Arfin sumon

Arfin sumon personal blog
(1)

টিচার খুব আন্তরিকতার সাথেই পাশের মেয়েটাকে বললেন,__জননী তোমার কি বিয়ে হয়েছে?"মেয়েটা একটু লজ্জা পেয়ে বলল"__হ্যাঁ স্যা...
16/10/2022

টিচার খুব আন্তরিকতার সাথেই পাশের মেয়েটাকে বললেন,

__জননী তোমার কি বিয়ে হয়েছে?

"মেয়েটা একটু লজ্জা পেয়ে বলল"

__হ্যাঁ স্যার। আমার একটা দুই বছরের ছেলে

আছে।


টিচার চট করে দাঁড়ালেন। খুব হাসি হাসি মুখ নিয়ে বললেন, "আমরা আজ আমাদেরই একজনের প্রিয় মানুষদের নাম জানবো। এই কথা বলেই মেয়েটার দিকে তাকিয়ে বললেন,


__মা আজকে তুমিই টিচার। এই নাও চক, ডাষ্টার।

যাও তোমার প্রিয় দশ জন মানুষের নাম লেখো। মেয়েটা বোর্ডে গিয়ে দশ জন মানুষের নাম লেখলো। টিচার বললেন,


এরা কারা? তাদের পরিচয় ডান পাশে লেখো। মেয়েটা এদের পরিচয় লেখলো।


সংসারের সবার নামের পাশে দুই একজন বন্ধু, প্রতিবেশীর নামও আছে। টিচার এবার বললেন,


–লিষ্ট থেকে পাঁচ জনকে মুছে দাও। মেয়েটা তার প্রতিবেশী, আর ক্লাশমেটদের নাম মুছে দিলো।

টিচার একটু মুচকি হাসি দিয়ে বললেন, আরো তিন জনের নাম মুছো। মেয়েটা এবার একটু ভাবনায় পড়লো। ক্লাশের অন্য ষ্টুডেন্টরা এবার সিরিয়াসলি নিলো বিষয়টাকে। খুব মনযোগ

দিয়ে দেখছে মেয়েটার সাইকোলজি কিভাবে কাজ

করছে। মেয়েটার হাত কাঁপছে।


সে ধীরে ধীরে তার বেষ্ট ফ্রেন্ডের নাম মুছলো।

এবং বাবা আর মায়ের নামও মুছে দিলো। এখন মেয়েটা রিতিমত

কাঁদছে।


যে মজা দিয়ে ক্লাশটা শুরু হয়েছিলো, সেই মজা আর

নেই। ক্লাশের অন্যদের মাঝেও টানটান উত্তেজন।

লিষ্টে আর বাকী আছে দুইজন। মেয়েটার হাজবেন্ড আর

সন্তান। টিচার এবার বললেন, আরো একজনের নাম মুছো।

কিন্তু মেয়েটা ঠায় দাঁড়িয়ে রইলো। কারো নাম মুছতে সে

আর পারছেনা। টিচার বললেন


–মা গো, এইটা একটা খেলা।

সাইকোলজিক্যাল খেলা। জাষ্ট প্রিয় মানুষদের নাম মুছে দিতে

বলেছি, মেরে ফেলতে তো বলিনি!!!


মেয়েটা কাঁপা কাঁপা হাত নিয়ে ছেলের নামটা মুছে দিলো।

টিচার এবার মেয়েটার কাছে গেলেন, পকেট থেকে একটা

গিফ্ট বের করে বললেন– তোমার মনের উপর দিয়ে যে

ঝড়টা গেলো তার জন্য আমি দুঃখিত। আর এই গিফ্ট বক্সে

দশটা গিফ্ট আছে। তোমার সব প্রিয়জনদের জন্য।


এবার বলো, কেন তুমি অন্য নামগুলো মুছলে। মেয়েটা

বলল- প্রথমে বন্ধু আর প্রতিবেশীদের নাম মুছে দিলাম।


কারন তবু আমার কাছে বেষ্ট ফ্রেন্ড আর পরিবারের সবাই

রইলো। পরে যখন আরো তিন জনের নাম মুছতে

বললেন, তখন বেষ্ট ফ্রেন্ড আর বাবা মায়ের নাম মুছে

দিলাম। ভাবলাম, বাবা মা তো আর চিরদিন থাকবে না। আর বেষ্ট

ফ্রেন্ড না থাকলে কি হয়েছ

How is everyoneFollow our page, everyone
15/10/2022

How is everyone
Follow our page, everyone

 #অনুপ্রেরণা.... সেই আদি আমল থেকে কচ্ছপ আর খরগোশের গল্প আমরা সবাই জানি। কিন্তু মজার বিষয় হল আমরা ১ম অধ্যায়টাই বেশি শুন...
13/10/2022

#অনুপ্রেরণা....
সেই আদি আমল থেকে কচ্ছপ আর খরগোশের গল্প আমরা সবাই জানি। কিন্তু মজার বিষয় হল আমরা ১ম অধ্যায়টাই বেশি শুনেছি। কিন্তু এই গল্পের আরো ৩ টি অধ্যায় আছে। যা হয়তো আমরা কেউ শুনেছি, কেউ শুনিনি।

১ম অধ্যায়ঃ এই অধ্যায়ে খরগোশ ঘুমিয়ে যায়, আর কচ্ছপ জিতে যায়। প্রথমবার হেরে যাওয়ার পর খরগোশ বিশ্লেষণ করে দেখল তার পরাজয়ের মূল কারণ 'অতিরিক্ত আত্মবিশ্বাস।' তার মানে অতি আত্মবিশ্বাস যে কারো জন্যই ক্ষতিকর। আর কচ্ছপ বুঝল, লেগে থাকলে সাফল্য আসবেই!

২য় অধ্যায়ঃ হেরে যাওয়ার পর এবার খরগোশ আবারো কচ্ছপকে দৌড় প্রতিযোগিতায় চ্যালেঞ্জ করল আর কচ্ছপও রাজী হল। এবার খরগোশ না ঘুমিয়ে দৌড় শেষ করল এবং জয়ী হল। খরগোশ বুঝল, মন দিয়ে নিজের সামর্থের পুরোটা দিয়ে কাজ করলে দ্রুত সফল হওয়া যায়। আর কচ্ছপ বুঝল, ধীর স্থিরভাবে চলা ভালো, তবে কাজে উপযুক্ত গতি না থাকলে প্রতিযোগীতামূলক পরিবেশে জয়ী হওয়া অসম্ভব!

৩য় অধ্যায়ঃ কচ্ছপ এবার খরগোশকে আরেকবার দৌড় প্রতিযোগিতার আমন্ত্রন জানালো। খরগোশও নির্দ্বিধায় রাজী হয়ে গেল। তখন কচ্ছপ বলল, "একই রাস্তায় আমরা ২ বার দৌড়েছি, এবার অন্য রাস্তায় হোক।" খরগোশও রাজী। অতএব নতুন রাস্তায় দৌড় প্রতিযোগিতা শুরু হল। যথারীতি খরগোশ জোরে দৌড় শুরু করে দিল। কচ্ছপও তার পিছন পিছন আসতে শুরু করল। কচ্ছপ যখন খরগোশ এর কাছে পৌঁছাল, দেখল খরগোশ দাঁড়িয়ে আছে, কিন্তু দৌড়ের শেষ সীমানায় যেতে পারেনি। কারন দৌড়ের শেষ সীমানার আগে একটি খাল আছে। কচ্ছপ খরগোশ এর দিকে একবার তাকালো, তারপর তার সামনে দিয়ে পানিতে নেমে খাল পার হয়ে দৌড়ের শেষ সীমানায় পৌছে প্রতিযোগিতা জিতে গেল। খরগোশ বুঝল, শুধু নিজের শক্তির উপর নির্ভর করলেই হবে না, পরিস্থিতি আর বাস্তবতা অনুধাবন করাও ভীষণ প্রয়োজনীয়! আর কচ্ছপ বুঝল, প্রথমে প্রতিযোগীর দূর্বলতা খুজে বের করতে হবে, তারপর সেই অনুযায়ী পরিকল্পনা করতে হবে।

গল্প কিন্তু এখানেই শেষ নয়

চতুর্থ অধ্যায়ঃ এবার খরগোশ কচ্ছপকে আরেকটি দৌড় প্রতিযোগিতার জন্য আহবান জানালো এই একই রাস্তায়। কচ্ছপ ও রাজী। কিন্তু এবার তারা ঠিক করল, প্রতিযোগী হিসেবে নয়, বরং এবারের দৌড়টা তারা দৌড়াবে সহযোগী হিসেবে!
শুরু হল প্রতিযোগিতা। খরগোশ কচ্ছপকে পিঠে তুলে দৌড়ে খালের সামনে গিয়ে থামলো। এবার কচ্ছপ খরগোশ এর পিঠ থেকে নেমে খরগোশকে নিজের পিঠে নিয়ে খাল পার হল। তারপর আবার কচ্ছপ খরগোশ এর পিঠে উঠে বাকী

বন্ধুরা সবাই বেশি বেশি ফলো করুন10.000হাজার ফলোয়ার চাই প্লিজ প্লিজ বন্ধুরা
13/10/2022

বন্ধুরা সবাই বেশি বেশি ফলো করুন
10.000হাজার ফলোয়ার চাই প্লিজ প্লিজ বন্ধুরা

দেড় হাজার বছর আগে রাসূলুল্লাহ (সা.) জানিয়েছেন ৭ টি গুণ বা বৈশিষ্ট্য ইহুদি মেয়েদের মধ্যে আছে আর এই সাতটি গুন যদি কোন ম...
13/10/2022

