সময় / The time

সময়  / The time Man is a political animal by nature.
-Aristotle.

ঠেলার নাম বাবাজি                           এম এ হকশামীম পালায় বোরখা পরে সালমান কাটে দাড়ি !কাউয়া এখন কোথায় আছে ?যায়ন...
27/08/2024

ঠেলার নাম বাবাজি
এম এ হক

শামীম পালায় বোরখা পরে
সালমান কাটে দাড়ি !
কাউয়া এখন কোথায় আছে ?
যায়নি ফখরুলের বাড়ি ?
দীপু মনি জেলে আছে ,
হাসিনা নাই দেশে !
রিমান্ডে আবার আনিসুল হক
মুচকি মুচকি হাসে ,

25/08/2024

স্বৈরাচার মুক্ত স্বাধীন দেশে প্রথম জয়😀
এভাবে একদিন ইন্ডিয়াকে আমরা হারাবো ইনশাআল্লাহ 😀

19/08/2024

আলহামদুলিল্লাহ ,
দেশের ৪৯৪ উপজেলা চেয়ারম্যান, ৩২৩ পৌরসভা মেয়র ও ৬০ জেলা পরিষদ চেয়ারম্যানকে অপসারণ করা হয়েছে !

16/08/2024

করোনা পাইলাম, স্বৈরাচার পাইলাম, স্বাধীন দেশ পাইলাম, Raw পাইলাম, ডাকাত পাইলাম, খিচুড়ি বিহীন আগস্ট পাইলাম ! শুধু পাইলাম না সত্যি কারের একজন ঈমানদার শাসক !!

14/08/2024

শূন্য পকেটে যে নারী পাশে থাকে,
সাফল্য শেষে সে নারী স্ত্রী হওয়ার যোগ্যতা রাখে !!!

05/08/2024
05/08/2024

ব্রেকিং নিউজ: প্রেমের টানে বাংলাদেশ থেকে ৭৬ বছরের তরুণী ভারতে !!!

এখানে বল আটকিলে কি রান নেওয়া যায় না ????
13/06/2024

এখানে বল আটকিলে কি রান নেওয়া যায় না ????

একবার কোনো এক জনসভায় এক নেতার বক্তৃতা শুনে তার প্রতিপক্ষ দলের এক মহিলা বিরক্ত হয়ে মন্তব্য করলেন, ‘যদি ওই ভদ্রলোক আমার স্...
31/05/2024

একবার কোনো এক জনসভায় এক নেতার বক্তৃতা শুনে তার প্রতিপক্ষ দলের এক মহিলা বিরক্ত হয়ে মন্তব্য করলেন, ‘যদি ওই ভদ্রলোক আমার স্বামী হতেন তাহলে ওকে বিষ খাইয়ে মেরে ফেলতুম!’

নেতা ভদ্রমহিলার ওই কথাটি শুনতে পেলেন। তিনি সঙ্গে সঙ্গে তার দিকে তাকিয়ে মৃদু স্বরে বললেন, ‘ম্যাডাম, আমার স্ত্রী যদি আপনার মতো হতেন আমি নিজেই বিষ খেয়ে মরে যেতাম!’

 # #  দয়া করে জনস্বার্থে পোস্টটি শেয়ার করুন  # #                              কুকুর বিড়ালের কামড় বা আঁচড়ে করণীয় !!!বাড়...
27/05/2024

