Sohag Forever

Sohag Forever Stay tuned for beautiful quality information and creative information. Always trying something new✌️

27/12/2024

যে আগুন বুঝতে পারে দুই পাশের কোন দুই রুমে লাগতে হবে, সে আগুন না থামালে সবাইকে পুড়ে মরতে হবে৷ সবাইকে....
ফ্যাক্ট সচিবালয়ে আগুন!

ধরুন, বাসের ভাড়া দিয়ে নেমে দেখলেন, ভাংতি হিশেবে হেল্পার আপনাকে যে বিশ টাকার নোটটা ধরিয়ে দিয়েছে সেটাতে তিনটা তালিজোড়া। আপ...
21/11/2024

ধরুন, বাসের ভাড়া দিয়ে নেমে দেখলেন, ভাংতি হিশেবে হেল্পার আপনাকে যে বিশ টাকার নোটটা ধরিয়ে দিয়েছে সেটাতে তিনটা তালিজোড়া। আপনাকে নিতান্তই অসাবধান এবং সরল পেয়ে বেচারা হাসতে হাসতেই তার ‘চালাতে না পারা’ নোটখানা ধরিয়ে দিয়ে হাওয়া হয়ে গেছে।

বাস থেকে নেমে আপনি রিক্সায় উঠলেন। রিক্সা ভাড়া চল্লিশ টাকা। মোক্ষম একটা সুযোগ এলো আপনার হাতে—হেল্পারের ধরিয়ে দিয়ে যাওয়া ছেঁড়া বিশ টাকার নোটটাকে অন্য একটা বিশ টাকার নোট, কিংবা দুটো দশ টাকার নোটের সাথে মিশিয়ে দিয়ে রিক্সাওয়ালার কাছে আপনি তা অনায়েশে চালিয়ে দিতে পারেন। বেচারা টের পেলে তো পেলোই, না পেলে নির্বিঘ্নে আপদটা অন্যের ঘাঁড়ে উঠিয়ে দেওয়া গেল!

কিন্তু, সেই ছেঁড়া বিশ টাকার নোট অন্য নোটের সাথে মিশিয়ে রিক্সাওয়ালাকে গছাতে গিয়ে শেষ পর্যন্ত পারলেন না।

আপনি ভাবলেন—কেউ একজন আমার সাথে অন্যায় করেছে বলে সেই একই অন্যায় আমি অন্য একজনের সাথে করতে পারি? এমনও তো হতে পারে—এই ছেঁড়া নোট রিক্সাওয়ালাটা কোথাও চালাতে পারল না। এই নোট চলবে না বলে তাকে দোকানদার চাল না দিতে পারে, ওষুদের দোকানদার ওষুদ না দিতে পারে, এমনকি—নিজের মেয়ের জন্য একটা খেলনা কিনতে গেলেও এই ছেঁড়া নোটের কারণে তাকে ফেরত আসতে হতে পারে।

মানিব্যাগ থেকে নোটটা বের করতে গিয়েও শেষ পর্যন্ত বের করা হলো না আপনার। রিক্সাওয়ালাকে চকচকে দুটো বিশ টাকার নোট দিয়ে ছেঁড়া নোটটাকে মানিব্যাগের অবহেলিত কোণটায় গুঁজে রাখলেন।

এই যে শেষ মুহূর্তের এই বোধ—এটার নাম হলো তাকওয়া। এই কাজটার সাক্ষী কেবল আপনি আর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। দুনিয়ার আর কেউ এই ব্যাপারে জানে না। না আপনাকে ধোঁকা দিয়ে যাওয়া সেই বাসের হেল্পার, না যে রিক্সাওয়ালাকে আপনি ধোঁকায় ফেলতে যাচ্ছিলেন সে—কেউ না।

হতে পারে, কেবল এমন একটা অতি-ক্ষুদ্র কাজের জন্য আখিরাতে আপনি জান্নাতে পৌঁছে যাবেন। হতে পারে আপনার সেদিনকার এই কাজটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার এতো পছন্দ হয়ে যায় যে—তিনি আপনার পূর্বের আর পরের সমস্ত গুনাহ মাফ করে দেবেন।

কখনোই কোন ভালো কাজকে তুচ্ছ জ্ঞান করে এড়িয়ে যাবেন না। হয়তো, ওই কাজটাই হয়ে উঠবে আখিরাতে আপনার নাজাতের চাবিকাঠি।

