Asif vlogs

Asif vlogs স্বপ্ন দেখুন বাস্তবে যখন ধরা দিবে তখন স্বপ্নকে বাস্তবে রুপান্তর করুন���

 #দুবাই ড্রাইভিং লাইসেন্স। 🚗 #দুবাই ড্রাইভিং লাইসেন্স এর ব্যাপারে জানা- অজানা তথ্য।🚘 দুবাই ড্রাইভিং লাইসেন্স মানে (সোনার...
26/11/2024

#দুবাই ড্রাইভিং লাইসেন্স। 🚗
#দুবাই ড্রাইভিং লাইসেন্স এর ব্যাপারে জানা- অজানা তথ্য।

🚘 দুবাই ড্রাইভিং লাইসেন্স মানে (সোনার হরিণ) এটা হাতে পেতে হলে নিজের দক্ষতা কিংবা ভাগ্যের উপর নির্বর করে।

🤔 কয়েকটি ধাপের মধ্য দিয়ে এই লাইসেন্স নামের সোনার হরিণ হাতে আসে।

👇 ধাপগুলো নিচে বিস্তারিত তুলে ধরা হলো।

👉 File Opening.
এর সময় অবশ্যই গাড়ি সিলেক্ট করে নেবেন অটোমেটিক না ম্যানুয়েল। তারপর আপনার পছন্দের প্যাকেজ সিলেক্ট করতে হবে। যেমন:_ গোল্ডেন স্যান্স, ওয়ান টাইম রেগুলার, থ্রি টাইম, সিক্স টাইম এবং আনলিমিটেড। একেক প্যাকেজের এমাউন্টও ভিন্ন,ভিন্ন।

👉 Eye Test.
এই টেস্টা ড্রাইভিং স্কুলেও করতে পারেন কিংবা বাহিরেও।

👉 8 Lectures. (Online)
এটা বাধ্যতা মূলক করতেই হবে, না হলে পরবর্তী ধাপে যাওয়া যাবে না। সবগুলো ক্লাস শেষ হলে ইস্কুল আপানার পরিক্ষা নেবে।

👉 Mock Test. (Online)
এটা হলো ইস্কুলের মেধা যাচাই পরিক্ষা যা কম্পিউটারে ৬০ টা প্রশ্ন আসবে সময় ৬০ মিনিট। ৫০ এর উপরে উত্তর দিতে হবে। না হলে পরবর্তী ধাপে যেতে দেওয়া হবে না।

👉 RTA Theory Test. (Online)
যার মধ্যে ৪০ টা প্রশ্ন আসবে ৩০ মিনিটে ৩০ টা উত্তর দিতে হবে।

👉 Simulator training.
যদি আপনার কাছে কোন দেশের লাইসেন্স থাকে, তাহলে এই ট্রেনিং এর প্রয়োজন নাই না থাকলে লাগবে।

👉 Practical 40 Class (20 Hour)
ট্রেইনার আপনাকে প্রতিদিন ২ ঘন্টা করে গাড়ি শেখাবে। সপ্তাহে ২ দিন, ৩ দিন অথবা প্রতিদিন।

👉 Road Assessment test
ইস্কুলের পক্ষ থেকে রাস্তায় গাড়ি চালিয়ে পরিক্ষা নেবে। ফেইল হলে ২ দিন ক্লাস দেবে।

👉 Parking class.
মোট ৫ টা পার্কিং ক্লাস শিখানো হবে। Slop test, Emergency break, Angle parking, Garage parking ও Parall parking. মোট ২ দিন ২ ঘন্টা করে ক্লাস হবে।

👉 Parking assessment test.
ইস্কুলের পক্ষ থেকে পরিক্ষা নেবে যা হবে (স্মার্ট এয়ার্ড টেস্ট) গাড়িতে ক্যামেরা, সেন্সার লাগানো থাকবে। আপার রেজাল্ট কম্পিউটারে চলে আসবে। যেগুলো পাস হবেন আর পূনরায় দিতে হবে না। ফেইল হলে আবার ১ ঘন্টা ক্লাস করে বাকী গুলার পরিক্ষা দিতে হবে।

👉 RTA Parking test.
(স্মার্ট এয়ার্ড টেস্ট) যা দুবাইয়ের সরকারি লোক এসে কম্পিউটারে বসে দেখবে আপনি কেমন পার্কিং করেন। পাস আর ফেইলের রেজাল্ট প্রিন্ট হয়ে ভেরিয়ে আসবে।

