SUTV Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from SUTV, TV Channel, Al Ain.

06/10/2023

দ্বীপের ৫০শয্যার হাসপাতালটিতে সেবা দেয়া হচ্ছে শুধু ১৯ শয্যায়। বাকি ৩১ শয্যার ভবনটি পরিত্যক্ত হয়ে পড়ে থাকলেও সংস্কারে কোনো উদ্যোগ নেই বলে অভিযোগ রোগীসহ স্থানীয়দের।

04/10/2023

তৃতীয় টার্মিনালের ভিতরে বসেই যাত্রীরা দেখতে পারবে বাইরে পুরো চিত্র।

04/10/2023
সন্দ্বীপেবাউরিয়া ইউনিয়েনের ৪নং ওয়ার্ডের নাজিরহাট থেকে সীমান্ত মাঠস্থ্য রাস্তার উপর,মোড়ে মোড়ে,চায়ের দোকানের সামনে দিনে এব...
04/10/2023

সন্দ্বীপে
বাউরিয়া ইউনিয়েনের ৪নং ওয়ার্ডের
নাজিরহাট থেকে সীমান্ত মাঠস্থ্য
রাস্তার উপর,মোড়ে মোড়ে,
চায়ের দোকানের সামনে দিনে এবং রাত্রে অনেক
অস্ত্রধারী সন্ত্রাসী, নেশাখোড়,বৈদ্যুতিক তাঁর চুর, পানির কল চুর,চিন্তাইকারী,মোবাইল চোর,ইফটিজিনকারী,বাজে ও বখাটে যুবক একসাথে আড্ডা দেয়।

এই সন্ত্রাসী নেশাখোর বখাটেদের ভয়ে সাধারণমানুষ রাত্রে রাস্তায় চলাচল করতে ভয় পায়।

স্থানীয় সূত্রে জানাজাই এরা কিশোর গ্যাং এর সদস্য,
এদের দ্বারা সংঘতিত হয় স্কুল কলেজ ছুটি হওয়ার পর স্কুল কলেজে পড়া মেয়েদের ইফটিজিন, বাজে কথা,চুরি,বেদ্যুতিক তার চুরি,পানির কলচুরি,চিন্তাই, প্রেম সংঘতিত বিষয়ে মারধর,

উলেখ্য: গত ২২শে আগস্ট ২০২৩ চট্টগ্রাম থেকে বেড়াতে আসা রিপন নামে ব্যক্তির রাস্তা আটক করে,
অস্ত্রের মুখে তার মোবাইল,মানিব্যাগ, ও মারধর করে সব নিয়ে যায়, এবং তাকে ভয়বৃতি দেখায় যে এই বিষয়ে কারো কাছে কিছু বললে,
তার মাথা সাথে থাকবে না।
এই রকম আরো অনেক অভিযোগ আছে, তবে কেউ ভয়ে কিছু বলে না।

ঐ এলাকার জনপ্রতিনিধি যেন নিশ্চুপ এসব বিযয় দেখেও যেন দেখে না।

আমি থানা পুলিশের দৃষ্টি আকর্ষন করছি
এবং এদের ধরে শাস্তির ব্যবস্থা করার দাবী জানাচ্ছি।

04/06/2023

সন্দীপ রহমতপুর অনেক সুন্দর পরিবেশ

চৌমুহনীতে যানযট নিরসনে উপজেলা প্রশাসনের অভিযান, ফুটপাত দখলমুক্ত করার সিদ্ধান্তনোয়াখালী প্রতিনিধি: দেশের অন্যতম বানিজ্যিক...
31/01/2023

চৌমুহনীতে যানযট নিরসনে উপজেলা প্রশাসনের অভিযান, ফুটপাত দখলমুক্ত করার সিদ্ধান্ত

নোয়াখালী প্রতিনিধি: দেশের অন্যতম বানিজ্যিক কেন্দ্র নোয়াখালীর চৌমুহনী। কিন্তু প্রতিদিন লাগামহীন যানযটে অতিষ্ঠ এখানকার সাধারণত পথচারীরা। দীর্ঘদিন ধরে যানযট নিরসনের জন্য বিভিন্নভাবে চেষ্টা চালাচ্ছে বেগমগঞ্জ উপজেলা প্রশাসন।