দেড় হাজার বছর আগে রাসূলুল্লাহ (সা.) জানিয়েছেন ৭ টি গুণ বা বৈশিষ্ট্য ইহুদি মেয়েদের মধ্যে আছে আর এই সাতটি গুন যদি কোন মুসলিম মেয়েদের মধ্যে থাকে তবে তাদের হাশর হবে ঐ সকল ইহুদি মেয়েদের সাথে। সেই সাতটি গুণ বা বৈশিষ্ট্য হলো...
১. #আন্নানা- এর অর্থ হলো বেশি বেশি চাই জিনিসপত্র অনেক আছে তবুও তবুও অনেক চাই স্বামীকে বলে শুধু আমার জন্য দাও ।নিজের মা-বাবা ভাই-বোন এদের জন্য কোন কিছু দিও না,
২. #মান্নানা- এর অর্থ হল স্বামীকে শুধু সব সময় সকল ক্ষেত্রে খোটা দেয় অর্থাৎ খোটা দেওয়া এই স্বভাব ইহুদী মেয়েদের,
৩. #হান্নানা- হান্নান এর অর্থ হচ্ছে স্বামীর খেদমত না করা ,উল্টো আরো স্বামীকে দিয়ে খেদমত করিয়ে নেয়া। হযরত খাদিজাতুল কুবরা আল্লাহর নিকট থেকে সালাম পাওয়ার একমাত্র কারণ ছিল স্বামীর খেদমত করা।
৪. #কান্নানা- স্বামীকে মাঝে মাঝে বলে তুমি আমারে চেনো ? আমি অমুকের মেয়ে, তমুকের মেয়ে, চেয়ারম্যানের মেয়ে ইত্যাদি ইত্যাদি ।স্বামীর সামনে নিজেকে বড় করে দেখানো, স্বামীকে ছোট মনে করা এটা ইহুদি মেয়েদের গুণ।
৫. #হাত্তকা্হ- হাত্তকাহ শব্দের অর্থ স্বামীর পছন্দের গুরুত্ব না দেওয়া । স্বামী যদি দুই টাকার জিনিস ও আপনাকে দেয় তবে তা আপনাকে আলহামদুলিল্লাহ ভালো গ্রহণ করতে হবে.। পরে মন ভালো হলে আরেকটা জিনিস আবদার করে নিয়ে নিবেন, স্বামীর মনে দুঃখ দেওয়া যাবে না।
৬. #শাত্তকা্হ- এর অর্থ হচ্ছে স্বামীকে হারাম ইনকাম করতে বাধ্য করা। স্বামীর হালাল ইনকামে আপনাকে সন্তুষ্ট থাকতে হবে। যদি আপনার কারণে আপনার স্বামী হারাম ইনকাম করে তাহলে স্বামীর সাথে আপনাকেও জাহান্নামে যেতে হবে।
৭. #বার্রকা্হ- এ অর্থ স্বামীকে মাঝে মাঝে ধরে মারা। অর্থাৎ স্বামীর গায়ে হাত তোলা এটা ইহুদি মেয়েদের স্বভাব।
#উপরোক্ত এই সাতটি গুন যেই মেয়েদের মধ্যে থাকবে তারা নামায, রোযা এবং পর্দা করলেও তাদের হাশর কিন্তু হবে ইহুদি মেয়েদের সাথে। আল্লাহ আমাদের মুসলিম মেয়েদের হাদীসটি আমল করার তৌফিক দান করুক।
আমিন....
-ইমাম গাজ্জালী( রহঃ)

আরবি ও ইংরেজি গননা
11/10/2022

আরবি ও ইংরেজি গননা

আজকের রাতের  ডিনার  দুই ভাই মিলে খাওয়া এইর নাম প্রবাশ
10/10/2022

আজকের রাতের ডিনার দুই ভাই মিলে খাওয়া এইর নাম প্রবাশ

আমরা সবাই হাজী।কাজ কাম বাদ দিয়ে অন্যেরদোষ খুঁজি!
09/10/2022

আমরা সবাই হাজী।
কাজ কাম বাদ দিয়ে অন্যের
দোষ খুঁজি!

09/10/2022
 #দৈনন্দিন ইংরেজি ডায়লগ✨আসল কথা বল - Come to the point.✨মিথ্যা কথা বলােনা - Don't tell a lie.🤓✨তুমি একটা প্রতারক - You ...
11/09/2022

#দৈনন্দিন ইংরেজি ডায়লগ
✨আসল কথা বল - Come to the point.
✨মিথ্যা কথা বলােনা - Don't tell a lie.🤓
✨তুমি একটা প্রতারক - You are a cheat.
✨কি দারুণ চমক! - What a pleasant surprise!
✨অপদার্থ কোথাকার! - What a nuisance!
✨তুমি কত সুন্দর! - How beautiful you are!
✨তােমাকে আর বিশ্বাস করিনা - Don't believe you anymore.
✨কে ধারধারে! - But who cares!
✨ঐ সব বাজে কথা! - That's all nonsense!
✨তুমি আমাকে ভুল বুঝেছাে - You've understoodme wrongly.
✨নিঃশ্বাস আমার তুমি! - You are in my breath!
✨সেটা ঠিক - That's quite right.
✨আসলে তা নয় - Not really.
✨অন্য কিছুই না - Nothing else.
✨এ জীবনটা ভুলে ভরা - Life is full of mistake

পড়া শেষে done লিখতে ভুলবেন না. 👇

💥 বিশেষ মুল্য ছাড়ে, মাত্র 950 টাকায় পেয়ে যাচ্ছেন 'ঘরে বসে Spoken English' কোর্সটি ➡️

ভর্তি হওয়ার লিংক➡️ https://10ms.io/peL2T2

ইংরেজি কিভাবে শিখবেন তা নিয়ে চিন্তিত?🤔 আজই ভর্তি হয়ে যান "Spoken English" কোর্সে💁‍♂️
সারাজীবন মেয়াদি ( একবার ভর্তি হলে সারাজীবন ব্যবহার করতে পারবেন) এই কোর্স শেষে পাবেন একটি "সার্টিফিকেট" একদম ফ্রি💯
কোর্স মুল্য মাত্র=

এটি বাংলাদেশের অন্যতম জনপ্রিয় একটি কোর্স যেখানে এখন পর্যন্ত প্রায় ১ লাখের অধিক শিক্ষার্থী ভর্তি হয়ে গিয়েছে। 🔥

📌 As if - যেনো📌 As it were - ঠিক যেনো 📌 As usual - সচরাচর 📌 As well as - পাশাপাশি, অধিকন্তু 📌 As a result of - এর ফলে 📌 ...
10/09/2022

📌 As if - যেনো
📌 As it were - ঠিক যেনো
📌 As usual - সচরাচর
📌 As well as - পাশাপাশি, অধিকন্তু
📌 As a result of - এর ফলে
📌 As soon as - যত দ্রুত সম্ভব
📌 As possible - যতটুকু সম্ভব
📌 As a whole - মোটের উপর
📌 As though - যদিও
📌 As far as possible - যত দূর সম্ভব
📌 As many as - যত বেশি সম্ভব
📌 As yet - অদ্যাপি
📌 Just as - এই রকম
📌 As regards - সম্পর্কে
📌 As a rule - সাধারণত
📌 As busy as a bee - মৌমাছির মতো ব্যস্ত
📌 As blind as a bat - বাদুরের মতো অন্ধ
📌 As cunning as a fox - শিয়ালের মতো ধূর্ত
📌 As happy as a child - শিশুর মতো সুখী
📌 As brave as a lion - সিংহের মতো সাহসী
📌 As fast as light - আলোর মতো দ্রুতগামী

মাত্র ৭৫ টাকায় ডাউনলোড করুন আমার সবচেয়ে জনপ্রিয় "ঘরে বসে Spoken English" এবং "সবার জন্য Vocabulary" বইটি
"ঘরে বসে Spoken English" - https://10ms.io/WeGZb8

"সবার জন্য Vocabulary" - https://10ms.io/geGZSR

90% ছাড় পেতে আজই ভর্তি হয়ে যান স্পোকেন ইংলিশ কোর্সটিতে 👉:

https://10ms.io/xeGZG5

"ইউনিভার্সিটির নানান প্রেজেন্টেশন বা কম্পিটিশনে, মাল্টি ন্যাশনাল কম্পানিতে স্বপ্নের চাকররিটির জন্যে অথবা বিদেশে পাড়ি জমাটে IELTS করার খাতিরে – স্পোকেন ইংলিশ দরকার সবখানে। কিন্তু প্রতিদিনের ব্যাস্ততায় কোচিং এ দৌড়ে বা কঠিন গ্রামারের নিয়ম মুখস্থ করার সময় বা ইচ্ছা কার কাছেই বা থাকে? আপনার রুমের চার দেয়ালের স্বাচ্ছন্দ্যেই শিখুন স্পোকেন ইংলিশ “ঘরে বসে স্পোকেন ইংলিশ” কোর্সের সাথেই।
✅ সহজ সাবলীল ভাষায় ভিডিও টিউটোরিয়াল
✅ গ্রামার মুখস্থ ছাড়াই ইংরেজি শেখা
✅ বাস্তব জীবনের পরিস্থিতির সাথে উদাহরণ দিয়ে বুঝানো
✅ নিজেকে যাচাই করার জন্য কুইজ
✅ কোর্স শেষে সার্টিফিকেট

05/09/2022

Vocabulary (household)
✪ Fork (ফর্ক)- কাঁটাচামচ
✪ Bucket (বাকেট) – বালতি
✪ Curtain (কারটেন) – পর্দা
✪ Whisk (হুইস্ক)– ঝাঁটা/ঝাড়ু
✪ Shower (শাওয়ার) – ঝরনা
✪ Pillow (পিলো) – বালিশ
✪ Candle (ক্যান্ডেল) – মোমবাতি
✪ Cutter (কাটার) – বটি
✪ Dish (ডিশ) – থালা
✪ Loft (লফ্ট) – চিলেকোঠা
✪ Cottage (কটেজ) – কুটির
✪ Lantern (ল্যান্টার্ন) – হারিকেন
✪ Blanket (ব্লাংকেট) – কম্বল
✪ Niddle (নীডল) – সুই
✪ Oven (ওভেন) – চুলা
✪ Sieve (সীভ) – ছাকনি
✪ Blender – মিশ্রণকারী
✪ Spoon (স্পুন) – চামচ
✪ Thread (থ্রেড) – সুতা
✪ Armchair – আরামকেদারা

💥 বিশেষ মুল্য ছাড়ে, মাত্র 950 টাকায় পেয়ে যাচ্ছেন 'ঘরে বসে Spoken English' কোর্সটি ➡️

ভর্তি হওয়ার লিং➡️ https://10ms.io/peL2T2

ইংরেজি কিভাবে শিখবেন তা নিয়ে চিন্তিত?🤔 আজই ভর্তি হয়ে যান "Spoken English" কোর্সে💁‍♂️
৩ মাস মেয়াদি এই কোর্স শেষে পাবেন একটি "সার্টিফিকেট" একদম ফ্রি💯
কোর্স মুল্য মাত্র=