# # দয়া করে জনস্বার্থে পোস্টটি শেয়ার করুন # #

কুকুর বিড়ালের কামড় বা আঁচড়ে করণীয় !!!
বাড়িতে পোষা শখের বিড়াল কিংবা পথের পাশের বেওয়ারিশ কুকুর আঁচড় কিংবা কামড় দিলে কিন্তু একই বিপদ। এই বিপদের কারণ একটি ভাইরাস। নাম র‌্যাবিস। এটি একটি আরএনএ ভাইরাস।
এটির কারণে হয় মস্তিষ্কের প্রদাহ। যাকে বলা হয়ে থাকে ‘এনকেফালাইটিস’। আমাদের কাছে এটি জলাতঙ্ক রোগ হিসেবে বিশেষভাবে পরিচিত।
রোগটি প্রাচীনকাল থেকেই পৃথিবীর মানুষের কাছে পরিচিত ছিল।
এটি একটি ভয়ানক রোগ। এতে মৃত্যুহার এখন পর্যন্ত প্রায় এক শ ভাগ। পৃথিবীজুড়ে এখনো প্রতিবছর প্রায় ৬০ হাজার মানুষ এই রোগে মৃত্যুবরণ করছে। এই মৃত্যুর শতকরা ৯৬ ভাগ ঘটে এশিয়া এবং আফ্রিকায়।

কোন প্রাণীতে জলাতঙ্ক ?????

প্রতিবছর বাংলাদেশে দুই-তিন লক্ষ মানুষ প্রাণীর কামড়ের শিকার হয়। এসবের মধ্যে শতকরা ৯৫ ভাগই কুকুরের কামড়। কুকুর ছাড়াও বিড়াল, শেয়াল, খেঁকশিয়াল, বানর, বাদুড়, বেজিসহ অন্যান্য বন্য প্রাণীর কামড়ের ঘটনাও ঘটে। এসব প্রাণীর কামড় বা আঁচড়ে জলাতঙ্ক হতে পারে। কামড় ছাড়াও খুবই বিরল ক্ষেত্রে কখনো কখনো কর্নিয়া অথবা অন্যান্য অঙ্গ প্রতিস্থাপনের মাধ্যমেও এটি হতে পারে।
প্রাণীটি কামড় দেওয়ার পর পাঁচ দিন থেকে শুরু করে কয়েক বছরের মধ্যে এই লক্ষণ প্রকাশ পেতে পারে। বেশির ভাগ ক্ষেত্রে সাধারণত দুই থেকে তিন মাসের ভেতরেই লক্ষণ প্রকাশ পায়। ভাইরাসগুলো বাহিত হয় স্নায়ুর মাধ্যমে। যখন কোনো প্রাণীর কামড়ে ক্ষত সৃষ্টি হয় তখন সেখানে ভাইরাস বংশ বৃদ্ধি করতে থাকে। ভাইরাসগুলো স্নায়ুর মাধ্যমে বাহিত হয়ে চলে যায় মস্তিষ্ক, লালাগ্রন্থি, কর্নিয়া, ত্বক এবং অন্যান্য অঙ্গে। এ রোগের লক্ষণ প্রকাশের দুই সপ্তাহ আগে থেকেই লালাগ্রন্থিতে জীবাণুর অস্তিত্ব পাওয়া যায়।

আক্রান্ত স্থানে ব্যথা, চুলকানি, ঝিন ঝিন ভাব, অনুভূতি হ্রাস পায়। এরপর শুরু হয় গা ব্যথা, মাথা ব্যথা, জ্বর, বমি ভাব, বমি এবং শরীর ব্যথা। মস্তিষ্কের প্রদাহ হলে বদলে যায় আচার-আচরণ, চোখে ভেসে ওঠে অলিক সব দৃশ্য। ভয় লাগে বাতাসে। পানি পান করতে গেলে শ্বাসনালির তীব্র সংকোচন ঘটে। ফলে পানি দেখলে ভীতি কাজ করে। এ জন্য এটাকে বলে জলাতঙ্ক। আলোতেও অসুবিধা হয়। চোখে আলো পড়লে অস্বস্তি অনুভব হয়। অঝোরে ঝরতে থাকে লালা। রোগী হয়ে পড়ে অস্থির প্রকৃতির। একসময় মূর্ছা যায় রোগী। মৃত্যু এসে হাজির হয় দরজায়। তবে এক ধরনের জলাতঙ্ক আছে যেখানে রোগী অস্থির প্রকৃতির না হয়ে বরঞ্চ নিথর হয়ে পড়ে থাকে। বন্ধ হয়ে যায় কথাবার্তা।



