Duniyaa দুনিয়া ツ

Duniyaa দুনিয়া ツ বড় হতে চাইলে জীবনে ঝুকি নাও!
জিতলে তুম?

19/10/2022

হয়তো খুব চেনা কিছু ,হয়তো বা অচেনা ...হয়তো ভুলে যাওয়া কোনো সুপ্ত স্মৃতির খোঁজে প্রত্যেকদিন নতুন করে একা হওয়ার নিদারুণ অভিলাষ ...কাকে যেন রোজ খুঁজে বেড়ায় একলা অসহায় দুচোখ ....ভয় পেলে জাপটে ধরার মানুষটাই বোধয় কোথায় হারিয়ে গিয়েছে...

🙂
17/10/2022

🙂

07/09/2022

😁

06/09/2022

Don’t invest yourself in the wrong people . Because when you invest yourself in the wrong people . They break you into pieces, they tron you into a part, in such a way that it takes years and years to get back together . So be busy with your work , prepare yourself for your betterment , make amazing plans for your future.
Because life is very unpredictable. 🖤

02/09/2022

আসলেই কিছুই করার থাকে না 🙂🥀

31/08/2022

True 🥀🙂

30/08/2022

পৃথিবীতে দুই ধরনের কষ্ট আছে একটা আপনাকে ব্যথা দিবে আরেকটা আপনাকে বদলে দেবে 🙂

30/08/2022
29/08/2022

যেখানে নিজের মূল্য নেই, কষ্ট হলেও সেখান থেকে নিজেকে সরিয়ে নেওয়াই বুদ্ধিমানের কাজ। 🥀🙂

29/08/2022

জীবনের গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গুলো কখনো অন্ধ বিশ্বাসের উপর ছেড়ে দিতে নেই, কিছু বিশ্বাস সারা জীবনের জন্য কান্না হয়ে দারায়। 🥀

স্ত্রীর লাশ সামনে রেখে, মসজিদে স্বামীর না বলা কথা.....****************************ঢাকার একটি  মসজিদে আসরের নামায শেষ করা...
29/08/2022

স্ত্রীর লাশ সামনে রেখে,
মসজিদে স্বামীর না বলা কথা.....
****************************

ঢাকার একটি মসজিদে আসরের নামায শেষ করার পর পরই, ইমাম সাহেব জানালেন জানাজার নামাজ আছে। সবাই যেন একটু অপেক্ষা করি।

ইমাম সাহেব জানালেন, একজন মহিলা মারা গিয়েছেন। ভদ্রমহিলার স্বামী আপনাদের উদ্দেশ্যে কিছু কথা বলবেন।

একজন সত্তরোর্ধ্ব বয়স্ক লোক।
সাদা পাঞ্জাবি পরা, দাঁড়িগুলোও ধবধবে সাদা।
ভদ্র লোক শুরু করলেন........

আসসালামু-আলাইকুম, আপনারা হয়ত আমাকে চিনবেন না। আমি এলাকাতে নতুন এসেছি। আমার স্ত্রী আজ সকালে ফজরের নামাজের পর আল্লাহর কাছে চলে গেছেন।

আমরা একসাথে গত ৪৫ বছর ধরে সংসার করছি। একটা ছোট সরকারী চাকরী দিয়ে আমি সংসার জীবন শুরু করেছিলাম।

সারাজীবন চেষ্টা করেছি সৎ থাকার জন্য। আল্লাহর কসম খেয়ে বলতে পারি জীবনে কোনদিন এক টাকা অসৎ ভাবে আয় করিনি।

সৎ থাকার কারণে আয়ও ছিল খুব সামান্য। আমাদের তিন ছেলে এবং দুই মেয়ে ছিল। গ্রামের বাড়িতে বাবা-মাকেও কিছু টাকা পাঠাতে হতো। কখনো কখনো মাস শেষ হওয়ার আগে আমার বেতনের টাকা ফুরিয়ে যেত।

আমার সহকর্মীদের মধ্যে আমিই সবচেয়ে গরীব ছিলাম। কিন্তু আমার স্ত্রীর কারণে আমি এটা কখনোই উপলব্ধি করতে পারিনি। উনি যে কিভাবে সবকিছু ম্যানেজ করতেন একমাত্র উনিই জানেন।
আমার সাধ্যের বাইরে জীবনে কখনো কোনদিন উনি কিছু দাবি করেননি। জীবনে কখনো আমাকে এটা বলেন নি যে, আপনি আমাকে এটা দিলেন না, ওটা দিলেন না।