এটি বাংলাদেশের অন্যতম জনপ্রিয় একটি কোর্স যেখানে এখন পর্যন্ত প্রায় ১ লাখের অধিক শিক্ষার্থী ভর্তি হয়ে গিয়েছে। 🔥

04/09/2022
👨‍🏫 খুবি গুরুত্বপূর্ণ কিছু PHRASES 👌🎋1.   Acid test অগ্নিপরীক্ষা🎋2.  Again and again  বারবার🎋3.  Arm in arm  কাঁধে কাঁধ ...
04/09/2022

👨‍🏫 খুবি গুরুত্বপূর্ণ কিছু PHRASES 👌
🎋1. Acid test অগ্নিপরীক্ষা
🎋2. Again and again বারবার
🎋3. Arm in arm কাঁধে কাঁধ মিলিয়ে
🎋4. All the while সারাক্ষণ
🎋5. All the better আরও ভালো
🎋6. All attention অতি মনোযোগের সঙ্গে
🎋7. As usual বরাবরের মতো
🎋8. As a rule সাধারনত
🎋9. As a matter of fact প্রকৃতপক্ষে
🎋10.As such অতএব
🎋11. As long as যতক্ষণ পর্যন্ত
🎋12. As ever আগের মতই
🎋13. At most একই সঙ্গে
🎋14. At any cost যেভাবেই হোক
🎋15. At any rate অন্ততপক্ষে
🎋16. At no time কখনো না
🎋17. At every step পদে পদে
🎋18. At fault দোষী
🎋19. At first sight প্রথম দেখায়
🎋20. Better half স্ত্রী
🎋21. Behind the screen পর্দার আড়ালে
🎋22. Body and soul পরিপূর্ণভাবে
🎋23. But then অবশ্য
🎋24. By and by ক্রমে ক্রমে
🎋25. By chance হঠাৎ
🎋26. By force of চাপে পড়ে
🎋27. By this time এতক্ষণে
🎋28. Call in ডেকে আনা
🎋39. Day by day দিনে দিনে
🎋40. Dead language অপ্রচলিত ভাষা
🎋41. Equal to সমান
🎋42. Every now and then যখন তখন
🎋43. Every other day একদিন পরপর
🎋44. Eye to eye একমত
🎋45. Face to face মুখোমুখি
🎋46. Fall ill অসুস্থ হওয়া
🎋47. From time to time মাঝে মাঝে
🎋48. Hither and thither এখানে সেখানে
🎋49. Hotch - potch জগাখিচুড়ী
🎋50. Hurly burly হইচই

🤷‍♂️ কয়েকটি English Dialogue জেনে নিন 👌
🌿 Why not? = কেন নয়?
🌿 Get up! = ওঠো/উঠুন
🌿 What for? = কি জন্যে?
🌿 What? = কী?
🌿 Come again? = কী বললেন?
🌿 See below = নীচে দেখুন
🌿 Walk slowly = আস্তে হাঁটুন
🌿 Speak up! = জোরে বলো!
🌿 How deep? = কতটা গভীর?
🌿 Get away! = যাও এখান থেকে!
🌿 Nothing happened = কিছুই হয় নি
🌿 Listen carefully = মন দিয়ে শুনুন
🌿 He frowned = সে ভ্রু কোঁচকালো
🌿 Drive slowly = আস্তে গাড়ি চালান
🌿 Step aside = সরে যান
🌿 Who cares? = কার কী এসে যায়?
🌿 Then what? তাহলে আবার কী?
🌿 You called? আপনি ডেকেছিলেন?
🌿 Ask him = তাকে জিজ্ঞাসা করুন
🌿 Attention please! = অনুগ্রহ করে শুনবেন!

Write done

জাজাকাল্লাহ খাইরান

ইংরেজি কিভাবে শিখবেন তা নিয়ে চিন্তিত?🤔 আজই ভর্তি হয়ে যান আমার "Spoken English" কোর্সে💁‍♂️
৩ মাস মেয়াদি এই কোর্স শেষে পাবেন একটি "সার্টিফিকেট" একদম ফ্রি💯

💥সীমিত সময়ের জন্য স্পোকিং ইংলিশ কোর্সটি পেয়ে যাচ্ছেন মাত্র ৯৫০ টাকায়! 🥳

📌 কোর্সে ভর্তি হওয়ার লিংক 👉 https://10ms.io/yene11

ডিস্কাউন্ট পেতে প্রমো কোড টি ব্যবহার করুন(GBSE890)

😲 "ঘরে বসে Spoken English Course" এখন পাচ্ছেন মাত্র ৮৯০ টাকায়। তাহলে দেরি কীসের এখুনি রেজিষ্ট্রেশন করুন উপরে দেওয়া লিংক থেকে🔥

👩‍💻 IELTS এর Complete Preparation আর Mock Test এখন দু'টোই সম্ভব Online এ!

🎇"IELTS2250" প্রোমোকোডটি ব্যবহার করে ২৫০০ টাকার কোর্সটি করুন মাত্র ২,২৫০ টাকায়!
কোর্স লিংক👉 https://10ms.io/AenCZs

কোর্সে থাকছেঃ
🎥 ৫০টি রেকর্ডেড ক্লাস
👩‍🏫 ইন্টারেক্টিভ প্র্যাক্টিস ম্যাটেরিয়াল
📝প্রত্যেক ক্লাসের সাথে নোট
📈 IELTS পরীক্ষার সকল কমন টপিক
👩‍🏫 IELTS পরীক্ষার পূর্ণাঙ্গ প্রস্তুতি

যেভাবে জয়েন হবেন 👇
১/ লিংকে ক্লিক করুন
২/ কোর্সটি কিনুন লেখায় ক্লিক করে এগিয়ে যান
৩/ নাম,নাম্বার দিয়ে লগইন
৪/ পেমেন্ট অপশন আসবে, বিকাশ/রকেট/নগদ যেকোন একটা সিলেক্ট করে পেমেন্ট করুন সহজেই

এনরুল হয়ে যাবে 🥰

📞 আমার কোর্সগুলো সম্পর্কে বিস্তারিত জানতে যোগাযোগ করুন পেইজ ম্যানেজার এর সাথে 01301556434 অথবা [WhatsApp]

শাক সবজির  ইংরেজী নাম:শাক সবজি (Vegetables)গোল আলু – Potato (পটেটো)টমেটো – Tomato (টম্যাটো)গোল/তাল বেগুন – Brinjal (ব্রি...
02/09/2022

শাক সবজির ইংরেজী নাম:

শাক সবজি (Vegetables)
গোল আলু – Potato (পটেটো)
টমেটো – Tomato (টম্যাটো)
গোল/তাল বেগুন – Brinjal (ব্রিনজাল)
লম্বা বেগুন – Eggplant (এগপ্লান্ট)
করলা – Balsam Apple (বোলসাম এ্যাপেল)
পটল – Pointed gourd (পয়েন্টেড গোর্ড)
লাউ/কদু – Bottle Gourd (বটল গোর্ড)
মটর শুঁটি – Green Pea(গ্রীন পী)
কাঁচা পেঁপে – Green Papaya (গ্রীন পাপ্যায়া)
কাঁকরোল – Sweet Bitter Gourd (সুইট বিটার গোর্ড)
শসা – Cucumber (কিউকাম্বার)
গাঁজর – Carrot (ক্যারট)
ফুলকপি – Cauliflower (কলি ফ্লাওয়ার)
মুলা – Radish (র‍্যাডিস)
ঝিংগে – Rige Gourd (রিজ গোর্ড)
চাল কুমড়া – Green Cucumber (গ্রীন কিউকাম্বার)
মিষ্টি আলু – Sweet Potato (সুইট পটেটো)
সাজনা – Drum Stick (ড্রাম স্টিক)
বরবটি – Asparagus Bean (অ্যাস্প্যারাগাস বিন)
চিচিংগা/চিচিংগা – Snake Gourd (স্নেক গোর্ড)
মিষ্টি কুমড়া – Pumpkin (পামকিন)
কাঁচা কলা – Green Banana (গ্রীন ব্যানানা)
পুঁই শাক – Basil (বেসিল)
পালং শাক – Spinach (স্পিনাজ)
কচু – Arum (অ্যারাম)
কচুর লতি – Arum (অ্যারাম)
Arum-lobe কচুর লতি।
সিম – Bean (বিন)
ঢেঁড়স – Lady’s Finger (লেডিস ফিংগার)
কচুর ছড়া – Arum (অ্যারাম)
কলার মোচা – Plantain Flower (প্লান্টেইন ফ্লাওয়ার)
কলমি শাক – Bindweed (বাইন্ডউইড)
শালগম – Turnip (টারনিপ)
লাল শাক – Read Leafy (রেড লিফি)
Cress হেলেঞ্চা শাক।
বাঁধাকপি – Cabbage (ক্যাবেজ)
মাশরুম – Mushroom (মাশরুম)
ভূট্টা – Maize (মেইজ)
শিমলা মরিচ – Capsicum (ক্যাপ্সিকাম)
পেঁয়াজ – Onion (অনিয়ন)
রসুন – Garlic (গার্লিক)
আদা – Zinger (জিনজার)
হলুদ – Turmeric (টার্মারিক)
মরিচ – Red Chili (রেড চিলি)
ধনে পাতা – Coriander (করিয়্যান্ডার)
পুদিনা পাতা – Mint (মিন্ট)
লেবু – Lemon (লেমন)
কাঁচা মরিচ – Green Chili (গ্রীন চিলি)
Zucchini ধুন্দুল।
Leek পেঁয়াজ পাতা।
Grum ছোলা।
Lentils মসুর ডাল।
Lettuce লেটুসপাতা।
Drum-stick সজনে।
Eggplant সাদা বেগুন।

💥 বিশেষ মুল্য ছাড়ে, মাত্র 950 টাকায় পেয়ে যাচ্ছেন 'ঘরে বসে Spoken English' কোর্সটি ➡️

ভর্তি হওয়ার লিং➡️ https://10ms.io/peL2T2

ইংরেজি কিভাবে শিখবেন তা নিয়ে চিন্তিত?🤔 আজই ভর্তি হয়ে যান "Spoken English" কোর্সে💁‍♂️
৩ মাস মেয়াদি এই কোর্স শেষে পাবেন একটি "সার্টিফিকেট" একদম ফ্রি💯
কোর্স মুল্য মাত্র=

