Mohammad Tanvir

  • Home
  • Mohammad Tanvir

Mohammad Tanvir যে পৃথিবী আল্লাহর সৃষ্টি, সেটা তার নিয়মেই চলবে! 🥰

12/11/2024
17/10/2024

কোরআনুল করিমের ২৩ নাম্বার সুরার ১০৯/১১০ আয়াতে বর্ণিত মানুষদের বেশ কিছু মানুষকে আমি দেখেছি।এক দুই দিনে দেখেছি ব্যাপারটা এমন না ।না সেই ছোটবেলা থেকে তো বাইরে বড় হয়েছি কত রকমের মানুষের সাথে মিশেছি তাই বলছি সংখ্যা কম না দীর্ঘ দিনের অভিজ্ঞতা

১০৯/আমার বান্দাদের একদল ছিল যারা বলত, ‘হে আমাদের রব, আমরা ঈমান এনেছি, অতএব আমাদেরকে ক্ষমা ও দয়া করুন, আর আপনি সর্বশ্রেষ্ঠ দয়ালু।

১১০/তারপর তাদেরকে নিয়ে তোমরা ঠাট্টা করতে। অবশেষে তা তোমাদেরকে আমার স্মরণ ভুলিয়ে দিয়েছিল। আর তোমরা তাদের নিয়ে হাসি-তামাশা করতে

إِنَّهُۥ كَانَ فَرِيقٌ مِّنۡ عِبَادِى يَقُولُونَ رَبَّنَآ ءَامَنَّا فَٱغۡفِرۡ لَنَا وَٱرۡحَمۡنَا وَأَنتَ
خَيۡرُ ٱلرَّٰحِمِينَ

فَٱتَّخَذۡتُمُوهُمۡ سِخۡرِيًّا حَتَّىٰٓ أَنسَوۡكُمۡ ذِكۡرِى وَكُنتُم مِّنۡهُمۡ تَضۡحَكُونَ

17/10/2024

এস আলম ইতিহাসের প্রথম ব্যক্তি যিনি সুপরিকল্পিতভাবে ব্যাংক লুট করেছেন।

ড. আহসান এইচ মনসুর, গভর্নর, বাংলাদেশ ব্যাংক

16/10/2024

গত বছর ২০২৩ সালে বাংলাদেশে ডিভোর্স হয়েছে প্রায় ৪ লক্ষ
মেয়েরা নিজেরাই ডিভোর্স দিয়েছে ৯০%
দেশে এই ভয়াবহতার কারন কি বলে আপনি মনে করেন?

যে যাই বলুক না কেনো, সাকিব আল হাসান ক্রিকেট দুনিয়ায় একজন অপ্রতিদ্বন্দ্বী এযাবতকালের সেরা অলরাউন্ডার।তার ক্রিকেটিয় মস্তিষ...
02/10/2024

যে যাই বলুক না কেনো, সাকিব আল হাসান ক্রিকেট দুনিয়ায় একজন অপ্রতিদ্বন্দ্বী এযাবতকালের সেরা অলরাউন্ডার।

তার ক্রিকেটিয় মস্তিষ্ক পরিষ্কার, তার ভাবনা চিন্তা খুবই প্রখর, আমি নিশ্চিত করে বলতে আপনি যে কোন ক্রিকেট খেলোয়াড়ের ভক্ত হউন না কেনো, আপনাকে মানতে হবে বর্তমান সময়ে বিশ্ব ক্রিকেটে তার সমকক্ষ কোন অলরাউন্ডার নেই, যদি আপনি সাকিব হেটার্স ও হয়ে থাকেন, মুখে অস্বীকার করলেও আপনার অন্তর ঠিকই তা বলবে।

এমন জীবন্ত কিংবদন্তি খেলোয়াড় পাওয়া প্রতিটা দল ও দেশের স্বপ্ন, আমাদের বাংলাদেশ হয়তো ক্রিকেট থেকে খুব বেশি কিছু অর্জন করতে সক্ষম হয়নি, কিন্তু বিশ্বের বুকে নিজেদের পতাকাকে 🇧🇩🏏 উচিয়ে ধরতে ভাগ্য করে এমন একজন Shakib Al Hasan পেয়েছে, তার গ্রেটনেস নিয়ে যদি আপনি প্রশ্ন তুলেন তাহলে আমাকে বুঝে নিতে হবে আপনার ক্রিকেট জ্ঞান কতটুকু, আমি স্পষ্ট করেই বলতেছি তার মতো ক্রিকেটার পাওয়া টা বাংলাদেশের জন্য বড় ভাগ্যের ব্যাপার ছিলো।

