দ্বীপের ৫০শয্যার হাসপাতালটিতে সেবা দেয়া হচ্ছে শুধু ১৯ শয্যায়। বাকি ৩১ শয্যার ভবনটি পরিত্যক্ত হয়ে পড়ে থাকলেও সংস্কারে কোনো উদ্যোগ নেই বলে অভিযোগ রোগীসহ স্থানীয়দের।
তৃতীয় টার্মিনালের ভিতরে বসেই যাত্রীরা দেখতে পারবে বাইরে পুরো চিত্র।
সন্দীপ রহমতপুর অনেক সুন্দর পরিবেশ
আজকে সংযুক্ত আরব আমিরাত আজমান শহরের অনেক বূষ্টি হয়েছে
সংযুক্ত আরব আমিরাতের প্রেসিডেন্ট এবং আবুধাবির শাসক শেখ খলিফা বিন জায়েদ আলে নাহিয়ান শুক্রবার (১৩ মে) মারা গেছেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭৩ বছর। দেশটির প্রেসিডেন্টের কার্যালয় এই তথ্য জানিয়েছে।
এক বিবৃতিতে বলা হয়েছে, রাষ্ট্রপতি বিষয়ক মন্ত্রণালয় সংযুক্ত আরব আমিরাতের প্রেসিডেন্ট শেখ খলিফা বিন জায়েদ আল নাহিয়ানের মৃত্যুতে আরব আমিরাতের জনগণ, আরব এবং ইসলামিক জাতি এবং বিশ্ববাসীকে সমবেদনা জানিয়েছে।
শেখ খলিফা তার পিতা প্রয়াত শেখ জায়েদ বিন সুলতান আল নাহিয়ানের উত্তরসূরি নির্বাচিত হয়েছিলেন। শেখ খলিফা ১৯৪৮ সালে জন্মগ্রহণ করেন। তিনি সংযুক্ত আরব আমিরাতের দ্বিতীয় রাষ্ট্রপতি এবং আবুধাবির ১৬ তম শাসক ছিলেন।
কি অপরাধ ছিল এই প্রবাসী ভাইটার
সন্দ্বীপ তালতলি বাজার এর বিশিষ্ঠ বস্তা ব্যবসায়িক মোঃ মনির আর কতো শুনবো আর কতো অপরাধ সহয্য করবো
আমি এই অপরাধ ও একজন প্রবাসির ভাই এর আকুল কাঁন্নার বিচার চাই এবং সন্দ্বীপ থানার প্রসাশন ও আমাদের মাননিয় এমপি মহাদম এর দৃষ্টি আকর্ষণ করছি
আমাদের সন্দ্বীপ এর জন্য নেককার জনক ঘটনা এদেরকে আইনের আওতায় আনা হোক এরা আমাদের সন্দ্বীপের মানসম্মান নষ্ট করে ফেলছে
কালেক্ট
আবুধাবি থেকে বিমানের ভাড়া বেশি কেন? চট্টগ্রামের সাথে সরাসরি চট্টগ্রামের ফ্লাইট আজ থেকে শুরু ২৮ মার্চ থেকে চট্টগ্রাম থেকে আবুধাবিতে আসবে ইন শা আল্লাহ। বিমানের আবুধাবি এরিয়া ম্যানাজার হাসান আব্দুল্লাহ।
মানুষ মানুষের জন্য
একটু সহানুভূতি কি মানুষ পেতে পারেনা?????