এটি বাংলাদেশের অন্যতম জনপ্রিয় একটি কোর্স যেখানে এখন পর্যন্ত প্রায় ১ লাখের অধিক শিক্ষার্থী ভর্তি হয়ে গিয়েছে। 🔥

মাশাআল্লাহ 🥰 এক ভাই বিয়ে করতে এসে, আসরের আজান হওয়ায় বিয়ের স্টেজে তিনি আসর এর নামাজ আদায় করেন 🥰 🌹
01/09/2022

মাশাআল্লাহ 🥰
এক ভাই বিয়ে করতে এসে, আসরের আজান হওয়ায় বিয়ের স্টেজে তিনি আসর এর নামাজ আদায় করেন 🥰 🌹

অনেকের উপকারে আসতে পারে।খতমে শিফা পড়ার নিয়ম।১। ইস্তেগ্ফার- ১১বার২। সূরা ফাতিহা- ১০০ বার৩। দরূদ শরীফ- ১০০ বার৪। সূরা আল...
30/08/2022

অনেকের উপকারে আসতে পারে।
খতমে শিফা পড়ার নিয়ম।

১। ইস্তেগ্ফার- ১১বার
২। সূরা ফাতিহা- ১০০ বার
৩। দরূদ শরীফ- ১০০ বার
৪। সূরা আলাম নাশরাহ- ৭৯ বার
৫। সূরা ইখলাছ- ১০০০ বার
৬। পুনরায় সূরা ফাতিহা- ৭বার
৭। পুনরায় দরূদ শরীফ- ১০০বার
৮। তারপর এই দোয়া (একশত বার): فَسَهِّلْ يَا اِلٰهِىْ كُلَّ صَعْبٍ بِحُرْ مَتِ سَيِّدِ الْاَ بْرَارِ سَهِّلْ سَهِّلْ بِفَضْلِكَ يَاعَزِيْزُ‎
উচ্চারণ: ফাসাহ্হিল ইয়া ইলাহি কুল্লা ছা’বিন বিহুরমাতি সায়্যেদিল আবররি সাহ্হিল- সাহ্হিল বিফাদ্বলিকা ইয়া আজীজ। অত:পর
৯। يَا قَاضِىَ الْحَاجَاتْ ইয়া ক্বদ্বিয়াল হাযাত- ১০০বার
১০। يَا كَفِىَ الْمُهِمَّاتْ ইয়া কাফিয়াল মুহিম্মাত- ১০০বার
১১। يَا دَافِعَ الْبَلِيَّاتْ ইয়া দাফিয়াল বালিয়্যাত- ১০০বার
১২। يَا مُجِيْبَ الدَّعْوَاتْ ইয়া মুযিবাদ দা’ওয়াত- ১০০বার
১৩। يَا رَافِعَ الدَّرَجَاتْ ইয়া রাফিয়াদ্ দারযাত- ১০০বার
১৪। يَا حَلَّالَ الْمُشْكِلَاتْ ইয়া হাল্লালাল্ মুশ্কিলাত্- ১০০বার
১৫। يَا مُسَبِّبَ الْاَسْبَابْ ইয়া মুসাব্বিবাল আসবাব- ১০০বার
১৬। يَا شَافِعَ الْاَمْرَاضْ ইয়া শাফিয়াল আমরাজ- ১০০বার
১৭। يَا مُفَتِّحَ الْاَبْوَابْ ইয়া মুফাত্তিহাল্ আব্ওয়াব- ১০০বার
১৮। رَبِّ اِنِّىْ مَغْلُوْبٌ فَانْتَصِرْ রব্বি ইন্নি মাগ্লুবুন ফানতাছির- ১০০বার
১৯। يَا غَوْثُ اَغِثْنِىْ وَاَمْدُدْنِىْ ইয়া গউছু আগিছ্নী ওয়া আম্দুদ্নীয়া- ১০০বার
২০। اِنَّالِلّٰهِ وَاِنَّااِلَيْهِ رَاجِعُوْنْ ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রজিউন- ১০০বার
২১। لَااِلٰهَ اِلَّاۤ اَنْتَ سُبْحَانَكَ اِنِّىْ كُنْتُ مِنَ الظّٰلِمِيْنْ লা-ইলাহা ইল্লা আ আংতা সুব্হানাকা ইন্নি কুংতু মিনাজ জোয়ালিমীন- ১০০বার‎
২২। فَاسْتَجَبْنَا لَهٗ وَنَجَّيْنٰهُ مِنَ الْغَمِّ وَكَذٰ لِكَ نُنْجِى الْمُؤْمِنِيْنْ ফাসতাজাবনা লাহু ওয়ানাজ্জাইনাহু মিনাল গম্মি ওয়া কাজালিকা নুনজিল মু’মিনীন- ১০০বার‎
২৩। يَا اَرْ حَمَ الرَّحِمِيْنْ ইয়া আরহামার রহিমিন- ১০০বার‎
২৪। অতঃপর ১০০বার দরূদ শরীফ পাঠ করে খতম শেষ করে খালেছ দিলে মুনাজাত করবে, ইনশাআল্লাহ্, আল্লাহপাক কবুল করবেন এবং এর ফলাফল প্রত্যক্ষ হতে থাকবে।

---- BTS কি ? - ভয় পাবেন না, এখন ধর্ম টানবো না। ধর্মের বিষয় পরেবলছি।- আজ থেকে প্রায় কয়েক মাস আগে থেকেই আমি লক্ষ করি বাংল...
22/08/2022

---- BTS কি ?

- ভয় পাবেন না, এখন ধর্ম টানবো না। ধর্মের বিষয় পরে
বলছি।
- আজ থেকে প্রায় কয়েক মাস আগে থেকেই আমি লক্ষ করি বাংলাদেশের কিছু ছেলে মেয়ে দিন দিন BTS ব্রেন্ডের প্রতি আকৃষ্ট হচ্ছে, সেখানে অধিকাংশ মেয়ে। কৌতুহলবশত আমিও F**k I'd খুলে এদের সম্পর্কে জানার চেষ্টা করি।ফেসবুকে কয়েকটা ভিডিও দেখলাম, BTS এর জন্য Bf-Gf দের Breakup হচ্ছে, BTS সম্পর্কে কিছু বললে মেয়েরা রেগে আগুন। এতে কৌতুহল আরো বাড়তে লাগলো। আসলে আকৃষ্টের কারণ কি এদের সুন্দর চেহারা ?নাকি অন্য কিছু ?

- BTS দের গান গুলা সামাজিক হলেও, এদের গানের কিছু স্লো-মোশন ভিডিও, এদের অঙ্গী-ভঙ্গি এবং এদের
ড্রেস-আপ আপনাকে এদের ফ্যান হতে বাধ্য করে যা
একধরনের ব্রেইন-ওয়াশ করা হচ্ছে। কিছু দিন আগে দেখি প্রিয় তিনজন হুজুর এর ভিতরে একজন হুজুর Abrarul Haque Asif সাহেব BTS এর বিরুদ্ধে কথা বলায় তাকে অনেক মুসলিম ভাই বোনদের গাল-মন্দ শুনতে হয়। পরে সম্ভবত একটা ভুলের কারনে, তিনি Vedio টি ডিলেট করতে বাধ্য হন।

- PUBG, FREE FIRE, TIKTOK নিয়ে মিডিয়া কথা বললেও, BTS ব্রেন্ড নিয়ে চুপ। কারন BTS সরাসরি সামাজিক কাজে সম্পর্কিত থাকলেও, মানুষের অগোচরে অধিকাংশ মেয়েদের কাছে একটা নেশার নাম BTS, যা Virus এর মতো পুরো বিশ্বে ছড়িয়ে পড়ছে। বিশ্বাস না হলে BTS ফ্যানদের পরীক্ষা করে দেখতে পারেন। কিছু মেয়েদের স্ট্যাটাস দেখে বুঝলাম, এই নেশার কারনে অনেক মেয়ে নিজ দেশের ছেলেদের প্রতি আকর্ষণ হারাচ্ছে।

----- চলুন এবার ইসলাম দিয়ে ব্যাখ্যা করিঃ-

- BTS কেনো হারাম ?🚫
- একজন মুসলিম হিসেবে কেনো BTS ত্যাগ করা দরকার।

- ঐসব পুরুষদের... রাসুল (সঃ) অভিশপ্ত করেছেন যারা
পুরুষ হয়েও নারীর বেশভূষা ও চলাফেরায় নারীদের সাজ অনুসরণ করেন।
[ আবু দাউদ - ৪০৯৭..ইবনে মাজাহ - ১৯০৪ ]

- যেসব চিহ্ন BTS সদস্যদের মধ্যে পাওয়া যায় - নাক, কান ফোরানো, মেয়েদের মত সাজ-সজ্জা ইত্যাদি।

রাসুল (সঃ) বলেন - কিয়ামতের দিন তাদের সাথেই তোমাদের হিসাব হবে যাদের তোমরা ভালোবাসবে
[ বুখারী - ৩৬৮৮ ]

- এখন আপনিই বলুন, একজন মুসলিম হয়ে আপনি কি চাইবেন হাশরের ময়দানে বিধর্মীদের কাতারে দাড়াতে ?😐

- BTS এর ব্যাপারে অল্প কিছু বিষয় তুলে ধরলাম...