তারই অংশ হিসেবে আজ (২৯ জানুয়ারী) বিকেলে চৌমুহনী বাজারের প্রধান সড়কে যানযটসহ জনগণের ভোগান্তি দূর করতে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে অভিযান পরিচালনা করা হয়। এসময় চৌমুহনী বাজারের দক্ষিণ পার্শ্বের সড়ক ও ফুটপাতের উপর অবৈধভাবে স্থাপন করা প্রতিবন্ধকতা অপসারণ করা হয়। জেলা প্রশাসনের নির্দেশে অভিযান পরিচালনা করেন বেগমগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা মো: ইয়াসির আরাফাত। এসময় উপস্থিত ছিলেন সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট আসিফ আল জিনাত সহ বেগমগঞ্জ থানা পুলিশ।

মোবাইল কোর্টের মাধ্যমে অবৈধ পার্কিং ও অনুমোদন ব্যতীত জনপথ, রাজপথ অথবা সরকারি জায়গা অন্যায়ভাবে দখলের প্রেক্ষিতে সড়ক পরিবহণ আইন, ২০১৮ এবং স্থানীয় সরকার (পৌরসভা) আইন, ২০০৯ এর বিভিন্ন ধারায় ৬ টি মামলায় মোট ১৩,০০০/- টাকা অর্থাদণ্ড প্রদান করা হয়।

প্রায় ছয় ঘন্টা ব্যাপী চলমান শ্বাসরুদ্ধকর এই অভিযান পরিচালনার কাজে সহায়তা করে বেগমগঞ্জ পৌরসভা।

প্রশাসনের পক্ষ থেকে নোয়াখালী টিভিকে জানানো হয় যানযট নিরসনে এ অভিযান নিয়মিত অব্যাহত থাকবে।

কাতারে কর্মস্থলে প্রবাসীর মৃত্যুদুর্ঘটনাবশত কর্মস্থলে মৃত্যু হয়েছে মোহা: মিন্টু (২৮) নামের এক কাতার প্রবাসী বাংলাদেশি ক...
31/01/2023

কাতারে কর্মস্থলে প্রবাসীর মৃত্যু

দুর্ঘটনাবশত কর্মস্থলে মৃত্যু হয়েছে মোহা: মিন্টু (২৮)
নামের এক কাতার প্রবাসী বাংলাদেশি কর্মীর।
ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন।

তিনি কাতারের মাইজার এলাকায় তিজারি রোডে থাকতেন। গত ৬-৭ বছর ধরে কাতারে বসবাস করছেন।
তার গ্রামের বাড়ি বাংলাদেশের নরসিংদী জেলায়।

বুধবার সকালে কাতারের বনি হাজের এলাকায়
একটি ঘরের ভেতর কাজ করার সময় তিনি সিড়ি থেকে
নিচে পড়ে যান। এতে তাঁর মৃত্যু হয়।

আমরা মরহুমের শোক-সন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন এবং পরম করুণাময় ও অসীম দয়ালু আল্লাহু্ তায়ালার নিকট তাঁর বিদেহী আত্মার শান্তি ও মাগফিরাত কামনা করছি।

ওমানে নিহত সন্দ্বীপের রেমিট্যান্স যুদ্ধা সারিকাইত প্রবাসী মাকসুদ আলমের লাশ আজ বাংলাদেশে পৌঁছেছে। পরিবারের মুখে হাসি ফুটা...
31/01/2023

ওমানে নিহত সন্দ্বীপের রেমিট্যান্স যুদ্ধা সারিকাইত প্রবাসী মাকসুদ আলমের লাশ আজ বাংলাদেশে পৌঁছেছে। পরিবারের মুখে হাসি ফুটানোর জন্য পরিবারকে একটু ভালো রাখার জন্য প্রবাসে পাড়ি জমিয়ে ছিলেন ভাগ্যের পরিহাস আজ ফিরতে হলো লাশ হয়ে।সবাই মন খুলে দোয়া করবেন আল্লাহ্ মাকসুদ আলমকে জান্নাতুল ফেরদৌস দান করে।

পবিত্র রজব মাসের 🌒 চাঁদ দেখা গেছে 18 ফেব্রুয়ারি শবে মেরাজ
26/01/2023

পবিত্র রজব মাসের 🌒 চাঁদ দেখা গেছে 18 ফেব্রুয়ারি শবে মেরাজ

সম্ভবত ঢাকার টুঙ্গির আশেপাশের কোনো রেললাইনের পাশে থাকা মানুষের জন্য খাবার নিয়ে গেছেন উস্তাদ ইবিট লিউ...!!
26/01/2023

সম্ভবত ঢাকার টুঙ্গির আশেপাশের কোনো রেললাইনের পাশে থাকা মানুষের জন্য খাবার নিয়ে গেছেন উস্তাদ ইবিট লিউ...!!