ভাইরাস প্রবেশের আগে টিকা

যাঁরা আক্রান্ত রোগীদের সেবায় নিয়োজিত কিংবা ল্যাবরেটরিতে কর্মরত কিংবা সংক্রমিত কুকুর কিংবা মানুষের সেবা প্রদানকারী তাঁরা টিকা নেবেন। মাংসপেশিতে নিলে সাত দিন অন্তর দুটি। চামড়ার নিচে নিলে দুই পাশে দুই ডোজ। সাত দিন পর দ্বিতীয় ডোজ।
জীবাণু প্রবেশের পর চিকিৎসা

■ প্রাণীকে স্পর্শ করলে, খাওয়ালে, ক্ষতহীন ত্বকে জিহবা দিয়ে প্রাণী যদি লেহন করে তাহলে সাবান পানি দিয়ে ধৌত করতে হবে। কোনো টিকার প্রয়োজন নেই।

■ সামান্য আঁচড় কাটলে এবং রক্তক্ষরণ না হলে ক্ষতস্থানের চিকিৎসা এবং যত দ্রুত সম্ভব অ্যান্টি রাবিস ভ্যাকসিন এক ডোজ নিতে হবে।

■ এক বা একাধিক আঁচড় কিংবা কামড়ের পাশাপাশি রক্তক্ষরণ হলে অথবা কোনো কাটা স্থানে লালা লেগে গেলে ক্ষতস্থানের চিকিৎসা নেওয়ার পাশাপাশি ভ্যাকসিন বা টিকা নিতে হবে, সঙ্গে অ্যান্টিবায়োটিক এবং ধনুষ্টঙ্কারের টিকাও নিতে হবে।

■ একাধিক কামড় বা আঁচড় এবং কামড়ের অবস্থান যদি মুখে, ঘাড়ে, মাথায়, হাতে হয় এবং প্রাণীটি যদি জলাতঙ্ক আক্রান্ত থাকে অথবা জলাতঙ্ক আক্রান্ত হিসেবে সন্দেহ করা হয় তাহলে অবশ্যই তাকে অ্যান্টি র‌্যাবিস ভ্যাকসিনের পাশাপাশি ইমিউনোগ্লোবিলিন টিকাও নিতে হবে।

ভ্যাকসিনের ডোজ

নিতে হবে ০, ৩, ৭, ১৪ এবং ২৮তম দিনে। মোট পাঁচ ডোজ। নিতে হবে মাংসপেশিতে।



ক্ষতস্থানের যত্ন

দ্রুততার সঙ্গে ক্ষতস্থান বহমান পানি দিয়ে ১৫ মিনিট ধরে ধুয়ে ফেলতে হবে। আয়োডিন সলিউশন লাগাতে হবে। ক্ষতস্থান ব্যান্ডেজ করা যাবে না। খোলা রাখতে হবে।



দ্বিতীয়বার আক্রান্ত হলে করণীয়

টিকার সম্পূর্ণ ডোজ সম্পাদন করার তিন মাসের মধ্যে আবার কুকুর বা বিড়ালের আঁচড় বা কামড়ের শিকার হলে পুনরায় টিকা দেওয়ার প্রয়োজন নেই। তিন মাসের পর এমনটি হলে দুই ডোজ টিকা নিতে হবে। সুতরাং পোষা প্রাণী কুকুর, বিড়াল কামড় কিংবা আঁচড় দিলে হেলা না করে অতিসত্বর চিকিৎসকের পরামর্শ নিন।

লেখক
মেডিসিন বিশেষজ্ঞ ও এন্ডোক্রাইনোলজিস্ট
সিএমএইচ, বরিশাল

এসো শান্তির আঙিনায়   ইরাকের বিখ্যাত আলেম মালেক বিন দিনার।একবার এক বিশাল মাহফিলে বক্তব্য দিতে দাড়াতেইএক শ্রোতা বলে উঠলেন...
19/05/2024