👉 RTA Road Test
ফাইনাল রোড টেস্ট আপনার সাথে দুবাইয়ের সরকারের পক্ষ থেকে একজন লোক থাকবে। আপনাকে দেখবে আপনি কেমন ড্রাইভার কেমন ড্রাইভিং পারেন। আপনাকে দিক নির্দেশনা দেবে গাড়ি চালানোর জন্য। উনি যদি মনে করেন আপনি ভালো ড্রাইভার তাহলে লাইসেন্স পাবেন না হলে ফেইল। উনি বলে দেবেন আপনাকে কয়টা ক্লাস নিতে হবে। পরবর্তীতে আবার পরিক্ষা হবে । একটা ডাইভিং লাইসেন্স হাতে পেতে সময় লাগে ৩ মাস, ৬ মাস, ১২ মাস আবার অনেকেই ব্যার্থ হয়ে যান। তাই যারা বাংলাদেশে বসে দুবাই এসে ড্রাইভিং করতে ভাবছেন তারা ভেবে চিন্তে লেনাদেনা করবেন।
Travel Group Bangladeshi

11/11/2024

শুধুমাত্র প্রবাসী দের জন্য একটা লাউঞ্জ হলো HSIA তে! HSIA তে এই প্রথম এই ধরনের লাউঞ্চ হলো। যেখানে থাকবে সুলভ মূল্য খাবার ও বিশ্রাম এর ব্যবস্থা
ধন্যবাদ প্রধান উপদেষ্টা।

© COB🙂

কারো সাহায্য ছাড়াই নিজে কিভাবে পাসপোর্ট করবেন..বাংলাদেশে পাসপোর্ট করার জন্য আপনাকে নিজেই আবেদন করতে পারেন। ই-পাসপোর্ট (...
15/10/2024

কারো সাহায্য ছাড়াই নিজে কিভাবে পাসপোর্ট করবেন..

বাংলাদেশে পাসপোর্ট করার জন্য আপনাকে নিজেই আবেদন করতে পারেন। ই-পাসপোর্ট (ইলেকট্রনিক পাসপোর্ট) করতে হলে কয়েকটি ধাপ অনুসরণ করতে হবে, যা সহজভাবে সম্পন্ন করা যায়। নিচে ধাপগুলো দেওয়া হলো:

ধাপ ১: আবেদন ফর্ম পূরণ
১.১. ই-পাসপোর্ট ওয়েবসাইটে প্রবেশ
প্রথমেই আপনাকে বাংলাদেশ ই-পাসপোর্টের অফিসিয়াল ওয়েবসাইটে যেতে হবে:

১.২. রেজিস্ট্রেশন
যদি আপনি নতুন ব্যবহারকারী হন, তাহলে "Create Account" বা "নতুন একাউন্ট তৈরি করুন" অপশনে ক্লিক করে রেজিস্ট্রেশন করবেন। রেজিস্ট্রেশনের সময় আপনাকে নিচের তথ্য দিতে হবে:
- নাম
- ইমেইল আইডি
- মোবাইল নম্বর
- পাসওয়ার্ড তৈরি করতে হবে

এরপর আপনার মোবাইল নম্বরে একটি ওটিপি (ওয়ান টাইম পাসওয়ার্ড) যাবে, যা দিয়ে রেজিস্ট্রেশন সম্পন্ন হবে।

১.৩. ফর্ম পূরণ
লগইন করার পর আপনাকে আবেদন ফর্ম পূরণ করতে হবে। এই ফর্মে নিচের তথ্যগুলো চাওয়া হয়:
- ব্যক্তিগত তথ্য (নাম, জন্ম তারিখ, ঠিকানা)
- জাতীয় পরিচয়পত্রের নম্বর (NID)
- পেশাগত তথ্য (যদি প্রযোজ্য হয়)
- পাসপোর্টের ধরন নির্বাচন (৫ বছর বা ১০ বছরের মেয়াদ)

১.৪. ফর্ম সাবমিশন ও প্রিন্ট
আপনি যখন অনলাইনে ফর্ম পূরণ করবেন, তখন আপনাকে তা যাচাই করতে হবে। যাচাই করার পর ফর্মটি সাবমিট করে তার প্রিন্ট কপি সংরক্ষণ করুন। এটি পরবর্তীতে প্রয়োজন হবে।