১১ মিনিটের এই ভিডিওটি দেখে হৃদয়ের আত্নচিৎকার যেন থামাতে পারছিনা😭😭😭😭😭বারবার এ-ই প্রবাসী সহযোদ্ধার জন্য মন কেঁদে উঠে।
একটা মানুষ বেঁচে থেকেও যেন মৃত প্রায়, কথায় বলে মানুষ মরে গেলে বেঁচে যায়, বেঁচে থাকলে কষ্টের সাথে লড়াই করে বাঁচতে হয়,,,, কিন্তু এ যে এক মহাভারতকে কে হার মানানো কষ্ট, মানবিক হৃদয় যেন সহ্য করতে পারছেনা তারপরও দিনের পর দিন এ-ই প্রবাসী সহযোদ্ধাকে মানতে না পারা কষ্ট সয়ে যেতে হচ্ছে।
আচ্ছা আমারা প্রবাসীরা তো জীবন যুদ্ধে হার না মানা সৈনিক,,,,আমরা সন্দ্বীপস্থ সকল প্রবাসী কি আমাদের এ-ই প্রবাসী সহযোদ্ধার জন্য এক হতে পারিনা,,,,,দশের লাঠি একের বোঝা,,,, আমরা সকল প্রবাসীরা এগিয়ে আসলে আমাদের মিজানুর রহমান ভাই ফিরে পেতে পারে আপনার আমার মত স্বাভাবিক জীবন।
সন্দ্বীপস্থ সকল প্রবাসী সহযোদ্ধার, সকল মানব প্
টাঙ্গাইল RAB 12 সি পি সি ৩, লেফটেন্যান্ট কমান্ডার আব্দুল্লাহ আল মামুন সাহেবের অভিযানে ১০০৩ পিস ইয়াবা, একটি প্রাইভেটকার সহ দুজনকে গ্রেপ্তার, ও মামলা দায়েডর করে টাংগাইল সদর মডেল থানায় প্রেরণ।
আসামী ১। মিজানুর রহমান ছানাউল্লা (৩৯), পিতা, দুলাল হোসেন ।
২। রায়হান উদ্দিন(৩৫),পিতাঃ মোঃ আবেদ আলী,উভয় সাং মানিক নগর,থানাঃঈশ্বরদী,জেলা ঃ পাবনা । (পর্ব ২)
জগন্নাথপুরে টিকা কার্যক্রমে হ য ব র ল অবস্থা।
সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে অব্যবস্থাপনার অভাবে টিকা কার্যক্রমে হ য ব র ল অবস্থা চলছে।
টিকা দিতে চলছে প্রতিযোগিতা। আমাদের জগন্নাথপুর প্রতিনিধি রনি মিয়া জানান, মঙ্গলবার সকালে এসেও শত শত নারী-পুরুষের কপালে জুটেনি টিকা।
ক্ষোভ হতাশা প্রকাশ করেছেন নিরিহ নাগরিকরা।
দেখার যেন কেউ নেই। এ সময় শত শত নারী পুরুষের মধ্যে স্বাস্থ্যবিধির কোন বালাই লক্ষ্য করা যায়নি ।
ভুক্তভোগীদের অভিযোগ কতৃপক্ষের দায়িত্বহীনতা ও অব্যবস্থাপনার অভাবে
হ য ব র ল অবস্থায় টিকা কার্যক্রম চলছে।
তবে কতৃপক্ষ বলছে, লাইন ভাঙলে আমাদের কিছু করার নেই।
রনি মিয়া
জগন্নাথপুর, সুনামগঞ্জ।
মোবাইল ০১৭৯৮৩৮৮৯৮৯
তারিখ -২২/০২/২০২২
সংযুক্ত আরব আমিরাতে সড়ক দুর্ঘটনায় আহত হলে এবং সেই সাথে ক্ষতি পূরণ পেতে আপনার করণীয়...
১. সড়ক দুর্ঘটনার সাথে সাথে ঘটনাস্থলে থাকা অবস্থায়
পুলিশকে জানান।
২. এক্সিডেন্টের পুলিশ রিপোর্ট সংগ্রহ করুন।হসপিটালে
ভর্তি এবং ক্ষতি
পূরণের আবেদন করতে পুলিশ রিপোর্ট বাধ্যতা মূলক।
৩. হসপিটালে চিকিৎসার যাবতীয় ডকুমেন্টস সংগ্রহ করা।
৪. পুলিশ রিপোর্ট আর মেডিক্যাল রিপোর্ট নিয়ে কোন
একজন
আইনজীবীর পরামর্শ নিয়ে ক্ষতি পূরণের আবেদন করা।
বি দ্রঃ সড়ক দুর্ঘটনায় ক্ষতি পূরণ পেতে আপনাকে অবশ্যই নির্দোষ হতে হবে।আপনার দোষ আছে কি নেই তা পুলিশ রিপোর্টের মাধ্যমে জানতে পারবেন।
আরো পরামর্শের জন্য
যোগাযোগ ঃ
+971563856480
কৈখালী ইউনিয়ন পরিষদের বারবার নির্বাচিত চেয়ারম্যান শেখ আব্দুর রহিমকে গ্রেফতার করেছে পুলিশ।
মোঃ আলফাত হাসান সাতক্ষীরা জেলা প্রতিনিধিঃ বুধবার (৯ ফেব্রুয়ারি) দুপুর ১২টার দিকে ইউনিয়ন পরিষদে যাওয়ার পথে তাকে গ্রেফতার করা হয়। শেখ আব্দুর রহিম শ্যামনগর উপজেলার জয়াখালী গ্রামের অবসরপ্রাপ্ত শিক্ষক শেখ আবু দাউদের ছেলে।
