26/11/2024
#দুবাই ড্রাইভিং লাইসেন্স। 🚗
#দুবাই ড্রাইভিং লাইসেন্স এর ব্যাপারে জানা- অজানা তথ্য।
🚘 দুবাই ড্রাইভিং লাইসেন্স মানে (সোনার হরিণ) এটা হাতে পেতে হলে নিজের দক্ষতা কিংবা ভাগ্যের উপর নির্বর করে।
🤔 কয়েকটি ধাপের মধ্য দিয়ে এই লাইসেন্স নামের সোনার হরিণ হাতে আসে।
👇 ধাপগুলো নিচে বিস্তারিত তুলে ধরা হলো।
👉 File Opening.
এর সময় অবশ্যই গাড়ি সিলেক্ট করে নেবেন অটোমেটিক না ম্যানুয়েল। তারপর আপনার পছন্দের প্যাকেজ সিলেক্ট করতে হবে। যেমন:_ গোল্ডেন স্যান্স, ওয়ান টাইম রেগুলার, থ্রি টাইম, সিক্স টাইম এবং আনলিমিটেড। একেক প্যাকেজের এমাউন্টও ভিন্ন,ভিন্ন।
👉 Eye Test.
এই টেস্টা ড্রাইভিং স্কুলেও করতে পারেন কিংবা বাহিরেও।
👉 8 Lectures. (Online)
এটা বাধ্যতা মূলক করতেই হবে, না হলে পরবর্তী ধাপে যাওয়া যাবে না। সবগুলো ক্লাস শেষ হলে ইস্কুল আপানার পরিক্ষা নেবে।
👉 Mock Test. (Online)
এটা হলো ইস্কুলের মেধা যাচাই পরিক্ষা যা কম্পিউটারে ৬০ টা প্রশ্ন আসবে সময় ৬০ মিনিট। ৫০ এর উপরে উত্তর দিতে হবে। না হলে পরবর্তী ধাপে যেতে দেওয়া হবে না।
👉 RTA Theory Test. (Online)
যার মধ্যে ৪০ টা প্রশ্ন আসবে ৩০ মিনিটে ৩০ টা উত্তর দিতে হবে।
👉 Simulator training.
যদি আপনার কাছে কোন দেশের লাইসেন্স থাকে, তাহলে এই ট্রেনিং এর প্রয়োজন নাই না থাকলে লাগবে।
👉 Practical 40 Class (20 Hour)
ট্রেইনার আপনাকে প্রতিদিন ২ ঘন্টা করে গাড়ি শেখাবে। সপ্তাহে ২ দিন, ৩ দিন অথবা প্রতিদিন।
👉 Road Assessment test
ইস্কুলের পক্ষ থেকে রাস্তায় গাড়ি চালিয়ে পরিক্ষা নেবে। ফেইল হলে ২ দিন ক্লাস দেবে।
👉 Parking class.
মোট ৫ টা পার্কিং ক্লাস শিখানো হবে। Slop test, Emergency break, Angle parking, Garage parking ও Parall parking. মোট ২ দিন ২ ঘন্টা করে ক্লাস হবে।
👉 Parking assessment test.
ইস্কুলের পক্ষ থেকে পরিক্ষা নেবে যা হবে (স্মার্ট এয়ার্ড টেস্ট) গাড়িতে ক্যামেরা, সেন্সার লাগানো থাকবে। আপার রেজাল্ট কম্পিউটারে চলে আসবে। যেগুলো পাস হবেন আর পূনরায় দিতে হবে না। ফেইল হলে আবার ১ ঘন্টা ক্লাস করে বাকী গুলার পরিক্ষা দিতে হবে।
👉 RTA Parking test.
(স্মার্ট এয়ার্ড টেস্ট) যা দুবাইয়ের সরকারি লোক এসে কম্পিউটারে বসে দেখবে আপনি কেমন পার্কিং করেন। পাস আর ফেইলের রেজাল্ট প্রিন্ট হয়ে ভেরিয়ে আসবে।
👉 RTA Road Test
ফাইনাল রোড টেস্ট আপনার সাথে দুবাইয়ের সরকারের পক্ষ থেকে একজন লোক থাকবে। আপনাকে দেখবে আপনি কেমন ড্রাইভার কেমন ড্রাইভিং পারেন। আপনাকে দিক নির্দেশনা দেবে গাড়ি চালানোর জন্য। উনি যদি মনে করেন আপনি ভালো ড্রাইভার তাহলে লাইসেন্স পাবেন না হলে ফেইল। উনি বলে দেবেন আপনাকে কয়টা ক্লাস নিতে হবে। পরবর্তীতে আবার পরিক্ষা হবে । একটা ডাইভিং লাইসেন্স হাতে পেতে সময় লাগে ৩ মাস, ৬ মাস, ১২ মাস আবার অনেকেই ব্যার্থ হয়ে যান। তাই যারা বাংলাদেশে বসে দুবাই এসে ড্রাইভিং করতে ভাবছেন তারা ভেবে চিন্তে লেনাদেনা করবেন।
Travel Group Bangladeshi