ধাপ ২: পাসপোর্ট ফি জমা করা
২.১. ফি নির্ধারণ
আপনার ই-পাসপোর্টের জন্য ফি নির্ধারিত থাকে। এর উপর নির্ভর করে আপনার জমা দিতে হবে:
- ৫ বছরের মেয়াদ (৩২ পৃষ্ঠা): সাধারণ ৩,৪৫০ টাকা (দ্রুত ফি ৬,৯০০ টাকা)
- ১০ বছরের মেয়াদ (৩২ পৃষ্ঠা): সাধারণ ৫,৭৫০ টাকা (দ্রুত ফি ৯,২০০ টাকা)

২.২. ফি জমা দেওয়ার পদ্ধতি
আপনি নিচের যেকোনো মাধ্যম দিয়ে পাসপোর্ট ফি জমা দিতে পারবেন:
- ব্যাংক ডিপোজিট: নির্দিষ্ট ব্যাংকে গিয়ে সরাসরি জমা দিতে পারেন।
- অনলাইন পেমেন্ট: ব্যাংক ট্রান্সফার, মোবাইল ব্যাংকিং (যেমন বিকাশ, নগদ), অথবা ডেবিট/ক্রেডিট কার্ডের মাধ্যমে অনলাইন পেমেন্ট করতে পারেন।

ধাপ ৩: বায়োমেট্রিক তথ্য প্রদান
৩.১. নির্ধারিত কেন্দ্রে উপস্থিতি
আপনার ফর্ম এবং ফি জমা দেওয়ার পর আপনাকে একটি তারিখ দেওয়া হবে। সেই তারিখে নির্দিষ্ট পাসপোর্ট অফিস বা ই-পাসপোর্ট সেন্টারে উপস্থিত হতে হবে।

৩.২. প্রয়োজনীয় কাগজপত্র
বায়োমেট্রিক তথ্যের দিন আপনার সাথে নিচের কাগজপত্রগুলো নিয়ে যাবেন:
- প্রিন্ট করা আবেদন ফর্ম
-জাতীয় পরিচয়পত্র (NID) বা জন্ম সনদ
- আগের পাসপোর্ট (যদি থাকে)
- পাসপোর্ট ফি জমার রশিদ

৩.৩. বায়োমেট্রিক প্রক্রিয়া
সেন্টারে গিয়ে আপনাকে নিচের কাজগুলো করতে হবে:
- আপনার ফিঙ্গারপ্রিন্ট (আঙুলের ছাপ)
- আপনার ছবি তোলা হবে
- স্বাক্ষর প্রদান

ধাপ ৪: পাসপোর্ট সংগ্রহ
৪.১. পাসপোর্ট প্রস্তুতির সময়
বায়োমেট্রিক তথ্য জমা দেওয়ার পর পাসপোর্ট প্রস্তুতির জন্য কিছু সময় নেয়। সাধারণত ১৫ থেকে ৩০ কর্মদিবস সময় লাগতে পারে, যদি দ্রুত সেবা না নেন।

৪.২. এসএমএস নোটিফিকেশন
পাসপোর্ট প্রস্তুত হলে আপনাকে মোবাইলে এসএমএসের মাধ্যমে জানানো হবে। এছাড়াও ই-পাসপোর্ট ওয়েবসাইটে লগইন করেও আপনার পাসপোর্টের অবস্থা দেখতে পারবেন।

৪.৩. পাসপোর্ট সংগ্রহ
এসএমএস পাওয়ার পর নির্দিষ্ট কেন্দ্রে গিয়ে আপনার জাতীয় পরিচয়পত্র এবং প্রাপ্তি স্লিপ দেখিয়ে পাসপোর্ট সংগ্রহ করতে পারবেন।
পাসপোর্ট প্রক্রিয়ার কিছু গুরুত্বপূর্ণ টিপস:
- সব সময় ফর্ম পূরণ করার সময় সঠিক তথ্য প্রদান করবেন।
- ফি জমা দেওয়ার পর রশিদটি সাবধানে রাখুন।
- ছবি তোলার দিন পরিষ্কার পোশাক পরিধান করবেন এবং মুখ পরিষ্কার রাখতে হবে (ধূসর ব্যাকগ্রাউন্ডে ছবি তোলা হয়)।

আপনি পুরো প্রক্রিয়াটি নিজে সম্পন্ন করতে পারেন, কোনো মধ্যস্থতাকারীর প্রয়োজন নেই
Asif Chowdhury

