Eagleboy.bd

Eagleboy.bd আমার ছোট এই পেজে আপনাকে স্বাগতম।
নিয়ম

14/04/2024

পদ্মা বেসিনে ৮টি নদীর ৫টিতেই পানি চুরিঃ ভারতীয় পানি আগ্রাসন-৩ | Water Piracy: India out | InDepth BD

, , , , , , , , , #ভারতের_পানি_আগ্রাসন, #ভারতীয়_আগ্রাসন

11/04/2024

ঈদ মোবারক 😂

13/08/2023
24/11/2022

কি দেখতে কি দেখলাম 😀

23/11/2022

আল্লাহ্গো 😂

22/11/2022

দেখেন কেমনে আস্তা ছাগলরে কেমনে খাইয়া ফেললো

13/09/2022

এই সরকারের পতন চায়

22/05/2022

অমুক আর তমুক ভাই ভাই !!
একটা গ্রামে ছিলো দুই ভাই!! বড় ভাই চালাক আর ছোট ভাই বলদ ; জায়গাজমি ভাগাভাগি না করে তার বাবা ও মা দুজনেই মারা যায়, এখনি সময় ভেবে বড় ভাই বুদ্ধি করে তার বলদ ছোট ভাইকে বললো ; জায়গা জমি তো ভাগাভাগি করে দিয়ে যায়নি, তাই এই ৪ ভিগা জায়গাটা দুজনের, তুই সেচ দিবি পরিচর্যা করবি আর আমি ফলন গুলা কষ্ট করে কেটে নিয়ে যাবো, বলদ ছোট ভাইটি রাজি,

এবার গাছ দেখিয়ে বলে তুই এই গাছটির নিছের দিক নিস আমাকে উপরের দিক দিস তুই লাভবান হবি তোর আর গাছে উঠে গিয়ে এত কস্ট করে ফল গুলা পাড়তে হবে না! আর তুই শুধু গাছটির নিছের অংশ পরিচর্যা করবি! ছোট বলদ ভাইটিও তার ভাইকে তার প্রতি যত্নবান দেখে খুবই খুশি!!

আমরা ঠিক এমন টার যুগে বসবাস করছি গ্রীষ্মকালে বড় ভাই পানি দেয় না,অথচ বর্ষাকালে ছোট ভাইদের ডুবিয়ে মারতে ও ভাবে না। এ কেমন ভাই?

নিকটস্থ দেশ কে ভাই বলে আখ্যা দেওয়া তা কি ভাই? সৎ ভাই? নাকি ফুফাতো ভাই? আর পিতা কখনোও এমন ভাষণ দেন নাই কিন্তু ভাষনে ভাই ভাই যুক্ত কিভাবে হয়েছে তা জানা নাই,তবে পিতার ভাষনকে বিকৃত করা হয়েছে এতে কোন সন্দেহ নাই।

শ্রদ্ধাশীল বড় ভাই হতে হলে নিকটস্থ ছোট ভাই এর প্রতি প্রকৃতভাবে যত্নশীল হওয়া উচিৎ কিন্তু সেখানে দেখা যায় বলদ ছোট ভাইয়ের প্রতি অবিচার ;

১৯৭১ এ পাক হানাদার বাহিনী তাড়িয়ে বড় ভাইয়ের জায়গা নিলেও ২২ এ এসেও ছোট ভাইটি বড় ভাইয়ের ন্যাকানি চুবানী খেয়েও স্লোগান দিচ্ছে ' অমুক তমুক ভাই ভাই '
সেইদিন অই এই স্লোগান ও বড় ভাইয়ের প্রতি শ্রদ্ধাশীল হবে যেদিন অমানবিক অত্যাচার থেকে ছোট ভাইটি মুক্তি পাবে।

আসল কাহিনীতে আসা যাক, মিঝুরামের গেইট, খুলে দিল ভারত, তলিয়ে গেলো সিলেট বিভাগ, আর দুদিন পর ফারাক্কা২১ বাঁধ খুলে দিবে, তলিয়ে যাবে উত্তর বঙ্গ।
সামনে বর্ষা, ছেড়ে দিবে তিস্তার ব্যারেজ, পানিতে ডুবে যাবে গোটা দেশ।

এক দেশের বাঁধের পানিতে কি তার প্রতিবেশী দেশ তলিয়ে যেতে দেয়?
আর এক দেশের প্রবাহমান নদীর পানি কি অন্য দেশে বাঁধ দিয়ে আটকে রাখতে পারে?