মান্যবর রাষ্ট্রদূত আবুধাবি সংযুক্ত আরব আমিরাত। জনাব আবু জাফর স্যার এবং বাংলাদেশ সমিতির সংযুক্ত আরব আমিরাতের সম্মানিত সভা...
26/01/2023

মান্যবর রাষ্ট্রদূত আবুধাবি সংযুক্ত আরব আমিরাত। জনাব আবু জাফর স্যার এবং বাংলাদেশ সমিতির সংযুক্ত আরব আমিরাতের সম্মানিত সভাপতি প্রকৌশলী মোয়াজ্জেম হোসেন এর সাথে সোনালী সন্দ্বীপ তরুণ প্রবাসী ঐক্য পরিষদের তৃতীয় প্রতিষ্ঠাবার্ষিকী ও অভিষেক অনুষ্ঠানের আমন্ত্রণপত্র নিয়ে সৌজন্যে সাক্ষাৎ।

ধন্যবাদ সম্মানিত স্যার আবু জাফর সাহেব এবং প্রকৌশলী মোয়াজ্জেম হোসেন কে অত্যান্ত আন্তরিকতার সহিত আনন্দের সাথে সময় দিয়েছেন,এবং দিক নির্দেশনামূলক পরামর্শ দিয়ে দাওয়াত নামা গ্রহণ করেছেন।

আমাদের টিম কতৃপক্ষের পক্ষ থেকে কৃতজ্ঞতা প্রকাশ করছি সম্মানিত রাষ্ট্রদূত জনাব আবু জাফর সাহেব এবং প্রকৌশলী মোয়াজ্জেম হোসেন এর কাছে আপনাদের আন্তরিকতা ভালোবাসা চিরকাল অম্লান থাকবে।

04/12/2022

আতঙ্কে ব্যাংক থেকে ৫০ হাজার কোটি টাকা তুলে নিয়েছেন গ্রাহকরা

22/11/2022

আজকে সংযুক্ত আরব আমিরাত আজমান শহরের অনেক বূষ্টি হয়েছে

23/09/2022
20/08/2022

একটি শোক সংবাদ

রহমতপুর,বাদামতলী নিবাসী মোঃ রফিক,প্রকাশ রফিক মিস্ত্রি (৭০) আজ সকাল সাড়ে ১১ টায় হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে মৃত্যু বরণ করেন ( ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন )।
আজ বাদ আছর লাল খান পাড়া জামে মসজিদ প্রাঙ্গনে মরহুমের জানাজার নামাজ অনুষ্ঠিত হবে। উক্ত নামাজে জানাজায় মরহুমের আত্মীয়-স্বজন,বন্ধু-বান্ধব ও শুভাকাঙ্ক্ষীদের উপস্থিত হয়ে মরহুমের আত্মার শান্তি ও মাগফিরাত কামনা করার জন্য অনুরোধ করা গেলো।

ইলিয়াস কামাল বাবু
সাধারন সম্পাদক
লাল খান পাড়া সমাজ
রহমতপুর,সন্দ্বীপ।

২০ আগস্ট '২০২২ খ্রিঃ

সাংবাদিক,শাহেদ এর বাড়িতে হামলা এবং মালামাল লুট ও চুরির ঘটনা ঘটে ========>========>========>চট্রগ্রাম সন্দ্বীপে দৈনিক দিন...
30/07/2022

সাংবাদিক,শাহেদ এর বাড়িতে হামলা এবং মালামাল লুট ও চুরির ঘটনা ঘটে
========>========>========>

চট্রগ্রাম সন্দ্বীপে দৈনিক দিন-প্রতিদিন পত্রিকায় করমরর্ত সাংবাদিক সাহেদ এর নির্মাণাধীন বাড়িতে হামলাও লুটের ঘটনা ঘটে। সন্দ্বীপ মুছাপুর ৫নং ওর্য়াড আজমত খাঁন গিণি মালাদারের বাড়ি থেকে সাহেদ এর নির্মাণাধীন বসত ঘর এর মালামাল লুট করেছে।