ফুটবলে Leo Messi সঙ্গে তুলনা করার মতো আরও একজন গ্রেটস প্লেয়ার ছিলো, Cristiano Ronaldo, কিন্তু ক্রিকেটে সে একাই রাজত্ব করেছে অলরাউন্ডার এর দিক থেকে, সে আসলেই ক্রিকেট G.O.A.T Greatest off all time, সাম্প্রতি তিনি আন্তর্জাতিক টেষ্ট ও টি টুয়েন্টি ক্রিকেট কে বিদায় বলেছেন, আমি ব্যাক্তিগত ভাবে এটা মানতে পারছি না, বাংলাদেশ ক্রিকেটকে দেওয়ার মতো তার আরও অনেক কিছুই আছে, তাকে ফিরাতে হবে।

একজন খুদে ভক্ত হিসেবে তাকে ক্রিকেটের জন্য বিনম্র শ্রদ্ধা, কৃতজ্ঞতা স্বীকার করি আর মন ভরে ভালোবাসা রইলো আমাকে ক্রিকেটে মনোযোগি করতে আপনার ক্রিকেটিয় চেষ্টাকে, হে সাকিব আল হাসান আপনি আমার ক্রিকেটিয় ভালোবাসা ছিলেন আছেন থাকবেন। ধন্যবাদ

আপনার মস্তিষ্ক পরিষ্কার রাখতে বেশি বেশি ইস্তেগফার পড়ুন, আস্তাগফিরুল্লাহ 😭🤲🌸
02/10/2024

আপনার মস্তিষ্ক পরিষ্কার রাখতে বেশি বেশি ইস্তেগফার পড়ুন, আস্তাগফিরুল্লাহ 😭🤲🌸

ডিমের আড়তে গিয়ে বললাম,"এক ডজন হাঁসের ডিম দেন,,,,"কর্মচারী বললো,"আপা,,,, ডিম তো হাঁসে পাড়ে না, হাঁসি পাড়ে,,,," 😁ক্যাশ...
01/10/2024

ডিমের আড়তে গিয়ে বললাম,"এক ডজন হাঁসের ডিম দেন,,,,"
কর্মচারী বললো,"আপা,,,, ডিম তো হাঁসে পাড়ে না, হাঁসি পাড়ে,,,," 😁

ক্যাশে বসা মহাজন কর্মচারীকে ডেকে নিয়ে একটা থাপ্পর মেরে দিলো,,,, সামান্য এই কথাটার কারণে কর্মচারীর গায়ে হাত তোলা বিষয়টা মেনে নিতে পারলাম না,,,, 🤔

মহাজনকে বললাম,"কাজটা ঠিক করলেন না,,,,কর্মচারীর কথায় আমি কিছু মনে করিনি,,,," 🙄

মহাজন কোন কথা না বলে চুপ থাকলো,,,,😌

আড়ত থেকে বের হতেই কর্মচারী ফিসফিস করে বললো, "আপা,,,, এই কারণে থাপ্পর মারেনি,,,, মারছে অন্য কারণে,,,, 😂

বললাম,"কারণ কি,,,,??" 😶

আপা,,,,মহাজনের বউয়ের নাম "হাসিনা",,,,😒
উনি আদর করে "হাঁসি" ডাকে,,,, 😁

আমি যে বলছি,,,,"হাঁসি ডিম পাড়ে,
এই জন্য আমারে থাপ্পর মারছে,,,,"🥲

01/10/2024

অক্টোবরে যাদের জন্মদিন তাদের তাড়াতাড়ি বিয়ের সম্ভাবনা দেখছি

01/10/2024

জ্বর মূলত মাকে মনে
পড়ার অজুহাত!

27/09/2024

যে কোন সমাজ নষ্ট হওয়ার মূল কারণ ইমামকে সত্য কথা বলতে নিষেধ করা ও বেনামাজিদের মসজিদের দায়িত্ব দেওয়া !!

বাসায় পড়ানোর সময় অভিভাবক খেয়াল করলেন যে, তাদের সন্তান 'ন্যাচার'কে 'নাটুরে' (Nature) বলে উচ্চারণ করছে!কার কাছ থেকে উচ...
25/09/2024

বাসায় পড়ানোর সময় অভিভাবক খেয়াল করলেন যে, তাদের সন্তান
'ন্যাচার'কে 'নাটুরে' (Nature) বলে উচ্চারণ করছে!