তাও আবার গ্রীষ্মকালে ধরে রাখে, বর্ষাকালে ছেড়ে দেয়।
পৃথিবীর কোন দেশের আইনে আছে প্রবাহমান এক দেশের নদীর পানি চলমান দেশের বন্ধ করার? একই নদীতে আবার বর্ষাকালে পানি ছেড়ে দেয়ার? এমনিতেই বাংলাদেশ
নদী মাতৃক দেশ পুরো বর্ষা জুড়ে পানিতে ভাসে তার উপর আবার তিস্তার পানি দিয়ে ভরিয়ে দেয়।

এসব আমাদের বন্ধু রাষ্ট্র ভারত, আমাদের অবিভাবক, আমাদের প্রতিবেশী দাদার দেশের কর্মকাণ্ডের কথা বলা হয়েছে। উপরোক্ত গল্প আর বাংলাদেশ ভারতের চালাক ভাই ও ব'লদ ভাই এর সম্পর্ক থেকে নেওয়া হয়েছে, আর বলদ ছোট ভাইয়ের মত আমরা পানির চুবানী খেয়ে বদ্দাদের ইলিশ মাছ খাওয়াচ্ছি।

' এই অবিচারের প্রতিকার করুন আমরা প্রকৃতভাবে তাদের শ্রদ্ধা জানাবো '
সীমান্তে বাংলাদেশি নাগরিকদের হ'ত্যা ও অবিচারে ব্যারেজ গেইট খুলে দেওয়া হতে বিরত থাকলে নাগরিকরা তাদের প্রকৃত ভাবে বড় ভাইয়ের সম্মান জানাতে প্রস্তুত।।

31/12/2021

বসরের শেষ জুম্মার নামাজে বৃষ্টির সময়,

06/12/2021

কেমন হলো 🐸

15/09/2021

Mention your ট্রিং মোরিং ফ্রেন্ড 😂

15/09/2021

স্বামী যেনো জান্নাতে হুর না পাই এমন দোয়া জানার আর্জি করলেন একজন ধার্মিক স্বামী পাগল স্ত্রী 😊

12/09/2021

কে এই বাবুটা? 🙄

এই পোস্ট এর জন্য আমাকে restricted করে দিয়েসিলো 😭 আজকে 7দিন পর আবার পোস্ট করতে পারলাম,
08/09/2021

এই পোস্ট এর জন্য আমাকে restricted করে দিয়েসিলো 😭 আজকে 7দিন পর আবার পোস্ট করতে পারলাম,

28/08/2021

চাদপুর মােহনার ঘূর্নিস্রোতে পড়ে গিয়ে,এলাকা বাসির সাহায্য নিশ্চিত মৃত্যু থেকে রক্ষা
পেয়েছে এক শিশু

28/08/2021

পুলিশলীগ এর মানবতা দেখে কেউ আবার ভুল বুজবেন না, ওনি কিন্তু অসহায় ভাইয়াকে একটু হেল্প করতে ছিল আরকি 🐸

26/08/2021

কতটা হৃদয়বিদারক, এর দায় কে নিবে
চট্টগ্রামের মুরাদপুরে নালায় পড়ে পথচারী নিখোঁজ; চলছে তল্লাশি
!!
এটা চট্টগ্রামবাসীর জন্য নতুন কিছু না বৃষ্টি হলেই এরকম ঘটনা
ঘটে তারপর সবাই ভুলে যাই, নিকট অতীতে টেক্সি নালায় পড়ে
যাওয়ার বেশ কয়েকটা ঘটনা ঘটেছে,কিন্তু সমাধানের কোন পথ
দেখানাের কেউ নাই, অবিভাবকহীন চট্টগ্রাম,

26/08/2021

মোবাইল গেমস এর জন্য জোরে গেলো তাজা প্রাণ 😭

24/08/2021

সাপকে রাখী পড়াতে গিয়ে মারা গেলো ইন্ডিয়ান এক যোবক,

23/08/2021

জ্বলেরে জ্বলে আগুন লাগসে 😂

আস্সালামুআলাইকুম,looking for moderator and advisor for our page Eagleboy.bd
22/08/2021

আস্সালামুআলাইকুম,looking for moderator and advisor for our page Eagleboy.bd

21/08/2021

এবার কোথায় পলাইবা 🐸 শেষ পর্যন্ত দেখোন

21/08/2021

দেখেন কিভাবে ব্যবসা করে মন্দিরে 😄

21/08/2021

পাঁচ বছর বয়সে দিল্লি থেকে হারিয়ে নির্যাতিত হওয়া
রােকসানা পারভীন(২৬) এখন বাংলাদেশে নিজ পরিবারের
কাছে ফিরতে চায়।
সম্ভবত বাড়ী বরিশালে...সকলকে ভিডিও টিকে শেয়ার দিয়ে
তার পরিবারের কাছে ফিরিয়ে দিতে সহযােগিতায় এগিয়ে
আসুন,
পরিচয় পেলে আমাদের Prokrity News এর সাথে যােগাযােগ
করার অনুরােধ করছি।মােবাইলঃ-01725292541

18/08/2021

WWE বাংলা version 😂

Address

Dubai

Alerts

Be the first to know and let us send you an email when Eagleboy.bd posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Eagleboy.bd:

Videos

Share

Category