05/11/2024

দুবাইতে বর্তমানে প্রায় ২৫ হাজার অবৈধ বাংলাদেশি প্রবাসী আছেন। তাদেরকে বৈধ না করে দুবাই কখনোই বাংলাদেশিদের ভিসা চালু করবে না। সবার জ্ঞাতার্থে বলতে চাই একটা কথা ভিসা খোলা বলে অনেকেই অপপ্রচার চালাচ্ছে তো সাবধান হতে হবে আপনাকেই। এই সুযোগে দালালরা দেশ থেকে সহজ-সরল মানুষদেরকে নিয়ে আসবে চাকরি দিবে বলে । এবং পাশাপাশি হাতিয়ে নেবে মোটা অংকের টাকা। বর্তমানে ভিসা বন্ধ আছে আপনারা কেউ প্রতারিত হবেন না।শুধুমাত্র হাইপ্রফেশন ভিসা চালু আছে এখনো এবং পাশাপাশি পার্টনার বিষয়টাও চালু আছে। এছাড়া বর্তমানে আর কোন ভিসা চালু নেই। বর্তমানে অনেক কোম্পানি চেষ্টা করেছিল বাংলাদেশ এদেরকে ভিসা দেওয়ার জন্য বাট এটা হয় নাই। দুবাই গভমেন্টের একটাই কথা আপনারা বৈধ হন তারপর ভিসা দিব।


#দুবাইভিসাআপডেট
#দুবাইভিসা
#দুবাই_ভিসা

আরো নতুন নতুন দুবাই ভিত্তিক আপডেট জানতে সাবস্ক্রাইব করে রাখুন আমার অফিসিয়াল ইউটিউব চ্যানেল Sohag Forever
চ্যানেল লিংক
🌐
https://www.youtube.com/

04/11/2024

I want to give a huge shout-out to my top Stars senders. Thank you for all the support!

Abu Md Sharif

01/11/2024

Hi everyone! 🌟 You can support me by sending Stars - they help me earn money to keep making content you love.

Whenever you see the Stars icon, you can send me Stars!

01/11/2024

আলহামদুলিল্লাহ
মাত্রই ৩.৫ লাখ টাকা সেভ করলাম।
রয়েল এনফিল্ড না কিনে।
কিছুদিন আগে ১.৫ লাখ সেভ করেছিলাম।
iPhone 16 না কিনে।
টোটাল সাড়ে ৫ লাখ সেভ করলাম but একাউন্ট still Zero.
হিসাবটা মিলতেছে না 🤔😝
-copy

শুভ সকাল প্রিয় বন্ধুরা💖খুব শিঘ্রই নতুন আপডেট নিয়ে হাজির হবো ইনশা আল্লাহ্।কে কোথা থেকে পোষ্ট দেখছেন কমেন্ট করে জানাবেন।সা...
01/11/2024

শুভ সকাল প্রিয় বন্ধুরা💖
খুব শিঘ্রই নতুন আপডেট নিয়ে হাজির হবো ইনশা আল্লাহ্।
কে কোথা থেকে পোষ্ট দেখছেন কমেন্ট করে জানাবেন।সাথে এ ও জানাবেন আপনি দুবাইতে কি কাজে আসতে চাচ্ছেন✌️
প্রতিটা কমেন্টের রিপ্লে দিতে সর্বোচ্চ চেষ্টা করবো🥰

- ত্রাণের টাকা মাইরা খাইছে। - না না, টাকা একাউন্টে জমা আছে। - টাকা কেন তুলছিলা? - ত্রাণ দেয়ার জন্য। - তাইলে টাকা একাউন্ট...
17/09/2024

- ত্রাণের টাকা মাইরা খাইছে।
- না না, টাকা একাউন্টে জমা আছে।
- টাকা কেন তুলছিলা?
- ত্রাণ দেয়ার জন্য।
- তাইলে টাকা একাউন্টে কেন?
- আমরা অডিট করতেছি হিসাব দেয়ার জন্য।
- টেকা খরচ না হইলে অডিট কিসের?
- কিছু তো দিছিলাম। সেটার খরচ।
- সবখরচের ইনভয়েস দিলেই তো হয়ে যায়। এ কি গ্রুপ অফ কোম্পানিজ নাকি যে ওভারহেড কস্ট, ডেপ্রিসিয়েশন, ওয়েজেস হিসাব করা লাগবে? হিসাব এতদিনেও দিচ্ছ না ক্যান?