আল্লাহ আমাদের সবাইকে সঠিক বুঝার তৌফিক দান করুন।😥😥😥❓আমিন

🔲 জীবনাচরণ যখন আপনি বুঝতে পারবেন অবমূল্যায়িত হচ্ছেন, তখন আপনি মূল্যহীন হয়ে যাওয়ার আগে সে স্থান থেকে সরে আসুন।। কারো ম...
22/08/2022

🔲 জীবনাচরণ

যখন আপনি বুঝতে পারবেন অবমূল্যায়িত হচ্ছেন, তখন আপনি মূল্যহীন হয়ে যাওয়ার আগে সে স্থান থেকে সরে আসুন।। কারো মনে যদি একবার ঘৃণা বা অবমূল্যায়ন ভর করে ভালোবাসা এবং শ্রদ্ধার পারদ তখন খুব দ্রুত নামতে থাকে। তখন আপনি যতই চেষ্টা করেন আরো মূল্যহীন হবেন। আত্মসম্মান নিয়ে সরে আসার কষ্ট সাময়িক,তবে নিজের মর্যাদাকে টিকিয়ে রাখার বিজয়ের আনন্দ চিরদিনের শুধুই আপনার।।

যার কাছে আপনার গুরুত্ব ছিল না ; আপনাকে মূল্যহীন ভাবতো, আপনি সরে গিয়ে তাকে আপনার শূন্যতা অনুভব করতে দিন। আপনার সাথে অন্য কাউকে মিলাতে সুযোগ দিন। তাকে শিকার করতে দিন আমি ভুল করেছি আমি ক্ষমাপ্রার্থী। আপনি না হয় একটা বড় দীর্ঘশ্বাস ফেলে একান্তে নিরবে বিজয়ের স্মিত হাসি হাসুন।

কার্টেসী: পুতুল✍️

হিন্দু ভাইয়েরা মন খারাপ করবেননা.! :আমি just জানতে চাই:যদি পারেন উত্তর দিবেন.:1st- শিব ৬০,০০০ বিবাহ করেছিল সেমারা যাবার ...
20/08/2022

হিন্দু ভাইয়েরা মন খারাপ করবেন
না.! :আমি just জানতে চাই
:যদি পারেন উত্তর দিবেন.
:1st- শিব ৬০,০০০ বিবাহ করেছিল সে
মারা যাবার পর তার লিঙ্গকে পূজা করা হয় কেন❓
:
একজন শিষ্টাচার হিন্দু কোন যুক্তিকতায়
তার স্ত্রী_দুধ দিয়ে শিবের গোপন_অঙ্গ
ধৌত করে কেন.❓
:
এটা কি কোন সৃষ্টিকর্তার বৈশিষ্ট্য.❓

এমন কুরুচি পূর্ন আদেশ সৃষ্টিকর্তা দিতে
পারেন.❗
-
2nd- শিব তার নিজের ছেলে গনেশকে
চিনতে পারেনি কেন.❓

চিনতে না পারার জন্য ছেলের
গর্দান_কেটে ফেলেছিলেন.!
:
তাহলে তিনি তার সৃষ্টিকে কি করে
চিনবেন.?
:
ভুলে যাওয়া কি সৃষ্টিকর্তার
বৈশিষ্ট্য.❓
_
3rd- দেবদাসীর ও যোগিনীর মত
পতিতা চরিত্রের সাথে ভগবান ও ব্রাহ্মনগন কি অশ্লীলকর্মে লিপ্ত হন.❓
:
যদি তারা প্রকৃতার্থে ভগবান হয়ে
থাকেন❓
_
4th- অশ্লীল ভঙ্গিমায় উলঙ্গ_নারী ,,,
মুখে দাতেঁ রক্ত ও হাতে রক্তাক্ত তলোয়ার.!
কি করে সৃষ্টিকর্তা হতে পারে.❓
উদাহরন-
দূর্গা.❗
_
5th- কৃষ্ণা যদি সৃষ্টিকর্তা হয়। তবে
সে কেন তার মামীর সাথে
অবৈধ_সম্পর্ক রাখলো...❓
:
তবে কি সৃষ্টিকর্তা মানুষের সাথে
এমন অবৈধ কর্মে লিপ্ত হয় যা তারা নিজেরাই আইনের
বর্হিভূত.❓
_
6th- কিভাবে রাম সৃষ্টিকর্তা হতে
পারে.❓
কারন,,,
সে প্রয়োজনে খাবার খেয়েছে, ঘুম
গেছে,
অনেক বিয়ে করেছে, দৈহিক তারনায়,
রাম
নিজের স্ত্রীকে সন্দেহ করেছে.!
এসব কি সৃষ্টিকতার কর্ম হতে পারে ❓
_
7th- যদি রাম সৃষ্টিকর্তাই হন তবে কেন
তিনি হনুমানের সাহায্য চাইবেন.❓
:
তাহলে কি সৃষ্টিকর্তার ক্ষমতার কমতি
আছে.❓
:
_
8th- রাম হনুমানের দু’ভাইকে কেন
অকারনে খুন করলেন.❓
:
যেখানে রামের সাথে তাদের কোন
শত্রুতা ছিল না ❓
:
সৃষ্টিকর্তা হয়ে অপরাধ করা কি সম্ভব.❓
_
9th- রাবন যদি শয়তান হয়ে একদিনে
লঙ্কায় পৌছাঁতে পারে.❗

তবে রাম সৃষ্টিকর্তা হয়ে কেন ১২ বছর লাগলো.❓
:
তাও আবার হনুমানের সাহায্যে❗

শয়তানের শক্তি সৃষ্টির্কতা হতে কি
করে বেশি হওয়া সম্ভব❓
_
10th- কৃষ্ণা একজন সৃষ্টিকর্তা হয়ে কি
ভাবে নারীদের স্নানরত_দৃশ্য উপভোগ করেন.❓
:ও তাদের পোষাক_ লুকিয়ে রেখে
দেন❓

11th- গরু হিন্দুদের মা, গরুর পেট থেকে
তো গরুর_বাচ্চা হয়.!
কিন্তু
মানুষের_বাচ্চা তো হয় না.❓
:
তাহলে গরু কি করে মানুষের মা হয়❓

12th- আপনি যাকে বানিয়েছেন সে
বড় নাকি আপনাকে
যে বানিয়েছে সে বড় ❓
উদাহরনঃ
মুর্তি
:
একটু বিবেক দিয়ে চিন্তা করুন কে সত্য।
©️©️©️

19/08/2022

প্রবাসীর. কষ্ট কেউ বুঝে না
😭😭😭😭😭

This is life of expusionএই হলো প্রবাস জীবন 🤲🤲🤲
18/08/2022

This is life of expusion
এই হলো প্রবাস জীবন 🤲🤲🤲

That is the realityএটাই বাস্তবতা
18/08/2022

That is the reality
এটাই বাস্তবতা

শেষটা সুন্দর 😋😋৯টি মজার ঘটনা!১) তুমি সাবান দিয়ে চোখ,পরিষ্কার করতে পারবে না!২) তুমি তোমার চুল গুনতে পারবে না!৩) তোমারজিহ...
18/08/2022

শেষটা সুন্দর 😋😋

৯টি মজার ঘটনা!

১) তুমি সাবান দিয়ে চোখ,
পরিষ্কার করতে পারবে না!

২) তুমি তোমার চুল গুনতে পারবে না!

৩) তোমার
জিহ্বা বাহিরে থাকা অবস্থায়
তুমি নাক দিয়ে নিঃশ্বাস নিতে পারবে না!

৪) তুমি এখন ৩ নাম্বার
টা চেষ্টা করছো!

৬) যখন তুমি ৩ নাম্বার
টা চেষ্টা করছো তখন
দেখলে তুমি নিঃশ্বাস
নিতে পারছো,
আর
তোমাকে কুকুরের মত লাগছে!

৭) তুমি এখন হাসছো কারন
তুমি বোকা হলে!

৮) তুমি পাঁচ নাম্বারটা মিস
করেছো!

৯) এখন তুমি দেখছো সত্যি ৫
নাম্বারটা আছে নাকি!

এখন কষ্ট করে আর একটু মুচকি হাসি দেও। এভাবে হাসতে থাকো , হাসিতে তোমাকে অনেক সুন্দর লাগে👌😉

18/08/2022

😁😁😁😁

‘বোবায় ধরা’ বা ‘ঘুমের পক্ষাঘাত’ যাকে Sleep Paralysis বলা হয়। এটি স্বপ্নে জ্বিনের আক্রমন, যাকে আমরা বোবায় ধরা বলে থাকি। ...
17/08/2022

‘বোবায় ধরা’ বা ‘ঘুমের পক্ষাঘাত’ যাকে Sleep Paralysis বলা হয়।

 এটি স্বপ্নে জ্বিনের আক্রমন, যাকে আমরা বোবায় ধরা বলে থাকি। যা আমাদেরকে ঘুমের মধ্যে আক্রমণ করে।

হাদীসে এসেছে: শয়তান স্বপ্নের মধ্যে ভীতি প্রদর্শন করে থাকে। [সুনান আত তিরমিজী, হা/২২৯১]

কুরআনুল কারীমে মহান আল্লাহ বলেন: ইবলিশ শয়তান জ্বিন সম্প্রদায়ভূক্ত [আল-কুরআন, সূরা কাহাফ (১৮), আয়াত-৫০]

 আক্রমণের লক্ষণসমূহ:

যখন আমরা ঘুমে থাকি জ্বিন তখন বুকের উপর ভারী চাপ সৃষ্টি করে আমাদের শ্বাস বন্ধ হওয়ার উপক্রম হয়, তখন কথা বলা বা নড়াচড়া করা যায় না। চিৎকার-চেচামেচি করেও কারো দৃষ্টি আকর্ষণ করা সম্ভব হয় না। নিজেকে কন্ট্রোল করতে গিয়ে তাদের কাছে বাধাগ্রস্ত হতে হয়। টায়ার্ড হয়ে, শরীর ঘেমে আসে।

জ্বিন চলে গেলে, আতংকিত হয়ে আমরা জেগে উঠি, তখনও অস্বস্তি উপলব্দি করা যায়। পশ্চিমা বিজ্ঞানীরা এটাকে “ঘুমের পক্ষাঘাত” বলে অভিহিত করেন। কিন্তু ইসলাম আমাদেরকে জানাচ্ছে যে, জ্বিন আমাদের ঘুমের মধ্যে স্বপ্নে আক্রমন করে।