এসো শান্তির আঙিনায়
ইরাকের বিখ্যাত আলেম মালেক বিন দিনার।
একবার এক বিশাল মাহফিলে বক্তব্য দিতে দাড়াতেই
এক শ্রোতা বলে উঠলেন, আপনার বক্তব্য শুরু করার আগে একটা প্রশ্নের উত্তর দিন। মালেক বিন দিনার প্রশ্ন করার অনুমতি দিলেন। বয়স্ক শ্রোতা বললেন, আজ থেকে দশ বছর আগে আপনাকে মাতাল অবস্থায় পড়ে থাকতে দেখেছি, আপনি সে অবস্থা থেকে কিভাবে ফিরে এলেন? এবং ওয়াজ করার জন্য এখানে এলেন?
মালেক বিন দিনার কিছুক্ষণ মাথা নিচু করে রইলেন। তারপর বললেন- ঠিক বলেছেন, আমিই সেই ব্যক্তি। শুনুন তাহলে আমার কাহিনী: এক কদরের রাতে মদের দোকান বন্ধ ছিল দোকানীকে অনেক অনুরোধ করে এক বোতল মদ কিনলাম বাসায় গিয়ে খাবো এই শর্তে। বাসায় ঢুকলাম।ঢুকেই দেখি আমার স্ত্রী নামাজ পড়ছে। আমি আমার ঘরে চলে গেলাম এবং বোতলটা টেবিলে রাখলাম।
আমার তিন বছরের শিশু মেয়েটা দৌড়ে এলো, টেবিলের সাথে ধাক্কা খেয়ে মদের বোতল মাটিতে পরে ভেঙ্গে গেল। অবুজ মেয়েটি খিলখিল করে হাসতে লাগল। ভাঙ্গা বোতল ফেলে দিয়ে আমি ঘুমিয়ে গেলাম। সে রাতে আর মদ খাওয়া হলোনা আমার। পরের বছর আবার লাইলাতুল কদর এলো। আমি আবার মদ নিয়ে বাড়ি ফিরে এলাম। বোতলটা টেবিলে রাখলাম। হঠাৎ বোতলটার দিকে তাকাতেই কান্নায় বুক ফেটে গেল। তিন মাস হলো আমার শিশু কন্যাটি মারা গেল। বোতলটা বাইরে ফেলে দিয়ে ঘুমিয়ে পরলাম। স্বপ্নে দেখছি এক বিরাট সাপ আমায় তাড়া করছে। এতো বড় সাপ আমি জীবনেও দেখিনি। আমি ভয়ে দৌড়াচ্ছি। এমন সময় এক দুর্বল বৃদ্ধকে দেখলাম। বৃদ্ধ আমাকে বলল, আমি খুব দূর্বল এবং ক্ষুধার্ত। এই সাপের সাথে আমি পারবনা। তুমি এই পাহাড়ের ডানে উঠে যাও। পাহাড়ে গিয়ে দেখি দাউদাউ আগুন জ্বলছে।আর পিছনে এগিয়ে আসছে সেই সাপ। বৃদ্ধের কথা মতো ডানে ছুটলাম। দেখলাম সুন্দর একটা বাগান। বাচ্চারা খেলছে। গেইটে দারোয়ান।
দারোয়ান বলল: বাচ্চারা দেখতো এই লোকটিকে? একে সাপটা খেয়ে ফেলবে নয়তো আগুনে ফেলে দিবে। দারোয়ানের কথায় বাচ্চারা ছুটে এলো। তার মাঝে আমার মেয়েটাও আছে।
মেয়েটা আমার ডান হাত জড়িয়ে ধরে বাম হাতে থাপ্পর দিয়ে সাপটিকে দূরে ফেলে দিলো। অমনেই সাপ চলে গেল। আমি অবাক হয়ে বললাম: মা তুমি এতো ছোট! আর এতো বড় সাপ তোমায় ভয় পায়?
মেয়ে বলল: আমি জান্নাতি মেয়ে। জাহান্নামের সাপ আমায় ভয় পায়। বাবা! ঐ সাপকে তুমি চিনতে পেরেছো?
আমি বললাম: না মা। আমার মেয়ে বলল: বাবা! এতো তোমার নফস। নফসকে তুমি এতো বেশি খাবার দিয়েছ যে সে আজ এতো বড় এতো শক্তিশালী হয়েছে। সে তোমাকে আজ জাহান্নাম পর্যন্ত তারিয়ে নিয়ে এসেছে।
মেয়েকে বললাম: পথে এক দূর্বল বৃদ্ধ আমাকে এখানে আসার পথ বলে দিয়েছে সে কে?
মেয়ে বলল: তাকেও চিননি? সে তোমার রুহ। তাকে তো কোন দিনও খেতে দাওনি তুমি। সে না খেয়ে এতোই দূর্বল হয়ে পরেছে যে, কোন রকম বেচে আছে।
আমার ঘুম ভেঙ্গে গেল। সেই দিন থেকে আমি আমার রুহকে খাদ্য দিয়ে যাচ্ছি আর নফসের খাদ্য একেবারেই বন্ধ করে দিয়েছি। চোখ বন্ধ করলেই সেই ভয়াল রুপটি দেখতে পাই আর দেখি রুহকে। আহা! কতো দূর্বল হাটতে পারেনা। ঝরঝর করে কেঁদে ফেললেন মালিক বিন দীনার।
তাই আসুন, নিজের নফসকে হেফাজত করি। নয়তো চিরস্থায়ী হবে জাহান্নাম। মহান আল্লাহ আমাদের সবাইকে বুঝার তওফিক দান করুকl