- তুই ফ্যাসিবাদ, তুই দালাল, তুই ভারতীয়, বিপ্লব নৎসাৎ-এর ষড়যন্ত্র... এই সবাই রাজুতে আয়...🥴🫡

Thanks for being a top engager and making it on to my weekly engagement list! 🎉 জয়ন্ত বিশ্বাস, MD Akther Hossain Arpan,...
24/08/2024

Thanks for being a top engager and making it on to my weekly engagement list! 🎉 জয়ন্ত বিশ্বাস, MD Akther Hossain Arpan, Md Ariful Ambia

একজন বিজ্ঞ আলেম ছিলেন। যার অনেক ছাত্র ছিল। যখনই তার কাছে নতুন কোন শিষ্য আসতো তিনি তখন তার পরীক্ষা নিতেন।তিনি কিছু পাখি প...
21/08/2024

একজন বিজ্ঞ আলেম ছিলেন। যার অনেক ছাত্র ছিল। যখনই তার কাছে নতুন কোন শিষ্য আসতো তিনি তখন তার পরীক্ষা নিতেন।

তিনি কিছু পাখি পালতেন। আর পাখিগুলোকে তিনি একটি কথা শিক্ষা দিয়েছিলেন, কথাটি হল; "শিকারি আয়েগা, দানা ডালেগা, জাল বিছায়েগা, ফাসনা নেহি"। অর্থাৎ "শিকারি আসবে, খাবার দিবে, জাল পাতবে, ফেঁসে যেও না।"

যখনই নতুন কোন ছাত্র আসতো তখনই তিনি তাকে কিছু দানা আর একটি জাল দিয়ে বলতেন, "যাও ঐ গাছের নিচ থেকে কিছু পাখি ধরে নিয়ে আসো।"

পাখিগুলো মানুষ দেখামাত্রই এই বলে গান গাইতে শুরু করতো যে, "শিকারি আয়েগা, দানা ডালেগা, জাল বিছায়েগা, ফাসনা নেহি"। তখন বেশিরভাগ ছাত্রই ফিরে আসতো এই ভেবে যে, এত চালাক পাখি ধরা যাবে না!

কিন্ত যদি কোন ছাত্র জাল পাততো আর দানা দিতো তবে দেখতো যে, পাখিগুলো মুখে ঐ কথা বলছে ঠিকই কিন্ত দানা খেতে আসছে আর জালে ফেঁসে যাচ্ছে। অর্থাৎ তাদের মুখের কথা তাদের কোন কাজেই আসছে না।

এই পাখিগুলো আসলে কি বলছে তারা সেটা নিজেরাই জানে না। পাখিগুলো জানে না- 'শিকারি' কি জিনিস! 'জাল' কি জিনিস! 'ফাসনা' কি জিনিস! তাই তারা মুখে যতই গান গাওক না কেন, তাও জালে ফেঁসে মৃত্যু ডেকে আনছে।

★ আজকের জামানায় আমাদের অবস্থাও ঠিক যেন পাখিদের মতই হয়ে গেছে। আমরা মুখে 'লা~ইলাহা ইল্লাল্লাহ' বলে সাক্ষ্য দিচ্ছি, কিন্তু আমরা এর মর্ম জানি না। প্রত্যেক সালাতে সূরা ফাতিহা পড়ি কিন্তু আমরা বুঝি না এর ভিতর আল্লাহ কি বলতে চেয়েছেন।

একই সাথে আমরা সুদ-ঘুষ, পরনিন্দা, অহংকার, যিনা, গীবত, অশ্লীলতা, পর্দাহীনতা, ও অসংখ্য হারাম কাজ করছি আর কথা বলা পাখির মতই আবার কালেমা বলছি আর নিজেকে মুসলমান হিসেবে দাবীও করছি! কাজেই আমাদের এই সাক্ষ্যদান কথা বলা পাখির মতন। আমরা মুখে কালেমা জপার পরেও শিকারির জালে ফেঁসে যাচ্ছি।
আল্লাহ তাআলা আমাদের যথাযথভাবে অনুবাধন করার তৌফিক দান করুন আমীন

সাবধানতা আর অসাবধানতার তফাৎ মনে হয় এটাই😒
17/08/2024

সাবধানতা আর অসাবধানতার তফাৎ মনে হয় এটাই😒

বাংলাদেশের গ্যাস ভারতে ৬০০ টাকা বাংলাদেশে ১৫৫০ টাকা কেনো?লাইনের গ্যাস একেবারে নেই বললে চলে। সবাই আওয়াজ তুলুন।
17/08/2024

বাংলাদেশের গ্যাস ভারতে ৬০০ টাকা বাংলাদেশে ১৫৫০ টাকা কেনো?
লাইনের গ্যাস একেবারে নেই বললে চলে। সবাই আওয়াজ তুলুন।

17/08/2024

Hi everyone! 🌟 You can support me by sending Stars – they help me earn money to keep making content that you love.

Whenever you see the Stars icon, you can send me Stars.