স্থানীয় সূত্রে জানা যায়, সাহেদ এর সাথে তাদের একই বাড়ির হানিফ এর সাথে দীর্ঘদিন ধরে জায়গা-জমি নিয়ে বিরোধ চলে আসছে। কিছুদিন আগে সাহেদ তার নিজ জায়গায় বসত ঘর এর নির্মাণের কাজে হাত দিলে হানিফ এসে বাঁধা দেয়, পরে স্থানীয় ইউপি মেম্বার এসে বিষটি সমাধান করেন। এর কিছু দিন পরে শুনেছি সাহেদ এর বাড়ি থেকে রাতের অন্ধকারে মালামাল চুরি করে নিয়ে যায়।

ভুক্তভোগী সাহেদ জানান, আমাদের পাশের বাড়ির হানিফ এর সাথে আমাদের বেশকিছু দিন ধরে জায়গা-জমি সংক্রান্ত বিরোধ চলে আসছে, বিগত কয়েক মাস আগে ২১/০৫/২২তারিখ সকাল ৭ঃ৩০ মিনেটের সময় প্রচন্ড বাতাসের কারণে কিছু গাছ ভেঙ্গে যায়, গাছের মালিক আকলিমা বেগম ও আজমালা বেগম ভেঙ্গে যাওয়া গাছের ডাল কাটার সময় হানিফ কয়েক জন সন্ত্রাস ও গুন্ডাবাহিনী নিয়ে এসে আকলিমা ও আজমালা বেগম এর উপর হামলা চালায়, আমি হানিফ কে বাধা দিলে তাক্ষণিক হানিফ ও তার সন্ত্রাসীদের নিয়ে আমার উপর হামলা চালায়, আমি আমাদের বাড়িতে আমার গাড়ি রেখে দৌড়ে চলে যায়, বাড়ির উত্তরে মুছাপুর তেমাথায়, গিয়ে ৯৯৯ এ কল করে আইনের সহযোগিতা চাই, পরে সন্দ্বীপ থানা থেকে কিছু পুলিশ পাঠায়, আমি পুলিশ কে নিয়ে বাড়িতে যায় দেখি গাড়ি ভাঙচুর অবস্থায় পরে আছে।পরে পুলিশকে নিয়ে গাড়ি উদ্ধার করি। বাড়িতে যাওয়ার পর শুনি হানিফ ও তার সন্ত্রাস নিয়ে আমার গাড়ির উপর হামলা ও ভাঙচুর করে হানিফ,আইয়ুব,জিহাদ,জিহান ও আপছার।এই বিষয়ে আমি সন্দ্বীপ থানায় একটি অভিযোগ দায়ের করি। এইছাড়াও এরা একাধিক মামলার আসামী সি,আর১২৩/২০২১ও ১৩৬/ ২০২২নং মামলা ওরা ভূমিদস্যু।অভিযোগ করার পর থেকে ওরা আমাকে বিভিন্ন ভাবে হত্যার হুমকি দিয়ে আসছে।

কিছু দিন পূর্বে আমি একটা ব্যক্তিগত কাজে চট্রগ্রাম যায়,এসে দেখি হানিফ, আইয়ূব, সিদ্দিক, জিহাদ, জিহান, আফছার,সহ ওদের আরো কিছু সন্ত্রাসী বাহিনী নিয়ে আমার নির্মাণাধীন বাড়ির রট, ইট, বালি, কাট,বাঁশ,চারটা চেয়ার, একটি পানিরকল,একটি লোহার দা,একটি লোহার কুড়াল সহ আরো কিছু কাজের মালামাল নিয়ে যায় এবং একটি গাছের বাগান থেকে ২০০পিচ চারা নষ্ট করে রেখে যায়, ঐ বাগান থেকে কিছু বড় গাছ কেটে নিয়ে যায়, বিষয় টি আমি মুছাপুর ইউপি চেয়ারম্যান, আবুল খায়ের নাদিম, ও স্থানীয়, ইউপি সদস্য, নিজাম উদ্দীন কে অবগত করি। একটি কাজে দ্রুত চট্টগ্রাম যাওয়াই , এর মধ্যে আমার মালামাল লুট ও চুরি করে নিয়ে যায়,।