04/10/2024

সংযুক্ত আরব আমিরাতের আজ ০১/১০/২০২৪ এর সকল ভিসার আপডেট।‼️

ইনসাইডের ভিসার আপডেটঃ
যারা ইনসাইডে আছেন এবং সাধারন ক্ষমার আওতায় অর্থাৎ যাদের ভিসায় সেপ্টেম্বর ১ তারিখের আগে ফাইন ছিলো, সেটা যেকোনো ভিসায় হোক বর্তমানে তাদের ভিসা নরমালি হচ্ছে।

নতুন যারা ক্যান্সেল হয়েছেন এবং ১ সেপ্টেম্বরের পরে ফাইন শুরু হয়েছে। অথবা ক্যান্সেল হবেন তাদের জন্য এখন ট্রান্সফার ভিসা সম্পূর্ণ বন্ধ রয়েছে।
(তাই এই মুহুর্তে কেউ ভিসা ক্যান্সেল করবেন না।

আউট সাইডের ভিসার আপডেটঃ
বাংলাদেশ থেকে এখনো বিজিট ভিসা, লেবার ভিসা, হাই প্রফেশন ভিসা, ফ্যামীলি ভিসা, আরবির ঘরের ভিসা এবং ৫ বছরের মাল্টিপল ভিজিট ভিসা সহো সব ধরনের ভিসা বন্ধ রয়েছে।

দেশে যারা আছেন তাদের জন্য শুধুমাত্র ফ্রী জোনের ভিসা/কিছু গভ: এর ভিসা চালু রয়েছে। আর ফ্রী জোনের ভিসা সবসময়ই চালু থাকে। আগেও চালু ছিলো, এখনো চালু আছে।

নোটঃ-যেহেতু সব ধরনের ভিসা এখনো ঠিক আগের মতোই বন্ধ রয়েছে তাই এই মুহুর্তে কারো সাথে আর্থিক লেনদেনে জরাবেন না। ভিসা খুললে অবশ্যই গ্রুপে জানানো হবে।

আরব আমিরাতের ভিসা সংক্রান্ত সকল আপডেট পেতে আমাদের 🇦🇪Probashi News - প্রবাসী সংবাদ 🇧🇩👈

04/10/2024

দুবাই বিগ টিকেট লটারিতে ৬৫ কোটি টাকা জিতলেন প্রবাসী বাংলাদেশি..
বিস্তারিত কমেন্টে👉👉👉

26/09/2024

UAE Amnesty Day 26:
Remaining Days to apply for Amnesty is only 35, Do not waste this golden opportunity.

২৬ তারিখ সম্পর্কে যারা জানেন না তাদের জন্য এই তথ্য -----হ্যামস্টার কম্ব্যাট (Hamster Kombat) হলো একটি গেম, যা একটি টেলিগ...
26/09/2024

২৬ তারিখ সম্পর্কে যারা জানেন না তাদের জন্য এই তথ্য -----
হ্যামস্টার কম্ব্যাট (Hamster Kombat) হলো একটি গেম, যা একটি টেলিগ্রাম বট এর সাহায্যে খেলতে হয়। অর্থাৎ এই গেমটি খেলার অন্য আপনার ফোনে টেলিগ্রাম থাকা জরুরি। এই গেম খেলার জন্য কোনো দক্ষতার প্রয়োজন নেই। এখানে আপনাকে শুধু ট্যাপ ট্যাপ করতে হবে এবং কিছু টাস্ক কমপ্লিট করতে হবে। আপনি এটি যত বেশি খেলবেন তত বেশি কয়েন পাবেন। এই গেম বানানো কোম্পানি ভবিষ্যতে যখন $HMSTR নামে টোকেন বা ক্রিপ্টো কারেন্সি লঞ্চ করবে, তখন এই গেমে জেতা কয়েন ওই আসল ক্রিপ্টো কারেন্সিতে বদলানো যাবে বলে অনুমান করা হচ্ছে।
বাজারে অনেক ক্রিপ্টো কারেন্সি এসেছে যেগুলি বেশি জনপ্রিয়তা না পাওয়ার কারণে মূল্যহীন। আবার যেমন ক্রিপ্টো কারেন্সির মধ্যে বিটকয়েনের জনপ্রিয়তা বেশি হওয়ায় এর মুল্য অনেক। তাই Hamster Kombat ক্রিপ্টো কারেন্সি লঞ্চ করার আগে এই গেমের মাধ্যমে তার জনপ্রিয়তা বাড়ানোর চেষ্টা করছে।