তাহেরী সাহেব কি হাদিসটি পড়েননি ?????ডান হাতে পান করা : মহানবী (সা.) বলেন, তোমরা বাম হাতে আহার কোরো না। কেননা শয়তান বাম ...
18/05/2024

তাহেরী সাহেব কি হাদিসটি পড়েননি ?????
ডান হাতে পান করা : মহানবী (সা.) বলেন, তোমরা বাম হাতে আহার কোরো না। কেননা শয়তান বাম হাতে আহার করে। (সুনানে ইবনে মাজাহ, হাদিস : ৩২৬৮)

এনা বাসে উঠেছিলাম এমন গতিতে যাচ্ছে আর গান দিয়েছে ডাক দিয়েছেন দয়াল আমারে (Sh Sohan)
05/05/2024

এনা বাসে উঠেছিলাম এমন গতিতে যাচ্ছে আর গান দিয়েছে ডাক দিয়েছেন দয়াল আমারে (Sh Sohan)

হাদীস বলার কি দরকার ছিলো স্যার! কিভাবে শরীফ থেকে শরীফা হয়ে আকাম কুকাম করা যায় সেই কাহিনী বলতেন তাহলে ভালো করতেন পদোন্নতি...
05/05/2024

হাদীস বলার কি দরকার ছিলো স্যার! কিভাবে শরীফ থেকে শরীফা হয়ে আকাম কুকাম করা যায় সেই কাহিনী বলতেন তাহলে ভালো করতেন পদোন্নতি পেতেন !!!!(Anwar Hossain)

সংযুক্ত আরব আমিরাতের দুবাই প্রদেশে কয়েকদিন ধরেই দেওয়া হচ্ছে বাংলাদেশীদের অভ্যন্তরীণ ভিসা পরিবর্তনের সুযোগ। আমিরাত সরকার ...
09/04/2024

সংযুক্ত আরব আমিরাতের দুবাই প্রদেশে কয়েকদিন ধরেই দেওয়া হচ্ছে বাংলাদেশীদের অভ্যন্তরীণ ভিসা পরিবর্তনের সুযোগ। আমিরাত সরকার কোনো নোটিশ জারি না করলেও ভিসা সংক্রান্ত বিভিন্ন প্রতিষ্ঠান এই তথ্য নিশ্চিত করেছে।