ঘটনার সত্যতা জানতে মুছাপুর ইউপি চেয়ারম্যান আবুল খায়ের নাদিম কে একাধিক-বার মুঠোফোনে কল করে ও পাওয়া যায়নি, পরে স্থানীয় ৫ নং ওর্য়াডের ইউপি সদস্য, নিজাম উদ্দীন কে মুঠোফোনে কল করলে তিনি ঘটনার সত্যতা সীকার করে বলেন, হানিফ এর সাথে সাহেদের দীর্ঘদিন ধরে জমি-জমা নিয়ে বিরোধ চলে আসছে এইগুলো নিয়ে থানায় মামলা ও হয়েছে। এবং সাহেদ এর বাড়ির মালামাল লুট ও চুরির ঘটনাটি সাহেদ আমাকে জানিয়েছে,এইসব বিষয় নিয়ে সাহেদ ও আকলিমা ওনারা আমাদের স্থানীয় (এমপি) মহোদয়ের নিকট অভিযোগ করেছেন (এমপি) মহোদয় আমাদের চেয়ারম্যান ও আমাকে বিষটি প্রতিপক্ষের সাথে আলোচনা করে সমাধান করে দিতে বলেন, কিন্তু আমি হানিফ এর সাথে একাধিক-বার যোগাযোগ করলে হানিফ আমাকে মীমাংসা করার আশ্বাস দিয়েও কোন যোগাযোগ করেনি।

অভিযুক্ত হানিফ,ও আইয়ুব এর সাথে একাধিক-বার মুঠোফোনে যোগাযোগ করার চেষ্টা করলেও তাদের কাউকে পাওয়া যায়নি।

সাড়ে ৩ কোটি টাকার সেতুতে বাঁশ ও কাঠের পাইলনির্মাণ কাজ শেষ হওয়ার আগেই সাড়ে তিন কোটি টাকার সেতু দেবে গেছে। ৩০ মিটার দীর্ঘ ...
25/07/2022

সাড়ে ৩ কোটি টাকার সেতুতে বাঁশ ও কাঠের পাইল

নির্মাণ কাজ শেষ হওয়ার আগেই সাড়ে তিন কোটি টাকার সেতু দেবে গেছে। ৩০ মিটার দীর্ঘ সেতুটি নির্মাণে কোনো নিয়ম মানা হয়নি। সেতুর গার্ডার ও স্লাবের সেন্টারিং কাজে স্টিলের পাইপের পরিবর্তে বাঁশ ও কাঠের পাইল ব্যবহার, ঠিকাদারের দায়িত্বে অবহেলা ও সাইটে ঠিকাদারের প্রকৌশলী অনুপস্থিতিসহ নিম্নমানের সামগ্রী ব্যবহার করা হয়েছে। ফলে সেতুটি ধসে পড়েছে।

টাঙ্গাইলের লৌহজং নদীর ওপর নির্মাণাধীন সেতুর ক্ষেত্রে এমন ঘটনা ঘটেছে।

রোববার (২৪ জুলাই) দুর্নীতি দমন কমিশনের (দুদক) এনফোর্সমেন্ট টিম অভিযানে গিয়ে দেখতে পায় সেতুর মাঝখানে দেবে গেছে।

--------------------গভীর শোক প্রকাশ --------------সন্দ্বীপ কালাপানিয়া হেদায়েতুল ইসলাম মাদ্রাসার নূরানী বিভাগের প্রথম শ্র...
25/07/2022

--------------------গভীর শোক প্রকাশ --------------

সন্দ্বীপ কালাপানিয়া হেদায়েতুল ইসলাম মাদ্রাসার নূরানী বিভাগের প্রথম শ্রেণীর ছাত্র মোঃ আল-আমীন বয়স ০৭ বছর পিতা মোঃ আরিফ (প্রবাসী) কালাপানিয়া কমড় আলি হাজ্বী গোফাল বাড়ি,আজ সকালে তাহার নিজ বাড়িতে পুকুরের পানিতে ডুবে মৃত্যুবরণ করে,তাই আজ জোহরের নামাজের পর মাদ্রাসার মসজিদে মুহতামিম সাহেব সকল শিক্ষক, ছাত্রদের নিয়ে শোকাহত পরিবারের জন্য বিশেষ দোয়া করেন,মহান আল্লাহ যেন শোকাহত পরিবার কে উত্তম বদলা দান করেন এবং এই নিস্পাপ শিশুটিকে পরকালে তাহার মা বাবার জন্য জান্নাতুল ফেরদৌসের মাধ্যম বানিয়ে দেন,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,আমিন।

