।

04/10/2022

এখন যিনা হচ্ছে প্রতিটি ঘরে ঘরে।

Address

Dubai
3120

Telephone

+971565731426

Website

Alerts

Be the first to know and let us send you an email when Azizul Islamic Page posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Azizul Islamic Page:

Share

Category