চেয়ারম্যান রহিমের পরিবারের ও ইউনিয়নবাসীদের দাবি, গ্রেফতারের সময় আব্দুর রহিমকে রাস্তার ওপর ফেলে বেপরোয়া মারধর করে পুলিশ এবং অকথ্য ভাষায় গালিগালাজ করে পুলিশ। এতে নির্বাচনে পরাজিত প্রার্থীর কর্মী-সমর্থকরাও অংশ নেন বলে মনে করেন স্থানীয়রা।
তবে পুলিশের দাবি, আব্দুর রহিমকে গ্রেফতারের সময় তার কর্মী-সমর্থকদের হামলায় পুলিশ কনস্টেবল রিপন আহত হন। তিনি শ্যামনগর হাসপাতালে চিকিৎসা নিয়েছেন।
এসব বিষয়ে শ্যামনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কা
পীরগঞ্জের তারুণ্যের প্রত্যাশায় স্বেচ্ছাসেবী সংগঠনের পক্ষথেকে শীতবস্ত্র বিতরণ
মোঃ ফারজুল ইসলাম
রংপুর(পীরগঞ্জ)প্রতিনিধি:
রংপুরের পীরগঞ্জের খালাশপীরে
তারুণ্যের প্রত্যাশায় স্বেচ্ছাসেবী সংগঠনের আয়োজনে আলোচনা সভা ও অসহায় সুবিধা বঞ্চিত শীতার্ত মানুষের মাঝে আজ(২৯ জানুয়ারি) শনিবার সকালে উপজেলার ৬টি ইউনিয়নের মোট ১২০ জনকে খালাশপীর মাদ্রাসা মাঠে শীতবস্ত্র বিতরণ করা হয়।
এর আগে সংগঠনের সদস্য যারা স্বেচ্ছায় রক্ত দিয়েছেন তাদেরকে ফুল দিয়ে শুভেচ্ছা জানানো হয়। এসময় উপস্থিত ছিলেন সংগঠনের সভাপতি রাশেক কবির (কনক) সহ-সভাপতি ফরহাদ হোসেন। স্বাস্থ্য ও সেবা বিষয়ক সম্পাদক মাসুদ রানা। সাধারণ সম্পাদক সারোয়ার শিশির। সাংগঠনিক সম্পাদক মেহেদী হাসান রতন সহ সকল সদস্যবৃন্দ।
এই উদ্যোগে সার্বিক সহযোগিতায় ছিলেন জনাব, সিরাজুল ইসলাম সিরাজ বিশিষ্ট ব্যবসায়ী ও শ
বাহুবলের রুপাইছড়ায় টিলা কেটে রাবার বাগান উজাড় করে রেখেছেন জেলা তাঁতিলীগ সভাপতি।
হবিগঞ্জ প্রতিনিধিঃ
বাহুবলের পুটিজুরীর সাবেক চেয়ারম্যান ও জেলা তাঁতিলীগের সভাপতি রুপাইছড়া রবার বাগানের পাহাড় টিলা কেটে প্রায় ১৯ একর জায়গা দখল করে রেখেছেন।
পাহাড়ি টিলা আর সমতল ভূমির উপর নির্দিষ্ট দূরত্বে সারি সারি রবার গাছ। শ্যামল সবুজ নৈসর্গিক এই সৌন্দর্য দেখতেও আসেন হবিগঞ্জের বাহুবল উপজেলার রুপাইছড়া রবার বাগানে। তবে জায়গা দখল করে গাছ কাটা আর বালু উত্তোলনের জন্য অস্তিত্ব হারানোর ঝুঁকিতে পড়েছে সরকারি মালিকানাধীন এ বাগানটি।
এই বাগানটি রক্ষার দায়িত্ব যাদের, তাদের অবহেলাতে ইতিমধ্যে রাবার বাগানের প্রায় ১৯ একর জায়গা হাতছাড়া হয়ে গেছে। বাগান টির মোট জায়গার পরিমাণ ১ হাজার ৯৬৩ একর। সিলেট বিভাগের ৪টি রাবার বাগানের মধ্যে এটি অন্যতম।
জানা যায়, বাহুবলের পুটিজুরী ইউনিয়নে
সোনাইমুড়ী বাজারে বেলায়েতে নামে এক ব্যবসায়ী উপর হামলার দৃশ্য সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ভাইরাল হয়েছে। ভিডিও ফুটেজে দেখা যায়, দুই যুবক মিলে বেলায়েতে নামে এক বয়স্ক ব্যবসায়ীকে মারধরসহ অশ্লীল গালিগালাজ করছেন।
এই হামলার তিব্র নিন্দা জানাচ্ছি
দৌলতপুর কৈপাল মোড়ে আজ বেলা ৩টার দিকে একটি স্টিয়ারিং ও ভ্যান মুখোমুখি সংঘর্ষ হয়। তিন জন গুরু তর আহত হোসে মাসুদ রানা কুষ্টিয়া জেলা প্রতিনিধি
মন খারাপ হলে আমি ছুটে আসি এই সাগরের ঢেউ দেখতে আমি তখন মন খুলে সাগরের সাথে কথা বলি আর মনের দুঃখ প্রকাশ করি আজমান সাগর পাড়
সত্যি কথা ভাইর কথা গুলো কলিজাতে লাগছে