এ বছরের আগস্ট-সেপ্টেম্বর মাসের পরেই অক্টোবর মাসের মাঝামাঝি থেকে বিদ্যুৎ পরিস্থিতি স্বাভাবিক হয়ে আসবে। অক্টোবর মাসে বিদ্য...
24/07/2022

এ বছরের আগস্ট-সেপ্টেম্বর মাসের পরেই অক্টোবর মাসের মাঝামাঝি থেকে বিদ্যুৎ পরিস্থিতি স্বাভাবিক হয়ে আসবে। অক্টোবর মাসে বিদ্যুতের চাহিদা কিছুটা কমে আসবে। একই সাথে পরবর্তী বছর ২০২৩ সালের ফেব্রুয়ারি মাসের পর থেকে বিদ্যুতের চাহিদা আবারও বাড়তে থাকবে। কিন্তু তার আগেই, আগামী ৬/৭ মাসের মধ্যেই কয়লা ভিত্তিক
(১) পায়রা তাপবিদ্যুৎ কেন্দ্রের দ্বিতীয় ইউনিট ৬৫০ মেগাওয়াট (২০২২ ডিসেম্বর)

(২) ভারতের আদানি পাওয়ার প্ল্যান্ট থেকে ১৬০০ মেগাওয়াট (২০২২ ডিসেম্বর)

(৩) রামপাল থেকে ৬৫০ মেগাওয়াট (২০২৩ ফেব্রুয়ারি)

(৪) এস আলম থেকে ১২০০ মেগাওয়াট (২০২৩ মার্চ)

**মোট ৪১০০ মেগাওয়াট বিদ্যুৎ জাতীয় গ্রিডে সংযুক্ত হবে। এই বিদ্যুৎ কেন্দ্রগুলো যেহেতু কয়লা ভিত্তিক তাপ বিদ্যুৎ কেন্দ্র, কাজেই এগুলো আমাদের এলএনজি এবং তেলের উপর নির্ভরশীলতা কমাবে। বর্তমান জটিল বিশ্ব বাস্তবতায় আমরা কঠিন সময় অতিক্রম করছি, কিন্তু আমাদের যা প্রস্তুতি আছে তাতে অল্প সময়ের মধ্যেই আমরা তা মোকাবিলা করতে সক্ষম হব ইনশাআল্লাহ। গত ১৪ বছরে শেখ হাসিনা সরকারের বিদ্যুৎ খাতে দূরদর্শিতা ও অভুতপূর্ব উন্নয়নের ফলেই আমরা এত অল্প সময়েই একটি সহনীয় পর্যায়ে আসতে সক্ষম হব।

30/06/2022

পৌরসভা ১ নং মাছ ঘাটের কেরানী কাসেম এর প্রতি মাসে অবৈধ উপার্জন ৩ লক্ষ টাকা যা মেয়রের অজানা