আমরা কিভাবে জ্বিনের এই আক্রমন থেকে নিজেদেরকে রক্ষা করবো?
 ঘুমানোর পূর্বে মূহুর্তে করণীয়:
 ঘরের বা রুমের সদর বা প্রধান দরজা ‘বিসমিল্লাহ’ বলে বন্ধ করা।
 সূরা মূলক তেলাওয়াত করা।
 অজু করে ঘুমাবো।
 শোবার পূর্বে বিছানা ভালো করে ঝেড়ে নেয়া।
• সুবহানাল্লাহ ৩৩ বার, আলহামদুলিল্লাহ ৩৩ বার এবং আল্লাহু আকবার ৩৪ বার পাঠ।
 আয়াতুল কুরসী পাঠ। {সূরা বাকারাহ এর ২৫৫নং আয়াত}
 শরীর বন্ধ করা। [তিন কুল (সূরা এখলাস, সূরা ফালাক্ব ও সূরা নাস) পাঠ করে হাতের তালুতে ফুক দিয়ে শরীরের সামনের অংশের যতটুকু সম্ভব হাত বুলাবেন] এভাবে তিনবার করতে হয়।
 সূরা বাকারার শেষ দুই আয়াত পাঠ করা।
 আল্লাহর কাছে বেশী বেশী করে ইস্তেগফার করা।
 ঘুমানোর পূর্বের দু‘আ পাঠ ও ডান কাতে ঘুমানো।
 বোবায় ধরলে বা দুঃস্বপ্ন দেখলে করণীয়:
 ঘুমের মধ্যে বোবায় ধরলে, খারাপ বা দুঃস্বপ্ন দেখলে ‘আউযুবিল্লাহিমিনাশ শাইত্বানির রাযীম’ পাঠ করে বাম দিকে তিনবার ড্রাই বা শুকনা থুতু নিক্ষেপ করবেন এবং পাশ চেইঞ্জ করে ঘুমাবেন।

উপরের পদক্ষেপগুলো গ্রহণ করার পরেও বোবায় ধরা, খারাপ বা দুঃস্বপ্ন দেখা চলতে থাকে, তবে এক্ষেত্রে আধ্যত্নিক, মানসিক বা অন্য কোনো সমস্যা হতে পারে। এ ক্ষেত্রে যথাযথ চিকিৎসা গ্রহণ করা উচিত।

আল্লাহ আমাদের সবাইকে খারাপ জ্বিনের আক্রমন থেকে হেফাজত করুন। আমীন!
©©

16/08/2022

🕌🕌🕋🕋🤲🤲🤲

একটা মেয়ের গল্প বিয়ের ৮ বছর পরে ও যখন নি‌ঃসন্তান ছিলাম তখন যেন  বেঁচে থাকাটা আমার জন্য কঠিন হয়ে পরেছিল। আশেপাশের কোন ...
15/08/2022

একটা মেয়ের গল্প
বিয়ের ৮ বছর পরে ও যখন নি‌ঃসন্তান ছিলাম তখন যেন বেঁচে থাকাটা আমার জন্য কঠিন হয়ে পরেছিল। আশেপাশের কোন মহিলার ছেলে মেয়েদের কে আমার কাছে আসতে দিত না। কিন্তু আমার ছিল বাচ্চাদের প্রতি লোভ। বাচ্চা দেখলে আমার ভেতরের মাতৃত্ববোধ জেগে উঠত। বাচ্চাদের কোলে নিতে মন চাইতো,আদর করতে ইচ্ছে হতো। কিন্তু সবাই আমার থেকে তাদের বাচ্চা লুকিয়ে রাখত। সব‌ই আমার কপাল। যেইখানে আমার নিজের‌ ননদ আমার কোল থেকে তার বাচ্চা কেড়ে নিয়ে যায়, সেইখানে পাড়া প্রতিবেশীদের আর কি বলব?

আজকে হঠাৎ করে সেই ৮ বছরের পুরনো কথা মনে পড়ে গেল। কতো সুখের সংসার ছিল আমার। আমার স্বামী ছিল একজন শিক্ষক।ধন দৌলত , টাকা পয়সা , কোন কিছুর অভাব ছিল না।ছিল শুধু একটা বাচ্চার অভাব। আর একটা বাচ্চার অভাবে আমার সেই সুখের সংসার টা বিষে পরিনত হয়েছিল। অ্যারেঞ্জ ম্যারেজ ছিল আমাদের। আমার শ্বাশুড়ি আম্মা নিজে পছন্দ করে আমাকে তার বাড়ির বউ করে নিয়ে আসে।
প্রথম ৩_৪ বছর সব কিছু ঠিক ছিল। কিন্তু এর পর থেকে সবার মধ্যে কানাঘুষা শুরু হয়ে গেল।

একদিন আমার কাকি শাশুড়ি আম্মাকে বললেন,ব‌উমা কে কবিরাজ দেখাও, তাহলে সব ঠিক হয়ে যাবে। এরপর থেকে শুধু হলো হুজুর, কবিরাজ দেখানো, সাথে পানি পড়া,তেল পড়া,ঝাড় ফুঁক তাবিজ গলায় ঝোলানো ‌। যদিও আমি এসব বিশ্বাস করতাম না কিন্তু আম্মার মুখের উপর কিছু বলার সাহস ছিল না আমার।

রাতে আমার বর জিজ্ঞেস করল,আয়াত তোমার গলায় এইটা কিসের তাবিজ ?

আম্মা কবিরাজের থেকে নিয়ে এসেছে বাচ্চা হওয়ার জন্য।

তুমি একজন শিক্ষিত মেয়ে হয়ে কিভাবে এসব বিশ্বাস কর? সন্তান দেওয়ার মালিক আল্লাহ। আল্লাহ যেদিন চাইবে সেদিন ঠিকই আমাদের ঘর আলো করে বাবু আসবে।
তবে আমাদের ও চেষ্টা করতে হবে। আমার কলিগের পরিচিত একজন গাইনী ডাক্তার আছে , আমরা কাল সকালে ইনশাআল্লাহ যাবো ওই ডাক্তারের কাছে।

ঠিক আছে।

প্রায় তিন বছর ডাক্তার দেখানোর পরে ও যখন কোন কাজ হয়েছিল না তখন এই সমাজ আমাকে অপয়া, অলক্ষী, বাজা তকমা লাগিয়ে দিয়েছিল। কারো বাচ্চা আমার কাছে আসতে দিত না। একদিন দুপুরে আমার ননদ তার মেয়েকে ঘুম পাড়িয়ে গোসল করতে গিয়েছিল। কিছুক্ষণের মধ্যে বাবুর ঘুম ভেঙ্গে যায়।বাবু কান্না করতে থাকে। একপর্যায়ে বাবুর কান্না দেখে আমি কোলে তুলি। তখনই আমার ননদ ছুটে এসে বাবুকে আমার থেকে ছিনিয়ে নিয়ে বলে, ভাবি তোমাকে তো বলেছিলাম আমার মেয়েকে তুমি কোলে নিবে না ।

ননদের কথায় আপনা আপনি চোখ থেকে পানি গড়িয়ে পড়েছিল।আর বেশি কষ্ট লেগেছিল যখন দেখলাম আমার স্বামী সেইখানে উপস্থিত ছিলেন অথচ কোন প্রতিবাদ করে নি।

রুমে এসে আমার কাপড় চোপড় গোছানো দেখে উনি বললেন, কি ব্যাপার আয়াত কাপড় চোপড় গোছাচ্ছ কেন?

আমি থাকব না আর এই বাড়িতে, অনেক সহ্য করেছি আর নয়। আপনি বরং আমাকে ডিভোর্স দিয়ে অন্য কোন মেয়ে বিয়ে করে আপনার বংশের বাতি জ্বালান।

আচ্ছা আয়াত,আজ ‌তোমার জায়গায় যদি আমার সমস্যা হতো তুমি কি আমাকে ডিভোর্স দিয়ে চলে যেতে?আর তুমি কি সূরা বাক্বারার ১৫৫ নং আয়াত পড় নি, সেই আয়াতে ছিল "এবং অবশ্যই আমি তোমাদের পরীক্ষা করব কিছুটা ভয়, ক্ষুধা,মাল ও জানের ক্ষতি ও ফসল বিনষ্টের মাধ্যমে। তবে সুসংবাদ দাও সবরকারীদের। আল্লাহ আমাদের পরীক্ষা করছেন।তাই আমাদের উচিত ধৈর্য ধারন করা। আবার সূরা ত্বলাকের‌ ৭ নং আয়াতে বলা হয়েছে "আল্লাহ কষ্টের পর সুখ দিবেন।আল্লাহ চাইলে আবার আমরা সুখের দেখা পাবো।

এর কিছুদিন পর আমার ছোট ননদের বিয়ে ঠিক হয়। সকালে খাবার টেবিলে বসে সবাই বিয়ে নিয়ে আলোচনা করছিল।এক পর্যায়ে আম্মা আমার বর কে বললেন,দেখ রায়হান বাড়িতে একটা শুভ কাজ হতে যাচ্ছে, আমি চায় না তোর অপয়া ব‌উ এই শুভ কাজে বাড়িতে উপস্থিত থাকুক। তুই এই অপয়াকে ওর বাপের বাড়ি দিয়ে আসবি।

আম্মা অনেক হয়েছে। আমি অনেক দিন যাবৎ এসব সহ্য করে আসছি। আমি আয়াত কে বিয়ে করে ওর সারাজীবনের দায়িত্ব নিয়েছি, মাঝপথে এসে ওর হাত ছেড়ে দেওয়ার জন্য নয়। আচ্ছা আম্মা আজ যদি সমস্যা টা আয়াতের না হয়ে আমার হতো তাহলে কি আমাকেও সেম ভাবে বাড়ি থেকে বের করে দিতে?
তোমাদের যখন ওকে নিয়ে এতো সমস্যা তাহলে আমি সেই সমস্যার সমাধান করে দিচ্ছি। আয়াত এই বাড়ি থেকে চলে যাবে তবে ও একা যাবে না সাথে আমি ও যাবো।

আমি বেশ ভালো ভাবে বুঝতে পারছি,এই মেয়ে তোকে কালো যাদু করছে।ও খুব ভালো করে জানত‌ একবার ডিভোর্স হলে ওর মতো অপয়াকে আর কেউ বিয়ে করবে না ।তাই তো তোকে বশ করেছে যাতে এই অপয়াকে ছাড়তে না পারিস‌।

এতো কথা শোনার পর ও আমার বর তার কথা থেকে একটু ও সরে আসে নি। সেদিন আমার ৮ বছরের সংসার জীবনের ইতি টেনে শ্বশুর বাড়ি থেকে তার হাত ধরে চলে আসছিলাম একটুখানি সুখের আশায়।

কেটে যায় ৪ মাস‌। সেদিন বাড়ি থেকে বেরিয়ে এসে একটা ভাড়া বাসায় উঠেছিলাম। শহরে আমাদের জায়গায় কেনা ছিল।ওই জায়গায় একটা বিল্ডিং এর কাজ শুরু করি। আমাদের একটু টাকার ‌সমস্যা ছিল যার কারনে ৪ মাস লেগে যায় বিল্ডিং কমপ্লিট হতে।৪ মাস পরে নিজেদের বাড়ি উঠি। এইখানে এসে সব‌ই ভালো ভাবে চলছিল কিন্তু ভেতরে ভেতরে একটা সন্তানের হাহাকার সবসময় বিরাজ করত।

আয়াত, আমার মনে হয় আবার ও আমাদের চিকিৎসা শুরু করা উচিত বিচলিত কন্ঠে বললেন আমার বর।

কি হবে আর চিকিৎসা নিয়ে। কম তো আর ডাক্তার দেখালাম না, আল্লাহর কাছে তো কম চাইলাম না। কিন্তু কি লাভ হলো?