লিংক:- https://t.me/hamster_kombat_Bot/start?startapp=kentId5952641569

কিছু দিনের জন্য কি দাম কমতে পারে না🤪🤪🤪এটা অবিবাহিতদের জন্য কাল💍🥲🥲 হয়ে দাড়িয়েছে,,,,অন্তত দাম কমতে শুরু করুন😎😎😎😎😎
26/09/2024

কিছু দিনের জন্য কি দাম কমতে পারে না🤪🤪🤪
এটা অবিবাহিতদের জন্য কাল💍🥲🥲 হয়ে দাড়িয়েছে,,,,
অন্তত দাম কমতে শুরু করুন😎😎😎😎😎

26/09/2024

অবশেষে ঘোষণা করা হলো____রেমিট্যান্স যোদ্ধারা বিমানবন্দর ব্যবহারের সময় ভিআইপি সেবা পাবেন। বিমানবন্দরে যাওয়ার পর একজন কর্মীর যে অসহায় অবস্থা তৈরি হয় সেটি দূর করা হবে।
প্রবাসী কল্যাণ ডেস্ক এবিষয়ে সার্বিক সহযোগিতা করবে।

প্রকৃতির কাছাকাছি যান, প্রকৃতি আপনাকে নিরাশ করবে না।
24/09/2024

প্রকৃতির কাছাকাছি যান, প্রকৃতি আপনাকে নিরাশ করবে না।






বিদেশে পড়তে যাওয়ার ১ বছর আগে থেকেই কি কি করণীয়:১ :আপনার নাম এবং আপনার পিতামাতার নামের সাথে মিল রেখে সার্টিফিকেটে কোনো ভু...
24/09/2024

বিদেশে পড়তে যাওয়ার ১ বছর আগে থেকেই কি কি করণীয়:

১ :আপনার নাম এবং আপনার পিতামাতার নামের সাথে মিল রেখে সার্টিফিকেটে কোনো ভুল থাকলে তা সংশোধন করবেন, হতে পারে নামের বানানে ভুল বা অন্য কিছু, এ সময়ে একটা জিনিস খেয়াল রাখবেন আপনার পিতামাতার ভোটার আইডিতে যে নাম আছে ঔ নাম ই যেন সার্টিফিকেটে থাকে, মোট কথা আপনার জন্মসনদ, সার্টিফিকেট এবং বাবামার এনআইডিতে যেন সেম নাম থাকে
,
২ পাসপোর্ট তৈরি ঃ পাসপোর্ট তৈরির সময় পূর্বের সার্টিফিটের মতো নাম এবং স্থায়ী ও বর্তমান ঠিকানার দিকে খেয়াল রাখবেন, এমন যেন না হয় জন্মসনদে আছে বর্তমান ঠিকানা বরিশাল কিন্তু পাসপোর্টে কোনোভাবে এসে গেছে নোয়াখালী
,
( ১,২ নং পয়েন্টে কোনোভাবে ভুল হলে এগুলো সংসোধন বিদেশে পরতে যান বা না যান এমনিতেই জরুরি এবং সংসোদন একটু সময় সাপেক্ষ বিষয়)
,
,
৩ SSC, HSC এর নম্বরপএ এবং সার্টিফিকেট বোর্ড থেকে সংগ্রহ করা এবং মাস্টার্সে যেতে চাইলে অনার্সের সার্টিফিকেট বিশব্বিদ্যালয়ের রেজিস্ট্রার অফিস থেকে সংগ্রহ করে রাখা
,
৪ সার্টিফিকেট সংগ্রহের পর এগুলো শিক্ষা, এবং পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে সত্যায়িত করা
,
৫ IELTS preparation :আইইএলটিএস পরীক্ষার প্রিপারেশন টা একটু আগে থেকেই নেওয়া ভালো, কারন অনেকের কাঙ্খিত স্কোর তুলতে অনেক বেশি সময় লেগে যায় এবং এই সময়ের কারণে, অনেকে বিশ্ববিদ্যালয়ের সেশন মিস করে ফেলে, যার জন্য এডুকেশন গ্যাপ বেড়ে যায় যার জন্য ভিসা পাওয়া কঠিন হয়ে যায়
,
৬ স্কলারশিপ নিয়ে পড়াশোনা করার ইচ্ছা থাকলে আন্ডার-গ্র্যাজুয়েটের স্টুডেন্টদের জন্য SAT/ ACT পরীক্ষা এবং স্নাতকোত্তর ছাত্রীদের জন্য GRE/ GMAT পরীক্ষার প্রস্তুতিতে আগে থেকে নেওয়া ভালো
,
৭ আপনার পরিচিত বা যে সকল শিক্ষকরা আপনাকে ভালো জানে, এই সকল শিক্ষকদের মধ্য থেকে দুইজন টিচারের রেকমেন্ডেশন লেটার সংগ্রহ করে রাখা
,
৮ SOP লেখার প্রিপারেশন ঃ বিদেশে স্টুডেন্ট ভিসা পাওয়ার জন্য SOP লেখা একটি গুরুত্বপূর্ণ বিষয়, এই গুরুত্বপূর্ণ বিষয়টি প্রিপারেশন অনেক আগে থেকেই নেওয়া ভালো, যে কিভাবে আপনি এটাকে লিখবেন, এর জন্য অভিজ্ঞ ভাইদের সহযোগিতা নেওয়া বা বিভিন্ন ফেসবুক গ্রুপ বা অন্য কোথা থেকে সহযোগিতা নেওয়া এবং নিজের মতো করে এটাকে প্রস্তুতি নেওয়া যাতে SOP ভাষাটা নিজের মতো করে হয়
,
৯ ব্যাকগ্রাউন্ড এর সাথে মিল রেখে আপনি যে দেশে পড়তে যেতে চাচ্ছেন ওই দেশের মিনিমাম পাঁচটা বিশ্ববিদ্যালয় খুঁজে বের করে রাখা এবং যে সাবজেক্টে পড়তে যেতে চাচ্ছেন ওই সাবজেক্টটা যেন আপনার পূর্বের পড়া সাবজেক্ট এর সাথে মিল খায়,ধরেন ধরেন আপনি সায়েন্স থেকে এইচএসসি পাশ করছেন সুতরাং আপনাকে এমন কোন সাবজেক্টই পরবর্তীতে চয়েজ করতে হবে যেটা সায়েন্স ব্যাকগ্রাউন্ড এর সাথে মিল খায় বা ব্যবসা শিক্ষা বিষয় থেকে আগে পড়াশোনা করে থাকলে এমন সাবজেক্ট পছন্দ করতে হবে যেটা যেন ব্যাবসা শিক্ষার সাথে মিল থাকে
,
১০ আপনার বাজেট, আপনার পছন্দের শহর সহ সব কিছু বিষয় মাথায় রেখে মিনিমাম পাঁচটা বিশ্ববিদ্যালয় বা কলেজ আগে থেকে পছন্দ করে রাখা
,
১১ আপনি যে সকল বিশ্ববিদ্যালয় পছন্দ করবেন সে সকল বিশ্ববিদ্যালয়ের আবেদনের ডেডলাইনের দিকে খেয়াল রাখা এবং সে অনুযায়ী আগে থেকেই আবেদন করা
,
১২ ভলেন্টিয়ার সংগঠনে যুক্ত ঃআপনি যদি খুব সহজেই বিশ্ববিদ্যালয়ের আবেদন করে সিলেক্ট হতে চান বা স্কলারশীপ পেতে চান এবং সহজেই ভিসা পেতে চান তাহলে কিছু ভলেন্টিয়ার সংগঠনের সাথে যুক্ত থাকা এবং তার যথেষ্ট প্রমাণ সংগ্রহ করে রাখা
,
১৩ বিদেশে গেলে বেশিরভাগ সময় আপনাকে নিজেকে নিজের রান্না করে খেতে হবে সুতরাং আগে থেকেই দেশ থেকে রান্না শিখে যাওয়া টা ভালো
,
১৪ যদি সম্ভব হয় ড্রাইভিং শেখা তাহলে শিখে ফেলুন, ড্রাইভিং লাইসেন্স তৈরি করে রাখুন এবং যদি আরও সম্ভব হয় তাহলে ইন্টারন্যাশনাল ড্রাইভিং লাইসেন্স তৈরি করে রাখতে পারেন
,
১৫ যদি সম্ভব হয় তাহলে কম্পিউটারে নিজের স্কিল দেশ থেকে আপগ্রেড করে যান যেমন microsoft-office, মাইক্রোসফট ওয়ার্ড, মাইক্রোসফট পাওয়ারপয়েন্টের কাজ শেখা এবং সার্টিফিকেট সংগ্রহ করে রাখতে পারেন এটা বিদেশে আপনাকে অনেক সাপোর্ট দিবে
,
আমার কাছে এই ১৫ টা পয়েন্ট খুবই গুরুত্বপূর্ণ মনে হয়ছিল, আশা করি অনেকের কাজে আসবে ।