ডেক্স নিউজ

সন্দ্বীপ পৌরসভার তালুকদার মার্কেট সংলগ্ন ১ নং মাছ ঘাটটি প্রতিনিয়ত ছিলো পাইকার ও খুচরা মাছ ব্যবসায়ীদের পদচারনায় মুখরিত। নির্বিঘ্নে মাছ ব্যবসায়ীরা এখান থেকে মাছ ক্রয় করে সন্দ্বীপের বিভিন্ন বাজারে নিয়ে বিক্রি করতো। কিন্তু গত কয়েকমাস ধরে কেরানী কাসেম ও এম,এ কালাম নামের ২ কেরানীর প্রতিনিয়ত অশালীন ব্যবহার ও অবৈধ ভাবে ব্যবসায়ী সহ ঘাটের মুল মালিককে ঠকিয়ে প্রতি মাসে প্রায় ৩ লক্ষ টাকা উপার্জনের লোভ আস্তে আস্তে মাছ ব্যবসায়ীদের ভাটা পড়তে শুরু করেছে। ঘাটে মাছ কিনতে যাওয়া কয়েকজন মাছ ব্যবসায়ী জানান প্রতিদিন যদি ১০ টি দাগে মাছ বিক্রি হয় সে দাগের মাছের মুল্য যত টাকা উঠে সেখান থেকে ১ থেকে ২ হাজার টাকা খাতায় কম লিখে সে। অন্যদিকে ২০ দাগে মাছ বিক্রি হলে সেখান থেকে দেখা যায় ১ টি দাগের মুল্য পুরোটা গায়েব করে দেয়। এমন বিষয় কারো নজরে পড়লে বা কেউ জিজ্ঞেস করলে তখন সে চশমা দিয়ে চোখের কাছে নিয়ে খুটিয়ে দেখার ভান করে,এবং বলে উঠে আরে ঠিকতো আসলে ভুল হয়ে গেছে। তখন সেটা নতুনন করে খাতায় এন্ট্রি করে। অন্যদিকে নিজের পরিবারের খাওয়ার মাছের কথা বলে একেক দিন একেক খাঁচা থেকে প্রায় ৪/৫ কেজি ওজনের এক টুপরি মাছ নিয়ে নেয় যার মুল্যও ১ হাজার থেকে ১২ শ টাকা। এবং সে মাছ বাড়িতে নিয়ে যাওয়ার জন্য একজন লোক থাকে, সে সেগুলো পথে পথে বিক্রি করে টাকা কাসেমকে দিয়ে দেয়। আবার ঘাটে যারা ক্ষুদ্র ব্যবসায়ী তাদের সাথে অশালীন আচরন করে। এ সমস্ত সব কিছু ঘটে মেয়র মোক্তাদের মাওলা সেলিম এর অজান্তে। তাই মেয়রের শুভাকাংখী অনেকে জানান মেয়রের অজান্তে এই কেরানী কাসেম প্রতিদিন ১০/১২ হাজার টাকা ঘাট মালিকের অজান্তে ব্যবসা করে ফেলে। এবং মাস শেষে সে টাকার পরিমান দাঁড়ায় ৩ লক্ষ টাকার উপরে। যা মুল ঘাট মালিকের উপার্জনের চেয়েও বেশী। আর সে টাকা দিয়ে তার এখন রমরমা অবস্থা।কিন্তু ঘাট মালিক মেয়র মোক্তাদের মাওলা সেলিমের বিশ্বস্ততা অর্জনের সুযোগ নিয়ে এগুলো করার কারনে কেউ মেয়রকে এ সমস্ত বিষয় ভয়ে জানান না। তাদের ধারনা মেয়র ভাববেন ইচ্ছাকৃত ভাবে ওনার কান ভারি করা হচ্ছে। এখন মুল বিষয় হচ্ছে মাছ ব্যবসায়ারী তাদের অনিয়ন্ত্রিত ঘাট চালানো এবং ব্যবসায়ীদের সাথে খারাপ ব্যবহারের কারনে তারা দিন দিন এ ঘাটের দিক থেকে মুখ ফিরিয়ে নিচ্ছেন। তাদের মুল কথা হলো মেয়র

বাংলাদেশের জনপ্রিয় টেলিভিশন mytv Bangladesh স্বত্তাধিকারী - ও জনপ্রিয় ইউটুবার  যিনি কোটিপতি বাবার একমাত্র পুত্রসন্তান। য...
23/06/2022

বাংলাদেশের জনপ্রিয় টেলিভিশন mytv Bangladesh স্বত্তাধিকারী - ও জনপ্রিয় ইউটুবার যিনি কোটিপতি বাবার একমাত্র পুত্রসন্তান। যার খাবার চারজন/পাঁচজন মানুষ এসে ডাইনিং টেবিলে রেখে যায়। যার প্রতি মাসে নতুন মডেলের গাড়ি কেনা শখ। সেই ছেলেটার কাধে মানবতার বোঝা। এই দৃশ্যটা কতো সুন্দর আহা।
তাইতো বলি,
মানুষের জন্য কাঁদে যে প্রাণ,
সেই তো মানুষ, সেই তো মহান।

Tawhid uddin Afridi ❤️❤️

13/05/2022

সংযুক্ত আরব আমিরাতের প্রেসিডেন্ট এবং আবুধাবির শাসক শেখ খলিফা বিন জায়েদ আলে নাহিয়ান শুক্রবার (১৩ মে) মারা গেছেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭৩ বছর। দেশটির প্রেসিডেন্টের কার্যালয় এই তথ্য জানিয়েছে।