সংশ্লিষ্টরা বলছেন, অনেক যাবত বাংলাদেশের ভিসা প্রায় বন্ধ ছিল। যাদের স্কিল ভালো ছিল, তাদের ভিসা চালু ছিল। কিন্তু তাতেও ছিল জটিলতা। তবে এখন ভিসা পরিবর্তন আবার চালু হয়েছে। আশা করি বাংলাদেশিরা এই সিদ্ধান্তের সুফল পাবেন।
তারা আরও জানান, এক কোম্পানি থেকে আরেক কোম্পানিতে যাওয়ার যে সুবিধা তা চালু থাকবে বলে আশাবাদি। পাশাপাশি যারা বাহির থেকে আসবে কিন্তু আসতে পারছে না, ডাইরেক্ট ভিসা চালু নেই।

এদিকে অভ্যন্তরীণ ভিসা পরিবর্তনের সুযোগ চালু হওয়ায় নিজ দেশের কর্মী নিয়োগে আগ্রহী হয়ে উঠেছেন বাংলাদেশি প্রতিষ্ঠানগুলো। তবে, দুবাই ছাড়া অন্যান্য প্রদেশগুলো মাঝে-মধ্যে ভিসা পরিবর্তনের আবেদনের গুঞ্জন শোনা গেলেও তা অনুমোদের কোনো তথ্য পাওয়া যায়নি। তাই প্রবাসীরা চান যেন সকল প্রদেশের কুটনৈতীক তৎপরতার মাধ্যমে বাংলাদেশি ভিসা পরিবর্তনের সুযোগ করে দেওয়া হোক।

দুবাইয়ে ব্যবসা প্রতিষ্ঠান পরিচালনা করছেন এমন বাংলাদেশিদের সঙ্গে কথা হলে তারা জানান, নির্দিষ্ট সময়ের ডিউটি শেষে যদি কোনো বাংলাদেশি কর্মীকে বলি ভাই এই কাজটা একটু করে দাও। সে কখনও না করবে না। কিন্তু অন্য কোনো দেশের কর্মীকে যদি একইভাকে বলা হয় সে কিন্তু সেই কাজ করবে না। তাদের মধ্যে সেই মানসিকতা দেখি না। এ কারণে আমরা চাই আমাদের বাঙালী ভাইদের ভিসা চালু থাকুক। তাদের ভিসা পরিবর্তনের সুযোগ চালু থাকুক এমনটাই আমরা চাই।
উল্লেখ্য, ২০১২ সালের আগস্ট থেকে শ্রম ভিসা বন্ধ থাকলেও করোনা পরবর্তীকালে ভ্রমণে এসে কর্মী ভিসায় রূপান্তরের সুযোগ থাকায় মাত্র কয়েক বছরে সেই সুবিধা নিয়েছিলেন প্রায় তিন লাখ বাংলাদেশি। এছাড়াও ২০২৩ সালের শুরুর ছয় মাসে এই সুযোগ কাজে লাগিয়েছেন ৪২ হাজার বাংলাদেশি।

এদিকে ২০২৩ সালের জুন মাস থেকে উচ্চ সনদধারী ছাড়া সকল প্রকার ভিসা আবারও বন্ধ করে দেয় আমিরাত। তবে বর্তমানে অন্তত্য অভ্যন্তরীণ ভিসা প্রসেসিং চালু করাতে যেন কিছুটা হলেও সুবাতাস বইছে দুবাই অবস্থানরত প্রবাসীদের মনে।

কি পাপ করেছিল এই খুটিটা? বাংলাদেশের আসারই কি বড় অপরাধ?
10/05/2023

কি পাপ করেছিল এই খুটিটা? বাংলাদেশের আসারই কি বড় অপরাধ?

09/05/2023

আমার এই নতুন পেজে আপনাদের সকলকে স্বাগতম জানাচ্ছি !
Welcome to my new page. Emdad ul Haque

Address

Outh Metha Towers, Near Al Wafi Mall
Dubai
749

Alerts

Be the first to know and let us send you an email when সময় / The time posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to সময় / The time:

Share