24/09/2024

বিদেশে শিক্ষিত কর্মী হিসেবে আসতে আগ্রহী? সবার আগে ইংরেজি ভালো করুন। একবার ভালো হয়ে গেলে, প্রবাসে আসতে না পারলেও এই দক্ষতা আপনার সাথে রয়ে যাবে।
5 key points on how knowing good English will greatly help an immigrant in any country

1. Better Job Opportunities
Fluency in English opens up more employment options, especially in customer service, administration, and professional sectors where communication is key.

2. Easier Integration
Good English skills help immigrants connect with their community, make friends, and understand local customs and culture more easily.

3. Access to Services
From healthcare to banking, navigating everyday services in Canada requires clear communication, which becomes much smoother with good English proficiency.

4. Improved Career Growth
Strong English skills lead to better networking and performance in interviews, which can result in faster promotions and career advancement.

5. Confidence in Daily Life
Being able to confidently handle conversations, ask questions, and express yourself in English reduces stress and helps in navigating daily challenges more effectively.

24/09/2024

ইউরোপের ভিসা প্রসেসিং সব সময়-ই অনিশ্চিত। এই অনিশ্চিত গন্তব্যে নিশ্চিতভাবে পৌঁছাতে চান সবাই।কিছু মানুষ এই অনিশ্চিত গন্তব্যে, নিশ্চিতভাবে কাজ করে দিতে পারবেন বলে গ্যারান্টি দিয়ে মানুষের কাছ থেকে পাসপোর্ট এবং নগদ অর্থ গ্রহণ করেন। যার কারনে বাংলাদেশের প্রান্তিক পর্যায়ের সহজ সরল মানুষ গুলো সুদের উপর লোন করে, ভিটে জমি বিক্রি করে,বউ এবং মা,বা বোনের গয়না বন্ধক রেখে, হাঁস,মুরগি,গরু,ছাগল বিক্রি করে টাকা জমিয়ে,সেই টাকা ইউরোপের জন্য তুলে দেন তার পরিচিত,অথবা আত্মীয়,অথবা স্বল্প পরিচিত কোন মাধ্যমে।

দীর্ঘ সময় ধরে কাজ করতে গিয়ে আমার যে অভিজ্ঞতা সঞ্চয় হয়েছে। তার আলোকে আজকে আপনাদেরকে কিছু নির্দেশনা ও পরামর্শ দিচ্ছি যেগুলো পালন করলে অন্তত আপনি ক্ষতিগ্রস্ত বা প্রতারিত হবেন না।

*শর্টকাটে অথবা তাড়াতাড়ি যাওয়ার রাস্তা বাদ দিয়ে দেরি হলেও, বা বেশি সময় লাগলেও বিশ্বস্ত কোন প্রতিষ্ঠান বা ব্যক্তির কাছে আপনার দায়িত্ব দিতে পারেন।

*ইউরোপে যাওয়ার জন্য প্রথমেই সুদের উপর লোন করে বা ঋণ করে বা স্থাবর বা অস্থাবর সম্পত্তি বন্ধক রেখে নগদ টাকা সংগ্রহ করে জমা দেয়া থেকে বিরত থাকুন।

*প্রথমেই কষ্ট করে কিছু টাকা সঞ্চয় করে সেটা জমা দিন। ভিসা হওয়ার পর নগদ অর্থ না থাকলেও আত্মীয় স্বজন, বন্ধু-বান্ধব, বা বিভিন্ন আর্থিক প্রতিষ্ঠান থেকে ঋণ গ্রহণ করে আপনার ব্যয় বহন করতে পারবেন।