কার কাছ থেকে উচ্চারণটি শিখেছে জানতে চাইলে সন্তান জানালো -
স্কুলের ইংরেজির শিক্ষকের কাছ থেকে।

ইংরেজি শিক্ষকের কাছে যেয়ে অভিভাবক বিষয়টি নিয়ে জানতে চাইলেন।

তিনি দুঃখ ভারাক্রান্ত কণ্ঠে জানালেন, "চিন্তার কোন কারণ নাই,
ছাত্ররা একটু 'মাটুরে' (Mature) হলেই সমস্যার সমাধান হয়ে যাবে।"

বিষম খেয়ে অভিভাবক প্রধান শিক্ষকের কাছে নালিশ করলেন - "কী ধরণের বিদ্যাপীঠ এটা, স্যার!
ছাত্র বলে 'নাটুরে', শিক্ষক বলেন 'মাটুরে'!"

শুনে প্রধান শিক্ষক উদাস হয়ে বললেন, "সবাই শুধু বড় বড় কথা বলে। একজনও ভাল 'লেকটুরে' (Lecture) দিতে পারে না।"

ক্ষিপ্ত অভিভাবক এবার উত্তেজিত হয়ে দেখা করলেন স্কুলের গভর্নিং বডির সভাপতির সংগে।

সভাপতি একটু হতাশ কণ্ঠে বললেন, "আমিও বুঝি। কিন্তু কী করবেন বলুন? এটাই যে এই অঞ্চলের 'কালটুরে' (Culture)।"

অভিভাবকের মাথায় চক্কর দিলো। তিনি কোনমতে লোকাল সাংসদের সাথে দেখা করলেন।

তিনি সব কিছু শুনে প্রবল চিৎকার, চেঁচামেচি করতে করতে বললেন, "আমি জানতাম,
আমি আগেই জানতাম, এই স্কুলটার নাই কোনো 'ফুটুরে' (Future)!"

অভিভাবক কাঁপতে কাঁপতে পড়ে গিয়ে মাথা ফাটিয়ে ফেললেন। জ্ঞান হারাতে হারাতে শুনতে পেলেন,
কে যেন বলছে, "ফেসবুকে দিবো... একটা ‘পিকটুরে’ (Picture) তুলে দে!"

ঐ স্কুলের মাঠে এখন 'এগ্রিকালটুরে' (agriculture) চর্চা হচ্ছে।
- Collected.

একসাথে ১০ কোটি গাছ লাগিয়ে বিশ্ব রেকর্ড করেছেন এই ব্যক্তি !!ইনি হচ্ছেন একজন বিশ্ব রেকর্ডার স্কাই ডাইভার লুইগি ক্যানি  ! ...
25/09/2024

একসাথে ১০ কোটি গাছ লাগিয়ে বিশ্ব রেকর্ড করেছেন এই ব্যক্তি !!

ইনি হচ্ছেন একজন বিশ্ব রেকর্ডার স্কাই ডাইভার লুইগি ক্যানি ! সব থেকে ছোট প্যারাসুট দিয়ে স্কাই ডাইভিং করার রেকর্ড আছে এনার !

এটিও কেউ যেন তার আরেকটি অনন্য বিশ্ব রেকর্ড ! অ্যামাজন জঙ্গলে একসাথে প্রায় ২৭ টি প্রজাতির প্রায় ১০০ মিলিয়ন গাছের বীজ বপন করার রেকর্ড ! বিমান থেকে লাফ দিয়ে স্কাই ডাইভিং করতে করতে। প্রায় ৩০০ কিলোমিটার জায়গা জুড়ে বীজ বপন করেছেন ইনি ! অ্যামাজন জঙ্গলের একটি প্রোজেক্টের আদলে মিশন হিসেবে এই কাজটি করেন তিনি !

এই ধরনের বিশ্ব রেকর্ড পৃথিবীর জন্য অত্যন্ত উপকারী । আমাদেরও উচিত এমন রেকর্ডের চেষ্টা করা।

সংগ্রহীত

Aj gorib bole
25/09/2024

Aj gorib bole

24/09/2024

দেশের উন্নয়ন তবেই সম্ভব, যখন আমাদের মন মানসিকতা উন্নয়ন হবে।

14/09/2024

দেশে এখনও বিদ্যুৎ বিভাগের সচিবরা আছে। তাদের কৈফিয়ত নিন ১৫ বছরে গ্রাহক বিল বকেয়া রাখেনি, আদানী কিসের টাকা পায়? কেন লোডশেডিং?

The reply of the century year 😁😁
14/09/2024

The reply of the century year 😁😁

12/09/2024

সারাজীবন ক্লোজআপ দিয়ে দাত ব্রাশ ঠিকই করছি, কিন্তু কেউ ক্লোজ হইলো না।

Address


Website

Alerts

Be the first to know and let us send you an email when Mohammad Tanvir posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Mohammad Tanvir:

Videos

Shortcuts

  • Address
  • Alerts
  • Contact The Business
  • Videos
  • Claim ownership or report listing
  • Want your business to be the top-listed Media Company?

Share