এক বিবৃতিতে বলা হয়েছে, রাষ্ট্রপতি বিষয়ক মন্ত্রণালয় সংযুক্ত আরব আমিরাতের প্রেসিডেন্ট শেখ খলিফা বিন জায়েদ আল নাহিয়ানের মৃত্যুতে আরব আমিরাতের জনগণ, আরব এবং ইসলামিক জাতি এবং বিশ্ববাসীকে সমবেদনা জানিয়েছে।

শেখ খলিফা তার পিতা প্রয়াত শেখ জায়েদ বিন সুলতান আল নাহিয়ানের উত্তরসূরি নির্বাচিত হয়েছিলেন। শেখ খলিফা ১৯৪৮ সালে জন্মগ্রহণ করেন। তিনি সংযুক্ত আরব আমিরাতের দ্বিতীয় রাষ্ট্রপতি এবং আবুধাবির ১৬ তম শাসক ছিলেন।

11/04/2022

কি অপরাধ ছিল এই প্রবাসী ভাইটার
সন্দ্বীপ তালতলি বাজার এর বিশিষ্ঠ বস্তা ব্যবসায়িক মোঃ মনির আর কতো শুনবো আর কতো অপরাধ সহয্য করবো
আমি এই অপরাধ ও একজন প্রবাসির ভাই এর আকুল কাঁন্নার বিচার চাই এবং সন্দ্বীপ থানার প্রসাশন ও আমাদের মাননিয় এমপি মহাদম এর দৃষ্টি আকর্ষণ করছি
আমাদের সন্দ্বীপ এর জন্য নেককার জনক ঘটনা এদেরকে আইনের আওতায় আনা হোক এরা আমাদের সন্দ্বীপের মানসম্মান নষ্ট করে ফেলছে

কালেক্ট

20/03/2022
03/03/2022

আবুধাবি থেকে বিমানের ভাড়া বেশি কেন? চট্টগ্রামের সাথে সরাসরি চট্টগ্রামের ফ্লাইট আজ থেকে শুরু ২৮ মার্চ থেকে চট্টগ্রাম থেকে আবুধাবিতে আসবে ইন শা আল্লাহ। বিমানের আবুধাবি এরিয়া ম্যানাজার হাসান আব্দুল্লাহ।

ডিসি নয়, বিল পাসের দায়িত্ব এসপিকে দেওয়া উচিত : আইজিপি বাংলাদেশ পুলিশ মহাপরিদর্শক (আইজিপি) ড. বেনজীর আহমেদ বলেছেন, ‘জুনিয়...
02/03/2022

ডিসি নয়, বিল পাসের দায়িত্ব এসপিকে দেওয়া উচিত : আইজিপি

বাংলাদেশ পুলিশ মহাপরিদর্শক (আইজিপি) ড. বেনজীর আহমেদ বলেছেন, ‘জুনিয়র কোনো পুলিশ সদস্যের মৃত্যুর পর পাঁচ লাখ টাকা আর্থিক অনুদান পেত পরিবার। তখন বিল পাস করত জেলা পুলিশ সুপার। সরকার ২০২০ সালে আট লাখ করার পর সেই বিল পাস করে জেলা প্রশাসকরা। এতে দীর্ঘসূত্রতা তৈরি হয়েছে। ২০২০ সালে কর্তব্যরত অবস্থায় মারা যায় ৩৭৭ পুলিশ সদস্য। এরমধ্যে মাত্র ৭৯ পরিবার টাকা পেয়েছেন। বাকি সব পেন্ডিং।’

আইজিপি স্বরাষ্ট্র সচিবের দৃষ্টি আকর্ষণ করে বলেন, ‘আমাদের জুনিয়র কোনো সদস্য যখন দায়িত্বরত অবস্থায় মারা যায় তখন পুরো পরিবার অথৈ সমুদ্রে নিক্ষিপ্ত হয়। জেলা প্রশাসকরা অনেক ব্যস্ত থাকেন। এই দায়িত্ব যদি আবারো পুলিশ সুপারদের কাছে যায় তাহলে এই সমন্বয়হীনতা থাকবে না। মৃত পুলিশ সদস্যদের অসহায় পরিবারগুলোর অনেক উপকার হবে। আশা করছি, এই অনিশ্চয়তা কাটাতে উদ্যোগী হবে মন্ত্রণালয়।’

Address

Al Ain

Telephone

+971566083152

Website

Alerts

Be the first to know and let us send you an email when SUTV posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Videos

Share

Category


Other TV Channels in Al Ain

Show All