কখনো আমাকে আমার সামর্থ্য নিয়ে কষ্ট দিয়ে উনি কোনো কথা বলেননি। আজীবন ওনাকে শুধু সন্তুষ্টই দেখেছি।

আমার বাবা-মা মারা যাওয়ার আগের শেষের ৪-৫ বছর আমার সাথেই থাকতেন। আমার স্ত্রী আমার মা-বাবারও যথেষ্ট খেদমত করেছেন। কখনো আমাকে এটা বলেন নি যে, আপনার মা-বাবার খেদমত করা আমার দায়িত্বের মধ্যে পড়ে না।

সত্যি কথা বলতে পেনশনের টাকা পাওয়ার পর হজে নিয়ে যাওয়া ছাড়া আমি উনাকে তেমন কিছুই দিতে পারিনি। তারপরও উনি কোনদিন আমাকে কষ্ট দিয়ে কথা বলেননি।

আমার স্ত্রী একজন নেককার মানুষ ছিলেন। উনি উত্তম আচরণের অধিকারী ছিলেন। আত্মীয়তার হক রক্ষা করেছেন।
পরোপকারী ছিলেন, স্বামী-সন্তানদের হক আদায় করেছেন। উনাকে আমি কখনো কোন নামায কাযা করতে দেখিনি, আজীবন পর্দা রক্ষা করে চলেছেন। উনি ধৈর্যশীল ছিলেন এবং অল্পে সন্তুষ্ট ছিলেন।
এক নাগাড়ে কথাগুলো বলে ভদ্রলোক একটু দম নেওয়ার জন্য থামলেন।

এরপর আবার বলতে শুরু করলেন,
আমি আসলে আমার স্ত্রীর হয়ে আপনাদের কাছে মাফ চাওয়ার জন্য এখানে কথা বলছি না। যে নারী ৪৫ বছর ধরে তার স্বামী-সন্তান এবং আত্মীয়দের হক রক্ষা করে চলেছেন তিনি অন্য কারো হক নষ্ট করতে পারেন না।

একজন জান্নাতি নারীর মধ্যে যা যা বৈশিষ্ট্য থাকা প্রয়োজন তার সবই আমার স্ত্রীর মাঝে ছিল। ইনশাআল্লাহ আল্লাহ উনাকে জান্নাত নসিব করবেন।

আমি নিজে জান্নাতে যেতে পারবো কিনা আমি জানি না। আপনারা শুধু এই দোয়া করবেন আমি যেন আমার স্ত্রীর সাথে জান্নাতে একত্রিত হতে পারি। আর আপনারা সাক্ষী থাকেন আমি আমার স্ত্রীর উপর পুরোপুরি সন্তুষ্ট। আল্লাহ যেন উনাকে মাফ করে দেন। পুরো মসজিদ ভর্তি মুসল্লী একসাথে বলে উঠল আমিন,আমিন, আমিন।
কোন মুসল্লী এতোটুকু বিরক্তি প্রকাশ করলেন না। সবাই মন্ত্রমুগ্ধের মতো একজন জান্নাতি নারীর কথা শুনলেন।
হাদিসে এসেছে, একজন মুমিন-মুমিনার জীবনে তার রবের তরফ থেকে সর্বোত্তম রিযিক হচ্ছে একজন নেককার স্বামী এবং স্ত্রী। এই ভদ্রলোকের কথা থেকে যেন সরাসরি এই হাদীসের প্রমাণ পেলাম।
মসজিদ থেকে বের হলাম একটা অপূর্ব ভালো লাগা নিয়ে। সুখী মানুষদের কথা শোনার মধ্যেও একটা সুখ আছে।

আল্লাহ সুবহানাহু তাআলা আমাদের সকলকে বুঝার তৌফিক দান করুন।
আমিন। (সংগৃহীত)

29/08/2022

নিজেকে ব্যস্ত রাখুন 🙂

28/08/2022

কিছু ভুল..মানুষকে অনেক কিছু শিখিয়ে দেয়। কিছু কষ্ট মানুষকে পাথর করে দেয়। 🙂

27/08/2022

🥀🙂

22/08/2022

এমন বউ দরকার 🥰 #দুনিয়া

22/08/2022

প্রিয় তুমি একদিন আসবে সেই দিন আমি থাকবো না 🥀🙂

21/08/2022

#দুনিয়া 🙂

Address

Al NAKHAL
Dubai
4203

Website

Alerts

Be the first to know and let us send you an email when Duniyaa দুনিয়া ツ posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Videos

Share