আয়াত আমাদের উচিত ধৈর্য ধারন করা। আল্লাহর কাছে আর ও বেশি করে চাওয়া।

এরপর আমরা আবার চিকিৎসা শুরু করি। চিকিৎসার পাশাপাশি আমরা প্রতিনিয়ত তাহাজ্জুদের নামাজ পড়া শুরু করলাম, দোয়া কবুলের সময়গুলোতে দোয়া করতাম আল্লাহর কাছে একটা সন্তানের জন্য। আমি অবাক হতাম আমার বরের ধৈর্য দেখে। আমার দুঃখের সময় আমাকে সাপোর্ট করেছে, আমার পাশে থেকেছে। আর সবচেয়ে বেশি অবাক করা বিষয় হচ্ছে এর ৫ মাস পর আমি কনসিভ করি। সেদিন মনে হয়েছিল পৃথিবীর সমস্ত সুখ বোধহয় আমার কাছে চলে এসেছে। আমি পৃথিবীর সবচেয়ে সুখী মানুষ। তখনই আমার সূরা মারইয়ামের ৪ নং আয়াতের কথা মনে পড়ে গেল।সেই আয়াতে বলা হয়েছিল " হে আল্লাহ! আমি তো কখনো আপনাকে ডেকে ব্যর্থ হ‌ইনি"।
আসলেই তো আমি ৯ মাস আগে একটুখানি সুখের আশায় আমার সংসার ছেড়ে আসছিলাম।আর আজ আল্লাহ আমাকে একটুখানি সুখের বদলে পাহাড় সমান সুখ দিয়েছে।

সমাপ্ত
#একটুখানি সুখ

#অপরাজিতা রহমান

(সত্য ঘটনা অবলম্বনে লেখা। আসলে প্রকৃত ভালোবাসা কখনোই ছেড়ে যায় না। ভুল ত্রুটি ক্ষমার দৃষ্টিতে দেখবেন।)

আমি একজন বিধবা মহিলা আমার বয়স এখন ৬০ বছর। আমি স্কুল শিক্ষিকা ছিলাম। আমার একটা-ই ছেলে যার বয়স এখন ৩৬ বছর। ওর নাম আশিক আদন...
14/08/2022

আমি একজন বিধবা মহিলা আমার বয়স এখন ৬০ বছর। আমি স্কুল শিক্ষিকা ছিলাম।
আমার একটা-ই ছেলে যার বয়স এখন ৩৬ বছর। ওর নাম আশিক আদনান দিপ ও থাকে অষ্ট্রেলিয়া। আমার হাজবেন্ড যখন মারা যায় তখন আমার বয়স ৪০ বছর। আর আমার ছেলে আশিক আদনান দিপ যাকে আমি দিপ বলে ডাকি ওর বয়স তখন ১৬ বছর।

ছেলে কে আমি একা একা বড় করেছি। নিজে কষ্ট করেছি, কখনো ছেলেকে কোন কিছুর অভাব বুঝতে দেই নাই। সব সময় চেয়েছি ওর সব চাহিদা মেটাতে। কখনো যেন না ভাবে - আমার বাবা থাকলে এ-ই চাহিদাটা পূরণ হতো। বাবা নাই বলে এটা পাচ্ছি না। ছেলে কে দেশের সব চাইতে ভালো স্কুল, কলেজ ও বিশ্ববিদ্যালয়ের পড়িয়েছি। তারপর ছেলে উচ্চশিক্ষার সুযোগ পেয়ে চলে গেলো অষ্ট্রেলিয়া । সব খরচ একা হাতে সামলিয়েছি। নিজের দিকে একদম খেয়াল করিনি। সব সময় দেখতে চেয়েছি আমার সন্তানের সফলতা ! তার ভবিষ্যৎ উজ্জল করাই ছিলো আমার জীবনের লক্ষ।আমাকে সবাই সফল মা বলেন।এই নিয়ে আমারও একধরনের চাপা গর্ব আছে।

গত সপ্তাহে আমার এক পুরাতন বান্ধবীর সাথে দেখা হলো ওর নাম লিপি। ওর ছেলে আমার ছেলে দিপের সাথে এক'ই স্কুলে পড়তো। ওর ছেলের সাথে অবশ্য দিপের খুব ভালো বন্ধুত্ব ছিলো না। এর কারণ হয়তো আমি বা আমার ছেলে দিপ।

আমি সব সময় চাইতাম দিপ শুধু মাত্র ভালো স্টুডেন্ট যারা আর সব সময় পড়ালেখা নিয়ে কমপিটিশন করে তাদের সাথে মিশবে। তাতে করে ওর ভেতরে পড়ালেখার প্রতি আরো বেশি প্রতিযোগিতার মনোভাব থাকবে।

সব সময় লিপি বলতো -দেখ আমরা দু'জন কত ভালো বন্ধু। আর আমাদের ছেলেরাও এক'ই স্কুলে পড়ে, তার পরেও ওদের মধ্যে বন্ধুত্ব হলো না।
লিপির ছেলে আরিফ সব ক্লাসে টেনেটুনে পাশ করে যেতো। তবে সব সময়ই স্কুলের খেলাধুলা অন্যান্য কার্যক্রম গুলোতে অংশগ্রহণ করতো। স্কুলের ওয়াল ম্যাগাজিনে ওর লেখা থাকতো, ছবি আঁকতো, এগুলো নিয়েই লিপি খুশি থাকতো।

লিপির কথা,- আমার ছেলে'তো আর ফেল করে না! পাশ করে গেলেই হলো। সবার ছেলেতো ফাস্ট হবে না। আমার ছেলেটা পড়ালেখায় তেমন ভালো না কিন্তু ওর অন্য কাজ গুলো কত সুন্দর!
আমার কাছে লিপির এই কথা গুলো অসহ্য লাগতো। মনে হতো,ছেলের মাথায় তো গোবর আছে। তার চাইতে বেশি গোবর মায়ের মাথায়। তা না হলে যে ছেলে পড়ালেখায় এত পেছনে পরে আছে। তাকে কোন মা স্কুলের এক্সটা কার্যক্রম নিয়ে সময় নষ্ট করতে দেয়!
দিপ কলেজে উঠে নটরডেম কলেজে ভর্তি হলো আর আরিফ খুবই সাধারণ একটা কলেজে ভর্তি হলো। তার পর ওদের সাথে আর যোগাযোগ ছিলো না।

গত সপ্তাহে শপিং মলে ওদের সাথে দেখা হলো। তাও আমি ওদের দেখি নাই। আমাকে লিপির ছেলে আরিফ দেখতে পেয়ে আমার কাছে এসে বলে
-আন্টি আমাকে চিনতে পেরেছেন? আমি আরিফ।
আমি আরিফকে আসলেই চিনতে পারছিলাম না। আরিফ কে যখন শেষ দেখি তখন মাত্র স্কুল ছেড়ে কলেজে যাবে। ছেলে মানুষি এখনো চোখে মুখে। আর এখন রীতি মতো ভদ্রলোক। তার পর আরিফ আমাকে লিপির কাছে নিয়ে যায়। লিপি একটা দোকানে বসা ছিলো। লিপিকে নিয়ে ওর ছেলে শপিং এ এসেছে। তাও আবার লিপির জন্য তার ছেলে পছন্দ করে কি সব রংচঙে থ্রী-পিছ কিনছে।

আমি আর লিপি সব সময় শাড়ি পরতাম, তাই আমি একটু অবাক হলাম। লিপি আমার কাছে বার বার জানতে চাইছিলো।
-তুই বল আমি কোনটা কিনবো আমাকে কোনটায় মানাবে?
-তখনই আরিফ হঠাৎ করে বলে বসে আন্টি আপনি যেটা পছন্দ করবেন আম্মা সেটাই কিনবে।তার পর আমি একটা থ্রী- পিস পছন্দ করি আরিফ সেই একই থ্রী- পিস দুইটা কিনে আমি তা খেয়াল করি।
আমি আর লিপি গল্প করছিলাম কেনাকাটার ফাঁকে ফাঁকে ।
তারপর আরো কিছু টুকিটাকি কেনাকাটা করে ওরা। ওদের কেনাকাটা দেখে মনে হচ্ছিল ওরা কোথাও বেড়াতে যাবে।
আমি আরিফ কে খেয়াল করছিলাম ও লিপির সাথে কেমন সহজ স্বাভাবিক ভাবে কথা বলে। মনে হয় আরিফ ওর মাকে নয় মেয়ে কে নিয়ে বের হয়েছে শপিং করতে। তার পর আমাদের নিয়ে একটা রেস্টুরেন্টে যায়।আরিফ টুকটাক খাবার অর্ডার করে শেষে আরিফ বলে -
আম্মা কফি খাবে নাকি কোন আইসক্রিম।
লিপি বলল আগে কফি খাব তারপর কোন আইসক্রিম খেতে খেতে বাসায় যাব।
আমি বললাম- আমি শুধু কফি।
লিপি সঙ্গে সঙ্গে বলল -তা হলে আইসক্রিম খাওয়া বাদ।
খেতে খেতে শুনলাম ওরা বেড়াতে যাচ্ছে কক্সবাজারে সেখান থেকে সেন্ট মার্টিন। সাথে লিপি কে নিয়ে যাবে। যদিও সেটা আরিফের অফিসিয়াল টুর।আরিফ একটা বায়িং হাউস এ আছে। বুঝতে পারলাম ভালো দায়িত্বে আছে। আমাদের সাথে বসা অবস্থায় কতবার যে মেইল চেক করলো। আর টুকটাক অফিসিয়াল কল রিসিভ করলো। তার মানে শত ব্যস্ততার মধ্যেও মা'কে শপিং করতে নিয়ে এসেছে। ইতিমধ্যে আরো জানা হয়ে গেলো আরিফের বউ-এর কথা আরিফের বউ একটা মাল্টি ন্যাশনাল কম্পানিতে আছে। তাদের এক সন্তান সে এখন তার নানি বাড়িতে আছে। শপিং শেষ হলে আরিফ তার মেয়ে কে তার শ্বশুর বাড়ি থেকে তুলে নিবে।