*আবেদন জমা দেয়ার পর ভিসা কখন হবে বা পারমিট কখন আসবে বা কখন এম্বাসিতে জমা দিব এ বিষয়গুলোর আপডেট না নিয়ে বরং যেকোনো একটি কাজে নিজেকে নিয়োজিত রাখুন, বেকার না থেকে ছোটখাটো যেকোনো ধরনের কাজে নিজেকে ব্যস্ত রাখুন। মাঝেমধ্যে কাজের আপডেট নিন। আপনার কাজ হলে বা কাজ সফলতার কাছাকাছি আসলে আপনার প্রতিষ্ঠান বা ব্যক্তি আপনাকে আপডেট জানিয়ে দিবেন।

*ইউরোপের জন্য যারা গ্যারান্টি দিয়ে দায়িত্ব নেয় তাদেরকে বর্জন করে যতটুকু সম্ভব দূরত্ব বজায় রাখুন।

*বিভিন্ন প্রতিষ্ঠানের দ্বারে দ্বারে না ঘুরে বরং নিজেকে যোগ্য হিসেবে প্রস্তুত করে গড়ে তুলুন,সেজন্য স্বল্পমেয়াদী এবং দীর্ঘমেয়াদি কারিগরি শিক্ষা বা হাতে কলমে শিক্ষা গ্রহণ করুন।

*সোশ্যাল মিডিয়ার বিজ্ঞাপনে আকৃষ্ট না হয়ে ব্যক্তির সম্পর্কে বা প্রতিষ্ঠান সম্পর্কে ভালো করে খোঁজখবর নিয়ে যাচাই বাছাই করে, ব্যাংকের মাধ্যমে লেনদেন সম্পন্ন করে আপনার আবেদন জমা দিন।

*আপনার আবেদন বা প্রয়োজনীয় কাগজপত্র জমা দেয়ার সাথে সাথে চাকরি থেকে অবসর বা বিজনেস বন্ধ করে দেয়া থেকে বিরত থাকুন। কেবলমাত্র ভিসা হাতে পাওয়ার পর পর চাকরি বা ব্যবসা বন্ধ করে দিন। ভিসা হাতে পাওয়ার আগে আপনাকে যত ধরনের গ্যারান্টি দেয়া হোক না কেন ভুলেও সে সমস্ত কথায় আকৃষ্ট না হয়ে বর্তমান পেশায় নিজেকে নিয়োজিত রাখুন।

আজ এ পর্যন্তই। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।

24/09/2024

আধুনিক ড্রেস,,,

21/09/2024

আসসালামু আলাইকুম।
আবুধাবির ভিসা জটিলতা সম্পর্কে আলোকপাত

ভিসার আবেদন করতে হলে ছাপানো পাসপোর্টের মেয়াদ কমপক্ষে ছয় মাস থাকতে হয়। হাতে লিখে মেয়াদ বৃদ্ধি করলে সেটি দিয়ে সাধারণত ভিসার আবেদন করা যায় না। সাধারণ ক্ষমার সুযোগ গ্রহণে ইচ্ছুক কারও পাসপোর্টের মেয়াদ ছয় মাস না থাকলে অবিলম্বে এমআরপি বা ই-পাসপোর্ট রি-ইস্যুর আবেদন দাখিলের জন্য অনুরোধ করা যাচ্ছে।

ই-পাসপোর্ট আবেদনের জন্য এপয়েন্টমেন্ট প্রয়োজন হলেও এমআরপি আবেদন দাখিলের জন্য পূর্ব হতে কোন এপয়েন্টমেন্ট নিতে হয় না। সংযুক্ত আরব আমিরাত সরকার কর্তৃক ঘোষিত সাধারণ ক্ষমা উপলক্ষে সাময়িকভাবে এমআরপি রি-ইস্যুর আবেদন জরুরিভাবে প্রক্রিয়াকরণের উদ্যোগ গ্রহণ করা হয়েছে।

এমতাবস্থায়, সাধারণ ক্ষমার সুযোগ গ্রহণে ইচ্ছুক কারও পাসপোর্টের মেয়াদ ছয় মাসের কম থাকলে সর্বশেষ ৩০ সেপ্টেম্বর ২০২৪ তারিখের মধ্যে এমআরপি বা ই-পাসপোর্ট রি-ইস্যুর আবেদন দাখিলের জন্য পুনরায় অনুরোধ করা যাচ্ছে।

আমল করুন👎
21/09/2024

আমল করুন👎

Address

Abudhabi
Abu Dhabi

Website

Alerts

Be the first to know and let us send you an email when Asif vlogs posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Asif vlogs:

Videos

Share