14/08/2024

প্রবাসী আয়ে নিজেদের প্রণোদনা বন্ধ করেছে ব্যাংকগুলো।

প্রবাসী আয়ের ডলার নিজেদের ব্যবস্থাপনার মাধ্যমে দেশে আনতে সরকারি প্রণোদনার পাশাপাশি ব্যাংকগুলো নিজেদের উদ্যোগে বাড়তি আড়াই শতাংশ অর্থ দিয়ে আসছিল। এখন ডলারের দাম নির্ধারণে নতুন পদ্ধতি চালু হওয়ায় নিজেদের দেওয়া প্রণোদনা বন্ধ করে দিয়েছে ব্যাংকগুলো। প্রবাসী আয়ে বর্তমানে প্রতি ডলারে ১২০ টাকা পাওয়া যাচ্ছে। ব্যাংকগুলো বাড়তি প্রণোদনা অব্যাহত রাখলে ডলার ১২৩ টাকায় উঠত।

বাংলাদেশ ব্যাংক গতকাল ডলারের বিনিময় হার নির্ধারণে ‘ক্রলিং পেগ’ পদ্ধতি চালুর ঘোষণা দেয়। এতে ডলারের মধ্যবর্তী দর নির্ধারণ করা হয়েছে ১১৭ টাকা। আগে ডলারের আনুষ্ঠানিক দাম ছিল ১১০ টাকা। এখন বিদেশি এক্সচেঞ্জ প্রতিষ্ঠানগুলো প্রবাসী আয়ের ডলারের দাম ১১৭ থেকে ১১৭ টাকা ৫০ পয়সার মধ্যে স্থির করেছে। এর সঙ্গে সরকারের আড়াই শতাংশ পাশাপাশি ব্যাংকের সমপরিমাণ প্রণোদনা যুক্ত করলে ডলারের দাম হতো ১২৩ টাকা।

গত বছরের অক্টোবরে বাংলাদেশ ফরেন এক্সচেঞ্জ ডিলার্স অ্যাসোসিয়েশন (বাফেদা) ও অ্যাসোসিয়েশন অব ব্যাংকার্স, বাংলাদেশ (এবিবি) যৌথ সভায় সরকারের পাশাপাশি নিজেদের উদ্যোগে প্রবাসী আয়ের ওপর আড়াই শতাংশ প্রণোদনা দেওয়ার সিদ্ধান্ত হয়। এর পর থেকে সরকারি খাতের পাশাপাশি বেসরকারি খাতের কিছু ব্যাংক বাড়তি প্রণোদনা দেওয়া শুরু করে। তবে এতেও প্রবাসী আয়ে খুব বেশি উন্নতি হয়নি।

বাফেদা চেয়ারম্যান ও সোনালী ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক আফজাল করিম প্রথম আলোকে বলেন, ‘নতুন পদ্ধতি চালু হওয়ার পর আমরা প্রণোদনা দেওয়া বন্ধ করেছি। কারণ, সরকারি প্রণোদনা পেলেই ডলারের দাম ১২০ টাকার কাছাকাছি হয়ে যায়। অন্য ব্যাংকগুলো এ বিষয়ে নিজেদের মতো সিদ্ধান্ত নেবে।’

গত এপ্রিল মাসে দেশে ২০৪ কোটি ৩০ লাখ ডলার প্রবাসী আয় আসে। এর আগে মার্চে প্রবাসী আয় এসেছিল ১৯৯ কোটি ৬৮ লাখ মার্কিন ডলার। চলতি বছরের প্রথম মাস জানুয়ারিতে ২১০ কোটি ডলার ও ফেব্রুয়ারিতে ২১৬ কোটি ৬০ লাখ ডলার প্রবাসী আয় দেশে এসেছিল।

বিস্তারিত পড়ার জন্য ধন্যবাদ✌️
#প্রবাসী #প্রবাসীদের_সংবাদ #প্রবাসনিউজ #প্রবাসী_খবর #ব্যাংক #প্রাণোদোনা

আরো তথ্য পেতে ভিজিট করুন আমার ইউটিউব চ্যানেল Sohag Forever
🌐https://www.youtube.com/

সুখবর 💔💔বাংলাদেশ ব্যাংক বলেছেপ্রবাসীদের যে ২.৫০% প্রণোদনা দেওয়া হতো সেটা আর দিতে পারবে না।-স্বাধীনতার প্রথম স্বাদ প্রবাস...
14/08/2024

সুখবর 💔💔
বাংলাদেশ ব্যাংক বলেছে
প্রবাসীদের যে ২.৫০% প্রণোদনা দেওয়া হতো সেটা আর দিতে পারবে না।
-স্বাধীনতার প্রথম স্বাদ প্রবাসীদের জন্য⁉️
(বিঃদ্রঃ নিউজটা আমি কোন জাতীয় পত্রিকা বা নিউজে পাইনি)

Address

Al Qudra
Dubai
0000

Alerts

Be the first to know and let us send you an email when Sohag Forever posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Sohag Forever:

Videos

Share