আমি একটা বিছানার চাদর আর আমার জন্য টুকটাক বাজার করতে এসেছিলাম। আমি কিছুই কিনি নাই সেদিন। আমার কিছু কিনতে ইচ্ছে হচ্ছে না আর।আমি শুধু আরিফ কে দেখছিলাম। আরিফ কি ভাবে ওর মা'কে এত যত্ন করছে।স্যান্ডেলের দোকানে নিজে তার মায়ের পায়ে স্যান্ডেল পরিয়ে দিলো।লিপি এত দাম দিয়ে স্যান্ডেল কিনবে না। আরিফ তখন বলল আম্মা তুমি মূল্য দেখো কেন? তুমি দেখবে আরাম পাও কিনা?
আরিফের কত খেয়াল তার মায়ের জন্য। সব শেষে সানগ্লাস কিনলো মায়ের জন্য। লিপি সানগ্লাস কিনবে না।তখন আরিফ বলল,
- মা সানগ্লাস কিনতে হবে কারন তুমি যখন সমুদ্রের ধারে হাটবে তখন তোমার চোখে রোদ লাগবে।
ওদের মা - ছেলেকে দেখে আমার এমন লাগছে কেন? আমি আরিফ কে দেখছি, লিপিকে দেখছি। আর আমার ভেতরে কেমন হীনমন্যতা ঢুকে যাচ্ছে। বার বার মনে হচ্ছে আমি হেরে গেছি জীবনের কাছে। আমি একজন ব্যর্থ মা। যে তার ছেলেকে সব চাইতে সফল আর বড় বানাতে গিয়ে এত বড় বানিয়ে ফেলেছি যে, সেই ছেলের নাগাল আমি আর কখনো পাবো না!

এর মধ্যে কয়েকবার আরিফ দিপের কথা জানতে চেয়েছে।দিপের সাথে যোগাযোগের নম্বর চেয়েছে, আমি দেই নাই। বলেছি বাসায় আছে, নোট বইয়ে লেখা। আর দিপ আমাকে কল দেয় সব সময়। আমি তো দেই না তাই মনে নাই। আসলে দিপের অনুমতি না নিয়ে ওর নম্বর কাউকে দিলে ও রাগ করবে। আমাকেই বলে
- মা আমি অনেক বিজি থাকি, যখন তখন কল দিবে না। এতে করে আমার ডিসটার্ব হয়। তুমি এখনো অষ্ট্রেলিয়া আর বাংলাদেশের সময়ে এডজাস্ট করতে পারো না কেন?
আরিফ আমাকে আমাদের বাসায় নামিয়ে দেওয়ার সময় আমার হাতে একটা শপিং ব্যাগ দিয়ে বলল এটা আপনার জন্য। আমি দেখি ঠিক মিনার মতো আমার জন্যও একটা থ্রী-পিস কিনেছে আরিফ। আন্টি এটা আপনার জন্য।আপনারা দুই বান্ধবী এক সময় এক রকম জামা পরে বেড়াতে বের হবেন।
আমার চোখে পানি চলে আসার অবস্থা হয়েছিলো তখন।
আরিফ আরো বলল আন্টি আমার মোবাইল নং তো সেভ করে দিয়েছি আপনার যখন খুশি কল দিবেন, আমি এসে আপনাকে বাসায় নিয়ে যাবো। আমি তখন বললাম -
তুমিও তো বিজি থাকো। তখন আরিফ বলল,
- আন্টি আপনার জন্য আমি সব সময়ই ফ্রি আছি।
তারপর আরো বলল,
-আন্টি আপনি তো একা থাকেন আপনিও চলেন না আমাদের সাথে কক্স বাজার। আম্মা'র একজন সঙ্গী হবে। আম্মার আরো বেশি ভালো লাগবে।
আমি মনে মনে কতক্ষন থেকে বলছি - লিপি আমাকে নিবি তোদের সাথে কক্স বাজার? আমি সমুদ্র দেখবো না। আমি শুধু দেখবো একজন ছেলে তার মা'কে কত আদর যত্ন করে তা।

আমি আরিফ কে বললাম,
- আরিফ আসলেই ঠিক বলেছো।লিপির সাথে কতদিন পর দেখা আমার। আমারও ভালো লাগবে তোমাদের সাথে বেড়াতে গেলে। কিন্তু দিপকে তো বলতে হবে।আমি আজ দিপের সাথে কথা বলে তোমাকে জানাবো।
লিপি মনে হয় আমার কথায় অবাক হলো। আমি এত সহজে ওদের সাথে যেতে রাজি হবো এটা লিপি ভাবতেও পারে নাই। লিপি। আমার হাত জড়িয়ে ধরে বলল,
- শাহী প্লীজ চল, আমার অনেক ভালো লাগবে।
তার পর ওরা চলে গেলো। আমি আমার আলো-হীন ঘরে ঢুকে, আজ আরো বেশি অন্ধকার দেখতে পেলাম। গতকাল রাতের বেলা দিপের সাথে হওয়া কথা গুলো ভাবতে লাগলাম।
দিপের বিয়ে দিপ একা-একা করলো অষ্ট্রেলিয়া, নিজে মেয়ে পছন্দ করলো আর যেহেতু মেয়েরা অষ্ট্রেলিয়া বহু বছর থেকে আছে। তাই বাংলাদেশে এসে বিয়ের করার প্রশ্নই আসে না। আমি টেলিফোনে ওদের আশির্বাদ করলাম। তার পর দেশে আসবে বলে আসলো না। তখন দিপের বউ-এর পড়ালেখা শেষ হয় নাই এর মধ্যে আসা যাবে না দিপের ছেলে হলো এখন ছেলে ছোট তাই বাংলাদেশের আবহাওয়া বাচ্চা'র সহ্য হবে না তা-ই আসা যাবে না। এবছর আমাকে অষ্ট্রেলিয়া যাওয়ার জন্য সব কাগজ ঠিক করার কথা। গতকাল কল দিয়ে বলল, এবার ছুটিতে ওদের সবাই কে নিয়ে দিপের শ্বশুর শাশুড়ী সহ আমেরিকা যাবে। দিপ আমাকে কল দিয়ে বলল মা আমরা সবাই চেষ্টা করবো আগামী বছর দেশে আসার তুমি মন খারাপ করো না।

না আমি মন খারাপ করি নাই। আমি আজ আরিফ কে দেখে বুঝতে পেরেছি, শুধু ভালো ছাত্র আর সব সময় ফাস্ট হওয়া ছেলেরাই সেরা সন্তান হয় না। একজন সন্তান কে মানুষ করার ক্ষেত্রে আমি শুধু আমার ছেলেকে সেরাটা দিয়েছি। আর তাকে শিখিয়েছি ফাস্ট হতে হবে পরীক্ষার খাতায় আর চাকরির বাজারে।
সেরা মানুষ হতে হবে এটা আমি কখনো শেখাই নাই।আমি ওকে কখনো শেখাই নাই তোমার বন্ধুদের সহযোগিতা করবে। আমি শিখিয়েছি শুধু প্রতিযোগিতা।.

ওর কিসে ভালো হবে ওকে শিখিয়েছি। কিন্তু সবাইকে নিয়ে ভাবাটা শিখাতে পারি নাই।
আমি সব সময় দিপ কে ভালো জিনিস কিনে দিয়েছি। ওর চাহিদা পূরণ করেছি। কিন্তু আমি কখনো আমার কোন চাহিদা আছে বা থাকতে পারে তা ওকে দেখাই নাই।
আমি দিপকে কল দিবো না কক্স বাজার যাওয়া নিয়ে। এটা আরিফ কে বলার জন্য বলা। আজ লিপিদের সাথে দেখা হওয়ায় ভালো হলো। এখন থেকে আমি আমার ভালো লাগা মন্দ লাগা নিয়ে ভাববো। ছেলেকে নিয়ে আমার ভাবনা শেষ।
ছেলে কে তার ভালো থাকার জন্য সব করে দিয়েছি। ছেলের আর আমার কাছ থেকে পাওয়ার কিছু নাই।
ছেলে আমাকে তার কাছে অষ্ট্রেলিয়া বেড়াতে নিয়ে যাবে বলে, গত দুই বছর থেকে আমার চলার টাকা থেকে একটু একটু করে যথেষ্ট টাকা জমিয়েছি। ওদের জন্য কত কিছু কিনবো তাই।
এবার থেকে আমি আমার জীবনের ছোট ছোট চাওয়া গুলো পূরণ করবো।বাঁচব আর কটা দিন। খুব শখ ছিলো হিমালয় দেখবো আর মিশরের পিরামিড দেখবো! একা একা কি এগুলো দেখা যাবে? তার চাইতে এবার লিপির সাথে কক্সবাজার আর সেন্ট মার্টিন ঘুরে আসি তারপর একটু নিজেকে নিয়ে ভাববো। ©

এটি একটি সত্য ঘটনা
অবলম্বনে লেখা গল্প
লেখিকা - সুরাইয়া শারমিন।
কোনরকম এডিটিং ছাড়াই
হুবহু তুলে দিয়েছি
একজন আইনজীবী
আপার দেয়াল থেকে।

[ গল্পটার সাথে ছবিটার অদ্ভুত এক সামঞ্জস্য পেয়ে তুলে দিলাম। আমাদের অনেকেরই ধারণা হয়ে থাকে সে বোধহয় শূণ্যে ভাসছে। বাস্তব তার বিপরীত। আমরা সবাই আসলে মাটির কাছাকাছিই থাকি। ]

Address

Arfin Sumon
Abu Dhabi

Website

Alerts

Be the first to know and let us send you an email when Arfin sumon posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Arfin sumon:

Share